News Zone – Telegram
27.4K subscribers
3.35K photos
119 videos
212 files
1.83K links
Download Telegram
🔥54
বাংলাদেশে কয়দিন ধরে এসব কি হচ্ছে!!!!
😢144💔18😍3
😢6511🔥6
নতুন সিদ্ধান্ত অনুযায়ী:-
৩ জানুয়ারি আইবিএ ইউনিট
৪ জানুয়ারি চারুকলা ইউনিট (সাধারণ জ্ঞান ও অঙ্কন)
২৫ জানুয়ারি কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট
৮ ফেব্রুয়ারি ব্যবসায় শিক্ষা ইউনিট
১৫ ফেব্রুয়ারি বিজ্ঞান ইউনিট
😱68❤‍🔥43🔥15😢1
আগামী ২৪ নভেম্বর আবার ভর্তি কমিটির সভা ডাকা হয়েছে। আশা করা যায়, সেই সভায় কিছু একটা সিদ্ধান্ত আসবে।
😢61🫡13😨8
Join our Fb page : link
🥰191❤‍🔥36😭29
😍111👌12😨11
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে। আগামী ২৫ জানুয়ারি প্রিলিমিনারী ভর্তি পরীক্ষা নেওয়া হবে। তবে এর আগে অ্যাকাডেমিক কাউন্সিলের সভায় এ তারিখ চূড়ান্ত করা হবে।
😱58🔥11💯5
16626💔8
😨79😱1715
🔥143🥰28😱4❤‍🔥1
🔥148😨10🥰8
পোষ্য কোটা বাতিলের দাবিতে অনশন


জোহা চত্বর,রাজশাহী বিশ্ববিদ্যালয়।
176🔥39❤‍🔥11
যেই কোটার জন্য এতকিছু সেই কোটায় যদি আবার রয়ে যায় তবে কিসের প্রতিদান পেলাম আমরা!!!

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক,কর্মকর্তা কর্মচারীর সন্তান পিছিয়ে পরা নয় নিঃসন্দেহে।
💯14120😭7
যেসব শিক্ষক কোটা চায় বুঝবেন তারাই ক্লাসে শুধু স্লাইড রিডিং পড়ে। কারেন্ট গেল তো ক্লাস শেষ 😬😬😬😬

সব টিচার এমন না তবে প্রায় সব ডিপার্টমেন্টই মনে হয় এমন টিচার আছে কিছু। প্রকৃত শিক্ষকদের কখনোই নিজ সন্তানের জন্য কোটা চাওয়ায় যুক্তিযুক্ত নয়।
🔥122💯21👌4
News Zone
পোষ্য কোটা বাতিলের দাবিতে অনশন জোহা চত্বর,রাজশাহী বিশ্ববিদ্যালয়।
অনশনরত ছাত্রদের সামনে আজ উপ-উপাচার্য ফরিদ উদ্দীন স্যার পোষ্য কোটা রাখার পক্ষে কিছু কথা বলেছেন।

রেলের কর্মীদের ছেলে-মেয়েরা বিনা খরচে, পাশের মাধ্যমে ভ্রমন করতে পারে ট্রেনে। বিমানের কোন কর্মী হয়তো বেতনের বাইরেও কিছু ফ্রি টিকেট পাই। স্যার, সবিনয়ে আপনার কাছে প্রশ্ন, আপনি কি এই সকল সুবিধার সাথে পোষ্য কোটার তুলনা করছেন? পৃথিবীর কোন দেশে এমন নিয়ম আছে যে বাবা-মা যোগ্য হলে তাদের ছেলে-মেয়েদের যোগ্যতা কম দরকার হয়??

বেতন+ ফ্রি টিকেট দুটোই অর্থনৈতিক সুবিধা। আর পোষ্য কোটার মাধ্যমে ভর্তি কোন সুবিধার ভিতরে পড়ে? চাকুরীরত ব্যক্তির ছেলেমেয়েদের অর্থনৈতিক সাপোর্ট দিতে চান, তাদের বৃত্তির ব্যবস্থা করেন, হল ফি মাফ করে দেন। একজন স্টুডেন্ট ৭০ পেয়ে ভাল সাব্জেক্ট পায় না। ভর্তি হতে পারে না।অথচ ফেল করেও প্রতিবছর কিছু শিক্ষার্থী ভর্তি হয়।

আপনাকে আমি অনেক আগে থেকেই ফলো করি। প্রথম আলোতে আপনার লেখা গুলো আমি খুব মনোযোগ দিয়ে পড়তাম, স্যার। সেই জায়গা থেকে, আপনার কাছে আবেদন, যদি পোষ্য কোটা রাখার আদৌ কোন কারন থাকে শিক্ষার্থীদের সামনে তুলে ধরুন। "অমুক এই সুবিধা পেয়েছে, আমাকেও দিতে হবে," নিজেদের মধ্যে এই কাদা ছুড়াছুড়ি দয়া করে বন্ধ করে যথাযথ যুক্তি দেখান। আর যদি কোন কর্ম বিরতির ভয় পান তাহলে সেটাও সবার সামনে এসে ক্লিয়ার করুন।

ধন্যবাদ, স্যার।


#Collected

লিংক:https://www.facebook.com/share/v/15HqbxmaEc/
🔥80👌6🆒2
বর্তমান অবস্থা দেখে বুঝতে পারা যাচ্ছে কিভাবে একটা দল ১৫ বছর সবাইকে চুপ করিয়ে বসে ছিলো ক্ষমতায়।

শহীদদের রক্তের সাথে বেইমানি করবেন না।
💯87🆒4👏3
কি হাস্যকর কথা!!! কোটা আন্দোলনের সময় কি মুক্তিযোদ্ধার নাতি-নাতনি বা সন্তানরা সবাই চেয়েছিল মুক্তিযোদ্ধা কোটা বাতিল হোক!!!?

স্বাভাবিকভাবেই সব শিক্ষকরা চাইবেন না পোষ্য কোটা বাতিল হোক।
👌95💔20🫡7
এসময় উপস্থিত ছিলেন ভিসি,প্রো-ভিসি,ছাত্র উপদেষ্টা, প্রক্টর স্যার সহ প্রশাসনের সকলেই।

অনশনরত শিক্ষার্থীদের পক্ষ থেকে জানানো হয়। কোটা প্রথা বাতিল না হলে পুনঃরায় অনশনে বসা হবে!!

রাজশাহী বিশ্ববিদ্যালয়
🔥148❤‍🔥18😭5
মাননীয় উপাচার্য আমাদের আস্বস্ত করেছেন রিভিউ কমিটি গঠনের মাধ্যমে এই ভর্তি বিজ্ঞপ্তিতে পোষ্য কোটার বিষয়ে
নতুন সিদ্ধান্ত জানাবেন।
আমরা আমাদের দাবিতে অটল। পোষ্য কোটা পুরোপুরি বাতিল করতে হবে।উপাচার্য স্যারের কথা মতো আমরা আমাদের কর্মসূচী স্থগিত করেছি আগামী সোমবার পর্যন্ত। যদি সামনে এই পোষ্য কোটা নিয়ে কোনো তাল বাহানা করা হয় আমরা আবার কঠোর থেকে কঠোরতর কর্মসূচীর ডাক দিবো।
রাবিতে পোষ্য কোটা থাকছে না। আমরা পোষ্য কোটাকে যাদুঘরে পাঠাতে চাই। রাবিতে প্রথম পোষ্য কোটা চালু হয়েছিলো তাই রাবি থেকেই প্রথমে নির্মুল হয়ে যাবে এই নিকৃষ্ট ফাজলামো কোটা।


#Collected
🔥897🥰3