দেনার ভারে জর্জরিত জ্বালানি খাতের প্রতিষ্ঠান বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) এখন দায়মুক্ত। ডলারসহ অর্থনৈতিক সংকটের মধ্যেও সংস্থাটি জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে বিপুল অঙ্কের বকেয়া শোধ করেছে। কমবেশি প্রায় ৫০ কোটি ডলার সব সময়ই বকেয়া থাকত রাষ্ট্রীয় এই সংস্থাটির। এর মধ্যে ২৫ কোটি ডলার বকেয়াকে স্বাভাবিক ধরে নিয়েই লেনদেন করত বিপিসি। তবে এবার ওই দায়ও তারা শোধ করেছে।
🔥92❤🔥16👏1
ঢাবি
১) কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট: ২৫ জানুয়ারি(শনিবার
২) বিজ্ঞান ইউনিট: ১ ফেব্রুয়ারি(শনিবার)
৩) ব্যবসায় শিক্ষা ইউনিট: ৮ ফেব্রুয়ারি (শনিবার)
৪) চারুকলা ইউনিট (সাধারণ জ্ঞান ও অঙ্কন): ৪ জানুয়ারি (শনিবার )
৫)আইবিএ ইউনিট: ৩ জানুয়ারি(শুক্রবার)
মেডিকেল
১৭ জানুয়ারি
ডেন্টাল
২৮ ফেব্রুয়ারি
রাবি
১২, ১৯ ও ২৬ এপ্রিল
মেরিটাইম ইউনিভার্সিটি
২০ ও ২১ ডিসেম্বর
⚠️ আপডেট হতে থাকবে
🔥59👌8😱3💯1