News Zone – Telegram
27.4K subscribers
3.35K photos
119 videos
212 files
1.83K links
Download Telegram
107🥰12❤‍🔥10👏4😍4😢3🤩3
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হলেন পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক সালেহ হাসান নকিব।
🔥13113❤‍🔥5
❤‍🔥99👏10🔥92
15453😐21❤‍🔥12🔥7🌚4💯3
ফেসবুকে এখন সবচেয়ে বিরক্তিকর, অসহ্যতম জিনিস কি জানেন, সমন্বয়কদের নামে তৈরী করা ফেইক আইডিগুলো। ফেসবুকে কমেন্টবক্স চেক করা আমার পুরোনো অভ্যাস, আমি এটা করি মানুষের অপিনিয়ন জানার জন্য,বহু আগে থেকেই এটা করি। বাট ইদানীং যেকোনো নিউজ বা গুরুত্বপূর্ণ পোস্টের নিয়ে এই ফেইক আইডিগুলো এত বেশি পীড়া দেয় যে রীতিমতো রাগ হয়। মানুষ ওদের ফেইক কমেন্টগুলোতে রিয়েক্টও দেয়। সবচেয়ে বড় কনসার্নের জায়গা এইসব ভুয়া আইডিগুলো সামান্য ফলোয়ার পাবার আশায় ভুয়া তথ্যছড়ায়, আর কিছু নির্বোধ মানুষ সেগুলো সত্যি মনে করে বিভ্রান্ত হয়।


এরকম আইডিগুলো দেখলেই সবার উচিত রিপোর্ট করা।
🔥174💯58😨3🌚21🥰1💔1
পল্টি🥱
🫡97🌚40😐19❤‍🔥5🤩3💔2🎉1
Telegram CEO Pavel Durov breaks his silence after his recent arrest.

▶️Read Here
😍82187
🔥132❤‍🔥10👏98
আগামী ২২ সেপ্টেম্বর থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত এ সফর করবেন তিনি।

প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হবেন ৭ জন। দায়িত্ব নেওয়ার পর এটাই হবে তার প্রথম বিদেশ সফর। 
ড. ইউনূসের সফরসঙ্গীদের মধ্যে আছেন মেয়ে দিনা আফরোজ ইউনূস, এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ, অর্থনৈতিক অবস্থার শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান দেবপ্রিয় ভট্টাচার্য ও দৃক-এর ব্যবস্থাপনা পরিচালক শহীদুল আলম। বাকি তিন সফরসঙ্গী হচ্ছেন: প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. মাহফুজ আলম, প্রধান উপদেষ্টার সহকারী একান্ত সচিব শাব্বীর আহমদ ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আয়েশা সিদ্দিকা তিথি।

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে যাওয়া দলগুলোর মধ্যে সবচেয়ে ছোট দলগুলোর একটি নিয়ে সফর করবেন ড. ইউনূস।


শেখ হাসিনা ২০১৫ সালে ২২৭ জনের একটি দল নিয়ে নিউইয়র্কে ৭০তম সাধারণ অধিবেশন এবং টেকসই উন্নয়নবিষয়ক জাতিসংঘের বিশেষ শীর্ষ সম্মেলনে যোগ দিতে যান।

২০১৪ সালে ৬৯তম সাধারণ অধিবেশনে এ সংখ্যা ছিল ১৭৮, আর ২০১৩ সালে এ সংখ্যা ছিল ১৩৪ জন।
🔥147😱19🥰6👏6
ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার দাবী বিএসএফ নয়, বরং বিজিবির গুলিতে মারা গেছে স্বর্ণা দাশ।


বিস্তারিত
🌚120😢15😨15😐8👌5
মিথ্যা, ভুয়া, গুজব ছড়ানো যদি বিবেচনায় নেয়া হতো তাহলে ভারতীয় মিডিয়াগুলো পুলিৎজার পুরস্কার জিততো প্রতিবছর । উল্লেখ্য যে, পুলিৎজার পুরস্কার হলো সংবাদিকতায় সর্বোচ্চ পুরষ্কার। আর এবছর ফিলিস্তিনে সন্ত্রাসী রাস্ট্র ইজরায়েল কর্তৃক হামলার চিত্র তুলে ধরায় এই পুরস্কার পায় রয়টার্স।
👌139💯17105🔥5
স্বৈরাচার শেখ হাসিনার সরকারের মেরুদণ্ড আর বর্তমান বাংলাদেশের মেরুদণ্ড পুরোপুরি আলাদা। সীমান্তে নির্বিচারে বাংলাদেশীদের হত্যার বিরুদ্ধে এতটা বোল্ড স্টেটমেন্ট বাংলাদেশ শেষ কবে দিয়েছিলো, এমন কোনো নজির আছে? ইন্ডিয়ার সাথে দ্বিপাক্ষিক ঐতিহাসিক দুটি চুক্তির একটি হলো ১৯৭৫ সালে ইন্দো-বাংলাদেশ যৌথ সীমান্ত গাইডলাইন, যা ইন্ডিয়া পুরোপুরিভাবে লংঘন করে আসছে। সে চুক্তির কথা স্মরণ করে দিয়ে ইন্ডিয়ার বর্বরোচিত কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ জানানো, এটা তাঁবেদার ও নতজানু আওয়ামী সরকারের পক্ষে কখনো সম্ভব ছিলো না, যেটা ছাত্র-জনতার সরকার করে দেখিয়েছে।

এটাই তো পরিবর্তন...

©
🔥156❤‍🔥229👌7😐3
🌚129😐21🔥7🕊4🫡4🆒3🤗2
Exam Mate Website এ এভাবে রেগুলার Synonym, Antonym Update করা হয়

Link: Click Here
❤‍🔥449
সামনে দুর্গাপূজা,যেটাতে অবশ্যই একটা সমস্যা সৃষ্টি করবে।
যার উদাহরন আজকে চট্রগ্রাম।
সবাই সতর্ক থাকুন
💯97😭158😢4❤‍🔥3
পরিস্থিতি নিয়ন্ত্রণে এখন! কেউ বিচলিত হবে না।

কোথাও নিউজ পেলে আগে শিউর হয়ে নিবেন।

আবারো বলছি,সামনের দুর্গাপূজাতে অনেক বড় একটা ঘটনা ঘটলেও অবাক হবো না।
সবাই সতর্ক থাকবেন
❤‍🔥105😢14😭6
রেক্টাল ক্যান্সারে আক্রান্ত নোবিপ্রবির ফার্মেসি বিভাগের বর্তমান শিক্ষার্থী মো.ওমর ফারুকের চিকিৎসায় সকলকে এগিয়ে আসার মানবিক আবেদন জানাচ্ছি।
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী ১৭ ব্যাচের Mohammod Omar Faruk রেক্টাল ক্যান্সার (গ্রেড ৩) এ আছে।শুরুতে ফেসবুক পোস্ট এর মাধ্যমে কিছু ফান্ড কালেক্ট করা গেলেও দু:খের বিষয় গত দুই মাসে আমরা যতবারই ফান্ড রেইজ করতে গিয়েছি, ততবার ই আন্দোলন, বন্যা সহ অন্যান্য দুর্যোগপূর্ণ পরিস্থিতির কারণে ফান্ড রেইজিং টা ঐভাবে ইম্প্যাক্টফুল হয়ে উঠেনি।
ওমরের প্রতিটা কেমোতে প্রায় ১ লাখ টাকা করে প্রয়োজন হয়। ১৪ দিন পর পর যেহেতু কেমো দিতে হয় তাই মাসে দুইটা কেমো পরে + ওমর এর খাবার দাবারের বিষয়ে ডাক্তারের দেয়া চার্ট মেইনটেইন করাও খুব এক্সপেনসিভ এবং দুই দিন পর পর কোলস্টমি ব্যাগ পালটানো আর ক্রমাগত খাওয়ার ওষুধ এর ব্যাপক দাম তো আছেই। তাই কেমোর বাইরে এই সব মিলিয়ে মাসে প্রায় ৯০০০০+ খরচ হয়।
এক কথায় বললে, ওমর এর বেচে থাকতে মাসে এখন ৩ লাখ টাকা লাগে।
বর্তমানে ওমর ফারুকের পরিবার আর্থিকভাবে আগে থেকেই অনেক বেশি অস্বচ্ছল। নিজ ঘরবাড়ি ছেড়ে অন্য একটি পরিবেশে এসে ছেলের চিকিৎসা করাতে গিয়ে তারা হিমশিম খাচ্ছে।
আমাদের ফান্ডে আর যে টাকা আছে তা দিয়ে হয়তো আর ১ টি কেমো চালানো যাবে।
আপনাদের মধ্যে অনেকেই হয়তো সাধ্যমত সহায়তা এর আগেও করেছেন,কিন্তু দূর্ভাগ্যবশত দেশের গত কয়েকমাসের দুরবস্থার কারনে আমাদের সংগৃহীত অর্থ প্রয়োজনের তুলনায় অপ্রতুল। তাই সম্ভব হলে অন্তত ১০/৫০/১০০ টাকা দিয়ে হলেও তাকে সহায়তা করবেন,আপনার অনুদান তার বেঁচে থাকার প্রেরনা।
নিচের যেকোনো অ্যাকাউন্টে অনুগ্রহপূর্বক অনুদান পাঠান:
Bank: Agrani Bank
Official Account Name: Save Omar Faruk / সেভ ওমর ফারুক
Official Account Number: 02 000 2241 7846
Routing Number: 010752177
SWIFT Code: AGBKBDDH
Branch: Noakhali Sci & Tech University Branch/ নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা*
বিকাশ/নগদ/রকেট: 01567 93 25 93
বিকাশ/নগদ/রকেট: 01645 14 34 66
আসুন সবাই মিলে ওমর ফারুকের চিকিৎসার পথ সুগম করি।
*পূর্বে এই ব্যাংক শাখার নাম ছিল 'সাহেবের হাট শাখা' - যা এখনো কোন কোন ব্যাংকের লিস্টে বিদ্যমান থাকায় আপনাকে শাখার পূর্বের নাম ব্যবহার করতে হতে পারে.

#saveomarfaruk
45😢22
😢173