সময় বাকি:
রাবি খ: ৯ দিন
কৃষি গুচ্ছ :৯ দিন
খুবি ক:১৫ দিন
রাবি ক :১৬ দিন
কুবি ক:১৬ দিন
রাবি গ:২৩ দিন
নার্সিং:৪৩ দিন
রাবি খ: ৯ দিন
কৃষি গুচ্ছ :৯ দিন
খুবি ক:১৫ দিন
রাবি ক :১৬ দিন
কুবি ক:১৬ দিন
রাবি গ:২৩ দিন
নার্সিং:৪৩ দিন
😢75🔥15🆒5🥰4👌2😨2🫡1
এসএসসি পরীক্ষার সব প্রস্তুতি সম্পন্ন, সময়সূচি পেছানোর কোনো সুযোগ নেই
- শিক্ষাবোর্ড কর্মকর্তা
- শিক্ষাবোর্ড কর্মকর্তা
🔥150❤12🕊7🫡5👌3💯3👏2
Forwarded from PDF Zone
🥰4🔥2🤝2
আমাদের এ মিছিল নিকট অতীত থেকে অনন্তকালের দিকে
আমরা বদর থেকে ওহুদ হয়ে এখানে,
শত সংঘাতের মধ্যে এ কাফেলায় এসে দাঁড়িয়েছি।
কে প্রশ্ন করে আমরা কোথায় যাবো ?
আমরা তো বলেছি আমাদের যাত্রা অনন্তকালের।
উদয় ও অস্তের ক্লান্তি আমাদের কোনদিনই বিহ্বল করতে পারেনি।
আমাদের দেহ ক্ষত-বিক্ষত,
আমাদের রক্তে সবুজ হয়ে উঠেছিল মুতার প্রান্তর।
পৃথিবীতে যত গোলাপ ফুল ফোটে তার লাল বর্ণ আমাদের রক্ত,
তার সুগন্ধ আমাদের নিঃশ্বাস বায়ু।
আমাদের হাতে একটিমাত্র গ্রন্থ আল কুরআন,
এই পবিত্র গ্রন্থ কোনদিন, কোন অবস্থায়, কোন তৌহীদবাদীকে থামতে দেয়নি।
আমরা কি করে থামি?
কবিতা: আমাদের মিছিল
কবি:আল মাহমুদ
আমরা বদর থেকে ওহুদ হয়ে এখানে,
শত সংঘাতের মধ্যে এ কাফেলায় এসে দাঁড়িয়েছি।
কে প্রশ্ন করে আমরা কোথায় যাবো ?
আমরা তো বলেছি আমাদের যাত্রা অনন্তকালের।
উদয় ও অস্তের ক্লান্তি আমাদের কোনদিনই বিহ্বল করতে পারেনি।
আমাদের দেহ ক্ষত-বিক্ষত,
আমাদের রক্তে সবুজ হয়ে উঠেছিল মুতার প্রান্তর।
পৃথিবীতে যত গোলাপ ফুল ফোটে তার লাল বর্ণ আমাদের রক্ত,
তার সুগন্ধ আমাদের নিঃশ্বাস বায়ু।
আমাদের হাতে একটিমাত্র গ্রন্থ আল কুরআন,
এই পবিত্র গ্রন্থ কোনদিন, কোন অবস্থায়, কোন তৌহীদবাদীকে থামতে দেয়নি।
আমরা কি করে থামি?
কবিতা: আমাদের মিছিল
কবি:আল মাহমুদ
❤136❤🔥20🔥3🥰3
গাজায় গণহত্যার প্রতিবাদে কাল ঢাবির ক্লাস-পরীক্ষা স্থগিত ঘোষণা প্রশাসনের ।
🔥153❤19💯2
Forwarded from Exam Mate Official
Exam Mate গ্লোবাল স্ট্রাইক এর সাথে একাত্মতা প্রকাশ করছে।
এই উপলক্ষে, আগামী ৭ এপ্রিল, আমাদের সব ধরনের ফ্রি এবং পেইড কার্যক্রম বন্ধ থাকবে।
এই উপলক্ষে, আগামী ৭ এপ্রিল, আমাদের সব ধরনের ফ্রি এবং পেইড কার্যক্রম বন্ধ থাকবে।
🔥119❤11🥰7
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবজেক্ট চয়েজ শুরু হতে পারে ২৫ এপ্রিল থেকে ৫ই মে এর মধ্যে।
সূত্র : ICT Cell
সূত্র : ICT Cell
👌49🔥12🆒4
৫৪তম দেশ হিসেবে নাসার সঙ্গে স্পেস এক্সপ্লোরেশনে যুক্ত হলো বাংলাদেশ।
🔥163❤11❤🔥8👌7👏3🎉2
স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেটের যুগে প্রবেশ করেছে বাংলাদেশ। দেশে পরীক্ষামূলকভাবে চালু হয়েছে স্টারলিংকের ইন্টারনেট।
২০০-৩০০ এমবিপিএস গতি পাবেন গ্রাহকেরা।
২০০-৩০০ এমবিপিএস গতি পাবেন গ্রাহকেরা।
🔥146👌10🫡9👏5🥰3🏆2
আজ থেকে ১৬ই এপ্রিলের মধ্যে তীব্র বজ্রপাত ও শিলাবৃষ্টিসহ কালবৈশাখী ঝড়ের প্রবল আশঙ্কা রয়েছে সারাদেশে।
এই বৃষ্টিবলয়ের নাম 'ঝটিকা'। ১০ থেকে ১১ তারিখে দক্ষিণ চট্টগ্রাম, রংপুর, রাজশাহী, সিলেট, ময়মনসিংহ বিভাগে সক্রিয় হবে। ১৪ তারিখ থেকে সক্রিয় হবে বাকী অঞ্চলে।
ঝড়টি সবচেয়ে বেশি সক্রিয় থাকবে সিলেট, রংপুর, ময়মনসিংহ বিভাগে। ঢাকা, রাজশাহী ও দক্ষিণ চট্টগ্রামে মাঝারি এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রামের বাকী এলাকায় কম সক্রিয় থাকবে।
তথ্যসূত্র ১: BWOT
তথ্যসূত্র ২: মোস্তফা কামাল পলাশ, প্রধান আবহাওয়াবিদ, আবহাওয়া ডট কম।
এই বৃষ্টিবলয়ের নাম 'ঝটিকা'। ১০ থেকে ১১ তারিখে দক্ষিণ চট্টগ্রাম, রংপুর, রাজশাহী, সিলেট, ময়মনসিংহ বিভাগে সক্রিয় হবে। ১৪ তারিখ থেকে সক্রিয় হবে বাকী অঞ্চলে।
ঝড়টি সবচেয়ে বেশি সক্রিয় থাকবে সিলেট, রংপুর, ময়মনসিংহ বিভাগে। ঢাকা, রাজশাহী ও দক্ষিণ চট্টগ্রামে মাঝারি এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রামের বাকী এলাকায় কম সক্রিয় থাকবে।
তথ্যসূত্র ১: BWOT
তথ্যসূত্র ২: মোস্তফা কামাল পলাশ, প্রধান আবহাওয়াবিদ, আবহাওয়া ডট কম।
😢117😭8💯6😍4💔3🥰2👏2