News Zone – Telegram
27.4K subscribers
3.35K photos
119 videos
212 files
1.83K links
Download Telegram
স্বাস্থ্য শিক্ষার মহাপরিচালক বলেন, ‘এমবিবিএস ভর্তি পরীক্ষা আয়োজনের সার্বিক প্রস্তুতি ও পরিকল্পনা এবং দিন-ক্ষণ নির্ধারণের লক্ষ্যে আগামী ২৩ নভেম্বর সকল অংশীজনদের নিয়ে সভা আহ্বান করা হয়েছে। সেখানে ২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ করা হবে।’
43😢13🤔5🤯4🔥3
Forwarded from Notes Zone।Exam Mate
📔BCS Mate:Click Here

For All Students
CoU,HSTU,MBSTU

না দেখা যাচ্ছে পজিশন
না দেখা যাচ্ছে ওয়েটিং লিস্ট

Its All about the money 👏
😢64👏20😁14🤔8
News Zone
Photo
FRAUD ALERT⚠️⚠️⚠️

"আমি সালমান ঈশান, THM ডিপার্টমেন্ট ,ঢাকা বিশ্ববিদ্যালয়। C ইউনিট এ ১১৫২ তম। আজ আমি আপনাদেরকে আমার জীবনের সব রঙিন কাহিনি শোনাব।

আমার পুরো জীবনটাই একটা স্ক্যাম। আমার জাতীয় পরিচয় পত্র টা নকল, আমার ই -লাইব্রেরী কার্ডটাও নকল। আমার কাছে নকল টাকা ছাপানোর ও যন্ত্র আছে।

আমি যে ডিপার্টমেন্টে পড়ি, সে ডিপার্টমেন্টের চেয়ারম্যান আমার মামা লাগে ।যদিও সে হিন্দু ,তাতে কিছু যায় আসে না। ধর্ম যার যার ,চাপাবাজি সবার। আমার সেকশনের সি.আর. প্রতিদিন আমার প্রক্সি দিয়ে দেয় ।তাই আমার ক্লাস করা লাগেনা; ক্যাম্পাস এ আসি, চাপাবাজি করি, সিগারেটের ধোঁয়া ছাড়ি
এইতো জীবন।
ওই ডিপার্টমেন্টের একটা মেয়ে আমার বউ লাগে ।সেই কলেজ লাইফ থেকে তার সাথে আমার প্রেম ,পাঁচ বছর হয়ে গেল ।কোর্টে গিয়ে বিয়ে করে ফেলেছি ।যদিও মেয়েটা কিছুই জানে না, তাও মনে মনে তো আমরা স্বামী-স্ত্রী ই বটে ! মনের বিয়েই আসল বিয়ে।

আমার বাসা মিরপুর ১৪ নাম্বার। যেই লাল বাসের গেট এ দাড়িয়ে ঢাবিতে আসি, সেই বৈশাখীর প্রেসিডেন্ট আমার ভাইয়ের বন্ধু লাগে; একসাথে নাকি ফুটবল খেলতো। যেভাবেই হোক বাসের একটা পদ তো নিয়েই ছাড়বো।
বৈশাখীর সিনিয়ারদের আমার নামে কত বিচার! আমি নাকি বেয়াদব,সালাম দেই না!! সিনিয়রদের ঘাড়ে হাত রাখি!!! আরে ভাই আমি তো ঢাবির ই না , আপনাদের সম্মান দিব কেন?
আবার এই সিনিওর রাই আমাকে বলে আসন্ন ক্রিকেট টুর্নামেন্ট এ ক্যাপ্টেন হতে।
বৈশাখীর নবীন বরণ এ স্পন্সর আনতেসি এক লাখ টাকার। আবার সবার কথা চিন্তা করে আমি নাচের টিম আনবো ,যাতে সবাই নেচে কাপিয়ে দেয়। যেভাবে আমি দুনিয়া কাপাই আমার চাপার জোর দিয়ে।

আমার হল জহুরুল হক হল।হলের মাঠে সিনিওর দের সাথে গাজা টানসি! তাছাড়াও প্রতিটা হলেই আমার কোনো না কোনো সিনিওর চেনা আছে যদিও জীবনে ক্যাম্পাসে রাত কাটাই নাই।
যাই হোক বন্ধুরা ,এভাবে বিচিং করে ক্লাস না করে আর ভালো লাগতেছে না ঢাবি! আমার তো চবি তে একাউন্টিং এ হয়ে গেছে, জগন্নাথ এ ও ভালো কোন সাবজেক্ট পেয়ে যাব এ আশায় বসে আছি। THM নিয়ে নাকি আর্মিতে যেতে পারবো না, তাই এবার চলে যাওয়ার পালা।"

কিন্তু এভাবে চলে যাওয়া হলো না সালমানের। ধরা খেলো হাতেনাতে। দেখা গেল সে সি ইউনিট, ডি ইউনিট উভয়ে  অনুত্তীর্ণ। তাকে আমরা বৈশাখীর ও THM ২০-২১,২১-২২ এর কিছু ছাত্র মিলে শিকারক্তি আদায় করতে চাইলে একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসে। রেজিস্ট্রার বিল্ডিং এর কাউকে সে পঞ্চাশ হাজার টাকা দিয়ে বেআইনিভাবে ঢাবির ছাত্র হতে চেয়েছিল। কোন প্রমাণাদি অথবা ওই লোকের নাম ফোন নাম্বার জানতে চাইলে সে কিছুই দিতে পারেনি । পরে তাকে প্রক্টোরিয়াল টিমের কাছে হস্তান্তর করি। তাই আপনার আশেপাশে এমন ফ্রড ইম্পোস্টার আছে নাকি ,সে বিষয়ে সতর্ক থাকুন ।ধন্যবাদ ।

FB : https://www.facebook.com/7august2019
😁37🔥1🤩1
KU_GST_Result_202122_26_nov.pdf
1.4 MB
✳️ HSC-21: GST (KU)

খুলনা বিশ্ববিদ্যালয়ের ৩য় মেধা তালিকা প্রকাশিত
8DACEE30D80EB7E.pdf
768.5 KB
✳️ HSC-21: GST (PSTU)

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৩য় মেধাতালিকা প্রকাশিত।
1
3rd Migration result.pdf
8.1 MB
✳️ HSC-21: GST (JUST)

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৩য় মেধা তালিকা প্রকাশিত
গুচ্ছ অধিভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ের ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য সুখবর আসছে।

কিছু আপডেট হাতে থাকলেও কিছু বিকৃত মস্তিষ্কের মানুষের কারণে আপডেট দেওয়া হচ্ছে না। সব অফিসিয়াল নোটিশ এর পর জানানো হবে।

- GST Update Daily
😢44🥰11🤔9👏4
Offtopic Or Maintopic ⁉️
😢31
🥰54
News Zone
Photo
গুচ্ছের ভর্তি সিস্টেম নিয়ে দুটো কথা বলি -

১. যারা এখনও কোথাও বিষয় পাও নি, তাদের যদি চতুর্থ মেরিটে একাধিক জায়গায় আসে বা চতুর্থ মেরিট লিস্টের পর বাকি কোনো মেরিটে একাধিক বিশ্ববিদ্যালয়ে সাব্জেক্ট আসে তবে তাকে একটা বিশ্ববিদ্যালয়ে প্রাথমিক ভর্তি নিশ্চায়ন করতে হবে। ওই মেরিটে আসা বাকি বিশ্ববিদ্যালয়গুলো বাদ যাবে। তবে পরবর্তী মেরিটে নতুন কোন বিশ্ববিদ্যালয়ে সাব্জেক্ট আসলে সে চাইলে ভার্সিটি মাইগ্রেশন করতে পারবে।

[তাই বুঝে শুনে প্রাথমিক ভর্তি নিশ্চায়ন করতে হবে]

২. যারা ইতিমধ্যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিষয়ে প্রাথমিক ভর্তি নিশ্চায়ন করেছো ও অনেকে ভার্সিটি মাইগ্রেশন করেছো তবে সামনে করতে চাইতেছো তারা বিশ্ববিদ্যালয় মাইগ্রেশন করতে পারবে। কিন্তু পূর্বের ভার্সিটিতে ফিরে আসতে পারবে না। ভার্সিটি মাইগ্রেশন সামনের দিকে হবে। যে ভার্সিটি থেকে চলে যাবে অন্য ভার্সিটিতে, সেই ভার্সিটিতে আর ফিরতে পারবে না। তবে ভার্সিটি মাইগ্রেশন করতে পারবে। আর সাব্জেক্ট মাইগ্রেশনও চলবে।

অর্থাৎ এখন মাইগ্রেশন One Way বা এক মুখী।

Collected
28😢3
BSFMSTU_A_3rd_Selection_and_Migration_Result_for_UNIT_A20221127.pdf
3.2 MB
💥BSFMSTU Update (HSC-21)

#GST_Varsities

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের 3rd Merit List published
2🔥1
📌 KU 3rd merit

যত পজিশন পর্যন্ত সাব্জেক্ট গেছে...

SET 685
ARC 2684
LS 864
CSE 112
ECE 215
URP 626
CHEMISTRY 515
MATH 681
PHY 650
STA 685
PHARMACY 102
BIOTECHNOLOGY 296
AGROTECHNOLOGY 343
FISHERIES 521
SOIL 884


credit- WeCare
5🔥2