News Zone – Telegram
27.4K subscribers
3.35K photos
119 videos
212 files
1.83K links
Download Telegram
🔥Top 10 most downloaded apps globally in 2022:

Tiktok: 672 million
Instagram: 548 million
WhatsApp: 424 million
CapCut: 357 million
Snapchat: 330 million
Telegram: 310 million
Subway Surfers: 304 million
Facebook: 298 million
Tap Friends: 254 million
Spotify: 238 million #Collected
🤯24🔥13👏41🎉1
বি এফ শাহীন কলেজ, সোহরাওয়ার্দী কলেজ, সেন্ট গ্রেগরি স্কুল এন্ড কলেজসহ বাংলাদেশের ৩৫ টি স্কুল এবং কলেজের ওয়েবসাইট হ্যাক করেছে "হান্টার বাজওয়া" নামে পাকিস্তান হ্যাকার গ্রুপ।
🤯24😢17🤔5👏1
কারাগার থেকে লেখা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পত্রাবলি নিয়ে সম্পাদিত ‘চিঠিপত্র : শেখ মুজিবুর রহমান’ এবং এর ইংরেজি সংস্করণ ‘Letters of Sheikh Mujibur Rahman’ শীর্ষক দুটি গ্রন্থের মোড়ক উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
🔥279👏2🤯2
আহছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তড়িৎ ও তাড়িৎ প্রকৌশল বিভাগের তত্ত্বাবধানে তৈরি হচ্ছে ২ ইউনিট বিশিষ্ট ন্যানোস্যাটেলাইট যেটি বৈজ্ঞানিক গবেষণার কাজে ব্যাবহৃত হবে।
ইতোমধ্যে স্যাটেলাইটটির মেকানিকাল মডেল সফল ভাবে তৈরি করা হয়েছে এবং সকল পর্যাবেক্ষন শেষে ফ্লাইট মডেল তৈরিতে হাত দিয়েছে স্যাটেলাইট প্রকল্প বাস্তবায়ন দল।
পরিকল্পনা মোতাবেক স্যাটেলাইটটি ভূপৃষ্ঠ থেকে প্রায় ৪০০ কি.মি. উচ্চতায় স্থাপন করা হবে এবং পর্যাবেক্ষন ও গবেষনার জন্য সেটির গ্রাউন্ড স্টেশনটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে স্থাপন করা হবে।
প্রকল্পটি বাস্তবায়ন করছে আহছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তড়িৎ ও তাড়িৎ প্রকৌশল বিভাগ ।
বি: দ্র: এই পোস্টে দেওয়া ছবিটি স্যাটেলাইটের একটি মেকানিকাল মডেল মাত্র। ফ্লাইট মডেলটি বর্তমানে ডেভলপমেন্ট পর্যায়ে আছে এবং লঞ্চের আগে সর্বোচ্চ সংখ্যক টেস্ট করা হবে।
34👏12🔥3🥰2🤩2
✪আপডেট,
পুরোনো সপ্তম মেরিটে প্রাথমিক ভর্তির পর যে সিট খালি ছিল,সেই সিট খালি থাকা সাপেক্ষে রাবিপ্রবি নতুন সপ্তম মেরিট প্রকাশ করেছে।

সুতরাং আমরা ধরেই নিতে পারি নতুন সপ্তম মেরিট প্রকাশ করা হবে সিট খালি থাকা সাপেক্ষে।
তার মাধ্যমে আমরা এটাও নিশ্চিত হচ্ছি,পুরোনো সপ্তম মেরিটে মাইগ্রেশান বঞ্চিত শিক্ষার্থীরা তাদের নায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছে।


©️Daily GST Morning
7😢6👏4
২০০ সিট এর টা ভুল ছিল ⚠️
33🤔9
ইসলামী বিশ্ববিদ্যালয়ে সপ্তম মেধাতালিকার ভর্তি কার্যক্রম শেষে মোট ১৯৯০টি আসনের মধ্যে ১৪৬১ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী ভর্তি হয়েছেন।৫২৯(৩৬%) টি আসন ফাঁকা রয়েছে।
‘এ’ ইউনিটে ৫৫০ টি আসনের মধ্যে ফাঁকা৩৬১টি।
‘বি’ ইউনিটে ৯৯০ আসনের মধ্যে ফাঁকা ১১৪টি।
‘সি’ ইউনিটে ৪৫০টি আসনের মধ্যে ফাঁকা ৫৪টি।
28
"যত সময় লাগে লাগুক, আমরা ভর্তিচ্ছুদের সিরিয়াল অনুযায়ী সাবজেক্ট দিয়ে যাবো"-জবি উপাচার্য

২০২১-২২ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি কার্যক্রমে বঞ্চিত শিক্ষার্থীদের প্রাপ্য অধিকারের পদ্ধতি সম্পর্কে জানিয়েছেন ভর্তি কমিটির যুগ্ম আহ্বায়ক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক। তিনি বলেছেন, যত সময় লাগুক, তারা সে সময় নিয়ে ভর্তিচ্ছুদের সিরিয়াল অনুযায়ী সাবজেক্ট দিয়ে যাবেন।সোমবার (০৯ জানুয়ারি) সন্ধ্যায় দ্যা ডেইলি ক্যাম্পাসের সঙ্গে একান্ত আলাপে তিনি এ কথা জানিয়েছেন। এর আগে গত রবিবার তিনি জানিয়েছিলেন, ‘গুচ্ছে বঞ্চিত শিক্ষার্থীরা তাদের প্রাপ্য অধিকার দেওয়া হবে’। তখন ভর্তিচ্ছুরা এর প্রক্রিয়া সম্পর্কে জানতে চেয়েছেন।

জবি উপাচার্য বলেন, যত সময় লাগে লাগুক, আমরা ভর্তিচ্ছুদের সিরিয়াল অনুযায়ী সাবজেক্ট দিয়ে যাবো। এই লিস্টেই তো আমাদের সিট সব পূর্ণ হবে না। দেখা যাচ্ছে আমি তালিকা প্রকাশ করেছি ৩২০ জনের। কিন্তু শিক্ষার্থী আসছে ৭২ জন বা ৩২ জন। তারপরে সিরিয়ালি আবার পরের লিস্ট আসবে। তখন আমরা তাদের যে পর্যন্ত বাদ গেছে, সে পর্যন্ত তাদেরকে সাবজেক্ট দিয়ে দিবো।

‘‘মোট কথা মেরিট অনুযায়ীই সাবজেক্ট দেওয়া হবে। যে আগের মেরিটে বাদ গেছে সে পরের মেরিট অনুযায়ী আবার আসবে। শুধু শুধু আদালতে গিয়ে আমাদের সময় আরও নষ্ট করা হলো। তবে সে যাইহোক, তারা যদি দেরি করে আসতে চায় তাহলে আমরা এভাবেই গ্রহণ করবো।’’
30🔥4👏4🤯2😢2
ঢাবির ভোগল ও পরিবেশ বিজ্ঞানের শিক্ষার্থী আল ইমরাম যোগ দিয়েছেন নাসায়, কাজের ধরণ মঙ্গলগ্রহের সম্ভাব্য প্রাণের অনুসন্ধান

চলতি জানুয়ারির প্রথম সপ্তাহে ইমরান মহাকাশ গবেষণা সংস্থা নাসার জেপিএলে পোস্ট ডক্টরাল ফেলো হিসেবে যোগ দিয়েছেন।

নাসার সবচেয়ে গুরুত্বপূর্ণ, মর্যাদাসম্পন্ন গবেষণা ও উন্নয়ন কেন্দ্রগুলোর একটি জেপিএল।

ইমরান বলেন, ‘আমি বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিলাম। তাই বিজ্ঞানের মৌলিক কোনো বিষয়ে পড়ার ইচ্ছা ছিল। কিন্তু ঢাবিতে ভর্তি পরীক্ষায় ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিষয় পাই। তাই এই বিভাগেই ভর্তি হই।’
স্কুল-কলেজের পরীক্ষাগুলোতে খুব ভালো ফল কখনো করেননি ইমরান। এ কথা জানিয়ে তিনি বলেন, ‘বলতে দ্বিধা নেই, আমি অনেকবার ফেলও করেছি।’
এসএসসিতে বিজ্ঞান বিভাগে চতুর্থ বিষয় ছাড়া ইমরানের জিপিএ ৩.৫৭। এইচএসসিতে ৪.৪। তবে অনার্সে এসে বদলে যান ইমরান। তিনি অনার্স ও মাস্টার্স উভয় পরীক্ষায় প্রথম হন। অনার্সে তাঁর সিজিপিএ ৩.৬৯। মাস্টার্সে ৩.৯৭।
28🤯14👏3🔥1
News Zone
ঢাবির ভোগল ও পরিবেশ বিজ্ঞানের শিক্ষার্থী আল ইমরাম যোগ দিয়েছেন নাসায়, কাজের ধরণ মঙ্গলগ্রহের সম্ভাব্য প্রাণের অনুসন্ধান। চলতি জানুয়ারির প্রথম সপ্তাহে ইমরান মহাকাশ গবেষণা সংস্থা নাসার জেপিএলে পোস্ট ডক্টরাল ফেলো হিসেবে যোগ দিয়েছেন। নাসার সবচেয়ে গুরুত্বপূর্ণ…
অনার্স-মাস্টার্স শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগে শিক্ষক হিসেবে যোগ দেওয়ার পরিকল্পনা ছিল ইমরানের। এ জন্য তিনি একাধিকবার আবেদন করেছিলেন। কিন্তু কোনোবারই তিনি নিয়োগের জন্য বিবেচিত হননি।

ইমরান বলেন, ‘আমাকে কেন নেওয়া হয়নি, তা জানি না। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকরি না হওয়াটা আমার জন্য ভালোই হয়েছে। একটা দরজা বন্ধ হয়ে গেলে অনেকগুলো দরজা খুলে যায়। ঢাবিতে শিক্ষক হিসেবে চাকরি না হওয়াটা আমার জন্য সম্ভাবনার বড় দুয়ার খুলে দিয়েছে।’
47🔥8
মেহেরপুর ও নওগাঁ জেলায় নতুন দুটি বিশ্ববিদ্যালয় স্থাপনের লক্ষ্যে আলাদা দুটি বিল জাতীয় সংসদে তোলা হয়েছে। মেহেরপুরে মুজিবনগর বিশ্ববিদ্যালয় এবং নওগাঁয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে নতুন এই দুটি বিশ্ববিদ্যালয় হচ্ছে।
33🤯21👏6😢6🤩2
Offtopic or Maintopic ⁉️
80🤯2
📌 HSC-22: DU Update


🔖 ঢাবির ভর্তি পরীক্ষা শুরু ২৯ এপ্রিল


বিজ্ঞান (ক) ইউনিটঃ ১২ মে

চারুকলা ইউনিটঃ ২৯ এপ্রিল

কলা আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটঃ ৬ মে

ব্যবসায় শিক্ষা ইউনিটঃ ১৩ মে
🔥115🤯4👏1🤔1
চিটাগাং পশু প্রাণী প্রেমীদের উদ্দেশ্যে বলছি অবশ্যই কাজটি জঘন্য এবং নোংরা একটি কাজ করেছে তার শাস্তি হওয়া উচিত এটা সবচেয়ে বেশি আমি চাই। বাধ্য হয়ে আমি পোস্টটি করলাম আপনারা সবাই ছাত্র এবং তরুণ তাই এই বয়সে রাগের মাথায় ইমোশনাল হয়ে যে স্টেপ টা নিবেন সেটা হবে ভুল, মানববন্ধন করে এটাতে আপনারা কিছু করতে পারবেন না ফেসবুকের লাইক পাওয়া ছাড়া। যদি প্রপার ভাবে তার শাস্তি চান তারা বিচ্ছিন্নভাবে আমার সাথে সারাদিন যোগাযোগ না করে আমার সাথে একটি প্ল্যান করুন প্ল্যানিং আমি দিচ্ছি। বিষয়টি হচ্ছে কাজটি কে করছে সেটা বিষয় না বিষয়টি হচ্ছে এটার প্রতিবাদ স্বর ূপ শাস্তি দিতে হবে। সেজন্য আপনারা সমস্ত মানববন্ধন অন্যান্য কোন কিছু সব বাদ দিয়ে আপনারা মূল কয়েকজন একসাথে হয়ে আমাদের সাথে যোগাযোগ করুন। আপনাদের পুলিশ কমিশনার এবং অনেকেই আমাদের সাথে খুবই ঘনিষ্ঠ ব্যবস্থা করব ইনশাল্লাহ।
যোগাযোগ -01970737283.

RobinHood The Animal Rescuer
😢881