News Zone – Telegram
27.4K subscribers
3.35K photos
119 videos
212 files
1.83K links
Download Telegram
😢98😭21💔2
🔥179🤩48😭7
🔥105🆒4😨3
"সব শালারা বাটপার " স্লোগানটার পরের অংশ কি ছিল জানেন? "আর্মি হবে ঠিকাদার"।

শুধু ১ম অংশ হেডলাইন দিয়ে এটিকে উপদেষ্টা নাহিদের বিরুদ্ধে চালিয়ে দিচ্ছে লীগের গুজব সেল!

উক্ত স্লোগানটি মূলত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাস নিয়ে দূর্নীতি করায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের বিরুদ্ধে করতে করতে পুরান ঢাকা থেকে সচিবালয়ে এসেছি,এর আগে আরেকদিন মিছিলেও একই স্লোগান দিয়েছি আমরা। সচিবালয় ঘেরাও করার পর শিক্ষা উপদেষ্টা না এসে তথ্য উপদেষ্টা নাহিদ ভাইকে আমাদের মিছিলে পাঠিয়েছে।কিন্তু আমাদের আলোচনা শিক্ষা-উপদেষ্টার কাছে ছিল উপদেষ্টা নাহিদ এর কাছে না,এছাড়া আমাদের বড়ভাইদের নাকি সচিবালয়ে প্রথমে উপযুক্ত সম্মান করা হয়নি তাই শিক্ষা-উপদেষ্টা বরাবর "ভুয়া" "ভুয়া" স্লোগান দেওয়া হয়েছে,নাহিদ ভাইয়ের দিকে না। এরপর তো নাহিদ ভাই বক্তব্য দেন, আমাদের সব দাবি মেনে নেন,এবং ভারপ্রাপ্ত শিক্ষা উপদেষ্টাও নিচে আসতে বাধ্য হন এবং দুঃখ প্রকাশ করে আমাদের দাবি গুলোকে যৌক্তিক বলেন।এটিই ছিল মূল ঘটনা।

এখন "ভুয়া ভুয়া" আর "সব শালারা বাটপার" এই স্লোগানটার ভিডিও দিয়ে লীগের গুজবশেল জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে উপদেষ্টা নাহিদের বিরুদ্ধে দাড় করিয়ে দিয়েছে!
💯93🫡9🔥7
🔥75🫡9👌2
🟥 সুইজারল্যান্ডে সামার ইন্টার্নশিপ ২০২৪: 

ফেলোশিপের সময়কালঃ ৫ মাস মেয়াদী প্রোগ্রাম

সুইজারল্যান্ডের এই রিসার্চ ফেলোশিপ প্রোগ্রামটি কম্পিউটার এবং যোগাযোগ বিজ্ঞান স্কুলের অধীন এবং আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত। আবেদন করবার ক্ষেত্রে বয়সের কোন বাঁধা নেই।

এই প্রোগ্রামে অংশগ্রহণকারীরা নেতৃস্থানীয় সিনিয়র বিজ্ঞানীদের সাথে সহযোগিতা করার সময় নতুন দক্ষতা শেখার এবং তাদের নির্বাচিত ক্ষেত্রে অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবেন। এই প্রোগ্রামে অংশগ্রহণ করবার জন্য আইএলটিএস অথবা, মিডিয়াম অব ইন্সট্রাকশন সনদের প্রয়োজন নেই। এমনকি যাদের পাসপোর্ট নেই, তারাও এই প্রোগ্রামে আবেদন করতে পারবেন।

ফেলোশিপের আওতায় সুবিধাসমূহ-
১. প্রোগ্রাম চলাকালীন প্রতিটি শিক্ষার্থী ১৬০০ সুইস ফ্রাংক মাসিক ভাতা পাবেন, যা বাংলাদেশী মুদ্রায় প্রায় ১ লাখ ৫০ হাজার টাকা।
২. বিনাখরচে আবাসনের সুবিধা প্রদান।
৩. প্রোগ্রাম চলাকালীন বিভিন্ন স্থানে ভ্রমণের জন্য আলাদা ভ্রমণ ভাতা প্রদান করা হবে।
৪. ফ্রি এয়ারটিকেট এর সুবিধা প্রদান (ইকনমি ক্লাস)।
৫. এককালীন গবেষণা ভাতা ৩২০০ সুইস ফ্রাঙ্ক প্রদান করা হবে, যা বাংলাদেশী মুদ্রায় প্রায় ৩ লাখ টাকা।

আবেদন করবার যোগ্যতাসমূহ- 
১. আবেদনকারীকে অবশ্যই স্নাতক অথবা, স্নাতকোত্তর প্রোগ্রামে ভর্তি থাকতে হবে।
২. পিএইচডি প্রোগ্রামে অধ্যয়নরত শিক্ষার্থীরা এই ফেলোশিপে আবেদন করতে পারবেন।
৩. অবশ্যই ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে।
৪. ওয়ার্ক এক্সপেরিএন্স আছে, এমন শিক্ষার্থীদের অগ্রাধিকার দেয়া হবে।

যেসকল প্রোগ্রামে আবেদন করা যাবে-
1. Algorithms & Theoretical Computer Science
2. Artificial Intelligence & Machine Learning
3. Computer Architecture & Integrated Systems
4. Data Management & Information Retrieval
5. Digital Education
6. Human-Computer Interaction
7. Information & Communication Theory
8. Operating Systems & Networks
9. Programming Languages & Formal Methods
10. Security & Privacy
11. Signal & Image Processing
12. Systems
13. Visual Computing

আবেদন করতে যা যা লাগবে-
১. আবেদনকারীর সিভি।
২. একাডেমিক পেপারস।
৩. ফেলোশিপ আবেদন ফরম।
৪. মোটিভেশন লেটার।
৫. অন্যান্য পেপারস যদি থাকে।

আবেদন পদ্ধতি:
আবেদনকারীকে প্রয়োজনীয় দিক-নির্দেশনা মেনে সরাসরি অনলাইনে আবেদন করতে হবে।

অ্যাপ্লিকেশন ডেডলাইন: ১লা ডিসেম্বর, ২০২৪।  

ফেলোশিপ বিজ্ঞপ্তি লিঙ্ক: https://tinyurl.com/mryr56he
🔥268👌4
দেশের চলমান পরিস্থিতি পর্যালোচনা, আসন্ন কর্মসূচির রূপরেখা নির্ধারণ এবং কেন্দ্রীয়-স্থানীয় সংগঠকদের মধ্যে সমন্বয় বৃদ্ধির লক্ষ্যে কেন্দ্রীয় সমন্বয়কদের নিয়ে আজ সভা ডেকেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
🔥113👌6😨3
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সব সমন্বয়ককে অবাঞ্ছিত ঘোষণা
🔥94😱20🏆9😨1
🔥97😢23🆒8
🔥54
বাংলাদেশে কয়দিন ধরে এসব কি হচ্ছে!!!!
😢144💔18😍3
😢6511🔥6
নতুন সিদ্ধান্ত অনুযায়ী:-
৩ জানুয়ারি আইবিএ ইউনিট
৪ জানুয়ারি চারুকলা ইউনিট (সাধারণ জ্ঞান ও অঙ্কন)
২৫ জানুয়ারি কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট
৮ ফেব্রুয়ারি ব্যবসায় শিক্ষা ইউনিট
১৫ ফেব্রুয়ারি বিজ্ঞান ইউনিট
😱68❤‍🔥43🔥15😢1
আগামী ২৪ নভেম্বর আবার ভর্তি কমিটির সভা ডাকা হয়েছে। আশা করা যায়, সেই সভায় কিছু একটা সিদ্ধান্ত আসবে।
😢61🫡13😨8
Join our Fb page : link
🥰191❤‍🔥36😭29
😍111👌12😨11
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে। আগামী ২৫ জানুয়ারি প্রিলিমিনারী ভর্তি পরীক্ষা নেওয়া হবে। তবে এর আগে অ্যাকাডেমিক কাউন্সিলের সভায় এ তারিখ চূড়ান্ত করা হবে।
😱58🔥11💯5
16626💔8
😨79😱1715