একদিকে মিটিং,একদিকে Court অন্যদিকে BSMRSTU তাদের অরিয়েন্টেশন ক্লাস এর তারিখ ঘোষণা দিল 🙂
😢9🤔2
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের ক্লাস আগামী ৬ জানুয়ারি থেকে শুরু হবে। ১০ জানুয়ারি থেকে সকল বিভাগের ক্লাস পুরোদমে চলবে।
বুধবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় দ্যা ডেইলি ক্যাম্পাসের সাথে আলাপকালে এসব তথ্য জানান যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন।
তিনি বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ে যে পরিমাণ শিক্ষার্থীদের ভর্তি হয়েছে তাদের নিয়েই আমরা ক্লাস শুরু করবো। আমরা আর বেশি অপেক্ষা করবো না। যারা ভর্তি হয়েছে তাদের নিয়েই ১০ জানুয়ারি থেকে পুরোদমে ক্লাস শুরু হবে।
বুধবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় দ্যা ডেইলি ক্যাম্পাসের সাথে আলাপকালে এসব তথ্য জানান যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন।
তিনি বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ে যে পরিমাণ শিক্ষার্থীদের ভর্তি হয়েছে তাদের নিয়েই আমরা ক্লাস শুরু করবো। আমরা আর বেশি অপেক্ষা করবো না। যারা ভর্তি হয়েছে তাদের নিয়েই ১০ জানুয়ারি থেকে পুরোদমে ক্লাস শুরু হবে।
👏15😢7🤔3🤩2
আদালত আমাদের কাছে একটি নির্দিষ্ট সময়সীমার মধ্যে জবাব চেয়েছেন; আমরা লিখিত আকারে সেই জবাব দেব।
- উপাচার্য যবিপ্রবি
Collected
- উপাচার্য যবিপ্রবি
Collected
👏14❤6🔥3
২০২১-২২ শিক্ষাবর্ষে সমন্বিত গুচ্ছ পদ্ধতিতে শুন্য আসনসমূহে ভর্তি, ওরিয়েন্টেশন, ক্লাস শুরু সংক্রান্ত বিজ্ঞপ্তি।
⚠️ রাবিপ্রবি ২ জানুয়ারি,
⚠️ যবিপ্রবির ৬ জানুয়ারি এবং
⚠️ বশেমুরবিপ্রবি ১৫ জানুয়ারি ক্লাস শুরু।
⚠️ রাবিপ্রবি ২ জানুয়ারি,
⚠️ যবিপ্রবির ৬ জানুয়ারি এবং
⚠️ বশেমুরবিপ্রবি ১৫ জানুয়ারি ক্লাস শুরু।
👏7
গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের ভর্তিতে মাইগ্রেশন বন্ধ করার যে সিদ্ধান্ত নিয়েছিল তা থেকে থেকে সরে এসেছে ভর্তি পরীক্ষা আয়োজক কমিটি। এসব বিশ্ববিদ্যালয়ের ভর্তিতে মাইগ্রেশন বন্ধ করার সিদ্ধান্ত কেন অবৈধ নয় তা জানতে চেয়ে গতকাল মঙ্গলবার হাইকোর্ট থেকে রুল জারির একদিন পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আজ বুধবার রাতে ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির এক সভা এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের একজন ভিসি দ্যা ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য নিশ্চিত করেছেন।
সূত্রঃ TDC
আজ বুধবার রাতে ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির এক সভা এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের একজন ভিসি দ্যা ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য নিশ্চিত করেছেন।
সূত্রঃ TDC
❤19😢6🔥5
সপ্তম মেধাতালিকায় যারা ভর্তি হয়েছে তাদের ভর্তিগুলো ঠিক থাকবে। সপ্তম মেধাতালিকা কিংবা এই মেধাতালিকায় ভর্তি কোনোটিই বাতিল করা হবে না। সপ্তম মেধাতালিকা ভর্তি হওয়া শিক্ষার্থীদের মধ্যে যারা মাইগ্রেশন করতে ইচ্ছুক তাদের বিশেষ ব্যবস্থায় মাইগ্রেশনের সুযোগ করে দেওয়া হবে।
Source : The Daily Campus
Source : The Daily Campus
🔥24🤔2
গুচ্ছ কমিটি এখনো ডাটা এনালাইসিস করছে কিভাবে সহজভাবে দ্রুত উপায়ে ৭ম মেরিটের শিক্ষার্থীদের মাইগ্রেশানের সুযোগ তৈরি করে ৮ম মেরিট দেয়া যায়।
--যাদের ইতিহাসে প্রাথমিক ভর্তিকৃত বিশ্ববিদ্যালয় ছাড়া অন্য বিশ্ববিদ্যালয়গুলোতে সাবজেক্ট এসেছিল তারা ঐ ক্যাম্পাসগুলো থেকে বাতিল৷ শুধুমাত্র যেসব ক্যাম্পাসে সাবজেক্ট পান নি সেসব ক্যাম্পাসে মাইগ্রেশান চালু থাকবে।
উদাহরণঃ ৬টি বিশ্ববিদ্যালয়ের মাঝে ৩টি বিশ্ববিদ্যালয়ে সাবজেক্ট আসার পর নজরুল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে থাকলে বাকি দুইটা অটো বাতিল তবে যে তিনটাতে সাবজেক্ট আসে নি সেটায় মাইগ্রেশানের সুযোগ থাকবে৷
(১ম-৭ম মেরিটে থাকা সকল শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য)
সকল শিক্ষার্থী নিজেদের সিরিয়াল অনুযায়ী প্রাপ্য অধিকার পাবেন বলেও নিশ্চিত করা হয়েছে৷
৮ম মেরিট খুব শীঘ্রই দেয়া হবে।
--যাদের ইতিহাসে প্রাথমিক ভর্তিকৃত বিশ্ববিদ্যালয় ছাড়া অন্য বিশ্ববিদ্যালয়গুলোতে সাবজেক্ট এসেছিল তারা ঐ ক্যাম্পাসগুলো থেকে বাতিল৷ শুধুমাত্র যেসব ক্যাম্পাসে সাবজেক্ট পান নি সেসব ক্যাম্পাসে মাইগ্রেশান চালু থাকবে।
উদাহরণঃ ৬টি বিশ্ববিদ্যালয়ের মাঝে ৩টি বিশ্ববিদ্যালয়ে সাবজেক্ট আসার পর নজরুল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে থাকলে বাকি দুইটা অটো বাতিল তবে যে তিনটাতে সাবজেক্ট আসে নি সেটায় মাইগ্রেশানের সুযোগ থাকবে৷
(১ম-৭ম মেরিটে থাকা সকল শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য)
সকল শিক্ষার্থী নিজেদের সিরিয়াল অনুযায়ী প্রাপ্য অধিকার পাবেন বলেও নিশ্চিত করা হয়েছে৷
৮ম মেরিট খুব শীঘ্রই দেয়া হবে।
🔥29❤9😢1
Forwarded from PDF Zone
📔Some Questions About Medi-Mate 1.0?
1.ভর্তি কি এখনও হওয়া যাবে?
হ্যা অবশ্যই...কারন আমাদের Exam গুলোর Link always open থাকে! যেগুলো Exam শেষ হয়ে গেছে সেগুলোতেও Participate করতে পারবে
২.Chapter Wise Exam কত মার্কের নেওয়া হয়?
✅100 Marks
👉Poll-50 Marks
👉Website -50 Marks
⭐️English+Gk Everyday
৩.কোন Discount Offer আছে?
Yes-Discount Link
4.ভর্তির Process:Click Here
1.ভর্তি কি এখনও হওয়া যাবে?
হ্যা অবশ্যই...কারন আমাদের Exam গুলোর Link always open থাকে! যেগুলো Exam শেষ হয়ে গেছে সেগুলোতেও Participate করতে পারবে
২.Chapter Wise Exam কত মার্কের নেওয়া হয়?
✅100 Marks
👉Poll-50 Marks
👉Website -50 Marks
⭐️English+Gk Everyday
৩.কোন Discount Offer আছে?
Yes-Discount Link
4.ভর্তির Process:Click Here
Forwarded from PDF Zone
📌Special Discount
নতুন বছর উপলক্ষ্যে দুইদিন বিশাল ছাড় থাকছে MediMate 1.0 Exam Batch এ। 20% off থাকছে Discount offer এ। ইতিমধ্যে অনেক শিক্ষার্থী আমাদের সাথে সাদা এপ্রোনের যাত্রা শুরু করে দিয়েছে। পিছিয়ে না থাকতে চাইলে শীঘ্রই ভর্তি হয়ে যাও MediMate 1.0 তে।
সকলকে নতুন বছরের শুভেচ্ছা।❤
🍀Thanks and regards!
MediMate 1.0
By Exam Mate
নতুন বছর উপলক্ষ্যে দুইদিন বিশাল ছাড় থাকছে MediMate 1.0 Exam Batch এ। 20% off থাকছে Discount offer এ। ইতিমধ্যে অনেক শিক্ষার্থী আমাদের সাথে সাদা এপ্রোনের যাত্রা শুরু করে দিয়েছে। পিছিয়ে না থাকতে চাইলে শীঘ্রই ভর্তি হয়ে যাও MediMate 1.0 তে।
সকলকে নতুন বছরের শুভেচ্ছা।❤
🍀Thanks and regards!
MediMate 1.0
By Exam Mate
❤5🔥3
Offtopic ⁉️
দেশে নাকি বৈদেশিক মুদ্রার অভাব,
এলসির অভাবে কাগজ আসেনা,
সাড়ে ৩শ টাকার কাগজের রিম ৬শ টাকা।
তো এই আতশ বাজি ও তার কাচামাল আসলো কোন এলসি দিয়ে?
নাকি সবই আল্লাহর লীলাখেলা 🐸!!
বুঝিনা ভাই 🙂
দেশে নাকি বৈদেশিক মুদ্রার অভাব,
এলসির অভাবে কাগজ আসেনা,
সাড়ে ৩শ টাকার কাগজের রিম ৬শ টাকা।
তো এই আতশ বাজি ও তার কাচামাল আসলো কোন এলসি দিয়ে?
নাকি সবই আল্লাহর লীলাখেলা 🐸!!
বুঝিনা ভাই 🙂
👏26😢22🤔3
⭕⭕প্রশ্নোত্তর❓❓✅
আগামী ৪ ও ৫ তারিখে ৬ষ্ঠ ধাপ পর্যন্ত ১১৬৬ জনকে ভর্তির জন্য ডাকা হবে এবং তাদের ফোনে দুপুরের মধ্যে বা দুপুরের পরেই মেসেজ চলে যাবে তাই টেনশনের কারন নেই যে কারা যাবো কারা যাবোনা। যে নাম্বার দিছেন সেটা ওপেন রাখবেন তাহলেই হবে।
🟥তো কিছু প্রশ্ন আমাদের কাছে এসেছিলো, আমরা স্যারদের কাছ থেকে ও বিশ্ববিদ্যালয়ের আইটিসেল থেকে কিছু তথ্য সংগ্রহ করতে পেরেছি.....
১. নোটিশে বলছে যারা ষষ্ঠ মেরিট পর্যন্ত হাবিপ্রবি তে প্রাথমিক ভর্তি হয়েছে তাদেরকে চূড়ান্ত ভর্তি হতে ।কিন্তু যারা অন্য কোন ভার্সিটি তে প্রাথমিক ভর্তি ছিল কিন্তু মাইগ্রেশন করে এখানে এসেছে তারা কি চূড়ান্ত ভর্তি হবে?
🔹জ্বি, তারাও তো অলরেডি হাবিপ্রবির স্টুডেন্ট,সো তাদেরও ভর্তি হতে হবে। অন্যথায় পুরো GST সিস্টেম থেকে বাদ হয়ে যাবে।
২. যারা প্রাথমিক ভর্তির পরেও চুড়ান্ত ভর্তি হাবিপ্রবিতে হবেনা তারা কি শুধু হাবিপ্রবি থেকে বাদ পরবে নাকি পুরা GST সিস্টেম থেকে বাদ পরবে?
🔹ভর্তি হতে হবে হাবিপ্রবিতে,নাইলে পুরো GST থেকে বাদ পরে যাবে।
৩. চুড়ান্ত ভর্তির পরে অন্য বিশ্ববিদ্যালয়ে মাইগ্রেশন হতে পারবে কি? সেক্ষেত্রে কি নতুন করে সেখানেও ভর্তি হতে হবে? নাকি শুধু মাইগ্রেশন হয়ে চলে যাবে?
🔹মাইগ্রেশন চালু থাকবে,মানে যেতে পারবে তবে সেক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ে চুড়ান্ত ভর্তির জন্য যে টাকা দেওয়া হবে সেটা আর ফেরত পাবেনা।
৪. ভর্তি হতে অনফাইন ফরম+টাকা জমাদানের রশিদ বাদে আর কি কিছু লাগবে?
🔹★★★ এটা আগামীকাল পূর্নাংগ নোটিশে জানাবে ইনশাআল্লাহ।
৫. অনেকের মূল কাগজপত্র অন্য বিশ্ববিদ্যালয়ে জমা আছে (প্রাথমিকে মার্কশিট সবারই আছে) তারা কি করবে?
🔹 অন্য বিশ্ববিদ্যালয়ে যে জমা আছে সেটার একটা স্লিপ বা প্রমাণপত্র আপনার কাছে আছে সেটা দেখাইলেই হবে।
🟥বিঃদ্রঃ আমরা যতটুকু তথ্য সংগ্রহ করতে পেরেছি দিয়েছি,ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে চোখ রাখবেন।
HSTU Admission Help Desk
আগামী ৪ ও ৫ তারিখে ৬ষ্ঠ ধাপ পর্যন্ত ১১৬৬ জনকে ভর্তির জন্য ডাকা হবে এবং তাদের ফোনে দুপুরের মধ্যে বা দুপুরের পরেই মেসেজ চলে যাবে তাই টেনশনের কারন নেই যে কারা যাবো কারা যাবোনা। যে নাম্বার দিছেন সেটা ওপেন রাখবেন তাহলেই হবে।
🟥তো কিছু প্রশ্ন আমাদের কাছে এসেছিলো, আমরা স্যারদের কাছ থেকে ও বিশ্ববিদ্যালয়ের আইটিসেল থেকে কিছু তথ্য সংগ্রহ করতে পেরেছি.....
১. নোটিশে বলছে যারা ষষ্ঠ মেরিট পর্যন্ত হাবিপ্রবি তে প্রাথমিক ভর্তি হয়েছে তাদেরকে চূড়ান্ত ভর্তি হতে ।কিন্তু যারা অন্য কোন ভার্সিটি তে প্রাথমিক ভর্তি ছিল কিন্তু মাইগ্রেশন করে এখানে এসেছে তারা কি চূড়ান্ত ভর্তি হবে?
🔹জ্বি, তারাও তো অলরেডি হাবিপ্রবির স্টুডেন্ট,সো তাদেরও ভর্তি হতে হবে। অন্যথায় পুরো GST সিস্টেম থেকে বাদ হয়ে যাবে।
২. যারা প্রাথমিক ভর্তির পরেও চুড়ান্ত ভর্তি হাবিপ্রবিতে হবেনা তারা কি শুধু হাবিপ্রবি থেকে বাদ পরবে নাকি পুরা GST সিস্টেম থেকে বাদ পরবে?
🔹ভর্তি হতে হবে হাবিপ্রবিতে,নাইলে পুরো GST থেকে বাদ পরে যাবে।
৩. চুড়ান্ত ভর্তির পরে অন্য বিশ্ববিদ্যালয়ে মাইগ্রেশন হতে পারবে কি? সেক্ষেত্রে কি নতুন করে সেখানেও ভর্তি হতে হবে? নাকি শুধু মাইগ্রেশন হয়ে চলে যাবে?
🔹মাইগ্রেশন চালু থাকবে,মানে যেতে পারবে তবে সেক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ে চুড়ান্ত ভর্তির জন্য যে টাকা দেওয়া হবে সেটা আর ফেরত পাবেনা।
৪. ভর্তি হতে অনফাইন ফরম+টাকা জমাদানের রশিদ বাদে আর কি কিছু লাগবে?
🔹★★★ এটা আগামীকাল পূর্নাংগ নোটিশে জানাবে ইনশাআল্লাহ।
৫. অনেকের মূল কাগজপত্র অন্য বিশ্ববিদ্যালয়ে জমা আছে (প্রাথমিকে মার্কশিট সবারই আছে) তারা কি করবে?
🔹 অন্য বিশ্ববিদ্যালয়ে যে জমা আছে সেটার একটা স্লিপ বা প্রমাণপত্র আপনার কাছে আছে সেটা দেখাইলেই হবে।
🟥বিঃদ্রঃ আমরা যতটুকু তথ্য সংগ্রহ করতে পেরেছি দিয়েছি,ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে চোখ রাখবেন।
HSTU Admission Help Desk
❤20
The largest banana tree in the world is located in Papua, New Guinea. Leafs can be 2.5 meters long and the size of ripe bananas is that of a newborn baby.
🤯36🔥7🤩4❤3👏2🤔1
🔥Top 10 most downloaded apps globally in 2022:
Tiktok: 672 million
Instagram: 548 million
WhatsApp: 424 million
CapCut: 357 million
Snapchat: 330 million
Telegram: 310 million
Subway Surfers: 304 million
Facebook: 298 million
Tap Friends: 254 million
Spotify: 238 million #Collected
Tiktok: 672 million
Instagram: 548 million
WhatsApp: 424 million
CapCut: 357 million
Snapchat: 330 million
Telegram: 310 million
Subway Surfers: 304 million
Facebook: 298 million
Tap Friends: 254 million
Spotify: 238 million #Collected
🤯24🔥13👏4❤1🎉1