মানুষ মানুষের জন্য।জীবন জীবনের জন্য। আসুন এই নতুন বাংলাদেশ ২.০ কাঁধে কাঁধ মিলিয়ে এই দুর্যোগকালীন পরিস্থিতির মোকাবেলা করি।
তহবিলের সহযোগিতা পাঠানোর নাম্বার:
বিকাশ:
01516707349(রাকিব)
01739263501 (সাকিন)
01568269178 (ইব্রাহিম)
রকেট :
015167073495 (রাকিব)
017256616106 (সৈকত)
015682691784(ইব্রাহিম)
নগদ:
01516707349(রাকিব),
01739263501(সাকিন)
01568269178 (ইব্রাহিম)
ব্যাংক একাউন্ট:
IBBL
RAKIB RAHMAN
2050 342 67 00158205
H M Mobashwer
A/C NO: 20502956700194515
Branch: Dagonbhuyian Br, Feni
Routing No: 125300377
EBL
RAKIB RAHMAN
1151050002117
Sonali bank
MD.Mehedi Hasan
5018701037184
Agrani bank
Md.Mehedi Hasan
0200018098439
বিঃদ্রঃ আমরা সশরীরে বন্যাকবলিত এলাকায় ত্রাণ ও অন্যান্য সহায়তা পৌছাবো।
তহবিলের সহযোগিতা পাঠানোর নাম্বার:
বিকাশ:
01516707349(রাকিব)
01739263501 (সাকিন)
01568269178 (ইব্রাহিম)
রকেট :
015167073495 (রাকিব)
017256616106 (সৈকত)
015682691784(ইব্রাহিম)
নগদ:
01516707349(রাকিব),
01739263501(সাকিন)
01568269178 (ইব্রাহিম)
ব্যাংক একাউন্ট:
IBBL
RAKIB RAHMAN
2050 342 67 00158205
H M Mobashwer
A/C NO: 20502956700194515
Branch: Dagonbhuyian Br, Feni
Routing No: 125300377
EBL
RAKIB RAHMAN
1151050002117
Sonali bank
MD.Mehedi Hasan
5018701037184
Agrani bank
Md.Mehedi Hasan
0200018098439
বিঃদ্রঃ আমরা সশরীরে বন্যাকবলিত এলাকায় ত্রাণ ও অন্যান্য সহায়তা পৌছাবো।
🔥78❤15🥰8💯4
ত্রিপুরার বন্যা প্রাকৃতিক। বাংলাদেশের বন্যা মানবসৃষ্ট। ভারতসৃষ্ট।
সমস্যা বাঁধ খোলা নিয়ে না। সমস্যা হচ্ছে অসময়ে বাঁধ খোলা নিয়ে। পুরা বর্ষার মৌসুমে শুরু থেকে বাঁধ আটকে পানি জমাইছে। সেই বাঁধ যখন ফেটে যাওয়ার উপক্রম, তখন খুলে দেয়া হইছে।
অথচ বর্ষার শুরু থেকেই যদি বাঁধ খোলা থাকে কিংবা নদীতে যদি বাঁধ ই না থাকে, তাহলে জলটা জমে না, ডিরেক্ট নদী হয়ে সাগরে চলে যায়, আমাদের নদীগুলি ও পুরা বর্ষাকাল জুড়ে প্রাণবন্ত থাকে। সেই স্বাভাবিক প্রক্রিয়াটা চলতে না দিয়ে, বাঁধ তৈরি করে শুকনা মৌসুমে আমাদের নদীগুলিকে শুকিয়ে ফেলা হয় আর ভরা মৌসুমে ঘরবাড়ি সব ভাসিয়ে দেয়া হয়।
তারপর ও আপনারা আছেন, “বাধ্য হয়ে গেট খুলে দিছে, করার কিছু ছিলো না”!
- আহমেদ আর্য
©
সমস্যা বাঁধ খোলা নিয়ে না। সমস্যা হচ্ছে অসময়ে বাঁধ খোলা নিয়ে। পুরা বর্ষার মৌসুমে শুরু থেকে বাঁধ আটকে পানি জমাইছে। সেই বাঁধ যখন ফেটে যাওয়ার উপক্রম, তখন খুলে দেয়া হইছে।
অথচ বর্ষার শুরু থেকেই যদি বাঁধ খোলা থাকে কিংবা নদীতে যদি বাঁধ ই না থাকে, তাহলে জলটা জমে না, ডিরেক্ট নদী হয়ে সাগরে চলে যায়, আমাদের নদীগুলি ও পুরা বর্ষাকাল জুড়ে প্রাণবন্ত থাকে। সেই স্বাভাবিক প্রক্রিয়াটা চলতে না দিয়ে, বাঁধ তৈরি করে শুকনা মৌসুমে আমাদের নদীগুলিকে শুকিয়ে ফেলা হয় আর ভরা মৌসুমে ঘরবাড়ি সব ভাসিয়ে দেয়া হয়।
তারপর ও আপনারা আছেন, “বাধ্য হয়ে গেট খুলে দিছে, করার কিছু ছিলো না”!
- আহমেদ আর্য
©
💔135😢35🫡3😐2
এখানে বর্তমান রেইনবেল্টের স্যাটেলাইট এবং রাডার দৃশ্য রয়েছে। আপনি দেখতে পাচ্ছেন যে সমগ্র দেশ cumulonimbus (ভারী বৃষ্টি বহনকারী) মেঘে আচ্ছন্ন হয়েছে এবং এরই ফলস্বরূপ এই প্রবল বৃষ্টি এবং ভারত হঠাৎ করে অনেক বাধঁ খুলে দিয়েছে, আগামী 48 ঘন্টার মধ্যে বন্যা পরিস্থিতি আরও খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে।
BFFWC এর মতে, চারটি নদী পয়েন্ট এখন প্রবল বন্যা স্তরের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, সাতটি নদীর পয়েন্ট বন্যা স্তরের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং আগামী 48 ঘন্টার মধ্যে আটটি নদী প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং পরবর্তী 24 ঘন্টার মধ্যে নিম্নোল্লিখিত নদীগুলির আশেপাশের অঞ্চলগুলির আকস্মিকভাবে জলস্তর বৃদ্ধির ফলে বন্যার সম্মুখীন হতে পারে।
নদীর পয়েন্টগুলি হল; মনু , খোয়াই, ধলাই, মুহুরী , হালদা, গোমতী।
এটি আমাদের জন্য একটি বন্যা বিধ্বংসী বছর হতে পারে। সকলে সতর্ক থাকুন বন্যার্তদের সাহায্যে এগিয়ে আসুন। অনাকাঙ্ক্ষিত কিছু ঘটার আগে আগাম প্রস্তুতি নিয়ে রাখুন। আল্লাহ আমাদের সহায় হোন।
Data collected from: BMD, FFWC, Meteoblue, baf Radar
BFFWC এর মতে, চারটি নদী পয়েন্ট এখন প্রবল বন্যা স্তরের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, সাতটি নদীর পয়েন্ট বন্যা স্তরের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং আগামী 48 ঘন্টার মধ্যে আটটি নদী প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং পরবর্তী 24 ঘন্টার মধ্যে নিম্নোল্লিখিত নদীগুলির আশেপাশের অঞ্চলগুলির আকস্মিকভাবে জলস্তর বৃদ্ধির ফলে বন্যার সম্মুখীন হতে পারে।
নদীর পয়েন্টগুলি হল; মনু , খোয়াই, ধলাই, মুহুরী , হালদা, গোমতী।
এটি আমাদের জন্য একটি বন্যা বিধ্বংসী বছর হতে পারে। সকলে সতর্ক থাকুন বন্যার্তদের সাহায্যে এগিয়ে আসুন। অনাকাঙ্ক্ষিত কিছু ঘটার আগে আগাম প্রস্তুতি নিয়ে রাখুন। আল্লাহ আমাদের সহায় হোন।
Data collected from: BMD, FFWC, Meteoblue, baf Radar
😢189
Forwarded from PDF Zone
তিস্তা অববাহিকার জন্য সতর্কতা
ইতোমধ্যেই ফ্ল্যাশ ফ্লাড ওয়ার্ণিং সেন্টার জানিয়েছে চলমান বৃষ্টিপাতের কারনে কুড়িগ্রামের দু একটি এলাকায় পানি বিপদসীমার উপরে প্রবাহিত হতে শুরু করেছে। আমাদের আগের পোস্টে দেয়া ম্যাপটিতে লক্ষ করলেই বুঝবেন।
এমতাবস্তায় তিস্তা ব্যারেজের উত্তর নদীসমূহে ব্যাপক পানি প্রবাহ লক্ষ্য করা যাচ্ছে। তেমন পরিস্থিতি খুবই স্বল্প সময়ের নোটিশে তিস্তা ব্যারেজের গেটসমূহ খুলে দেয়া হতে পারে যা ফ্ল্যাশ ফ্লাডের অবস্থা তৈরী করতে পারে। এমতাবস্থায় আমরা আপনাদেরকে সতর্ক ও সাবধান থাকার পরামর্শ দিচ্ছি। বিশেষত মূল্যান সম্পদ, গবাদি পশু সমূহ এবং ছোট বাচ্চা ও বৃদ্ধদের দ্রুত স্থানান্তরের ব্যবস্থা করে রাখার জন্য অনুরোধ জানাচ্ছি।
ইন শা আল্লাহ,আপনাদের সকলের সম্মিলিত প্রচেষ্টাই পারে আমাদেরকে নিরাপদে রাখতে।
ধন্যবাদ,
“আসুন দূর্যোগ থেকে বাঁচি, জীবন বাঁচাতে লড়ি একসাথে,
হাসি-আনন্দ, দুঃখ-জরায় মিলেমিশে থাকি একক বাহুবন্ধনে”
©Bangladesh Weather Observation Team-BWOT
ইতোমধ্যেই ফ্ল্যাশ ফ্লাড ওয়ার্ণিং সেন্টার জানিয়েছে চলমান বৃষ্টিপাতের কারনে কুড়িগ্রামের দু একটি এলাকায় পানি বিপদসীমার উপরে প্রবাহিত হতে শুরু করেছে। আমাদের আগের পোস্টে দেয়া ম্যাপটিতে লক্ষ করলেই বুঝবেন।
এমতাবস্তায় তিস্তা ব্যারেজের উত্তর নদীসমূহে ব্যাপক পানি প্রবাহ লক্ষ্য করা যাচ্ছে। তেমন পরিস্থিতি খুবই স্বল্প সময়ের নোটিশে তিস্তা ব্যারেজের গেটসমূহ খুলে দেয়া হতে পারে যা ফ্ল্যাশ ফ্লাডের অবস্থা তৈরী করতে পারে। এমতাবস্থায় আমরা আপনাদেরকে সতর্ক ও সাবধান থাকার পরামর্শ দিচ্ছি। বিশেষত মূল্যান সম্পদ, গবাদি পশু সমূহ এবং ছোট বাচ্চা ও বৃদ্ধদের দ্রুত স্থানান্তরের ব্যবস্থা করে রাখার জন্য অনুরোধ জানাচ্ছি।
ইন শা আল্লাহ,আপনাদের সকলের সম্মিলিত প্রচেষ্টাই পারে আমাদেরকে নিরাপদে রাখতে।
ধন্যবাদ,
“আসুন দূর্যোগ থেকে বাঁচি, জীবন বাঁচাতে লড়ি একসাথে,
হাসি-আনন্দ, দুঃখ-জরায় মিলেমিশে থাকি একক বাহুবন্ধনে”
©Bangladesh Weather Observation Team-BWOT
😭87😢25😐2
আজকে স্বাধীন ভাবে বন্যার ব্যাপারে ভারতের প্রেক্ষাপট নিয়ে কথা বলছেন। কয়েক বছর আগে একজন আবরার ফাহাদ ভারতের ফারাক্কা ইস্যু নিয়ে কথা বলায় জীবন দিতে হয়েছে।
তবুও যদি বলেন, 'এই স্বাধীনতা চেয়েছি?' তাইলে আপনার মায়ের জন্য আমার সমবেদনা। তিনি নয় মাস পেটে ধরে একটা ছাগল জন্ম দিয়েছেন !
©
তবুও যদি বলেন, 'এই স্বাধীনতা চেয়েছি?' তাইলে আপনার মায়ের জন্য আমার সমবেদনা। তিনি নয় মাস পেটে ধরে একটা ছাগল জন্ম দিয়েছেন !
©
🔥213💯29😢6🥰3😐3
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
নোয়াখালী বন্যায়, খামারীর স্বপ্ন শেষ
😭321😢38💔31👏1