News Zone – Telegram
27.4K subscribers
3.35K photos
119 videos
212 files
1.83K links
Download Telegram
শিক্ষা মন্ত্রণালয়/ইউজিসির পরামর্শক্রমে চতুর্থ পর্যায়ের প্রাথমিক ভর্তি প্রক্রিয়া আপাতত স্থগিত করা হলো।
😐74😭16💔10👏8🔥6❤‍🔥5💯2
🔥180❤‍🔥2016🤩8🌚5👌1😍1
২৯ দিন পর কবর থেকে তোলা হল আন্দোলনে নিহত শিক্ষার্থীর মরদেহ
😢168😭61💔10
🔥971
ঠিক এক মাস আগে, এই সন্ধ্যায়, ঘোষণা দেয়া হয় দ্য গ্রেট মিথ অফ বাংলাদেশ, 'লং মার্চ টু ঢাকা'

স্বাধীনতার চূড়ান্ত লড়াই
🔥2638🥰3
লুৎফে সিদ্দিকী যুক্তরাজ্যের ইয়র্ক বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক করেন। পরে তিনি লন্ডন স্কুল অব ইকোনমিকস (এলএসই) থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর করেন। লুৎফে সিদ্দিকী বর্তমানে এলএসইয়ের ভিজিটিং প্রফেসর হিসেবে আছেন। একই সঙ্গে তিনি ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুরের অ্যাডজাঙ্কট প্রফেসর। এর আগে তিনি ইউনাইটেড ব্যাংক অব সুইজারল্যান্ডের (ইউবিএস) বৈদেশিক মুদ্রা, সুদের হার ও ঋণবিষয়ক উদীয়মান বাজার বিভাগের বৈশ্বিক প্রধান এবং বার্কলে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ছিলেন
👌129👏16🫡149🌚3
পার্থক্য টা বুঝতে পারছেন?
কোনো ঢাক-ঢোল পিটানো নেই,কোনো ব্রিফিং নেই,জায়গা মতো জায়গার মানুষকে বসাচ্ছেন ড. ইউনূস
🔥176❤‍🔥18👌12💯5😍4🌚42
Forwarded from PDF Zone
আমেরিকার লাল তালিকায় বাংলাদেশের নাম 


বাংলাদেশ ছাড়া তালিকায় থাকা দেশগুলো হচ্ছে আফগানিস্তান, বেলারুশ, বুরনিকা ফাসো, মিয়ানমার, সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক, হাইতি, ইরান, ইরাক, লেবানন, লিবিয়া, মালি, উত্তর কোরিয়া, রাশিয়া, সোমালিয়া, দক্ষিণ সুদান, সুদান, সিরিয়া, ইউক্রেন, ভেনেজুয়েলা এবং ইয়েমেন।

মার্কিন নাগরিকদের জন্য ঝুঁকিপূর্ণ ২১ দেশের তালিকায় যুক্ত হয়েছে বাংলাদেশের নাম। আমেরিকার পররাষ্ট্র দপ্তরের এক্স হ্যান্ডেলে প্রকাশ করা এক তালিকায় এ তথ্য পাওয়া যায়।

এতে বাংলাদেশসহ ২১টি দেশকে লাল তালিকাভুক্ত করে চতুর্থ পর্যায়ের ভ্রমণ সতর্কতা জারির কথা জানানো হয়েছে। এটিই আমেরিকার সর্বোচ্চ পর্যায়ের ভ্রমণ সতর্কতা। মার্কিন নাগরিকদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই দেশগুলো ভ্রমণ না করতে পরামর্শ দেওয়া হয়েছে।
😢114😐30👌12🤩9🥰2💔2🔥1
👏125🔥2617👌9💯2😨1
মহানবী হজরত মুহম্মদ (স.) ৫৭০ খ্রিস্টাব্দের হিজরি রবিউল আউয়াল মাসের ১২ তারিখে মক্কার কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন। তাঁর আবির্ভাব এবং ইসলাম ধর্মের প্রচার সারাবিশ্বে আলোড়ন সৃষ্টি করেছিল। দীর্ঘ ২৩ বছর ইসলাম ধর্ম প্রচার করে ৬৩ বছর বয়সে ১২ রবিউল আউয়ালই মহানবী (স.) ইন্তেকাল করেন। দিনটি ঈদে মিলাদুন্নবী (স.) হিসেবে সারাবিশ্বের মুসলমানরা পালন করে থাকেন।
❤‍🔥17618🥰13😢2😍2💯1
বুধবার বিকেলে দামুহুদার উপজেলার মুন্সিপুর বিওপি এলাকায় চোরাচালান প্রতিরোধে বিশেষ অভিযান চালায় বিজিবি। মুন্সিপুর কোম্পানি কমান্ডার নায়েব সুবেদার তাপস কুমার ঘোষ ওই অভিযানের নেতৃত্ব দেন। বিজিবি সদস্যরা সীমান্তের মেইন পিলার ৯২/১০-আর হতে ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কিতাব মল্লিকের বাড়িতে অভিযান চালালে কিতাব পেছনের দরজা দিয়ে পালিয়ে যান।

পরে কিতাব মল্লিকের বাড়ির টিউবওয়েলের পানির ড্রেন থেকে স্কচটেপে মোড়ানো অবস্থায় ৮টি প্যাকেট উদ্ধার করা হয়। প্যাকেটগুলো খুলে মোট ১০ কেজি ভারতীয় রুপার গহনা পাওয়া যায়। যার আনুমানিক বাজার মূল্য ১৮ লাখ ৪১১ টাকা। পলাতক কিতাব মল্লিকের বিরুদ্ধে মামলা দায়ের করে আটককৃত রুপার গহনা চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।
🔥107❤‍🔥75🤩1😍1
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
এটা কিউট না? আর আমাদের বাচ্চাদের নাচিয়ে নাচিয়ে শেখানো হতো ভগ্নাংশ ৩ প্রকার ৩ প্রকার ৩ প্রকার🥱
❤‍🔥23018👏12🔥7🥰5💯5🫡1
ভারতের সংবাদমাধ্যম পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে হাসিনার বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন ড. ইউনূস।
আজ বৃহস্পতিবার পিটিআই নিউজের ওয়েবসাইটে সাক্ষাৎকারটি প্রকাশ করা হয়।
শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক মুহাম্মদ ইউনূস সাক্ষাৎকারে বলেন, বাংলাদেশ ফেরত না চাওয়া পর্যন্ত ভারতে অবস্থানকালে সাবেক ওই প্রধানমন্ত্রীর চুপ থাকা উচিত।
🔥174🆒11💯4
🔥124🌚8😐7👌6
🥰103👏1263💘2🕊1🏆1
107🥰12❤‍🔥10👏4😍4😢3🤩3
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হলেন পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক সালেহ হাসান নকিব।
🔥13113❤‍🔥5
❤‍🔥99👏10🔥92
15453😐21❤‍🔥12🔥7🌚4💯3
ফেসবুকে এখন সবচেয়ে বিরক্তিকর, অসহ্যতম জিনিস কি জানেন, সমন্বয়কদের নামে তৈরী করা ফেইক আইডিগুলো। ফেসবুকে কমেন্টবক্স চেক করা আমার পুরোনো অভ্যাস, আমি এটা করি মানুষের অপিনিয়ন জানার জন্য,বহু আগে থেকেই এটা করি। বাট ইদানীং যেকোনো নিউজ বা গুরুত্বপূর্ণ পোস্টের নিয়ে এই ফেইক আইডিগুলো এত বেশি পীড়া দেয় যে রীতিমতো রাগ হয়। মানুষ ওদের ফেইক কমেন্টগুলোতে রিয়েক্টও দেয়। সবচেয়ে বড় কনসার্নের জায়গা এইসব ভুয়া আইডিগুলো সামান্য ফলোয়ার পাবার আশায় ভুয়া তথ্যছড়ায়, আর কিছু নির্বোধ মানুষ সেগুলো সত্যি মনে করে বিভ্রান্ত হয়।


এরকম আইডিগুলো দেখলেই সবার উচিত রিপোর্ট করা।
🔥174💯58😨3🌚21🥰1💔1
পল্টি🥱
🫡97🌚40😐19❤‍🔥5🤩3💔2🎉1