তুরস্কের ব্যর্থ সামরিক ক্যুর পর দেড় লাখ লোক চাকরিচ্যুত হয়। সামরিক বেসামরিক মিলিয়ে প্রায় আশি হাজার লোক গ্রেফতার হয়। দ্রুততম সময়ে বিচারের ব্যবস্থা করা হয়। অর্থনীতি আর রাষ্ট্রীয় কূটনীতি রিফর্ম করা হয়।
আর এইদিকে বাংলাদেশ!
তারা এখনও বসে বসে গেইম খেলে যাচ্ছে,উপদেষ্টা পরিষদের সাহেবরা সেগুলো বুঝতেও পারছেন না।
আর এইদিকে বাংলাদেশ!
তারা এখনও বসে বসে গেইম খেলে যাচ্ছে,উপদেষ্টা পরিষদের সাহেবরা সেগুলো বুঝতেও পারছেন না।
😢89😨10👌5
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক ও স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির প্রাথমিক আবেদন আগামী ৫ জানুয়ারি শুরু হবে। এদিন বেলা ১২টা ১মিনিট হতে ১৫ জানুয়ারি রাত ১১টা ৫৯মিনিট পর্যন্ত আবেদন করতে পারবেন শিক্ষার্থীরা। এবার রাবির চূড়ান্ত আবেদন নেওয়া হবে চার ধাপে।
❤63😱11🔥3