🔵 Harris- 187 🔴 Trump-230
||
🔵 Harris- 209 🔴 Trump-230
🟢 To win: 270
Game on💥
||
🔵 Harris- 209 🔴 Trump-230
🟢 To win: 270
Game on💥
😢73🔥35🫡8
ঢাবির জন্য অনেকে বুঝতে পারো না কিভাবে রিটেন এর জন্য প্রস্তুতি নিবে।
কেননা, ঢাবির জন্য Mcq যতোটা গুরুত্বপূর্ণ ঠিক ততোটাই Written ও।
তাই এই সাজেশন গুলো ফলো করলে আশা করছি তোমাকে রিটেন নিয়ে আর প্যারা খেতে হবে না
https://youtu.be/XU2DgOFLJqc?si=QMRFITozIIIYwBva
কেননা, ঢাবির জন্য Mcq যতোটা গুরুত্বপূর্ণ ঠিক ততোটাই Written ও।
তাই এই সাজেশন গুলো ফলো করলে আশা করছি তোমাকে রিটেন নিয়ে আর প্যারা খেতে হবে না
https://youtu.be/XU2DgOFLJqc?si=QMRFITozIIIYwBva
YouTube
ঢাবির রিটেন সাজেশন ইনশাআল্লাহ এই টপিকগুলো থেকে প্রশ্ন আসবেই! Admission Supporter
ঢাবি-ক ইউনিট রিটেন সাজেশন
#Du
#DuSuggestions
#DuWrittenSuggestion
#DhakaUniversityadmissiontest
#Admissiontest
#DhakaUniversiry
#Varsityadmission
#medicaladmission
#medicaladmissionupdate
#medical_admission_helpline
#medicaladmissionupdate
#admission2024…
#Du
#DuSuggestions
#DuWrittenSuggestion
#DhakaUniversityadmissiontest
#Admissiontest
#DhakaUniversiry
#Varsityadmission
#medicaladmission
#medicaladmissionupdate
#medical_admission_helpline
#medicaladmissionupdate
#admission2024…
❤🔥16🔥2🥰2
সাইহাব আজ বিশ্বের লাখ লাখ শিক্ষার্থী, গবেষক এবং বিজ্ঞানপ্রেমীদের জন্য এমন একটি প্ল্যাটফর্ম হিসেবে পরিচিত, যেখানে ৮৫ মিলিয়নেরও বেশি গবেষণাপত্র (journal articles) রয়েছে – যা প্রত্যেকেই বিনামূল্যে অ্যাক্সেস নিতে পারে।
আলেকজান্দ্রার কাজটি গুরুত্বপূর্ণ এ কারণেই যে, তিনি বিজ্ঞানকে কেবল অর্থনৈতিকভাবে সক্ষম ব্যক্তিদের জন্য নয়, বরং সকলের জন্য উন্মুক্ত করতে চেয়েছেন। সাধারণত এক একটি বৈজ্ঞানিক প্রবন্ধের জন্য ৩০-৫০ ডলার পর্যন্ত গেট-ফি থাকে, যা অনেক শিক্ষার্থী বা গবেষকের জন্য ভারী বোঝা। কিন্তু সাইহাবের মাধ্যমে এই প্রবন্ধগুলো বিনামূল্যে পাওয়া যায়। তিনি বিশ্বাস করেন, জ্ঞান কারো একার সম্পত্তি নয় বরং মানবজাতির জন্য উন্মুক্ত হওয়া উচিত।
অবশ্যই এই উদ্যোগটি প্রচুর আইনি বাধার মুখোমুখি হয়েছে, এবং অনেক প্রকাশনা প্রতিষ্ঠান আলেকজান্দ্রার বিরুদ্ধে কপিরাইট আইনের লঙ্ঘনের অভিযোগ এনেছে। তবে সব বাধা অতিক্রম করে তিনি সাইহাব চালিয়ে যাচ্ছেন, কারণ তার মতে, “জ্ঞান বিক্রি করার জন্য নয়, বরং প্রসারিত করার জন্য।” তার এই সাহসী উদ্যোগই সাইহাবকে আজ “গবেষকদের পাইরেট বে” হিসেবে পরিচিত করেছে এবং অনেকের কাছে তিনি "রবিন হুড অব সায়েন্স" নামে পরিচিত হয়েছেন।
আজকের দিনে আমরা এই অসাধারণ নারীর প্রতি কৃতজ্ঞতা জানাই, কারণ তার জন্যই পৃথিবীর অসংখ্য গবেষক এবং জ্ঞানপিপাসু বৈজ্ঞানিক গবেষণার বিশাল ভান্ডার থেকে অবাধে শিখতে পারছেন। বিজ্ঞানকে সকলের জন্য উন্মুক্ত করার এই নিরলস প্রচেষ্টার জন্য আলেকজান্দ্রা এলবাকিয়ানের প্রতি আমাদের গভীর শ্রদ্ধা ও ভালোবাসা।
শুভ জন্মদিন, আলেকজান্দ্রা এলবাকিয়ান! আপনার পথচলা ও উদ্যোগ আমাদের সবার জন্য অনুপ্রেরণা।
আলেকজান্দ্রার কাজটি গুরুত্বপূর্ণ এ কারণেই যে, তিনি বিজ্ঞানকে কেবল অর্থনৈতিকভাবে সক্ষম ব্যক্তিদের জন্য নয়, বরং সকলের জন্য উন্মুক্ত করতে চেয়েছেন। সাধারণত এক একটি বৈজ্ঞানিক প্রবন্ধের জন্য ৩০-৫০ ডলার পর্যন্ত গেট-ফি থাকে, যা অনেক শিক্ষার্থী বা গবেষকের জন্য ভারী বোঝা। কিন্তু সাইহাবের মাধ্যমে এই প্রবন্ধগুলো বিনামূল্যে পাওয়া যায়। তিনি বিশ্বাস করেন, জ্ঞান কারো একার সম্পত্তি নয় বরং মানবজাতির জন্য উন্মুক্ত হওয়া উচিত।
অবশ্যই এই উদ্যোগটি প্রচুর আইনি বাধার মুখোমুখি হয়েছে, এবং অনেক প্রকাশনা প্রতিষ্ঠান আলেকজান্দ্রার বিরুদ্ধে কপিরাইট আইনের লঙ্ঘনের অভিযোগ এনেছে। তবে সব বাধা অতিক্রম করে তিনি সাইহাব চালিয়ে যাচ্ছেন, কারণ তার মতে, “জ্ঞান বিক্রি করার জন্য নয়, বরং প্রসারিত করার জন্য।” তার এই সাহসী উদ্যোগই সাইহাবকে আজ “গবেষকদের পাইরেট বে” হিসেবে পরিচিত করেছে এবং অনেকের কাছে তিনি "রবিন হুড অব সায়েন্স" নামে পরিচিত হয়েছেন।
আজকের দিনে আমরা এই অসাধারণ নারীর প্রতি কৃতজ্ঞতা জানাই, কারণ তার জন্যই পৃথিবীর অসংখ্য গবেষক এবং জ্ঞানপিপাসু বৈজ্ঞানিক গবেষণার বিশাল ভান্ডার থেকে অবাধে শিখতে পারছেন। বিজ্ঞানকে সকলের জন্য উন্মুক্ত করার এই নিরলস প্রচেষ্টার জন্য আলেকজান্দ্রা এলবাকিয়ানের প্রতি আমাদের গভীর শ্রদ্ধা ও ভালোবাসা।
শুভ জন্মদিন, আলেকজান্দ্রা এলবাকিয়ান! আপনার পথচলা ও উদ্যোগ আমাদের সবার জন্য অনুপ্রেরণা।
❤🔥72❤13👏4
দেনার ভারে জর্জরিত জ্বালানি খাতের প্রতিষ্ঠান বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) এখন দায়মুক্ত। ডলারসহ অর্থনৈতিক সংকটের মধ্যেও সংস্থাটি জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে বিপুল অঙ্কের বকেয়া শোধ করেছে। কমবেশি প্রায় ৫০ কোটি ডলার সব সময়ই বকেয়া থাকত রাষ্ট্রীয় এই সংস্থাটির। এর মধ্যে ২৫ কোটি ডলার বকেয়াকে স্বাভাবিক ধরে নিয়েই লেনদেন করত বিপিসি। তবে এবার ওই দায়ও তারা শোধ করেছে।
🔥92❤🔥16👏1