News Zone – Telegram
27.4K subscribers
3.35K photos
119 videos
212 files
1.83K links
Download Telegram
GST


এখন যেহেতু সিদ্ধান্ত পরিবর্তন করবে না তাই আবেগ দিয়ে না ভেবে বিবেগ দিয়ে ভাবতে হবে। এখন যেদিকে সাবজেক্ট আসবে সেদিকে ভর্তি হয়ে যাইয়েন। কারণ এটাই আপনাদের মেইন ভর্তি। অনেকে টেনশনে আছেন যে সাবজেক্ট মাইগ্রেশান হবে কি না? আসলে এখনো সিট খালি বুঝা যাচ্ছে কারণ সিট খালি দেখে এই ডিসিশান নিছে।ওরা জানুয়ারি ক্লাস শুরু করবে আবার ২০২২ এর এক্সাম ও নিতে হবে, আপনাদের ও ২nd ইয়ারে উঠাতে হবে তাই সব বিবেচনা করে আপনারা যাতে সেশনজটে না পড়েন তাই এই ডিসিশান নিছে।এতে অসুবিধা ও আছে অনেকে দূরে পড়তে চাইবেন না।এখন অনেকে আন্দোলন করবেন এই আন্দোলন করে লাভ নাই। আপনারা জোরাজোরি করলে ওরা সিট খালি রেখে ক্লাস শুরু করবে। অবশেষে আপনারা আর কিছু করতে পারবেন না।গত বছর ও অনেক সিট খালি ছিল। তাই তারা এবার চাচ্ছে সিট পূরণ হোক। এখন আপনারা ভাবেন আপনারা কি সিট খালি রেখে ভর্তি হবেন নাকি সিট পূরণ করতে চান।একটা সিট এর সাথে অনেকের স্বপ্ন জরিয়ে আছে।আপনারা যারা ভাবতাছেন ৪ মেরিটে সবাই নিজের পছন্দ মতো সাবজেক্ট পাইছে তারাও সেকেন্ড টাইম দিবে অনেকে।কারণ চাহিদার শেষ নাই।এবারও অনেকে চবি,রাবি, জবি থেকে জিএসটি তে এক্সাম দিয়ে জিএসটি তে ভর্তি হয়েছে। এভাবে অনেক সিট খালি হয় ২nd ইয়ার এর কিন্তু তখন কিন্তু তখন কিছু করা যায় না। তাই এবার তারা জানুয়ারিতে ক্লাস করাবে সব সিট পূরণ করে। এদের মধ্যে অনেকে আবার সেকেন্ড টাইম দিবে।আর সবাই মোটামুটি পাবলিকিয়ান হবে পারবে। আপনারা ভার্সিটির টেনশন করছেন অনেকে বিসিএস এর প্রস্তুতি নিচ্ছে। আসলে এই সাবজেক্ট, ভার্সিটি কিছু না মেইন হচ্ছে চাকরি। এদেশে শিক্ষিত বেকার অনেক আছে তাদের মধ্যে বেশিরভাগ পাবলিকিয়ান।প্রতি বছর ভালো ভালো শিক্ষার্থী আত্মহত্যা করে কারণ মানসিক চাপ। তারা কিন্তু ভালো সাবজেক্টে পড়তো কিন্তু চাকরিটা মেইন। তাই এখন যে ডিসিশান নিছে মেনে নিয়ে ভর্তি হয়ে চাকরির জন্য প্রস্তুতি নেন।ভালো ভার্সিটি আপনাকে ভাত দিবে না। চাকরি করতে না পারলে তখন পাবলিকিয়ান এর ট্যাগ কেউ দেখবে না।তাই সবার জন্য শুভ কামনা। নিজের ভালোটা বুঝতে শিখুন আর বেকার যাতে না থাকতে হয় সেটা ভাবুন।


#CollectedFromASenior
61😢16🔥4👏4🤯2
NSTU 8TH MERIT LIST UPDATE A UNIT (Subject-wise last position):

Pharmacy: 276 (Seat filled up)
CSTE: 419 (Seat filled up)
SWE: 1023 (Seat filled up)
EEE: 1235 (Seat filled up)
ACCE: 1380 (Seat filled up)
BGE: 1589 (Seat filled up)
Microbiology: 1712 (Seat filled up)
ICE: 1720 (Seat filled up)
BMB: 1733 (Seat filled up)
Agriculture: 2162 (Seat filled up)

FIMS: 2749 (migrated)
FTNS: 2753 (migrated)
Applied Math: 2955 (migrated)
LAW: 3032 (migrated)
Statistics: 3587 (migrated)
ESDM: 3698 (migrated)
Zoology: 3754 (migrated)
Oceanography: 3897 (migrated)
English: 4032 (migrated)
Business Administration: 4443 (migrated)

Economics: 4564 (got seat from the new merit)
BLWS: 4799 (got seat from the new merit)
Educational Administration: 4863 (got seat from the new merit)
MIS: 4828 (got seat from the new merit)
Bangla: 4875 (got seat from the new merit)
THM: 4969 (got seat from the new merit)
Sociology: 4964 (got seat from the new merit)
Social Work: 5062 (got seat from the new merit)
ISLM: 5139 (got seat from the new merit)
EDU: 5135 (got seat from the new merit)

সিট তো প্রায় ফিল আপ
খুব বেশি মাইগ্রেশান আর হবে নাহ
তাও আশা রাখো
😢211
গুচ্ছ কমিটি থেকে কোনো সিদ্ধান্ত না আসলে যথারীতি ৮ম মেরিটের কার্যক্রম চলমান থাকবে৷
আগামীকালের মাঝে গুচ্ছ কমিটির পক্ষ থেকে নির্দেশনা আসতে পারে(স্থগিত হওয়ার বিষয়ে)।

__এডমিন পোস্ট(জাককানইবি)
👏13🤯5😢3
নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮ম মেরিটের রেজাল্ট ওয়েবসাইট থেকে সরিয়ে নেয়া হয়েছে৷
দায়িত্বশীলদের পক্ষ থেকে প্রথমে স্থগিত করার কথা জানানো হলেও পরবর্তীতে জানানো হয় সাময়িক সময়ের জন্য সরিয়ে নেয়া হয়েছে৷
যদি জিএসটি নির্দেশনা দেয় তবেই আপলোড হবে নতুবা এভাবেই থাকবে।
আগামীকাল প্রয়োজনীয় নির্দেশনা আসতে পারেও বলে জানানো হয়েছে৷
😢1611
গুচ্ছ অধিভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ের ২০২১-২০২২ শিক্ষাবর্ষের কোন মেরিট কবে হবে তা গুচ্ছের ওয়েবসাইটে অফিসিয়ালি জানিয়ে দেওয়া হবে।

গুচ্ছের সপ্তম ও অষ্টম মেরিট নতুন করে দেওয়া হবে এমন কথা শেহাবি থেকে বলেনি। এটা সম্পুর্ণ গুজব। একদল শিক্ষার্থী নামক দুষ্টচক্র এমনটি ছড়িয়েছে। যে বা যারা ছড়িয়েছে দ্রুত সব জায়গা থেকে ডিলেট করেন। নইলে যে স্যার এর নাম দিয়ে এগুলো বলা হয়েছে সেই স্যার ডিরেক্ট স্টেপ নিতে বাধ্য।

এমনকি আমার নামও ব্যবহার করা হয়েছে। আমার কোনো পোস্ট পড়ে বুঝতে সমস্যা হলে আমাকে নক করবেন বা কল দিবেন আমি বুঝিয়ে দিবো। তারপরও না বুঝে গুজব ছড়িয়ে চেষ্টা করবেন না। আমি নিশ্চিত হয়ে পোস্ট করি এবং কিছু সম্ভাব্য পোস্টও দিয়ে থাকি। কখনো মিথ্যে বা ভুল তথ্য দেই না। যারা আমাকে শুরু থেকেই অনুসরণ করে আসছেন তারা খুব ভালো জানেন।

গুচ্ছের সবকিছু নিয়ন্ত্রিত হচ্ছে গুচ্ছ কমিটি থেকে কোনো ইনডিভিজুয়াল ইউনিভার্সিটি কোনো সিদ্ধান্ত নিতে পারবে না। 

গুজব ছড়ানো বন্ধ করুন।
© Sujan Chandra Das
19🤯2😢1
ব্রেকিং নিউজ


মাইগ্রেশন নিয়ে সভা ডেকেছে ভর্তি পরীক্ষার আয়োজক কমিটি। আজ রাত ৮টায় এই সভা অনুষ্ঠিত হবে।
🔥5👏2
একদিকে মিটিং,একদিকে Court অন্যদিকে BSMRSTU তাদের অরিয়েন্টেশন ক্লাস এর তারিখ ঘোষণা দিল 🙂
😢9🤔2
✳️ HSC-21: GST (BSMRSTU)

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ওরিয়েন্টেশন ক্লাস সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত
🤯7😢6🤔3🤩2
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের ক্লাস আগামী ৬ জানুয়ারি থেকে শুরু হবে। ১০ জানুয়ারি থেকে সকল বিভাগের ক্লাস পুরোদমে চলবে।

বুধবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় দ্যা ডেইলি ক্যাম্পাসের সাথে আলাপকালে এসব তথ্য জানান যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন।
তিনি বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ে যে পরিমাণ শিক্ষার্থীদের ভর্তি হয়েছে তাদের নিয়েই আমরা ক্লাস শুরু করবো। আমরা আর বেশি অপেক্ষা করবো না। যারা ভর্তি হয়েছে তাদের নিয়েই ১০ জানুয়ারি থেকে পুরোদমে ক্লাস শুরু হবে।
👏15😢7🤔3🤩2
আদালত আমাদের কাছে একটি নির্দিষ্ট সময়সীমার মধ্যে জবাব চেয়েছেন; আমরা লিখিত আকারে সেই জবাব দেব।
- উপাচার্য যবিপ্রবি

Collected
👏146🔥3
২০২১-২২ শিক্ষাবর্ষে সমন্বিত গুচ্ছ পদ্ধতিতে শুন্য আসনসমূহে ভর্তি, ওরিয়েন্টেশন, ক্লাস শুরু সংক্রান্ত বিজ্ঞপ্তি।

⚠️ রাবিপ্রবি ২ জানুয়ারি,
⚠️ যবিপ্রবির ৬ জানুয়ারি এবং
⚠️ বশেমুরবিপ্রবি ১৫ জানুয়ারি ক্লাস শুরু।
👏7
গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের ভর্তিতে মাইগ্রেশন বন্ধ করার যে সিদ্ধান্ত নিয়েছিল তা থেকে থেকে সরে এসেছে ভর্তি পরীক্ষা আয়োজক কমিটি। এসব বিশ্ববিদ্যালয়ের ভর্তিতে মাইগ্রেশন বন্ধ করার সিদ্ধান্ত কেন অবৈধ নয় তা জানতে চেয়ে গতকাল মঙ্গলবার হাইকোর্ট থেকে রুল জারির একদিন পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আজ বুধবার রাতে ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির এক সভা এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের একজন ভিসি দ্যা ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য নিশ্চিত করেছেন।

সূত্রঃ TDC
19😢6🔥5
সপ্তম মেধাতালিকায় যারা ভর্তি হয়েছে তাদের ভর্তিগুলো ঠিক থাকবে। সপ্তম মেধাতালিকা কিংবা এই মেধাতালিকায় ভর্তি কোনোটিই বাতিল করা হবে না। সপ্তম মেধাতালিকা ভর্তি হওয়া শিক্ষার্থীদের মধ্যে যারা মাইগ্রেশন করতে ইচ্ছুক তাদের বিশেষ ব্যবস্থায় মাইগ্রেশনের সুযোগ করে দেওয়া হবে।


Source : The Daily Campus
🔥24🤔2
গুচ্ছ কমিটি এখনো ডাটা এনালাইসিস করছে কিভাবে সহজভাবে দ্রুত উপায়ে ৭ম মেরিটের শিক্ষার্থীদের মাইগ্রেশানের সুযোগ তৈরি করে ৮ম মেরিট দেয়া যায়।

--যাদের ইতিহাসে প্রাথমিক ভর্তিকৃত বিশ্ববিদ্যালয় ছাড়া অন্য বিশ্ববিদ্যালয়গুলোতে সাবজেক্ট এসেছিল তারা ঐ ক্যাম্পাসগুলো থেকে বাতিল৷ শুধুমাত্র যেসব ক্যাম্পাসে সাবজেক্ট পান নি সেসব ক্যাম্পাসে মাইগ্রেশান চালু থাকবে।
উদাহরণঃ ৬টি বিশ্ববিদ্যালয়ের মাঝে ৩টি বিশ্ববিদ্যালয়ে সাবজেক্ট আসার পর নজরুল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে থাকলে বাকি দুইটা অটো বাতিল তবে যে তিনটাতে সাবজেক্ট আসে নি সেটায় মাইগ্রেশানের সুযোগ থাকবে৷

(১ম-৭ম মেরিটে থাকা সকল শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য)

সকল শিক্ষার্থী নিজেদের সিরিয়াল অনুযায়ী প্রাপ্য অধিকার পাবেন বলেও নিশ্চিত করা হয়েছে৷

৮ম মেরিট খুব শীঘ্রই দেয়া হবে।
🔥299😢1
৩৩তম বিসিএস শিক্ষা ক্যাডারে প্রথম হয়েছিলেন তাইমুর শাহরিয়ার। 

⚠️এসএসসিতে দুইবার ফেল করেছেন উনি
42👏15🔥12🤯11🎉4🤩4🥰1🤔1
Forwarded from PDF Zone
📔Some Questions  About Medi-Mate 1.0?

1.ভর্তি কি এখনও হ‌ওয়া যাবে?

হ্যা অবশ্য‌ই...কারন আমাদের Exam গুলোর Link always open থাকে! যেগুলো Exam শেষ হয়ে গেছে  সেগুলোতেও Participate করতে পারবে

২.Chapter Wise Exam কত মার্কের নেওয়া হয়?

100 Marks

👉Poll-50 Marks

👉Website -50 Marks

⭐️English+Gk  Everyday


৩.কোন Discount Offer আছে?

Yes-Discount Link

4.ভর্তির Process:Click Here
মেট্রোরেলের লোগোর ডিজাইনার

""আলী আহসান নিশান""
(চারুকলা অনুষদ, ঢাবি)
41👏2
বাংলাদেশের অণুজীববিজ্ঞানী সেঁজুতি সাহা বিশ্ব বিখ্যাত বিজ্ঞান সাময়িকী ল্যানসেটেতে জায়গা ও স্বীকৃতি পেয়েছেন।
যা বাংলাদেশের প্রথম।
ল্যানসেটের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞানীদের প্রোফাইলের মধ্যে জায়গা করে নিয়েছে তার প্রোফাইলও।
75🥰8
Forwarded from PDF Zone
📌Special Discount

নতুন বছর উপলক্ষ্যে দুইদিন বিশাল ছাড় থাকছে MediMate 1.0 Exam Batch এ। 20% off থাকছে Discount offer এ। ইতিমধ্যে অনেক শিক্ষার্থী আমাদের সাথে সাদা এপ্রোনের যাত্রা শুরু করে দিয়েছে। পিছিয়ে না থাকতে চাইলে শীঘ্রই ভর্তি হয়ে যাও MediMate 1.0 তে।


সকলকে নতুন বছরের শুভেচ্ছা।


🍀Thanks and regards!
MediMate 1.0
By Exam Mate
5🔥3
Happy New year -2023
😢1103🔥1
Offtopic ⁉️

দেশে নাকি বৈদেশিক মুদ্রার অভাব,
এলসির অভাবে কাগজ আসেনা,
সাড়ে ৩শ টাকার কাগজের রিম ৬শ টাকা।

তো এই আতশ বাজি ও তার কাচামাল আসলো কোন এলসি দিয়ে?
নাকি সবই আল্লাহর লীলাখেলা 🐸!!

বুঝিনা ভাই 🙂
👏26😢22🤔3