News Zone – Telegram
27.4K subscribers
3.35K photos
119 videos
212 files
1.83K links
Download Telegram
৪৩তম বিসিএস প্রশাসন ক্যাডারে,

১. বুয়েট হতে ৬৬ জন

২. চুয়েট হতে ৭ জন

৩. কুয়েট হতে ২০ জন

৪. রুয়েট হতে ১২ জন

৫. সাস্ট হতে ১৩ জন

৬. মেডিক্যাল হতে ১২ জন

৭. ঢাবি হতে ৭৪ জন

৮. চবি হতে ৮ জন

৯. কৃষি বিশ্ববিদ্যালয় হতে ১৬ জন

১০. জাহাঙ্গীরনগর হতে ৮ জন

১১. জগন্নাথ হতে ৪ জন

১২. বুটেক্স হতে ৪ জন

১৩. এমআইএসটি হতে ৪ জন

১৪. জাতীয় বিশ্ববিদ্যালয় হতে ২ জন

সুপারিশপ্রাপ্ত হয়েছেন (প্রায়)

তথ্যসূত্র: আহমেদ জাফর, ৪৩তম বিসিএস (প্রশাসন)
98🔥14😱5😢5👏4
আমিরাতের কফিলদের কাছে বিনীত অনুরোধ, বাংলার দামড়াগুলোকে আপনারা সান্ডা ধরার কাজে নিয়োগ দিন
👌59🤩15🫡7💯4🏆4🤝1🆒1
ফাইনালি স্টারলিংক অফিশিয়ালি বাংলাদেশে যাত্রা শুরু করেছে। শুরুতে স্টারলিংক দুটি প্যাকেজ দিয়ে শুরু করছে- স্টার্লিংক রেসিডেন্স এবং রেসিডেন্স লাইট। মাসিক খরচ একটিতে ৬০০০ টাকা, অপরটিতে ৪২০০। তবে সেটাপ যন্ত্রপাতির জন্য ৪৭ হাজার টাকা এককালীন খরচ হবে। এখানে কোন স্পীড ও ডাটা লিমিট নেই। ব্যক্তি ৩০০ এম্বিপিএস পর্যন্ত গতির আনলিমিটেড ডেটা ব্যবহার করতে পারবেন।

বাংলাদেশের গ্রাহকরা আজ থেকেই অর্ডার করতে পারবেন। এগিয়ে যাবে বাংলাদেশ।
105🫡16😭12🔥7😱4🏆3💯1
Australia, USA, Germany, France, UK - এই প্রত্যেকটা দেশে প্রতি বছরে এখন Software Engineer দের ডিমান্ড কমছে।

এমেরিকায় গত ৫ বছরে এখন সবচেয়ে কম সংখ্যক জব এভেইলেবল এই ইন্ডাস্ট্রি তে। অন এভারেজ ৮% করে কমছে মেজর মার্কেট গুলা তে প্রতি বছর।

সেলসফোর্স বলেছে ওরা সফটওয়ার ইঞ্জিনিয়ার বা কোডার আর বাড়াবে না কারণ এ আই দিয়ে ৩০% প্রোডাক্টিভিটি বেড়েছে অলরেডি। এখন থেকে ইঞ্জিনিয়ার হেড কাউন্ট ফ্ল্যাট থাকবে।

প্রায় সব বড় কোম্পানি গুলো সেম এপ্রোচে আছে।

যখন এ আই শুরুর দিকে ছিল - সবাই ভেবেছিল শুরুর দিকে অটোমেশন এর কারণে ফ্যাক্টরি বা ঐ ধরণের জায়গায় লে অফ বেশি হবে।

তা হয় নি।

অন্যদিকে ক্রিয়েটিভ রাইটিং, কোডিং, ডিজাইন - এগুলো সব মারাত্বক ভাবে এফেক্টেড।
😱55😢33👌10🔥7🫡31
চলমান রাজনৈতিক সংকটের প্রেক্ষাপটে জাতীয় নির্বাচন সংস্কার শেষ করে আয়োজনের লক্ষ্যে অন্তর্বর্তীকালীন ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকারকে সমর্থন দিয়েছে পাঁচটি রাজনৈতিক দল।

সমর্থনকারী দলগুলোর মধ্যে রয়েছে ন্যাশনাল সিটিজেন পার্টি (এনসিপি), ইসলামী আন্দোলন বাংলাদেশ ও জামায়াতে ইসলামী।
👌10236💯9🥰8💔8🔥7🤩5
আগামী ৭ জুন, শনিবার বাংলাদেশে পবিত্র ঈদুল আযহা অনুষ্ঠিত হবে।
❤‍🔥163🥰1613🔥6😍5👏1💘1
বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে চালু হতে যাচ্ছে গুগলের ডিজিটাল পেমেন্ট সেবা—'গুগল পে'
🔥139👌9😱8👏6💔5💯2
🔴যারা হাতিয়া থেকে ভর্তি পরীক্ষা দিতে আসবেন তারা আগামী কালকের মধ্যেই নদী পার হয়ে চলে আসবেন।

🔴 ট্রলারে অবশ্যই লাইফ জ্যাকেট পরিধান করবেন।

🔴 ছেলেদের জন্য থাকার ব্যবস্থা আছে।  যেকোন সময় যোগাযোগ করতে পারবেন। (01982573393 / 01518988041)

© Arafat Hossain
😢63😭65
পাশের বাসার আন্টি: কোথায় পড়াশোনা করো বাবা ?

NUS Student : আন্টি, আমি National University of Singapore এ পড়াশোনা করি ।

পাশের বাসা আন্টি: National এ😄, তো বাবা এখানে পড়ে চাকরি বাকরি পাবে তো?


Jokes Aside,The National University of Singapore is ranked 8th in the world according to the QS World University Rankings.
😁94😱18❤‍🔥13🤩3😨3🫡2😢1
আসাম,মিজোরাম ও ত্রিপুরাতে রেড এলার্ট জারি। এই তিনটি রাজ্য বন্যা প্লাবিত হলে বাংলাদেশেও বিপর্যয় নেমে আসবে।
😢60😭13🫡3❤‍🔥2
চলতি বছরে জুলাই মাস থেকে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের CSE বিভাগের সকল স্নাতক(বিএসসি) শিক্ষার্থীরা ADB এর অর্থায়নে প্রতি মাসে ৫০০০ টাকা করে স্কলারশিপ পেতে যাচ্ছে।

ICSETEP আয়োজিত সেমিনারে বিষয়টি নিশ্চিত করেন যবিপ্রবি উপাচার্য ড. মোঃ আব্দুল মজিদ।
😱89🔥125👌5❤‍🔥3🥰3😍2
ঘূর্ণিঝড়ের আশঙ্কা ও উপকূলীয় জেলাগুলোতে সর্তকতা জারি থাকা সত্ত্বেও জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের অনার্স প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা আগামী শনিবার (৩১ মে) অনুষ্ঠিত হতে যাচ্ছে
😢73😭108❤‍🔥33🔥3🏆1
বিসিবির নতুন সভাপতি বাংলাদেশের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল
❤‍🔥93🔥2310💯4🎉1🏆1💔1
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফলাফল ঈদুল আজহার ছুটি শেষে প্রকাশ করা হবে। ইতোমধ্যে ছুটি শুরু হয়ে যাওয়ায় এবং পরীক্ষার্থীর সংখ্যা অনেক বেশি হওয়ায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
🔥535😱3🫡2👏1👌1💔1
২০২৫-২৬ শিক্ষাবর্ষ থেকে সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজসমূহে মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের জন্য কোনো আসন সংরক্ষিত থাকবে না
🔥9214👏4😱3🎉3💯2💔2
HSC 25 এর Board Exam এর আসন বিন্যাস এর একটা নমুনা।

© Mymensingh Board Website
🫡65😁37😭22👏7💔53👌3
শোক বার্তা 📌

বাংলাদেশের ইন্টারমিডিয়েট স্তরের পদার্থবিজ্ঞানের অন্যতম জনপ্রিয় পাঠ্যপুস্তকের প্রখ্যাত লেখক, রংপুর কারমাইকেল কলেজের সাবেক উপাধ্যক্ষ ও পদার্থবিজ্ঞান বিভাগের সাবেক বিভাগীয় প্রধান, প্রফেসর মোহাম্মদ ইসহাক স্যার আজ সন্ধ্যা ৬:৩০ মিনিটে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তাঁর এই অকালপ্রয়াণে আমরা গভীর শোক প্রকাশ করছি এবং তাঁর শোকসন্তপ্ত পরিবার, শুভাকাঙ্ক্ষী ও শিক্ষার্থীদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছি। মহান আল্লাহ যেন তাঁকে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম দান করেন। আমিন।

প্রফেসর মোহাম্মদ ইসহাক স্যারের জানাজা অনুষ্ঠিত হবে আগামীকাল সকাল ৯:০০টায় রংপুর তাবলীগ মসজিদে এবং সকাল ১০:০০টায় কারমাইকেল কলেজ মাঠে।
😢213😭30💔91
দ্বিতীয় সমাবর্তন আয়োজন করতে যাচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়।
❤‍🔥74👏11🆒7
ব্রিটিশ কাউন্সিল IELTS টেস্টের চার্জ (ফি) বৃদ্ধি করেছে।
😱42😢35😁6👏1👌1
First International Goal for Hamza Chowdhury 🇧🇩
🔥14219🏆6🥰5