ছাত্র-জনতার অভ্যুত্থানে আহতদের চিকিৎসা চলছে সিএমএইচে
আহতদের চিকিৎসার জন্য ঢাকায় সিএমএইচে ৩২০টি শয্যা প্রস্তুত। আহতরা বিনা মূল্যে চিকিৎসা পাবেন।
আহতদের চিকিৎসার জন্য ঢাকায় সিএমএইচে ৩২০টি শয্যা প্রস্তুত। আহতরা বিনা মূল্যে চিকিৎসা পাবেন।
🔥136❤29🫡7❤🔥5👏4😐2💯1
Friendliest এর অনেকে দেখলাম ডিফেন্ড করছেন ভারতকে,ভারত না খুলে দিলে বাঁধ তারাই ডুবতো।
এ বিষয়ে নিজের একটা মতামত শেয়ার করলাম।
প্রথম কথা,উজানে বাঁধ দেওয়াটাই প্রকৃতির সাথে একধরনের বিরোধিতা।
দ্বিতীয়ত,এই বাঁধ দেওয়ার ফলে আমাদের নদী গুলো মরে গেছে, নাব্যতা নাই, চর পড়ে গেছে। ফলে যখন এসকল বাঁধ হঠাৎ খুলে দেওয়া হয় তখন ভাটির অঞ্চল হিসেবে আমরা ডুবে যাই।
সোজা কথায় এটা একধরনের প্রতারণা।
যখন আমার পানির দরকার তুমি দেওনা, আর পানি বেড়ে গেলে তুমি আমাকে ডুবিয়ে দাও।
বিষয়টা আপনার সরল ধারনার মতো সরল না।
ধন্যবাদ।
© Tahmim Khan
এ বিষয়ে নিজের একটা মতামত শেয়ার করলাম।
প্রথম কথা,উজানে বাঁধ দেওয়াটাই প্রকৃতির সাথে একধরনের বিরোধিতা।
দ্বিতীয়ত,এই বাঁধ দেওয়ার ফলে আমাদের নদী গুলো মরে গেছে, নাব্যতা নাই, চর পড়ে গেছে। ফলে যখন এসকল বাঁধ হঠাৎ খুলে দেওয়া হয় তখন ভাটির অঞ্চল হিসেবে আমরা ডুবে যাই।
সোজা কথায় এটা একধরনের প্রতারণা।
যখন আমার পানির দরকার তুমি দেওনা, আর পানি বেড়ে গেলে তুমি আমাকে ডুবিয়ে দাও।
বিষয়টা আপনার সরল ধারনার মতো সরল না।
ধন্যবাদ।
© Tahmim Khan
💯220😢26🔥6👏6👌5❤🔥2🆒1
মানুষ মানুষের জন্য।জীবন জীবনের জন্য। আসুন এই নতুন বাংলাদেশ ২.০ কাঁধে কাঁধ মিলিয়ে এই দুর্যোগকালীন পরিস্থিতির মোকাবেলা করি।
তহবিলের সহযোগিতা পাঠানোর নাম্বার:
বিকাশ:
01516707349(রাকিব)
01739263501 (সাকিন)
01568269178 (ইব্রাহিম)
রকেট :
015167073495 (রাকিব)
017256616106 (সৈকত)
015682691784(ইব্রাহিম)
নগদ:
01516707349(রাকিব),
01739263501(সাকিন)
01568269178 (ইব্রাহিম)
ব্যাংক একাউন্ট:
IBBL
RAKIB RAHMAN
2050 342 67 00158205
H M Mobashwer
A/C NO: 20502956700194515
Branch: Dagonbhuyian Br, Feni
Routing No: 125300377
EBL
RAKIB RAHMAN
1151050002117
Sonali bank
MD.Mehedi Hasan
5018701037184
Agrani bank
Md.Mehedi Hasan
0200018098439
বিঃদ্রঃ আমরা সশরীরে বন্যাকবলিত এলাকায় ত্রাণ ও অন্যান্য সহায়তা পৌছাবো।
তহবিলের সহযোগিতা পাঠানোর নাম্বার:
বিকাশ:
01516707349(রাকিব)
01739263501 (সাকিন)
01568269178 (ইব্রাহিম)
রকেট :
015167073495 (রাকিব)
017256616106 (সৈকত)
015682691784(ইব্রাহিম)
নগদ:
01516707349(রাকিব),
01739263501(সাকিন)
01568269178 (ইব্রাহিম)
ব্যাংক একাউন্ট:
IBBL
RAKIB RAHMAN
2050 342 67 00158205
H M Mobashwer
A/C NO: 20502956700194515
Branch: Dagonbhuyian Br, Feni
Routing No: 125300377
EBL
RAKIB RAHMAN
1151050002117
Sonali bank
MD.Mehedi Hasan
5018701037184
Agrani bank
Md.Mehedi Hasan
0200018098439
বিঃদ্রঃ আমরা সশরীরে বন্যাকবলিত এলাকায় ত্রাণ ও অন্যান্য সহায়তা পৌছাবো।
🔥78❤15🥰8💯4
ত্রিপুরার বন্যা প্রাকৃতিক। বাংলাদেশের বন্যা মানবসৃষ্ট। ভারতসৃষ্ট।
সমস্যা বাঁধ খোলা নিয়ে না। সমস্যা হচ্ছে অসময়ে বাঁধ খোলা নিয়ে। পুরা বর্ষার মৌসুমে শুরু থেকে বাঁধ আটকে পানি জমাইছে। সেই বাঁধ যখন ফেটে যাওয়ার উপক্রম, তখন খুলে দেয়া হইছে।
অথচ বর্ষার শুরু থেকেই যদি বাঁধ খোলা থাকে কিংবা নদীতে যদি বাঁধ ই না থাকে, তাহলে জলটা জমে না, ডিরেক্ট নদী হয়ে সাগরে চলে যায়, আমাদের নদীগুলি ও পুরা বর্ষাকাল জুড়ে প্রাণবন্ত থাকে। সেই স্বাভাবিক প্রক্রিয়াটা চলতে না দিয়ে, বাঁধ তৈরি করে শুকনা মৌসুমে আমাদের নদীগুলিকে শুকিয়ে ফেলা হয় আর ভরা মৌসুমে ঘরবাড়ি সব ভাসিয়ে দেয়া হয়।
তারপর ও আপনারা আছেন, “বাধ্য হয়ে গেট খুলে দিছে, করার কিছু ছিলো না”!
- আহমেদ আর্য
©
সমস্যা বাঁধ খোলা নিয়ে না। সমস্যা হচ্ছে অসময়ে বাঁধ খোলা নিয়ে। পুরা বর্ষার মৌসুমে শুরু থেকে বাঁধ আটকে পানি জমাইছে। সেই বাঁধ যখন ফেটে যাওয়ার উপক্রম, তখন খুলে দেয়া হইছে।
অথচ বর্ষার শুরু থেকেই যদি বাঁধ খোলা থাকে কিংবা নদীতে যদি বাঁধ ই না থাকে, তাহলে জলটা জমে না, ডিরেক্ট নদী হয়ে সাগরে চলে যায়, আমাদের নদীগুলি ও পুরা বর্ষাকাল জুড়ে প্রাণবন্ত থাকে। সেই স্বাভাবিক প্রক্রিয়াটা চলতে না দিয়ে, বাঁধ তৈরি করে শুকনা মৌসুমে আমাদের নদীগুলিকে শুকিয়ে ফেলা হয় আর ভরা মৌসুমে ঘরবাড়ি সব ভাসিয়ে দেয়া হয়।
তারপর ও আপনারা আছেন, “বাধ্য হয়ে গেট খুলে দিছে, করার কিছু ছিলো না”!
- আহমেদ আর্য
©
💔135😢35🫡3😐2