News Zone – Telegram
27.4K subscribers
3.35K photos
119 videos
212 files
1.83K links
Download Telegram
HSC-23

GST
😢6713😱6😐6🌚3
পদ্মা সেতু প্রকল্পে সর্বশেষ প্রাক্কলিত ব্যয় ছিল ৩২ হাজার ৬০৫ কোটি ৫২ লাখ টাকা। ব্যয় সংকোচন নীতি গ্রহণ করে এখন চূড়ান্ত ব্যয় দাঁড়িয়েছে ৩০ হাজার ৭৭০ কোটি ১৪ লাখ টাকা। এখানে এক হাজার ৮৩৫ কোটি টাকা সাশ্রয় হয়েছে।
🔥193👏244👌4❤‍🔥3
❤‍🔥12320
কোস্টগার্ড সদস্যরা শুরুতে সালমানকে চিনতে পারেননি বলে দাবি করেছেন সালমান। বলেছেন, শেভ করার পর তিনি নিজেই নিজেকে চিনতে পারছিলেন না। কোস্ট গার্ডের সদস্যরাও তাকে শুরুতে চিনতে পারছিলেন না। তারা প্রথমে আনিসুল হককে চিনে ফেলেন। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে আনিসুলই কোস্ট গার্ডের সদস্যদের সালমানকে চিনিয়ে দেন
🌚165🤩39👌17🆒16🔥8😇3💯2
বেলারুশ এর কম্পিটিটিভ প্রোগ্রামার Gennady Korotkevich ইতিহাস গড়েছেন কোডফোর্সেসে। টেক দুনিয়ায় ট্যুরিস্ট নামে পরিচিত এই প্রোগ্রামার কোডফোর্সেসের ইতিহাসে এখন পর্যন্ত সর্বোচ্চ রেটিং ৪,০০০ অর্জন করেছেন। তার সম্মানার্থে ৪,০০০ রেটিংয়ের র‍্যাংকের নাম রাখা হয়েছে ট্যুরিস্ট। তিনি ২০২২ এর জানুয়ারিতে কোডফোর্সেসে ৩৯০০ রেটিংয়ে পৌঁছানো প্রথম ব্যক্তি হোন।

কোডফোর্সেসে ট্যুরিস্ট আছেন গত ১৫ বছর ধরে। তিনি প্রথম গ্রেডে থাকা অবস্থাতেই মা-বাবার হাত ধরে প্রোগ্রামিং দুনিয়ায় প্রবেশ করেন এবং ১১ বছর বয়সেই IOI সহ নানা আন্তর্জাতিক কোডিং কম্পিটিশনে কোয়ালিফাই করেন। তারপর থেকে একের পর এক রেকর্ড ও মাইলফলক গড়েই যাচ্ছেন।

তাকে King of Competitive Programming বলা হয়ে থাকে। তিনি রাশিয়ার ITMO University এর একজন শিক্ষার্থী। 👑

©
🔥109👌83😱3🏆2
👏91👌12😍11
❤‍🔥147🔥15😍9🫡7🏆4🕊2😱1
HSC-23

GST
🥰72👌18
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
Agree?
❤‍🔥110💯21🔥6😐5👏1
এনসিটিবির নতুন চেয়ারম্যান হলেন রিয়াজুল হাসান
🔥1265😍5
He came, He conquered & He left as if he never existed!

©
🔥37544💯14😢9❤‍🔥6🆒5
😐145😱27😨19🌚15🫡6😢5😍2
আপনি কি জানেন ১ সেপ্টেম্বর অর্থাৎ কাল চিঠি লেখা দিবস?

এই চিঠি লেখা দিবসে আপনার চিঠি পাঠানোর মতো কেউ না থাকলেও আমরা কিন্তু আছি!

১ সেপ্টেম্বর সারাদিন @Invisible_the_bot এ পাঠিয়ে দিন আমাদের উদ্দেশ্যে আপনাদের খোলা চিঠি।

যেখানে আপনি আমাদের নিয়ে আপনার ভাবনা, ভালো লাগা, খারাপ লাগা, সাজেশনসহ যে কোনো কিছু নিয়ে লিখতে পারেন। শুধু আমাদেরকে নিয়েই নয় চাইলে জানাতে পারেন দেশের যেকোনো অবস্থা নিয়ে আপনার ধারণা অথবা ভবিষ্যতে আপনার ইচ্ছা কিংবা পরিকল্পনা কী সেটাও৷ মনের মাধুরি মিশিয়ে লিখে ফেলুন আপনার চিঠিটি!

সেরা ৩টি চিঠি ফিচার করা হবে আমাদের চ্যানেল থেকে!

Consolidated idea
❤‍🔥106🔥9👌6🆒4👏3💔2💯1
News Zone pinned «আপনি কি জানেন ১ সেপ্টেম্বর অর্থাৎ কাল চিঠি লেখা দিবস? এই চিঠি লেখা দিবসে আপনার চিঠি পাঠানোর মতো কেউ না থাকলেও আমরা কিন্তু আছি! ১ সেপ্টেম্বর সারাদিন @Invisible_the_bot এ পাঠিয়ে দিন আমাদের উদ্দেশ্যে আপনাদের খোলা চিঠি। যেখানে আপনি আমাদের নিয়ে আপনার ভাবনা…»
😐79🔥9💯3🆒2
❤‍🔥92🌚8😐5😨5
ঢামেকে ৩ চিকিৎসককে মারধর, ২৪ ঘণ্টার আলটিমেটামে কর্মবিরতির হুঁশিয়ারি

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আহসানুল হক দীপ্ত নামে বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস টেকনোলজির (বিইউবিটি) এক শিক্ষার্থীর মৃত্যু হয়। এই মৃত্যুতে চিকিৎসকদের অবহেলা রয়েছে বলে দাবি করেন বিইউবিটি শিক্ষার্থীরা। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে হাসপাতালের অপারেশন থিয়েটারে ঢুকে চিকিৎসকদের মারধরের অভিযোগ উঠেছে ওই শিক্ষার্থীদের বিরুদ্ধে। শনিবার (৩১ আগষ্ট) বিকেলের দিকে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় তিন জন চিকিৎসক আহত হয়েছেন। আহতরা হলেন- নিউরোসার্জারি বিভাগের চিকিৎসক ইমরান, মাশরাফি ও জুবায়ের। পরে এ ঘটনার প্রতিবাদ জানান চিকিৎসকরা। এ সময় আগামী ২৪ ঘণ্টার মধ্যে দায়ীদের গ্রেফতার না করলে কর্মবিরতিতে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা।

মারপিটের শিকার চিকিৎসক ইমরান বলেন, বিইউবিটির শিক্ষার্থী চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। পরে ওই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কোনো কথা না বলেই ওটি থেকে বের করে আমাদের তিন চিকিৎসককে মারপিট করে। এমনকি আমাদের নিউরোসার্জারি ওয়ার্ড থেকে মারতে মারতে পরিচালকের রুম পর্যন্ত নিয়ে আসা হয় বলেও জানান তিনি।

এ বিষয়ে জানতে চাইলে নিউরোসার্জারি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক শফিকুল ইসলাম বলেন, শিক্ষার্থীরা যে ঘটনাটি ঘটিয়েছেন এটি অত্যন্ত ন্যাক্কারজনক ঘটনা। হাসপাতালের পরিচালক, চিকিৎসক,সেনাবাহিনী এবং বিশ্ববিদ্যালয়টির ভিসি ও শিক্ষার্থীদের সাথে সভাকক্ষে আলোচনা করা হয়েছে। ঘটনার বিষয়ে একটি তদন্ত কমিটি হবে এবং যারা এই চিকিৎসকদের গায়ে হাত দিয়েছে আগামী ২৪ ঘণ্টার মধ্যে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে গ্রেফতার করার জন্য বলা হয়েছে। এরপর দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা না দিলে চিকিৎসকরা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতিতে যাবেন বলে জানান তিনি।

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আসাদুজ্জামান জানান, যে ঘটনাটি ঘটেছে তা অত্যন্ত দুঃখজনক এবং আমি চিকিৎসকদের আশ্বস্ত করছি। তাদের নিরাপত্তার দায়িত্ব আমি নিলাম। আমি সেনাবাহিনীর উচ্চ পর্যায়ের সাথে কথা বলেছি এখানে চিকিৎসকদের নিরাপত্তায় জরুরী বিভাগে সেনাবাহিনী মোতায়েন থাকবে। এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন হবে এবং সিসিটিভি ফুটেজ দেখে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

উল্লেখ্য, শনিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেলে বিইউবিটির শিক্ষার্থী আহসানুল হক দীপ্তর মৃত্যু হয়। প্রাথমিকভাবে ওই শিক্ষার্থী পরিচয় পাওয়া যায়নি পরে পরিচয় পাওয়া যায়। এরপর ওই শিক্ষার্থীর পরিবার এবং বিইউবিটির শিক্ষার্থীরা ঢাকা মেডিকেলে এসে জানতে পারেন চিকিৎসকদের অবহেলার কারণে তাদের বন্ধু মারা গেছেন। এতে ক্ষুব্ধ হয়ে শিক্ষার্থীরা নিউরোসার্জারি বিভাগের তিন চিকিৎসককে মারপিট করেন।
😢991🌚1💯1😐1
নিজের মনের ভাব প্রকাশ করতে,পত্র দিও👇

Link:https://www.facebook.com/share/r/YNTDY91xHpPaDEXF/?mibextid=D5vuiz
🥰17😱2😍2
এখন থেকে Exam Mate এর Facebook Page এ সকল প্রকার Education related content দেওয়া হবে।

Update থাকতে আমাদের অফিসিয়াল page এ যুক্ত হয়ে যেতে পারো।

Page Link:https://www.facebook.com/ExamMate21?mibextid=ZbWKwL

And have a look here 👇
https://www.facebook.com/ExamMate21?mibextid=ZbWKwL
❤‍🔥14
137