News Zone – Telegram
27.4K subscribers
3.35K photos
119 videos
212 files
1.83K links
Download Telegram
Choose your idol thoughtfully, not blindly

Link
😨60💔11😱3💘3🎉1🤩1😍1
🔥150🤩16😱12❤‍🔥7🆒6🤝2🤗2
আগে আইইএলটিএস পরীক্ষায় বাধ্যতামূলকভাবে লিসেনিং ও রিডিং পরীক্ষায় পেনসিল ব্যবহার করতে হতো, রাইটিং অংশে পেনসিল বা কলমের মধ্যে যেকোনো একটি ব্যবহারের অনুমতি ছিল
👌54😢12👏7🔥4🫡4🤩2
😢111😡46😱4💔3😨1
95❤‍🔥8🔥7😱7👏3🆒3👌1
💯12427👌12🥰6😢2
💘27🫡7😇2🥰1🤗1
করজোড়ে অনুরোধ, একটা দিনের আনন্দের জন্য নিরীহ পশুপাখি, ছোটো বাচ্চাদের ক্ষতি করবেন না।

এই চ্যানেল থেকে কখনো আপনাদের কাছে কিছু চাওয়া হয়নি। এবার চাচ্ছি।

দয়া করে কোনোরকম আতশবাজি ফুটাবেন না এবার
226😢83❤‍🔥7👌6🤝5🥰43
হায়ার স্টাডিজ এর জন্য যারা যেতে চান,অনেকটাই ব্যাকফুটে নিয়ে গেলো
😢89🤩5🆒4
তুরস্কের ব্যর্থ সামরিক ক্যুর পর দেড় লাখ লোক চাকরিচ্যুত হয়। সামরিক বেসামরিক মিলিয়ে প্রায় আশি হাজার লোক গ্রেফতার হয়। দ্রুততম সময়ে বিচারের ব্যবস্থা করা হয়। অর্থনীতি আর রাষ্ট্রীয় কূটনীতি রিফর্ম করা হয়।

আর এইদিকে বাংলাদেশ!
তারা এখনও বসে বসে গেইম খেলে যাচ্ছে,উপদেষ্টা পরিষদের সাহেবরা সেগুলো বুঝতেও পারছেন না।
😢89😨10👌5
😭83😨20💔12🔥3😍2😱1🆒1
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক ও স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির প্রাথমিক আবেদন আগামী ৫ জানুয়ারি শুরু হবে। এদিন বেলা ১২টা ১মিনিট হতে ১৫ জানুয়ারি রাত ১১টা ৫৯মিনিট পর্যন্ত আবেদন করতে পারবেন শিক্ষার্থীরা। এবার রাবির চূড়ান্ত আবেদন নেওয়া হবে চার ধাপে।
63😱11🔥3
🔥9312😨21👌1
BUP এর ফলাফল প্রকাশিত।
💔30🆒7😍4👏1🤩1😨1🤗1
এবার H ইউনিট থাকছে না। সাইন্স এর A ও D ইউনিটে পরীক্ষা হবে।

আবেদন ফি কমছে।

এক বিভাগে সর্বোচ্চ চারজন পোষ্য কোটায় ভর্তি করা যাবে।
👌56😢1210👏7
শূন্য আসনগুলোর মধ্যে রয়েছে শিক্ষা বিভাগে ১৯, সমাজকর্ম বিভাগে ১৩, বাংলা বিভাগে ৯, সমুদ্র বিজ্ঞান বিভাগে ৬, শিক্ষা প্রশাসন বিভাগে ৫, আইএসএলএম বিভাগে ৪, মৃত্তিকা, পানি ও পরিবেশ বিজ্ঞান বিভাগে ৪, ফিমস বিভাগে ৩, সমাজ বিজ্ঞান বিভাগে ৩, অর্থনীতি বিভাগে ৩, পরিসংখ্যান বিভাগে ২, এফটিএনএস বিভাগে ২, ইংরেজি বিভাগে ২, ব্যবসায় প্রশাসন বিভাগে ২, পদার্থ বিজ্ঞান বিভাগে ২, বিএমবি বিভাগে ১, ইএসডিএম বিভাগে ১, কৃষি বিভাগে ১, প্রাণিবিদ্যা বিভাগে ১ এবং এমআইএস বিভাগে ১টি।
🤝23😭15🔥7💔4👏2
😢61🏆3
😢104🎉16🔥10🕊3💯3🏆2🫡1
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সার্কুলার প্রকাশিত।

প্রসপেক্টাস আসার সম্ভাবনা রয়েছে ৩১ ডিসেম্বর।
🥰578👏6😍4