News Zone – Telegram
27.4K subscribers
3.35K photos
119 videos
212 files
1.83K links
Download Telegram
"যত সময় লাগে লাগুক, আমরা ভর্তিচ্ছুদের সিরিয়াল অনুযায়ী সাবজেক্ট দিয়ে যাবো"-জবি উপাচার্য

২০২১-২২ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি কার্যক্রমে বঞ্চিত শিক্ষার্থীদের প্রাপ্য অধিকারের পদ্ধতি সম্পর্কে জানিয়েছেন ভর্তি কমিটির যুগ্ম আহ্বায়ক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক। তিনি বলেছেন, যত সময় লাগুক, তারা সে সময় নিয়ে ভর্তিচ্ছুদের সিরিয়াল অনুযায়ী সাবজেক্ট দিয়ে যাবেন।সোমবার (০৯ জানুয়ারি) সন্ধ্যায় দ্যা ডেইলি ক্যাম্পাসের সঙ্গে একান্ত আলাপে তিনি এ কথা জানিয়েছেন। এর আগে গত রবিবার তিনি জানিয়েছিলেন, ‘গুচ্ছে বঞ্চিত শিক্ষার্থীরা তাদের প্রাপ্য অধিকার দেওয়া হবে’। তখন ভর্তিচ্ছুরা এর প্রক্রিয়া সম্পর্কে জানতে চেয়েছেন।

জবি উপাচার্য বলেন, যত সময় লাগে লাগুক, আমরা ভর্তিচ্ছুদের সিরিয়াল অনুযায়ী সাবজেক্ট দিয়ে যাবো। এই লিস্টেই তো আমাদের সিট সব পূর্ণ হবে না। দেখা যাচ্ছে আমি তালিকা প্রকাশ করেছি ৩২০ জনের। কিন্তু শিক্ষার্থী আসছে ৭২ জন বা ৩২ জন। তারপরে সিরিয়ালি আবার পরের লিস্ট আসবে। তখন আমরা তাদের যে পর্যন্ত বাদ গেছে, সে পর্যন্ত তাদেরকে সাবজেক্ট দিয়ে দিবো।

‘‘মোট কথা মেরিট অনুযায়ীই সাবজেক্ট দেওয়া হবে। যে আগের মেরিটে বাদ গেছে সে পরের মেরিট অনুযায়ী আবার আসবে। শুধু শুধু আদালতে গিয়ে আমাদের সময় আরও নষ্ট করা হলো। তবে সে যাইহোক, তারা যদি দেরি করে আসতে চায় তাহলে আমরা এভাবেই গ্রহণ করবো।’’
30🔥4👏4🤯2😢2
ঢাবির ভোগল ও পরিবেশ বিজ্ঞানের শিক্ষার্থী আল ইমরাম যোগ দিয়েছেন নাসায়, কাজের ধরণ মঙ্গলগ্রহের সম্ভাব্য প্রাণের অনুসন্ধান

চলতি জানুয়ারির প্রথম সপ্তাহে ইমরান মহাকাশ গবেষণা সংস্থা নাসার জেপিএলে পোস্ট ডক্টরাল ফেলো হিসেবে যোগ দিয়েছেন।

নাসার সবচেয়ে গুরুত্বপূর্ণ, মর্যাদাসম্পন্ন গবেষণা ও উন্নয়ন কেন্দ্রগুলোর একটি জেপিএল।

ইমরান বলেন, ‘আমি বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিলাম। তাই বিজ্ঞানের মৌলিক কোনো বিষয়ে পড়ার ইচ্ছা ছিল। কিন্তু ঢাবিতে ভর্তি পরীক্ষায় ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিষয় পাই। তাই এই বিভাগেই ভর্তি হই।’
স্কুল-কলেজের পরীক্ষাগুলোতে খুব ভালো ফল কখনো করেননি ইমরান। এ কথা জানিয়ে তিনি বলেন, ‘বলতে দ্বিধা নেই, আমি অনেকবার ফেলও করেছি।’
এসএসসিতে বিজ্ঞান বিভাগে চতুর্থ বিষয় ছাড়া ইমরানের জিপিএ ৩.৫৭। এইচএসসিতে ৪.৪। তবে অনার্সে এসে বদলে যান ইমরান। তিনি অনার্স ও মাস্টার্স উভয় পরীক্ষায় প্রথম হন। অনার্সে তাঁর সিজিপিএ ৩.৬৯। মাস্টার্সে ৩.৯৭।
28🤯14👏3🔥1
News Zone
ঢাবির ভোগল ও পরিবেশ বিজ্ঞানের শিক্ষার্থী আল ইমরাম যোগ দিয়েছেন নাসায়, কাজের ধরণ মঙ্গলগ্রহের সম্ভাব্য প্রাণের অনুসন্ধান। চলতি জানুয়ারির প্রথম সপ্তাহে ইমরান মহাকাশ গবেষণা সংস্থা নাসার জেপিএলে পোস্ট ডক্টরাল ফেলো হিসেবে যোগ দিয়েছেন। নাসার সবচেয়ে গুরুত্বপূর্ণ…
অনার্স-মাস্টার্স শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগে শিক্ষক হিসেবে যোগ দেওয়ার পরিকল্পনা ছিল ইমরানের। এ জন্য তিনি একাধিকবার আবেদন করেছিলেন। কিন্তু কোনোবারই তিনি নিয়োগের জন্য বিবেচিত হননি।

ইমরান বলেন, ‘আমাকে কেন নেওয়া হয়নি, তা জানি না। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকরি না হওয়াটা আমার জন্য ভালোই হয়েছে। একটা দরজা বন্ধ হয়ে গেলে অনেকগুলো দরজা খুলে যায়। ঢাবিতে শিক্ষক হিসেবে চাকরি না হওয়াটা আমার জন্য সম্ভাবনার বড় দুয়ার খুলে দিয়েছে।’
47🔥8
মেহেরপুর ও নওগাঁ জেলায় নতুন দুটি বিশ্ববিদ্যালয় স্থাপনের লক্ষ্যে আলাদা দুটি বিল জাতীয় সংসদে তোলা হয়েছে। মেহেরপুরে মুজিবনগর বিশ্ববিদ্যালয় এবং নওগাঁয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে নতুন এই দুটি বিশ্ববিদ্যালয় হচ্ছে।
33🤯21👏6😢6🤩2
Offtopic or Maintopic ⁉️
80🤯2
📌 HSC-22: DU Update


🔖 ঢাবির ভর্তি পরীক্ষা শুরু ২৯ এপ্রিল


বিজ্ঞান (ক) ইউনিটঃ ১২ মে

চারুকলা ইউনিটঃ ২৯ এপ্রিল

কলা আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটঃ ৬ মে

ব্যবসায় শিক্ষা ইউনিটঃ ১৩ মে
🔥115🤯4👏1🤔1
চিটাগাং পশু প্রাণী প্রেমীদের উদ্দেশ্যে বলছি অবশ্যই কাজটি জঘন্য এবং নোংরা একটি কাজ করেছে তার শাস্তি হওয়া উচিত এটা সবচেয়ে বেশি আমি চাই। বাধ্য হয়ে আমি পোস্টটি করলাম আপনারা সবাই ছাত্র এবং তরুণ তাই এই বয়সে রাগের মাথায় ইমোশনাল হয়ে যে স্টেপ টা নিবেন সেটা হবে ভুল, মানববন্ধন করে এটাতে আপনারা কিছু করতে পারবেন না ফেসবুকের লাইক পাওয়া ছাড়া। যদি প্রপার ভাবে তার শাস্তি চান তারা বিচ্ছিন্নভাবে আমার সাথে সারাদিন যোগাযোগ না করে আমার সাথে একটি প্ল্যান করুন প্ল্যানিং আমি দিচ্ছি। বিষয়টি হচ্ছে কাজটি কে করছে সেটা বিষয় না বিষয়টি হচ্ছে এটার প্রতিবাদ স্বর ূপ শাস্তি দিতে হবে। সেজন্য আপনারা সমস্ত মানববন্ধন অন্যান্য কোন কিছু সব বাদ দিয়ে আপনারা মূল কয়েকজন একসাথে হয়ে আমাদের সাথে যোগাযোগ করুন। আপনাদের পুলিশ কমিশনার এবং অনেকেই আমাদের সাথে খুবই ঘনিষ্ঠ ব্যবস্থা করব ইনশাল্লাহ।
যোগাযোগ -01970737283.

RobinHood The Animal Rescuer
😢881
আল্লাহর কাছে ফরিয়াদ থাকবে, প্রতিটা আঘাতের উপযুক্ত শাস্তি তিনিই দিবেন। এই দেশের আইনে হয়তো অবলা প্রাণীদের হত্যার বিচার হয়না। আল্লাহর দরবারে প্রতিটি জিনিসের বিচার হবে। মহান মালিকের কাছে এই হত্যার বিচার রইলো! 🤲
82😢18🤯1
ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড টাইম থাকছে না, এসএসসি ২০১৮/১৯/২০ এবং এইচএসসি ২০২২ এর শিক্ষার্থীরাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা দিতে পারবে
😢69👏9🤔5🤯4🔥1
গনবিজ্ঞপ্তির বিষয়টি GST UPDATE DAILY পেইজ থেকে বলেছে।
আরও বলেছে আজ সন্ধ্যা ৬টায় লাইভে আসবে তারা।

So,Lets See 🫴
24🔥3👏3
‼️Cluster Update‼️

কৃষি গুচ্ছে যুক্ত হচ্ছে কুড়িগ্রাম বিশ্ববিদ্যালয়, ২০২২-২৩ শিক্ষাবর্ষে এগ্রিকালচার ও ফিসারিজ বিষয়ে ৩০ জন করে ৬০ জন শিক্ষার্থী নিয়ে কার্যক্রম শুরু হবে
👏158🔥1🥰1🎉1
২০২২-২৩ শিক্ষাবর্ষের ঢাবি ভর্তি পরীক্ষা সংক্রান্ত তথ্য-

বিজ্ঞান বিভাগের জন্য মোট জিপিএ ৮ (এসএসসি, এইচএসসি কমপক্ষে ৩.৫)

মানবিক ও ব্যবসায় শিক্ষার জন্য নূন্যতম জিপিএ ৭.৫ (এসএসসি, এইচএসসি কমপক্ষে ৩.০ থাকতে হবে)
,চারুকলা ৬.৫০ আলাদাভাবে ৩.০

লিখিত ৪০ , এমসিকিউ ৬০ এবং ফলাফলের উপর ২০ মার্কস। মোট ১২০ মার্কের উপর মেধাতালিকা প্রণয়ন করা হবে।
🔥94👏2😢1
#গুচ্ছ_আপডেট
.
গনবিজ্ঞপ্তি নিয়ে ভিসিদের মিটিং এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, সিদ্ধান্ত হলে জানিয়ে দেওয়া হবে। ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের ওয়েবসাইট রেগুলার খোজ রাখার আহবান।

সুত্রঃ যবিপ্রবি ভর্তি কমিটি
28🔥1👏1🤔1😢1
📌 HSC-21: GST Update (KU)


গুচ্ছ আনুষ্ঠানিকভাবে গণবিজ্ঞপ্তি গিয়েছে, খুবির সশরীরে রিপোর্টিং ১৫ ও ১৬ জানুয়ারি, ১৪ জানুয়ারির মধ্যে গণবিজ্ঞপ্তি সংক্রান্ত নোটিশ প্রকাশিত হবে
19