বুধবার বিকেলে দামুহুদার উপজেলার মুন্সিপুর বিওপি এলাকায় চোরাচালান প্রতিরোধে বিশেষ অভিযান চালায় বিজিবি। মুন্সিপুর কোম্পানি কমান্ডার নায়েব সুবেদার তাপস কুমার ঘোষ ওই অভিযানের নেতৃত্ব দেন। বিজিবি সদস্যরা সীমান্তের মেইন পিলার ৯২/১০-আর হতে ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কিতাব মল্লিকের বাড়িতে অভিযান চালালে কিতাব পেছনের দরজা দিয়ে পালিয়ে যান।
পরে কিতাব মল্লিকের বাড়ির টিউবওয়েলের পানির ড্রেন থেকে স্কচটেপে মোড়ানো অবস্থায় ৮টি প্যাকেট উদ্ধার করা হয়। প্যাকেটগুলো খুলে মোট ১০ কেজি ভারতীয় রুপার গহনা পাওয়া যায়। যার আনুমানিক বাজার মূল্য ১৮ লাখ ৪১১ টাকা। পলাতক কিতাব মল্লিকের বিরুদ্ধে মামলা দায়ের করে আটককৃত রুপার গহনা চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।
পরে কিতাব মল্লিকের বাড়ির টিউবওয়েলের পানির ড্রেন থেকে স্কচটেপে মোড়ানো অবস্থায় ৮টি প্যাকেট উদ্ধার করা হয়। প্যাকেটগুলো খুলে মোট ১০ কেজি ভারতীয় রুপার গহনা পাওয়া যায়। যার আনুমানিক বাজার মূল্য ১৮ লাখ ৪১১ টাকা। পলাতক কিতাব মল্লিকের বিরুদ্ধে মামলা দায়ের করে আটককৃত রুপার গহনা চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।
🔥107❤🔥7❤5🤩1😍1
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
এটা কিউট না? আর আমাদের বাচ্চাদের নাচিয়ে নাচিয়ে শেখানো হতো ভগ্নাংশ ৩ প্রকার ৩ প্রকার ৩ প্রকার🥱
❤🔥230❤18👏12🔥7🥰5💯5🫡1
ভারতের সংবাদমাধ্যম পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে হাসিনার বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন ড. ইউনূস।
আজ বৃহস্পতিবার পিটিআই নিউজের ওয়েবসাইটে সাক্ষাৎকারটি প্রকাশ করা হয়।
শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক মুহাম্মদ ইউনূস সাক্ষাৎকারে বলেন, বাংলাদেশ ফেরত না চাওয়া পর্যন্ত ভারতে অবস্থানকালে সাবেক ওই প্রধানমন্ত্রীর চুপ থাকা উচিত।
আজ বৃহস্পতিবার পিটিআই নিউজের ওয়েবসাইটে সাক্ষাৎকারটি প্রকাশ করা হয়।
শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক মুহাম্মদ ইউনূস সাক্ষাৎকারে বলেন, বাংলাদেশ ফেরত না চাওয়া পর্যন্ত ভারতে অবস্থানকালে সাবেক ওই প্রধানমন্ত্রীর চুপ থাকা উচিত।
🔥174🆒11💯4
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হলেন পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক সালেহ হাসান নকিব।
🔥131❤13❤🔥5
ফেসবুকে এখন সবচেয়ে বিরক্তিকর, অসহ্যতম জিনিস কি জানেন, সমন্বয়কদের নামে তৈরী করা ফেইক আইডিগুলো। ফেসবুকে কমেন্টবক্স চেক করা আমার পুরোনো অভ্যাস, আমি এটা করি মানুষের অপিনিয়ন জানার জন্য,বহু আগে থেকেই এটা করি। বাট ইদানীং যেকোনো নিউজ বা গুরুত্বপূর্ণ পোস্টের নিয়ে এই ফেইক আইডিগুলো এত বেশি পীড়া দেয় যে রীতিমতো রাগ হয়। মানুষ ওদের ফেইক কমেন্টগুলোতে রিয়েক্টও দেয়। সবচেয়ে বড় কনসার্নের জায়গা এইসব ভুয়া আইডিগুলো সামান্য ফলোয়ার পাবার আশায় ভুয়া তথ্যছড়ায়, আর কিছু নির্বোধ মানুষ সেগুলো সত্যি মনে করে বিভ্রান্ত হয়।
এরকম আইডিগুলো দেখলেই সবার উচিত রিপোর্ট করা।
এরকম আইডিগুলো দেখলেই সবার উচিত রিপোর্ট করা।
🔥174💯58😨3🌚2❤1🥰1💔1
আগামী ২২ সেপ্টেম্বর থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত এ সফর করবেন তিনি।
প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হবেন ৭ জন। দায়িত্ব নেওয়ার পর এটাই হবে তার প্রথম বিদেশ সফর।
ড. ইউনূসের সফরসঙ্গীদের মধ্যে আছেন মেয়ে দিনা আফরোজ ইউনূস, এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ, অর্থনৈতিক অবস্থার শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান দেবপ্রিয় ভট্টাচার্য ও দৃক-এর ব্যবস্থাপনা পরিচালক শহীদুল আলম। বাকি তিন সফরসঙ্গী হচ্ছেন: প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. মাহফুজ আলম, প্রধান উপদেষ্টার সহকারী একান্ত সচিব শাব্বীর আহমদ ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আয়েশা সিদ্দিকা তিথি।
শেখ হাসিনা ২০১৫ সালে ২২৭ জনের একটি দল নিয়ে নিউইয়র্কে ৭০তম সাধারণ অধিবেশন এবং টেকসই উন্নয়নবিষয়ক জাতিসংঘের বিশেষ শীর্ষ সম্মেলনে যোগ দিতে যান।
২০১৪ সালে ৬৯তম সাধারণ অধিবেশনে এ সংখ্যা ছিল ১৭৮, আর ২০১৩ সালে এ সংখ্যা ছিল ১৩৪ জন।
প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হবেন ৭ জন। দায়িত্ব নেওয়ার পর এটাই হবে তার প্রথম বিদেশ সফর।
ড. ইউনূসের সফরসঙ্গীদের মধ্যে আছেন মেয়ে দিনা আফরোজ ইউনূস, এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ, অর্থনৈতিক অবস্থার শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান দেবপ্রিয় ভট্টাচার্য ও দৃক-এর ব্যবস্থাপনা পরিচালক শহীদুল আলম। বাকি তিন সফরসঙ্গী হচ্ছেন: প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. মাহফুজ আলম, প্রধান উপদেষ্টার সহকারী একান্ত সচিব শাব্বীর আহমদ ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আয়েশা সিদ্দিকা তিথি।
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে যাওয়া দলগুলোর মধ্যে সবচেয়ে ছোট দলগুলোর একটি নিয়ে সফর করবেন ড. ইউনূস।
শেখ হাসিনা ২০১৫ সালে ২২৭ জনের একটি দল নিয়ে নিউইয়র্কে ৭০তম সাধারণ অধিবেশন এবং টেকসই উন্নয়নবিষয়ক জাতিসংঘের বিশেষ শীর্ষ সম্মেলনে যোগ দিতে যান।
২০১৪ সালে ৬৯তম সাধারণ অধিবেশনে এ সংখ্যা ছিল ১৭৮, আর ২০১৩ সালে এ সংখ্যা ছিল ১৩৪ জন।
🔥147😱19🥰6👏6
মিথ্যা, ভুয়া, গুজব ছড়ানো যদি বিবেচনায় নেয়া হতো তাহলে ভারতীয় মিডিয়াগুলো পুলিৎজার পুরস্কার জিততো প্রতিবছর । উল্লেখ্য যে, পুলিৎজার পুরস্কার হলো সংবাদিকতায় সর্বোচ্চ পুরষ্কার। আর এবছর ফিলিস্তিনে সন্ত্রাসী রাস্ট্র ইজরায়েল কর্তৃক হামলার চিত্র তুলে ধরায় এই পুরস্কার পায় রয়টার্স।
👌139💯17⚡10❤5🔥5
News Zone
মিথ্যা, ভুয়া, গুজব ছড়ানো যদি বিবেচনায় নেয়া হতো তাহলে ভারতীয় মিডিয়াগুলো পুলিৎজার পুরস্কার জিততো প্রতিবছর । উল্লেখ্য যে, পুলিৎজার পুরস্কার হলো সংবাদিকতায় সর্বোচ্চ পুরষ্কার। আর এবছর ফিলিস্তিনে সন্ত্রাসী রাস্ট্র ইজরায়েল কর্তৃক হামলার চিত্র তুলে ধরায় এই পুরস্কার…
২ টা সাধারন জ্ঞান শিখলাম🥱
🥰61🆒11❤🔥8👏4🤗3
স্বৈরাচার শেখ হাসিনার সরকারের মেরুদণ্ড আর বর্তমান বাংলাদেশের মেরুদণ্ড পুরোপুরি আলাদা। সীমান্তে নির্বিচারে বাংলাদেশীদের হত্যার বিরুদ্ধে এতটা বোল্ড স্টেটমেন্ট বাংলাদেশ শেষ কবে দিয়েছিলো, এমন কোনো নজির আছে? ইন্ডিয়ার সাথে দ্বিপাক্ষিক ঐতিহাসিক দুটি চুক্তির একটি হলো ১৯৭৫ সালে ইন্দো-বাংলাদেশ যৌথ সীমান্ত গাইডলাইন, যা ইন্ডিয়া পুরোপুরিভাবে লংঘন করে আসছে। সে চুক্তির কথা স্মরণ করে দিয়ে ইন্ডিয়ার বর্বরোচিত কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ জানানো, এটা তাঁবেদার ও নতজানু আওয়ামী সরকারের পক্ষে কখনো সম্ভব ছিলো না, যেটা ছাত্র-জনতার সরকার করে দেখিয়েছে।
এটাই তো পরিবর্তন...
©
এটাই তো পরিবর্তন...
©
🔥156❤🔥22❤9👌7😐3