ময়মনসিংহ মেডিকেল ছাত্রলীগ সভাপতি-সম্পাদকসহ ৮ শিক্ষার্থী আজীবন বহিষ্কার
👌119🔥34😭14
নতুন কারিকুলামে মাধ্যমিক পর্যায়ের অন্যান্য সাবজেক্টের সাথে অতিরিক্ত সাবজেক্ট হিসেবে যুক্ত হচ্ছে আরবি। ষষ্ঠ শ্রেণী থেকে নবম/দশম শ্রেণী পর্যন্ত পাঁচ শ্রেণীতেই নতুন করে আরবি সাবজেক্ট অন্তর্ভুক্ত করা হচ্ছে। আর উচ্চমাধ্যমিকে একাদশ ও দ্বাদশ শ্রেণীতে চারজন লেখকের লেখা বা প্রবন্ধ বাতিল করা হচ্ছে। এ ছাড়া তিনজন লেখকের কবিতা ও গল্প পরিবর্তন করা হচ্ছে। একই সাথে পাঁচজন লেখকের কবিতা ও প্রবন্ধের অনুশীলনীতে সম্পাদনা বা পরিমার্জন করার প্রস্তাব করা হয়েছে। বাদ পড়া লেখকের তালিকায় শেখ মুজিবুর রহমান ও জাফর ইকবালও রয়েছেন
🥰279❤72🫡41
গত কাল রাতের হত্যাকাণ্ড টি পারিবারিক কলহের জোরে।
খুনি হত্যাকারী স্বামী। পুলিশ নিশ্চিত করছে। মেয়ের পরিবার কে ব্যাপার টা অবগত করা হয়েছে।
খুনি হত্যাকারী স্বামী। পুলিশ নিশ্চিত করছে। মেয়ের পরিবার কে ব্যাপার টা অবগত করা হয়েছে।
😢122😨10