চারিদিকে থই থই জলে ডুবে আছে নোয়াখালী। ভাল নেই সেখানকার একটিও প্রাণ
Pray for Noakhali.
Pray for Noakhali.
😢213😨12😭6🤩4
মাত্র দশদিনে ছাত্রদের আপনি ভুল ধরছেন এবং প্রকাশ্যে তা বলতে পারছেন। মানে এই দেশ স্বাধীন হয়েছে, তা প্রমাণিত হলো। কারণ গত ১৫ বছর ধরে আপনার মুখ বন্ধ ছিলো। আপনি সমালোচনা করতে পারেননি, সেই মুরোদ হয়নি।
এখন যেহেতু সেই মুরোদ হয়েছে, মানে বুঝতে হবে আপনার এই মুরোদটাই ছাত্রদের রক্তের বিনিময়ে অর্জিত। তাই এই স্বাধীনতাকে সম্মান করুন এবং দেশ গড়তে সাহায্য করুন।
আপনি কেমন স্বাধীনতা চেয়েছিলেন তা জানতে কেউ আগ্রহী নয়। আগে পা চাটতেন, এখন আবেগ চাটছেন!!
©
এখন যেহেতু সেই মুরোদ হয়েছে, মানে বুঝতে হবে আপনার এই মুরোদটাই ছাত্রদের রক্তের বিনিময়ে অর্জিত। তাই এই স্বাধীনতাকে সম্মান করুন এবং দেশ গড়তে সাহায্য করুন।
আপনি কেমন স্বাধীনতা চেয়েছিলেন তা জানতে কেউ আগ্রহী নয়। আগে পা চাটতেন, এখন আবেগ চাটছেন!!
©
🔥225❤🔥18💯11😐4🆒4⚡2🌚1
"রুনি যে ভিডিও প্রতিবেদন করেছিল, সেই ভিডিওতে একটা সুড়ঙ্গ দেখা যায়, সেই সুড়ঙ্গপথ দিয়ে রুনি হেঁটে যাচ্ছে বিশাল একটা পাইপ লাইন ধরে। আর সেই পাইপ লাইনটা সামিটের ফার্নেস ওয়েলে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে গ্যাস সরবাহের কাজে ব্যবহৃত হতো, বিদ্যুৎ তৈরি হতো তিতাস থেকে পাওয়া গ্যাসে, সামিটকে হাসিনা বিল দিত ফার্নেস ওয়েল থেকে তৈরি বিদ্যুৎ এর মূল্য।
আর সেই ভিডিওর সবচেয়ে ভয়ঙ্কর যে তথ্যটি ছিল, তাহলো সেই সুড়ঙ্গ পথে সেই সময়ে ভারতের দিকেও পাইপ লাইন ছিল। সেই পাইপ লাইন দিয়ে ভারতেও গ্যাস পাচার করতো, ভারতে আনুষ্ঠানিক ভাবে কাগজে কলমে গ্যাস দেয়ার বহু বছর আগে থেকেই হাসিনা গ্যাস দেয়া শুরু করে।"
-অমি হাসান
✅ বিস্তারিত
😱169😢38😨12😐4
রাজধানীর বারিধারা এলাকা থেকে সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনিকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের একটি দল। আজ সোমবার (১৯ আগস্ট) সন্ধ্যায় তাকে আটক করা হয়।
🔥225👏27❤🔥10🫡7🏆2😱1👌1
ঢাকা ওয়াসার সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাকসিম এ খান যাতে বিদেশে যেতে না পারেন, সে জন্য পুলিশের বিশেষ শাখাকে (স্পেশাল ব্রাঞ্চ) চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
চিঠিতে উল্লেখ করা হয়, তাকসিম এ খানের বিরুদ্ধে ঢাকা ওয়াসায় বিভিন্ন ধরনের অনিয়ম, দুর্নীতি ও প্রকল্পের নামে কোটি কোটি টাকা লুটপাট এবং অবৈধ নিয়োগ–বাণিজ্যের মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ নিয়ে অনুসন্ধান চলমান।
প্রথম আলো
চিঠিতে উল্লেখ করা হয়, তাকসিম এ খানের বিরুদ্ধে ঢাকা ওয়াসায় বিভিন্ন ধরনের অনিয়ম, দুর্নীতি ও প্রকল্পের নামে কোটি কোটি টাকা লুটপাট এবং অবৈধ নিয়োগ–বাণিজ্যের মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ নিয়ে অনুসন্ধান চলমান।
প্রথম আলো
🔥109❤🔥6💯4
সরকারি কর্ম কমিশনের (পিএসসি) বিষয়ে নতুন কিছু নির্দেশনা দিতে পারে বর্তমান অন্তর্বর্তী সরকার। এ নির্দেশনা এলে পিএসসির সব কর্মকাণ্ডে গতি বাড়বে বলে মনে করে জনপ্রশাসন মন্ত্রণালয়। পিএসসি ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের একাধিক সূত্র প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছে। সম্প্রতি ৪৬তম বিসিএসসহ তিন নিয়োগ পরীক্ষার তথ্য চেয়েছে অন্তর্বর্তী সরকার।
আশা করি,সব ধীরে ধীরে ঠিক হয়ে যাবে।
আশা করি,সব ধীরে ধীরে ঠিক হয়ে যাবে।
❤🔥118❤12
বিগত আওয়ামী লীগ সরকারের ৪১ জন মন্ত্রী ও সংসদ সদস্যের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)
🔥114👏8👌8
বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মুকুল আহমেদের ওপর নির্যাতন চালানোর দায়ে দুজনের ছাত্রত্ব বাতিল করা হয়েছে।
ওই দুজন হলেন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অষ্টম ব্যাচের চতুর্থ বর্ষের শিক্ষার্থী তানজিদ মঞ্জু ও সিহাব উদ্দিন। এই দুজন ছাত্রলীগের কর্মী বলে জানা গেছে।
একই অভিযোগে ইংরেজি বিভাগের দশম ব্যাচের আরেক শিক্ষার্থী আহাদ খানকে এক বছরের জন্য বহিষ্কার করা হয়েছে।
ওই দুজন হলেন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অষ্টম ব্যাচের চতুর্থ বর্ষের শিক্ষার্থী তানজিদ মঞ্জু ও সিহাব উদ্দিন। এই দুজন ছাত্রলীগের কর্মী বলে জানা গেছে।
একই অভিযোগে ইংরেজি বিভাগের দশম ব্যাচের আরেক শিক্ষার্থী আহাদ খানকে এক বছরের জন্য বহিষ্কার করা হয়েছে।
🔥108👏10👌7💯2😐2
Forwarded from PDF Zone (News Zone)
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
পাকিস্তানের চলমান ছাত্র আন্দোলনে তারা ব্যাপকভাবে বাংলাদেশের জাতীয় পতাকা ব্যবহার করছে। মূলত বাংলাদেশের ছাত্র-জনতার গণঅভূত্থানের সফলতা দেখে তারা এই আন্দোলনের সূচনা করেছে।
পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)-অধিভুক্ত ইনসাফ স্টুডেন্টস ফেডারেশন (আইএসএফ) শুক্রবার দলের প্রতিষ্ঠাতা ইমরান খানের মুক্তি এবং দেশে সত্যিকারের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য একটি আন্দোলন শুরু করার ঘোষণা দিয়েছিল।
পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)-অধিভুক্ত ইনসাফ স্টুডেন্টস ফেডারেশন (আইএসএফ) শুক্রবার দলের প্রতিষ্ঠাতা ইমরান খানের মুক্তি এবং দেশে সত্যিকারের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য একটি আন্দোলন শুরু করার ঘোষণা দিয়েছিল।
🥰225❤🔥41❤22😱7😍5😐2
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, আগস্ট মাসের প্রথম ১৭ দিনে দেশে বৈধপথে ১১৪ কোটি ৪২ লাখ ২০ হাজার ডলারের রেমিট্যান্স এসেছে। বাংলাদেশি মুদ্রায় (প্রতি ডলার ১১৮ টাকা হিসাবে) যার পরিমাণ ১৩ হাজার ৩৭৪ কোটি টাকার বেশি।
Sources-
আসেন দেখে যান
আরও একটাও দেখে যান
Sources-
আসেন দেখে যান
আরও একটাও দেখে যান
👏145🔥32❤🔥18
সার্জেন্ট নিয়োগে ৬ ছাত্রলীগ নেতার জন্য সুপারিশ করেছিলেন নওফেল
১. সুজয় বড়ুয়া, সাবেক সদস্য, বাংলাদেশ ছাত্রলীগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা।
২. আশীষ কুমার দাশ, সহ-সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা।
৩. মোহাম্মদ দেলোয়ার হোছাইন, গণশিক্ষা বিষয়ক সম্পাদক, কুতুবদিয়া উপজেলা ছাত্রলীগ, কক্সবাজার।
৪. প্রহল্লাদ কুমার ঘোষ , সাবেক উপ-অর্থ বিষয়ক সম্পাদক বাংলাদেশ ছাত্রলীগ, কেন্দ্রীয় নির্বাহী সংসদ।
৫. ওমর ফারুক, উপ-ত্রাণ ও দুর্যোগ বিষয়ক বিষয়ক সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা।
৬, কাওসার আহমেদ, সহ-সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা
🛑 Follow NewsZone For more important information
💔68😐29🌚13⚡2🔥1🤩1🫡1
অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ সূত্রে পাওয়া দেশি-বিদেশি ঋণের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, পদত্যাগের সময় শেখ হাসিনার সরকার ১৮ লাখ ৩৬ হাজার কোটি টাকার ঋণ রেখে গেছে।
💔121😱19😨11
শিবির নেতা নিহতের ঘটনায় সাবেক মেয়র লিটনসহ (রাজশাহী সিটি কর্পোরেশন) ১২০০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।
🥰122👌14⚡5🌚4❤🔥2
জুনিয়র ইনস্ট্রাক্টর পদে মুক্তিযোদ্ধা ও অনান্য কোটার সনদ চেয়েছে পিএসসি।
সব তদন্ত করা হবে এবার😎
সব তদন্ত করা হবে এবার😎
👏127💯11🫡6⚡2👌2❤🔥1💘1