গতকাল বৃহস্পতিবার ২৯ আগস্ট গুম বিরোধী আন্তর্জাতিক সনদে সই করেছে বাংলাদেশ।
২০১০ সালের ডিসেম্বরে ‘ইন্টারন্যাশনাল কনভেশন ফর প্রোটেকশন অব অল পারসনস এগেইনস্ট এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স’ সম্মেলনে যে আন্তর্জাতিক সনদ কার্যকর হয়, তাতে ৩০ আগস্টকে গুমের শিকার ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক দিবস হিসেবে ঘোষণা করা হয়।
🔥104❤🔥20❤7👌2😐2👏1💯1
কোস্টগার্ড সদস্যরা শুরুতে সালমানকে চিনতে পারেননি বলে দাবি করেছেন সালমান। বলেছেন, শেভ করার পর তিনি নিজেই নিজেকে চিনতে পারছিলেন না। কোস্ট গার্ডের সদস্যরাও তাকে শুরুতে চিনতে পারছিলেন না। তারা প্রথমে আনিসুল হককে চিনে ফেলেন। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে আনিসুলই কোস্ট গার্ডের সদস্যদের সালমানকে চিনিয়ে দেন
🌚165🤩39👌17🆒16🔥8😇3💯2
বেলারুশ এর কম্পিটিটিভ প্রোগ্রামার Gennady Korotkevich ইতিহাস গড়েছেন কোডফোর্সেসে। টেক দুনিয়ায় ট্যুরিস্ট নামে পরিচিত এই প্রোগ্রামার কোডফোর্সেসের ইতিহাসে এখন পর্যন্ত সর্বোচ্চ রেটিং ৪,০০০ অর্জন করেছেন। তার সম্মানার্থে ৪,০০০ রেটিংয়ের র্যাংকের নাম রাখা হয়েছে ট্যুরিস্ট। তিনি ২০২২ এর জানুয়ারিতে কোডফোর্সেসে ৩৯০০ রেটিংয়ে পৌঁছানো প্রথম ব্যক্তি হোন।
কোডফোর্সেসে ট্যুরিস্ট আছেন গত ১৫ বছর ধরে। তিনি প্রথম গ্রেডে থাকা অবস্থাতেই মা-বাবার হাত ধরে প্রোগ্রামিং দুনিয়ায় প্রবেশ করেন এবং ১১ বছর বয়সেই IOI সহ নানা আন্তর্জাতিক কোডিং কম্পিটিশনে কোয়ালিফাই করেন। তারপর থেকে একের পর এক রেকর্ড ও মাইলফলক গড়েই যাচ্ছেন।
তাকে King of Competitive Programming বলা হয়ে থাকে। তিনি রাশিয়ার ITMO University এর একজন শিক্ষার্থী। 👑
©
কোডফোর্সেসে ট্যুরিস্ট আছেন গত ১৫ বছর ধরে। তিনি প্রথম গ্রেডে থাকা অবস্থাতেই মা-বাবার হাত ধরে প্রোগ্রামিং দুনিয়ায় প্রবেশ করেন এবং ১১ বছর বয়সেই IOI সহ নানা আন্তর্জাতিক কোডিং কম্পিটিশনে কোয়ালিফাই করেন। তারপর থেকে একের পর এক রেকর্ড ও মাইলফলক গড়েই যাচ্ছেন।
তাকে King of Competitive Programming বলা হয়ে থাকে। তিনি রাশিয়ার ITMO University এর একজন শিক্ষার্থী। 👑
©
🔥109👌8❤3😱3🏆2
আপনি কি জানেন ১ সেপ্টেম্বর অর্থাৎ কাল চিঠি লেখা দিবস?
এই চিঠি লেখা দিবসে আপনার চিঠি পাঠানোর মতো কেউ না থাকলেও আমরা কিন্তু আছি!
১ সেপ্টেম্বর সারাদিন @Invisible_the_bot এ পাঠিয়ে দিন আমাদের উদ্দেশ্যে আপনাদের খোলা চিঠি।
যেখানে আপনি আমাদের নিয়ে আপনার ভাবনা, ভালো লাগা, খারাপ লাগা, সাজেশনসহ যে কোনো কিছু নিয়ে লিখতে পারেন। শুধু আমাদেরকে নিয়েই নয় চাইলে জানাতে পারেন দেশের যেকোনো অবস্থা নিয়ে আপনার ধারণা অথবা ভবিষ্যতে আপনার ইচ্ছা কিংবা পরিকল্পনা কী সেটাও৷ মনের মাধুরি মিশিয়ে লিখে ফেলুন আপনার চিঠিটি!
সেরা ৩টি চিঠি ফিচার করা হবে আমাদের চ্যানেল থেকে!
এই চিঠি লেখা দিবসে আপনার চিঠি পাঠানোর মতো কেউ না থাকলেও আমরা কিন্তু আছি!
১ সেপ্টেম্বর সারাদিন @Invisible_the_bot এ পাঠিয়ে দিন আমাদের উদ্দেশ্যে আপনাদের খোলা চিঠি।
যেখানে আপনি আমাদের নিয়ে আপনার ভাবনা, ভালো লাগা, খারাপ লাগা, সাজেশনসহ যে কোনো কিছু নিয়ে লিখতে পারেন। শুধু আমাদেরকে নিয়েই নয় চাইলে জানাতে পারেন দেশের যেকোনো অবস্থা নিয়ে আপনার ধারণা অথবা ভবিষ্যতে আপনার ইচ্ছা কিংবা পরিকল্পনা কী সেটাও৷ মনের মাধুরি মিশিয়ে লিখে ফেলুন আপনার চিঠিটি!
সেরা ৩টি চিঠি ফিচার করা হবে আমাদের চ্যানেল থেকে!
Consolidated idea
❤🔥106🔥9👌6🆒4👏3💔2💯1