নতুন কারিকুলামে মাধ্যমিক পর্যায়ের অন্যান্য সাবজেক্টের সাথে অতিরিক্ত সাবজেক্ট হিসেবে যুক্ত হচ্ছে আরবি। ষষ্ঠ শ্রেণী থেকে নবম/দশম শ্রেণী পর্যন্ত পাঁচ শ্রেণীতেই নতুন করে আরবি সাবজেক্ট অন্তর্ভুক্ত করা হচ্ছে। আর উচ্চমাধ্যমিকে একাদশ ও দ্বাদশ শ্রেণীতে চারজন লেখকের লেখা বা প্রবন্ধ বাতিল করা হচ্ছে। এ ছাড়া তিনজন লেখকের কবিতা ও গল্প পরিবর্তন করা হচ্ছে। একই সাথে পাঁচজন লেখকের কবিতা ও প্রবন্ধের অনুশীলনীতে সম্পাদনা বা পরিমার্জন করার প্রস্তাব করা হয়েছে। বাদ পড়া লেখকের তালিকায় শেখ মুজিবুর রহমান ও জাফর ইকবালও রয়েছেন
🥰279❤72🫡41
গত কাল রাতের হত্যাকাণ্ড টি পারিবারিক কলহের জোরে।
খুনি হত্যাকারী স্বামী। পুলিশ নিশ্চিত করছে। মেয়ের পরিবার কে ব্যাপার টা অবগত করা হয়েছে।
খুনি হত্যাকারী স্বামী। পুলিশ নিশ্চিত করছে। মেয়ের পরিবার কে ব্যাপার টা অবগত করা হয়েছে।
😢122😨10
প্রতিটি ফ্যাকাল্টির জন্য আলাদা ভিডিও দেওয়া হবে ।
এই ভিডিওটিতে প্রতিটি ফ্যাকাল্টির জন্য সাধারণ তথ্য দেওয়া আছে ।
https://youtu.be/qnIarCmLJJY?si=YSp5qvQtgZ6E2s3S
এই ভিডিওটিতে প্রতিটি ফ্যাকাল্টির জন্য সাধারণ তথ্য দেওয়া আছে ।
https://youtu.be/qnIarCmLJJY?si=YSp5qvQtgZ6E2s3S
🥰18😢3
"সব শালারা বাটপার " স্লোগানটার পরের অংশ কি ছিল জানেন? "আর্মি হবে ঠিকাদার"।
শুধু ১ম অংশ হেডলাইন দিয়ে এটিকে উপদেষ্টা নাহিদের বিরুদ্ধে চালিয়ে দিচ্ছে লীগের গুজব সেল!
উক্ত স্লোগানটি মূলত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাস নিয়ে দূর্নীতি করায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের বিরুদ্ধে করতে করতে পুরান ঢাকা থেকে সচিবালয়ে এসেছি,এর আগে আরেকদিন মিছিলেও একই স্লোগান দিয়েছি আমরা। সচিবালয় ঘেরাও করার পর শিক্ষা উপদেষ্টা না এসে তথ্য উপদেষ্টা নাহিদ ভাইকে আমাদের মিছিলে পাঠিয়েছে।কিন্তু আমাদের আলোচনা শিক্ষা-উপদেষ্টার কাছে ছিল উপদেষ্টা নাহিদ এর কাছে না,এছাড়া আমাদের বড়ভাইদের নাকি সচিবালয়ে প্রথমে উপযুক্ত সম্মান করা হয়নি তাই শিক্ষা-উপদেষ্টা বরাবর "ভুয়া" "ভুয়া" স্লোগান দেওয়া হয়েছে,নাহিদ ভাইয়ের দিকে না। এরপর তো নাহিদ ভাই বক্তব্য দেন, আমাদের সব দাবি মেনে নেন,এবং ভারপ্রাপ্ত শিক্ষা উপদেষ্টাও নিচে আসতে বাধ্য হন এবং দুঃখ প্রকাশ করে আমাদের দাবি গুলোকে যৌক্তিক বলেন।এটিই ছিল মূল ঘটনা।
এখন "ভুয়া ভুয়া" আর "সব শালারা বাটপার" এই স্লোগানটার ভিডিও দিয়ে লীগের গুজবশেল জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে উপদেষ্টা নাহিদের বিরুদ্ধে দাড় করিয়ে দিয়েছে!
শুধু ১ম অংশ হেডলাইন দিয়ে এটিকে উপদেষ্টা নাহিদের বিরুদ্ধে চালিয়ে দিচ্ছে লীগের গুজব সেল!
উক্ত স্লোগানটি মূলত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাস নিয়ে দূর্নীতি করায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের বিরুদ্ধে করতে করতে পুরান ঢাকা থেকে সচিবালয়ে এসেছি,এর আগে আরেকদিন মিছিলেও একই স্লোগান দিয়েছি আমরা। সচিবালয় ঘেরাও করার পর শিক্ষা উপদেষ্টা না এসে তথ্য উপদেষ্টা নাহিদ ভাইকে আমাদের মিছিলে পাঠিয়েছে।কিন্তু আমাদের আলোচনা শিক্ষা-উপদেষ্টার কাছে ছিল উপদেষ্টা নাহিদ এর কাছে না,এছাড়া আমাদের বড়ভাইদের নাকি সচিবালয়ে প্রথমে উপযুক্ত সম্মান করা হয়নি তাই শিক্ষা-উপদেষ্টা বরাবর "ভুয়া" "ভুয়া" স্লোগান দেওয়া হয়েছে,নাহিদ ভাইয়ের দিকে না। এরপর তো নাহিদ ভাই বক্তব্য দেন, আমাদের সব দাবি মেনে নেন,এবং ভারপ্রাপ্ত শিক্ষা উপদেষ্টাও নিচে আসতে বাধ্য হন এবং দুঃখ প্রকাশ করে আমাদের দাবি গুলোকে যৌক্তিক বলেন।এটিই ছিল মূল ঘটনা।
এখন "ভুয়া ভুয়া" আর "সব শালারা বাটপার" এই স্লোগানটার ভিডিও দিয়ে লীগের গুজবশেল জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে উপদেষ্টা নাহিদের বিরুদ্ধে দাড় করিয়ে দিয়েছে!
💯93🫡9🔥7