News Zone – Telegram
27.4K subscribers
3.35K photos
119 videos
212 files
1.83K links
Download Telegram
Forwarded from PDF Zone
আলহামদুলিল্লাহ, মেঘগুলো পশ্চিম দিকে সরে যাচ্ছে; পূর্বাভাসকারীরা বলছেন, বৃষ্টি এখন কম হবে। আর ইনশাআল্লাহ একদিনের মধ্যে বৃষ্টি থেমে যাবে। ইনশাআল্লাহ, দ্রুতই আমরা দূর্যোগকালীন সময় কাটিয়ে উঠতে পারব।

© Admission Infomer
289❤‍🔥18🥰7🔥5😇3💘2
Forwarded from Nursing Mate
বন্যার্তদের সাহায্যের জন্য ডোনেট করেছেন?
Anonymous Poll
65%
হ্যাঁ, দিয়েছি
35%
না, দেবো
44🆒11😇3
মানবধর্মই যেনো হয় বড় ধর্ম 👇

https://www.facebook.com/share/r/ydqYBWTwFtgEFo7F/?mibextid=D5vuiz
❤‍🔥38😍4
এই জাতিটাকে দেখে জাস্ট অবাক হচ্ছি বারবার৷ এক আবু সাঈদের রক্ত ঝরলো, শত শত মানুষ দেশ স্বাধীন করতে তাদের রক্তও ঝরালো। ভারত পানিতে ভাসিয়ে দিলো, কেউ নৌকা ফ্রিতে দিলো, কেউ পেট্রোল, কেউ ইন্টারনেট, কেউ বা দিলো শ্রম। কেউ দিচ্ছে নিজের পকেটের বেতন, ছোট্ট ছেলেটা দিলো তার জমানো উমরার টাকা। হিন্দু ভাইয়েরা দিলো পূজার টাকা, সেটাও আবার আলেমদের দ্বারা পরিচালিত একটা সংস্থায়। ❤️

এই জাতির একতা দেখে আমি বারবার বিমোহিত হই। আমাদের জাস্ট একটা নেতৃত্ব দরকার ছিলো, যারা দেশটাকে ভালোবেসে সামগ্রিক উন্নয়নের পথ দেখাবে, মানুষের মেন্টালিটি ইম্প্রুভ করে দূর্নীতি, প্রতিহিংসা দূর করবে। এই জাতির মধ্যে সুপ্ত সম্ভাবনা যদি কাজে লাগানো যেতো, কোথায় যেতে পারতাম আমরা!

©
❤‍🔥34844🔥15🥰6🫡4😍2💘2
২২.০৮.২০২৪~
• আজকে রেকর্ড পরিমাণ রেমিটেন্স এসেছে।
• টিএসসিতে একদিনে উঠেছে ১৪ লাখ+
• আস-সুন্নাহ দিচ্ছে ১০ কোটিরও বেশি।
• হিন্দুরা টাকা দিচ্ছে আস-সুন্নাহতে।
• কিছু বাস রেসকিউ টিমের জন্য ভাড়া ফ্রি করে দিচ্ছে।
• কিছু সিম বন্যাগ্রস্ত এলাকাগুলোতে নেট-মিনিট ফ্রি করে দিচ্ছে।
• রিকশাওয়ালা তার সারাদিনের আয় দান করে দিচ্ছে।
• কর্তৃপক্ষ টাওয়ারে মোবাইল চার্জের ব্যবস্থা করে দিচ্ছে।
• কিছু এজেন্সি থেকে হেলিকপ্টার পাঠিয়ে দেওয়া হয়েছে দূর্গতদের সাহায্যের জন্য।
• মা-বোনেরা এসে গলার চেইন খুলে বলছে এটা ছাড়া দেয়ার মতো কিছু নেই।

দেশের মানুষকে এতটা একতাবদ্ধ কখনো দেখেছেন?
❤‍🔥34051🔥18🥰6😭4👌3🏆1
কাল শুক্রবার। সারা দেশের সব মসজিদের কমিটি যদি শুধু জুম্মার নামাজের কালেকশনের টাকা বন্যার্তদের সহায়তায় পাঠানোর সিদ্ধান্ত নেয় তাহলে চলমান মানবিক সংকট উত্তরণে একটি মাইলফলক হয়ে থাকবে। এই আইডিয়া সারাদেশের সব মানুষের মাঝে ছড়িয়ে দিলে নতুন ইতিহাস রচিত হবে বলে বিশ্বাস করি। যে যেখানে আছেন, এব্যাপারে সবাই কথা বলুন।

উল্লেখ্য যে বাংলাদেশে প্রায় সাড়ে ৩ লক্ষ মসজিদ আছে।
270❤‍🔥15💯11🔥7
Forwarded from PDF Zone
এটা অথেনটিক নিউজ , মাইকিং ও করা হচ্ছে
💔160😢54😭27
Cumilla Last Update 1:25 AM

১)দেবিদ্বারের পাশ দিয়ে গোমতির বাঁধ ভাঙেনি,কিন্তু শিবনগর এলাকায় সুইচ গেইট ভেঙে অনবরত পানি লোকালয়ে প্রবেশ করছে।গ্রামবাসী চেষ্টা চালাচ্ছে বন্ধ করতে কিন্তু এখন পর্যন্ত কিছুই করতে পারেনি।আশেপাশের সকল ইউনিয়ন সতর্ক থাকুন,নিরাপদ স্থানে থাকুন।

২)বুড়িচং এর বুরবুরিয়া নামক গ্রামের সাইড দিয়ে ৭০ ফুটের বেশি গোমতী বাঁধ ভেঙে গেছে।যা বন্ধ করা এক প্রকার অসম্ভব হয়ে পড়েছে এবং ইতিমধ্যে ৫ টি গ্রাম সম্পূর্ণ তলিয়ে গেছে।বুড়িচং, ব্রাহ্মনপাড়া এলাকার সবাই নিরাপদ স্থানে চলে যান।

- এইচ এম মহসীন
💔118😢59😭141
ভয়াবহ বন্যার পানিতে ভাসছে ১২ জেলা, নিহত ৮
😭133😢27
দেশের ৭ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্ক সংকেত

পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
😢133😭27
আচ্ছা 🥱
😐153🌚40👏8🫡6😨5😱3🆒2
🔥93💯9👏5😍3💘3
😨86😢30💔10😭6😱2
178👏14❤‍🔥9😱8🤗6😍5🤩2
খেলোয়াড় এমপি কট খেয়ে গেলো গো..
🔥234👌23😐15😨15🌚10🆒6❤‍🔥5
🔥21619❤‍🔥8💯8😐6👏4💘4
কিছু প্রতিযোগিতা হোক দেশ ও জাতির কল্যাণে 👇


https://www.facebook.com/share/r/QwvbjPkuoKNURJCA/?mibextid=qi2Omg
🔥414😍2
👌15963💯86🔥6
উচ্ছিষ্ট ফ্যাসিস্টরা বন্যা দেখে ভেবেছিল— এই বুঝি নয়া সরকার বিপাকে পড়ল!

কিন্তু উচ্ছিষ্টরা জানে না— এখন আমরা সবাই-ই সরকার, প্রতিটি ঘর একেকটি পার্লামেন্ট, প্রতিটি তরুণ একেকজন মন্ত্রী।

©
❤‍🔥363🔥25💯1211🏆2😐1💘1
বাসা-বাড়ীতে পানির পরিমাণ বেড়ে গেলে নোয়াখালীর হানিফ আমেরিকান সিটিতে আশ্রয় নেওয়ার অনুরোধ জানিয়েছে বাড়িটির মালিক ওমর আলী রাজ। প্রায় ১০০ পরিবার পর্যন্ত এখানে আশ্রয় নিতে পারবে।
প্রয়োজনে যোগাযোগ: Mainuddin - 01810306549
এছাড়াও, ৪০ টি পরিবারকে আশ্রয় নিতে পারবে বসুরহাট ৭ তলা বাড়িতে !
যোগাযোগ বাবুল : ০১৯২১৩৯০০৮২ ।
🔥16938❤‍🔥10💘2🌚1