Cumilla Last Update 1:25 AM
১)দেবিদ্বারের পাশ দিয়ে গোমতির বাঁধ ভাঙেনি,কিন্তু শিবনগর এলাকায় সুইচ গেইট ভেঙে অনবরত পানি লোকালয়ে প্রবেশ করছে।গ্রামবাসী চেষ্টা চালাচ্ছে বন্ধ করতে কিন্তু এখন পর্যন্ত কিছুই করতে পারেনি।আশেপাশের সকল ইউনিয়ন সতর্ক থাকুন,নিরাপদ স্থানে থাকুন।
২)বুড়িচং এর বুরবুরিয়া নামক গ্রামের সাইড দিয়ে ৭০ ফুটের বেশি গোমতী বাঁধ ভেঙে গেছে।যা বন্ধ করা এক প্রকার অসম্ভব হয়ে পড়েছে এবং ইতিমধ্যে ৫ টি গ্রাম সম্পূর্ণ তলিয়ে গেছে।বুড়িচং, ব্রাহ্মনপাড়া এলাকার সবাই নিরাপদ স্থানে চলে যান।
- এইচ এম মহসীন
১)দেবিদ্বারের পাশ দিয়ে গোমতির বাঁধ ভাঙেনি,কিন্তু শিবনগর এলাকায় সুইচ গেইট ভেঙে অনবরত পানি লোকালয়ে প্রবেশ করছে।গ্রামবাসী চেষ্টা চালাচ্ছে বন্ধ করতে কিন্তু এখন পর্যন্ত কিছুই করতে পারেনি।আশেপাশের সকল ইউনিয়ন সতর্ক থাকুন,নিরাপদ স্থানে থাকুন।
২)বুড়িচং এর বুরবুরিয়া নামক গ্রামের সাইড দিয়ে ৭০ ফুটের বেশি গোমতী বাঁধ ভেঙে গেছে।যা বন্ধ করা এক প্রকার অসম্ভব হয়ে পড়েছে এবং ইতিমধ্যে ৫ টি গ্রাম সম্পূর্ণ তলিয়ে গেছে।বুড়িচং, ব্রাহ্মনপাড়া এলাকার সবাই নিরাপদ স্থানে চলে যান।
- এইচ এম মহসীন
💔118😢59😭14❤1
দেশের ৭ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্ক সংকেত
পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
😢133😭27
কিছু প্রতিযোগিতা হোক দেশ ও জাতির কল্যাণে 👇
https://www.facebook.com/share/r/QwvbjPkuoKNURJCA/?mibextid=qi2Omg
https://www.facebook.com/share/r/QwvbjPkuoKNURJCA/?mibextid=qi2Omg
🔥41❤4😍2
উচ্ছিষ্ট ফ্যাসিস্টরা বন্যা দেখে ভেবেছিল— এই বুঝি নয়া সরকার বিপাকে পড়ল!
কিন্তু উচ্ছিষ্টরা জানে না— এখন আমরা সবাই-ই সরকার, প্রতিটি ঘর একেকটি পার্লামেন্ট, প্রতিটি তরুণ একেকজন মন্ত্রী।
©
কিন্তু উচ্ছিষ্টরা জানে না— এখন আমরা সবাই-ই সরকার, প্রতিটি ঘর একেকটি পার্লামেন্ট, প্রতিটি তরুণ একেকজন মন্ত্রী।
©
❤🔥363🔥25💯12❤11🏆2😐1💘1
বাসা-বাড়ীতে পানির পরিমাণ বেড়ে গেলে নোয়াখালীর হানিফ আমেরিকান সিটিতে আশ্রয় নেওয়ার অনুরোধ জানিয়েছে বাড়িটির মালিক ওমর আলী রাজ। প্রায় ১০০ পরিবার পর্যন্ত এখানে আশ্রয় নিতে পারবে।
প্রয়োজনে যোগাযোগ: Mainuddin - 01810306549
এছাড়াও, ৪০ টি পরিবারকে আশ্রয় নিতে পারবে বসুরহাট ৭ তলা বাড়িতে !
যোগাযোগ বাবুল : ০১৯২১৩৯০০৮২ ।
প্রয়োজনে যোগাযোগ: Mainuddin - 01810306549
এছাড়াও, ৪০ টি পরিবারকে আশ্রয় নিতে পারবে বসুরহাট ৭ তলা বাড়িতে !
যোগাযোগ বাবুল : ০১৯২১৩৯০০৮২ ।
🔥169❤38❤🔥10💘2🌚1