আমাদের এ মিছিল নিকট অতীত থেকে অনন্তকালের দিকে
আমরা বদর থেকে ওহুদ হয়ে এখানে,
শত সংঘাতের মধ্যে এ কাফেলায় এসে দাঁড়িয়েছি।
কে প্রশ্ন করে আমরা কোথায় যাবো ?
আমরা তো বলেছি আমাদের যাত্রা অনন্তকালের।
উদয় ও অস্তের ক্লান্তি আমাদের কোনদিনই বিহ্বল করতে পারেনি।
আমাদের দেহ ক্ষত-বিক্ষত,
আমাদের রক্তে সবুজ হয়ে উঠেছিল মুতার প্রান্তর।
পৃথিবীতে যত গোলাপ ফুল ফোটে তার লাল বর্ণ আমাদের রক্ত,
তার সুগন্ধ আমাদের নিঃশ্বাস বায়ু।
আমাদের হাতে একটিমাত্র গ্রন্থ আল কুরআন,
এই পবিত্র গ্রন্থ কোনদিন, কোন অবস্থায়, কোন তৌহীদবাদীকে থামতে দেয়নি।
আমরা কি করে থামি?
কবিতা: আমাদের মিছিল
কবি:আল মাহমুদ
আমরা বদর থেকে ওহুদ হয়ে এখানে,
শত সংঘাতের মধ্যে এ কাফেলায় এসে দাঁড়িয়েছি।
কে প্রশ্ন করে আমরা কোথায় যাবো ?
আমরা তো বলেছি আমাদের যাত্রা অনন্তকালের।
উদয় ও অস্তের ক্লান্তি আমাদের কোনদিনই বিহ্বল করতে পারেনি।
আমাদের দেহ ক্ষত-বিক্ষত,
আমাদের রক্তে সবুজ হয়ে উঠেছিল মুতার প্রান্তর।
পৃথিবীতে যত গোলাপ ফুল ফোটে তার লাল বর্ণ আমাদের রক্ত,
তার সুগন্ধ আমাদের নিঃশ্বাস বায়ু।
আমাদের হাতে একটিমাত্র গ্রন্থ আল কুরআন,
এই পবিত্র গ্রন্থ কোনদিন, কোন অবস্থায়, কোন তৌহীদবাদীকে থামতে দেয়নি।
আমরা কি করে থামি?
কবিতা: আমাদের মিছিল
কবি:আল মাহমুদ
❤136❤🔥20🔥3🥰3
গাজায় গণহত্যার প্রতিবাদে কাল ঢাবির ক্লাস-পরীক্ষা স্থগিত ঘোষণা প্রশাসনের ।
🔥153❤19💯2
Forwarded from Exam Mate Official
Exam Mate গ্লোবাল স্ট্রাইক এর সাথে একাত্মতা প্রকাশ করছে।
এই উপলক্ষে, আগামী ৭ এপ্রিল, আমাদের সব ধরনের ফ্রি এবং পেইড কার্যক্রম বন্ধ থাকবে।
এই উপলক্ষে, আগামী ৭ এপ্রিল, আমাদের সব ধরনের ফ্রি এবং পেইড কার্যক্রম বন্ধ থাকবে।
🔥119❤11🥰7
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবজেক্ট চয়েজ শুরু হতে পারে ২৫ এপ্রিল থেকে ৫ই মে এর মধ্যে।
সূত্র : ICT Cell
সূত্র : ICT Cell
👌49🔥12🆒4
৫৪তম দেশ হিসেবে নাসার সঙ্গে স্পেস এক্সপ্লোরেশনে যুক্ত হলো বাংলাদেশ।
🔥163❤11❤🔥8👌7👏3🎉2
স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেটের যুগে প্রবেশ করেছে বাংলাদেশ। দেশে পরীক্ষামূলকভাবে চালু হয়েছে স্টারলিংকের ইন্টারনেট।
২০০-৩০০ এমবিপিএস গতি পাবেন গ্রাহকেরা।
২০০-৩০০ এমবিপিএস গতি পাবেন গ্রাহকেরা।
🔥146👌10🫡9👏5🥰3🏆2
আজ থেকে ১৬ই এপ্রিলের মধ্যে তীব্র বজ্রপাত ও শিলাবৃষ্টিসহ কালবৈশাখী ঝড়ের প্রবল আশঙ্কা রয়েছে সারাদেশে।
এই বৃষ্টিবলয়ের নাম 'ঝটিকা'। ১০ থেকে ১১ তারিখে দক্ষিণ চট্টগ্রাম, রংপুর, রাজশাহী, সিলেট, ময়মনসিংহ বিভাগে সক্রিয় হবে। ১৪ তারিখ থেকে সক্রিয় হবে বাকী অঞ্চলে।
ঝড়টি সবচেয়ে বেশি সক্রিয় থাকবে সিলেট, রংপুর, ময়মনসিংহ বিভাগে। ঢাকা, রাজশাহী ও দক্ষিণ চট্টগ্রামে মাঝারি এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রামের বাকী এলাকায় কম সক্রিয় থাকবে।
তথ্যসূত্র ১: BWOT
তথ্যসূত্র ২: মোস্তফা কামাল পলাশ, প্রধান আবহাওয়াবিদ, আবহাওয়া ডট কম।
এই বৃষ্টিবলয়ের নাম 'ঝটিকা'। ১০ থেকে ১১ তারিখে দক্ষিণ চট্টগ্রাম, রংপুর, রাজশাহী, সিলেট, ময়মনসিংহ বিভাগে সক্রিয় হবে। ১৪ তারিখ থেকে সক্রিয় হবে বাকী অঞ্চলে।
ঝড়টি সবচেয়ে বেশি সক্রিয় থাকবে সিলেট, রংপুর, ময়মনসিংহ বিভাগে। ঢাকা, রাজশাহী ও দক্ষিণ চট্টগ্রামে মাঝারি এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রামের বাকী এলাকায় কম সক্রিয় থাকবে।
তথ্যসূত্র ১: BWOT
তথ্যসূত্র ২: মোস্তফা কামাল পলাশ, প্রধান আবহাওয়াবিদ, আবহাওয়া ডট কম।
😢117😭8💯6😍4💔3🥰2👏2
হামজা চৌধুরীর পর সামিত সোম ও বাংলাদেশ জাতীয় দলের জার্সিতে খেলার সিদ্ধান্ত নিয়েছেন।
তথ্য: টি স্পোর্টস
তথ্য: টি স্পোর্টস
🥰144❤36🔥20🤗3🤝2
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ সেশনের ক্লাস শুরু ১ জুলাই থেকে, ভর্তি কার্যক্রম চলবে ১১ মে থেকে ২৬ জুন পর্যন্ত
👌44🥰11👏5❤🔥3❤3
বাংলাদেশী পাসপোর্টে "ইসরায়েল ব্যতীত" শর্ত পুনর্বহাল করেছে সরকার।
তথ্য: ডেইলি স্টার(দিল্লি স্টার)
তথ্য: ডেইলি স্টার(দিল্লি স্টার)
❤🔥215🔥23👌10🏆5❤4👏3🥰2
তোমাকে একটা গঠনমূলক বিশ্লেষণ দেই।
২০২৩-২৪ শিক্ষাবর্ষে গুচ্ছে মোট কতজন ৬০+ নাম্বার পেয়েছে জানো?
⛔ ১১০ জন!
তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো আসলে অন্য যেকোনো ভর্তি পরীক্ষার চেয়ে তুলনামূলক গুচ্ছতে কেমন নাম্বার উঠে।
এখন এই শেষ মুহূর্তে প্রতিটি বিষয় তোমার উচিত বিশ্লেষণ করে পড়া,পরীক্ষা দেওয়া।
কতটুকু পড়বো,কিভাবে পড়বো,কোন জায়গা থেকে পড়বো;সবকিছুই তোমার জানা উচিত।
আর এসব কিছুই সাজানো ভাবে পাচ্ছো আমাদের কাছেই।
আর তাই যারা চাচ্ছো একটু বিশ্লেষণমূলক পড়া পড়তে এই শেষ সময়ে তারা চাইলে যুদ্ধে নামতো পারো আমাদের সাথে।
- হ্যা,তোমার যুদ্ধ মানে আমাদেরও যুদ্ধ।
ইতিমধ্যে প্রথমদিনেই ৩০+ জন সহযোদ্ধা আমরা পেয়ে গেছি।
আর হ্যা,তুমি কিন্তু চাইলে বাংলা/ইংরেজি exam ও দিতে পারবে। সেটারও ব্যবস্হা আছে।
তাহলে চলে আসো যুদ্ধের ময়দানে
✅ রুটিন
✅ ভর্তি কিভাবে হবো
২০২৩-২৪ শিক্ষাবর্ষে গুচ্ছে মোট কতজন ৬০+ নাম্বার পেয়েছে জানো?
⛔ ১১০ জন!
তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো আসলে অন্য যেকোনো ভর্তি পরীক্ষার চেয়ে তুলনামূলক গুচ্ছতে কেমন নাম্বার উঠে।
এখন এই শেষ মুহূর্তে প্রতিটি বিষয় তোমার উচিত বিশ্লেষণ করে পড়া,পরীক্ষা দেওয়া।
কতটুকু পড়বো,কিভাবে পড়বো,কোন জায়গা থেকে পড়বো;সবকিছুই তোমার জানা উচিত।
আর এসব কিছুই সাজানো ভাবে পাচ্ছো আমাদের কাছেই।
আর তাই যারা চাচ্ছো একটু বিশ্লেষণমূলক পড়া পড়তে এই শেষ সময়ে তারা চাইলে যুদ্ধে নামতো পারো আমাদের সাথে।
- হ্যা,তোমার যুদ্ধ মানে আমাদেরও যুদ্ধ।
ইতিমধ্যে প্রথমদিনেই ৩০+ জন সহযোদ্ধা আমরা পেয়ে গেছি।
আর হ্যা,তুমি কিন্তু চাইলে বাংলা/ইংরেজি exam ও দিতে পারবে। সেটারও ব্যবস্হা আছে।
আমরা তোমাকে নিশ্চয়তা দিবো না যে,আমাদের কাছে পরীক্ষা দিলেই তুমি টপ করবে কিংবা চান্স পাবে; আমরা তোমাকে শিখাবো কিভাবে যুদ্ধের আগে শত্রুর দূর্বলতা জানতে হয়,সেটাকে কাজে লাগাতে হয়
তাহলে চলে আসো যুদ্ধের ময়দানে
✅ রুটিন
✅ ভর্তি কিভাবে হবো
👌23❤8😨2🔥1👏1
আজ রাত ১১টা থেকেই কিন্তু শুরু হচ্ছে আমাদের যুদ্ধ।
ইনশাআল্লাহ, ভালো কিছু অপেক্ষা করছে তোমাদের সবার জন্য এবার
✅ রুটিন
✅ ভর্তি কিভাবে হবো
ইনশাআল্লাহ, ভালো কিছু অপেক্ষা করছে তোমাদের সবার জন্য এবার
✅ রুটিন
✅ ভর্তি কিভাবে হবো
❤11