News Zone – Telegram
27.4K subscribers
3.35K photos
119 videos
212 files
1.83K links
Download Telegram
Forwarded from Exam Mate Official
Exam Mate গ্লোবাল স্ট্রাইক এর সাথে একাত্মতা প্রকাশ করছে।

এই উপলক্ষে, আগামী ৭ এপ্রিল, আমাদের সব ধরনের ফ্রি এবং পেইড কার্যক্রম বন্ধ থাকবে।
🔥11911🥰7
❤‍🔥263🔥43👌249😢7🆒5🥰4
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবজেক্ট চয়েজ শুরু হতে পারে ২৫ এপ্রিল থেকে ৫ই মে এর মধ্যে।
সূত্র : ICT Cell
👌49🔥12🆒4
কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা যথাসময়েই অনুষ্ঠিত হবে
63😢29👏8😨2🫡2🥰1
৫৪তম দেশ হিসেবে নাসার সঙ্গে স্পেস এক্সপ্লোরেশনে যুক্ত হলো বাংলাদেশ।
🔥16311❤‍🔥8👌7👏3🎉2
Forwarded from Exam Mate Official
Agri Biology Suggestions :Part 1

⭐️বারবার রিপিট আসা বায়োলজি টপিক আ্যানালাইসিস


🔗 Link: Click Here
❤‍🔥13
❤‍🔥16
স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেটের যুগে প্রবেশ করেছে বাংলাদেশ। দেশে পরীক্ষামূলকভাবে চালু হয়েছে স্টারলিংকের ইন্টারনেট।

২০০-৩০০ এমবিপিএস গতি পাবেন গ্রাহকেরা।
🔥146👌10🫡9👏5🥰3🏆2
138😍7🤝4❤‍🔥3🔥3👏1
আজ থেকে ১৬ই এপ্রিলের মধ্যে তীব্র বজ্রপাত ও শিলাবৃষ্টিসহ কালবৈশাখী ঝড়ের প্রবল আশঙ্কা রয়েছে সারাদেশে।

এই বৃষ্টিবলয়ের নাম 'ঝটিকা'। ১০ থেকে ১১ তারিখে দক্ষিণ চট্টগ্রাম, রংপুর, রাজশাহী, সিলেট, ময়মনসিংহ বিভাগে সক্রিয় হবে। ১৪ তারিখ থেকে সক্রিয় হবে বাকী অঞ্চলে।

ঝড়টি সবচেয়ে বেশি সক্রিয় থাকবে সিলেট, রংপুর, ময়মনসিংহ বিভাগে। ঢাকা, রাজশাহী ও দক্ষিণ চট্টগ্রামে মাঝারি এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রামের বাকী এলাকায় কম সক্রিয় থাকবে।

তথ্যসূত্র ১: BWOT
তথ্যসূত্র ২: মোস্তফা কামাল পলাশ, প্রধান আবহাওয়াবিদ, আবহাওয়া ডট কম।
😢117😭8💯6😍4💔3🥰2👏2
হামজা চৌধুরীর পর সামিত সোম ও বাংলাদেশ জাতীয় দলের জার্সিতে খেলার সিদ্ধান্ত নিয়েছেন।

তথ্য: টি স্পোর্টস
🥰14436🔥20🤗3🤝2
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ সেশনের ক্লাস শুরু ১ জুলাই থেকে, ভর্তি কার্যক্রম চলবে ১১ মে থেকে ২৬ জুন পর্যন্ত
👌44🥰11👏5❤‍🔥33
আজকের ঢাকা যেন এক টুকরো ফিলিস্তিন!

#StandWithPalestine
#FreePalestine
#EchoesForGaza
277❤‍🔥21🥰8💯6👌5👏2🆒2
বাংলাদেশী পাসপোর্টে "ইসরায়েল ব্যতীত" শর্ত পুনর্বহাল করেছে সরকার।

তথ্য: ডেইলি স্টার(দিল্লি স্টার)
❤‍🔥215🔥23👌10🏆54👏3🥰2
কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে ১৫ এপ্রিল
😢56🆒8😍7🔥3🥰3🫡3😱2
তোমাকে একটা গঠনমূলক বিশ্লেষণ দেই।
২০২৩-২৪ শিক্ষাবর্ষে গুচ্ছে মোট কতজন ৬০+ নাম্বার পেয়েছে জানো?

১১০ জন!

তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো আসলে অন্য যেকোনো ভর্তি পরীক্ষার চেয়ে তুলনামূলক গুচ্ছতে কেমন নাম্বার উঠে।

এখন এই শেষ মুহূর্তে প্রতিটি বিষয় তোমার উচিত বিশ্লেষণ করে পড়া,পরীক্ষা দেওয়া।

কতটুকু পড়বো,কিভাবে পড়বো,কোন জায়গা থেকে পড়বো;সবকিছুই তোমার জানা উচিত।

আর এসব কিছুই সাজানো ভাবে পাচ্ছো আমাদের কাছেই।

আর তাই যারা চাচ্ছো একটু বিশ্লেষণমূলক পড়া পড়তে এই শেষ সময়ে তারা চাইলে যুদ্ধে নামতো পারো আমাদের সাথে।
- হ্যা,তোমার যুদ্ধ মানে আমাদেরও যুদ্ধ।

ইতিমধ্যে প্রথমদিনেই ৩০+ জন সহযোদ্ধা আমরা পেয়ে গেছি।

আর হ্যা,তুমি কিন্তু চাইলে বাংলা/ইংরেজি exam ও দিতে পারবে। সেটারও ব্যবস্হা আছে।

আমরা তোমাকে নিশ্চয়তা দিবো না যে,আমাদের কাছে পরীক্ষা দিলেই তুমি টপ করবে কিংবা চান্স পাবে; আমরা তোমাকে শিখাবো কিভাবে যুদ্ধের আগে শত্রুর দূর্বলতা জানতে হয়,সেটাকে কাজে লাগাতে হয়



তাহলে চলে আসো যুদ্ধের ময়দানে

রুটিন
ভর্তি কিভাবে হবো
👌238😨2🔥1👏1
১৬ই এপ্রিল প্রকাশিত হবে কৃষি গুচ্ছের ফলাফল।
😭32🔥7🫡6🕊4💔3😨2🆒2
আজ রাত ১১টা থেকেই কিন্তু শুরু হচ্ছে আমাদের যুদ্ধ।

ইনশাআল্লাহ, ভালো কিছু অপেক্ষা করছে তোমাদের সবার জন্য এবার

রুটিন
ভর্তি কিভাবে হবো
11
কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হয়েছে

সর্বোচ্চ নম্বর ৮৪.২৫
😱23👌7😢6👏2🤩2
সর্বোচ্চ নম্বর - ৮৪.২৫
জিপিএ সহ - ১২৯.৭৭


সর্বনিম্ন নম্বর - ৪৪.৫
জিপিএ সহ - ৯২.১
🔥37😱18😢11👏3😍2
সকালে একই পরিবারের দুই নিষ্পাপ শিশুকে বিছানায় মৃত অবস্থায় পাওয়া গেছে।

তাদের মৃত্যুর সম্ভাব্য কারণ তদন্ত করে তাদের খাদ্য-পানের ব্যাপারে প্রশ্ন করলে বাচ্চাদের মা বলেন, বাচ্চারা বাইরে থেকে কিছু খায়নি, কিন্তু ঘুমানোর সময় প্রতিদিনের মত আজও এক গ্লাস করে দুধ দেওয়া হয়।

ফ্রিজে দুধের পাত্র পরিদর্শন করলে পাত্রের নীচে ৩/৪ ইঞ্চি বিষধর সাপের এই বাচ্চাটি মৃত অবস্থায় পাওয়া যায়।
ফ্রিজে গিয়ে দুধের জগেই পড়ল কিভাবে??? পরিবারের কথা মনে পড়ে সব্জি বাজার থেকে শাক এনে শাকের বান্ডিল না খুলে ফ্রিজে রেখেছিল।

সম্ভবত সাপের বাচ্চা শাকের বান্ডিল থেকে বেরিয়ে দুধের জগে পড়েছিল। শিশুদের মৃত্যুর কারণ স্পষ্ট, কিন্তু পরিবারের দুটি সন্তান হারিয়েছে।
তাই ফ্রিজে কিছু রাখার সময় শাক, সবজি ও খাবার অন্যান্য জিনিস থেকে খুব সতর্ক থাকা উচিত।

ফ্রিজ সবসময় পরিষ্কার রাখুন, রান্নাঘরে কোন খাবার খোলা রাখবেন না । *দুর্ঘটনা থেকে শিক্ষা নিন এবং এই বার্তাটি শুধু পড়ার মধ্যে সীমাবদ্ধ না রেখে শেয়ার করে মানবতার সেবায় আপনার ক্ষুদ্র অংশটি দান করুন।

শুধু সর্তকতার জন্য এই পোস্ট

সংগৃহীত

News টা কতটুকু সত্যি জানি না তবে অবশ্যই সতর্কতামূলক।
😢171😭26😨7💔4🫡42😍1