News Zone – Telegram
27.4K subscribers
3.35K photos
119 videos
212 files
1.83K links
Download Telegram
🔴যারা হাতিয়া থেকে ভর্তি পরীক্ষা দিতে আসবেন তারা আগামী কালকের মধ্যেই নদী পার হয়ে চলে আসবেন।

🔴 ট্রলারে অবশ্যই লাইফ জ্যাকেট পরিধান করবেন।

🔴 ছেলেদের জন্য থাকার ব্যবস্থা আছে।  যেকোন সময় যোগাযোগ করতে পারবেন। (01982573393 / 01518988041)

© Arafat Hossain
😢63😭65
পাশের বাসার আন্টি: কোথায় পড়াশোনা করো বাবা ?

NUS Student : আন্টি, আমি National University of Singapore এ পড়াশোনা করি ।

পাশের বাসা আন্টি: National এ😄, তো বাবা এখানে পড়ে চাকরি বাকরি পাবে তো?


Jokes Aside,The National University of Singapore is ranked 8th in the world according to the QS World University Rankings.
😁94😱18❤‍🔥13🤩3😨3🫡2😢1
আসাম,মিজোরাম ও ত্রিপুরাতে রেড এলার্ট জারি। এই তিনটি রাজ্য বন্যা প্লাবিত হলে বাংলাদেশেও বিপর্যয় নেমে আসবে।
😢60😭13🫡3❤‍🔥2
চলতি বছরে জুলাই মাস থেকে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের CSE বিভাগের সকল স্নাতক(বিএসসি) শিক্ষার্থীরা ADB এর অর্থায়নে প্রতি মাসে ৫০০০ টাকা করে স্কলারশিপ পেতে যাচ্ছে।

ICSETEP আয়োজিত সেমিনারে বিষয়টি নিশ্চিত করেন যবিপ্রবি উপাচার্য ড. মোঃ আব্দুল মজিদ।
😱89🔥125👌5❤‍🔥3🥰3😍2
ঘূর্ণিঝড়ের আশঙ্কা ও উপকূলীয় জেলাগুলোতে সর্তকতা জারি থাকা সত্ত্বেও জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের অনার্স প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা আগামী শনিবার (৩১ মে) অনুষ্ঠিত হতে যাচ্ছে
😢73😭108❤‍🔥33🔥3🏆1
বিসিবির নতুন সভাপতি বাংলাদেশের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল
❤‍🔥93🔥2310💯4🎉1🏆1💔1
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফলাফল ঈদুল আজহার ছুটি শেষে প্রকাশ করা হবে। ইতোমধ্যে ছুটি শুরু হয়ে যাওয়ায় এবং পরীক্ষার্থীর সংখ্যা অনেক বেশি হওয়ায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
🔥535😱3🫡2👏1👌1💔1
২০২৫-২৬ শিক্ষাবর্ষ থেকে সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজসমূহে মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের জন্য কোনো আসন সংরক্ষিত থাকবে না
🔥9214👏4😱3🎉3💯2💔2
HSC 25 এর Board Exam এর আসন বিন্যাস এর একটা নমুনা।

© Mymensingh Board Website
🫡65😁37😭22👏7💔53👌3
শোক বার্তা 📌

বাংলাদেশের ইন্টারমিডিয়েট স্তরের পদার্থবিজ্ঞানের অন্যতম জনপ্রিয় পাঠ্যপুস্তকের প্রখ্যাত লেখক, রংপুর কারমাইকেল কলেজের সাবেক উপাধ্যক্ষ ও পদার্থবিজ্ঞান বিভাগের সাবেক বিভাগীয় প্রধান, প্রফেসর মোহাম্মদ ইসহাক স্যার আজ সন্ধ্যা ৬:৩০ মিনিটে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তাঁর এই অকালপ্রয়াণে আমরা গভীর শোক প্রকাশ করছি এবং তাঁর শোকসন্তপ্ত পরিবার, শুভাকাঙ্ক্ষী ও শিক্ষার্থীদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছি। মহান আল্লাহ যেন তাঁকে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম দান করেন। আমিন।

প্রফেসর মোহাম্মদ ইসহাক স্যারের জানাজা অনুষ্ঠিত হবে আগামীকাল সকাল ৯:০০টায় রংপুর তাবলীগ মসজিদে এবং সকাল ১০:০০টায় কারমাইকেল কলেজ মাঠে।
😢213😭30💔91
দ্বিতীয় সমাবর্তন আয়োজন করতে যাচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়।
❤‍🔥74👏11🆒7
ব্রিটিশ কাউন্সিল IELTS টেস্টের চার্জ (ফি) বৃদ্ধি করেছে।
😱42😢35😁6👏1👌1
First International Goal for Hamza Chowdhury 🇧🇩
🔥14219🏆6🥰5
113❤‍🔥8🥰3🕊1💘1
32💘6
আমরা আবার মাস্ক পরার দিকে ফিরে যাচ্ছি। COVID-Omicron XBB অতীতের থেকে আলাদা কারণ এটি মারাত্মক এবং সনাক্ত করা সহজ নয়, তাই সকলকে মাস্ক পরার পরামর্শ দেওয়া হচ্ছে।

১. নতুন COVID-Omicron XBB এর লক্ষণগুলি হল:

i). কাশি নেই।
ii). জ্বর নেই।

iii). জয়েন্টে ব্যথা।

iv). মাথাব্যথা।
v). গলা ব্যথা।

vi). পিঠে ব্যথা।

vii). নিউমোনিয়া।

viii). ক্ষুধা নাটকীয়ভাবে হ্রাস পেয়েছে।

২. এছাড়াও, COVID-Omicron XBB ডেল্টা ভ্যারিয়েন্টের তুলনায় ৫ গুণ বেশি বিষাক্ত এবং এর মৃত্যুর হারও বেশি।

৩. খুব অল্প সময়ের মধ্যে লক্ষণগুলি অত্যন্ত তীব্র হয়ে উঠবে এবং স্পষ্ট লক্ষণগুলির অনুপস্থিতিতেও পরিবর্তন ঘটবে।

৪. তাই আপনাকে আরও সতর্ক থাকতে হবে।

* এই রূপটি নাসোফ্যারিঞ্জিয়াল অঞ্চলে পাওয়া যায়নি, এবং তুলনামূলকভাবে অল্প সময়ের মধ্যে এটি সরাসরি ফুসফুসের "জানালা" প্রভাবিত করে এবং নিউমোনিয়ার লক্ষণ দেখাতে শুরু করে।

৫. COVID-OmicronXBB-তে সংক্রামিত অল্প সংখ্যক রোগীকে জ্বর-মুক্ত এবং ব্যথা-মুক্ত হিসাবে শ্রেণীবদ্ধ করা হয়, তবে এক্স-রেতে হালকা নিউমোনিয়া দেখা যায়। এছাড়াও, নাকের গহ্বরের মধ্য দিয়ে তুলার সোয়াব পরীক্ষা করে COVID-Omicron XBB নেতিবাচক প্রতিক্রিয়া দেখিয়েছে এবং নাসোফ্যারিঞ্জিয়াল পরীক্ষার সময় মিথ্যা নেতিবাচক পরীক্ষার উদাহরণ বাড়ছে। তাই এই ভাইরাসটি খুবই ধূর্ত। এর ফলে, ভাইরাসটি সম্প্রদায়ের মধ্যে সহজেই ছড়িয়ে পড়ে, সরাসরি মানুষের ফুসফুসকে সংক্রামিত করে, ভাইরাল নিউমোনিয়া সৃষ্টি করে এবং তীব্র শ্বাসকষ্টের সমস্যা সৃষ্টি করে। এটি ব্যাখ্যা করে যে কেন COVID-Omicron XBB এত সংক্রামক এবং মারাত্মক হয়ে উঠেছে। *

৬. যতটা সম্ভব জনাকীর্ণ স্থান এড়িয়ে চলুন, খোলা জায়গায় এমনকি ১.৫ মিটার দূরত্ব বজায় রাখুন, মাস্কের উপযুক্ত স্তর পরুন এবং লক্ষণ ছাড়া কাশি বা হাঁচি না দিলে ঘন ঘন হাত ধুয়ে নিন।

এই COVID-Omicron XBB "WAVE" প্রথম COVID-19 মহামারীর চেয়েও মারাত্মক।
* অতএব, বিচক্ষণ, বৈচিত্র্যময় এবং নিবিড় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা আবশ্যক।

অনুগ্রহ করে আপনার আত্মীয়স্বজন এবং বন্ধুদের যতটা সম্ভব বলুন।

নিরাপদ থাকার জন্য বাইরে বের হওয়ার সময় মাস্ক পরতে ভুলবেন না।

©ডা. তোফায়েল আহমেদ
😭88😢2617😁4💔3💯1🤗1
❤‍🔥8722🥰12😢5🔥3😱2
চট্টগ্রাম কালুরঘাট সেতুতে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় একাধিক প্রাইভেটকার, সিএনজি, পিকআপ দুমড়ে মুচড়ে গিয়েছে।

বহু হতাহতের আশঙ্কা!!
😭69😢20💔6😁2🆒1
❝ তাকবিরে তাশরিক ❞

৯ই জিলহজ ফজরের নামাজ হতে ১৩ ই জিলহজ আসর পর্যন্ত মোট ২৩ ওয়াক্তের ফরজ নামাজের পর পুরুষদের ওপর উচ্চৈঃস্বরে একবার তাকবিরে তাশরিক বলা ওয়াজিব। আর নারীরা নিচু স্বরে পড়বে, যাতে নিজে শোনে।

[ফতোয়ায়ে শামী ২/১৭৮ পৃষ্ঠা৷ ফতোয়ায়ে আলমগীরী ১/৩৭০ পৃষ্ঠা]

ফরজ নামাজ জামাতের সঙ্গে পড়া হোক বা একাকী, ওয়াক্তের মধ্যে পড়া হোক বা কাজা, নামাজি ব্যক্তি মুকিম হোক বা মুসাফির, শহরের বাসিন্দা হোক বা গ্রামের— সবার ওপর ফরজ নামাজের পর একবার তাকবিরে তাশরিক বলা ওয়াজিব।

[দুররে মুখতার : ২/১৮০]

ফরজ নামাজের পর তাকবির বলতে ভুলে গেলে, স্মরণ হওয়ার সঙ্গে সঙ্গে তাকবির পড়ে নেবে। তবে হ্যাঁ, নামাজের বিপরীত কোনো কাজে লিপ্ত হয়ে গেলে, যেমন— কথা বলা, নামাজের স্থান থেকে উঠে পড়া ইত্যাদি হলে তাকবির বলতে হবে না, বরং ওয়াজিব ছুটে যাওয়ার কারণে আল্লাহর কাছে তওবা করবে।

[শামি : ৬/১৭৯]

তাকবিরে তাশরিকের আমল যেভাবে চালু হয়েছে:-

প্রখ্যাত হাদিসবিশারদ ও বুখারি শরিফের ব্যাখ্যাকার আল্লামা বদরুদ্দিন আইনি (রহ.) বলেন—

যখন হজরত ইবরাহিম (আ.) স্বীয় পুত্র ইসমাঈল (আ.)-কে জবাইয়ের উদ্দেশ্যে গলায় ছুরি রাখলেন, এদিকে আল্লাহর নির্দেশে হজরত জিবরাঈল (আ.) আসমান থেকে একটি দুম্বা নিয়ে দুনিয়ায় আগমন করছিলেন।কিন্তু জিবরাঈল (আ.)-এর আশঙ্কা ছিল, তিনি দুনিয়াতে পৌঁছার আগেই ইবরাহিম (আ.) জবাইপর্ব সমাপ্ত করে বসবেন। ফলে তিনি আসমান থেকে উঁচু আওয়াজে বলে উঠলেন : ‘আল্লাহু আকবার আল্লাহু আকবার।’

ইবরাহিম (আ.) আওয়াজ শুনে আসমানের দিকে নজর ফেরাতেই দেখতে পেলেন জিবরাঈল (আ.) একটি দুম্বা নিয়ে আগমন করছেন। ফলে তিনি স্বতঃস্ফূর্তভাবে বলে উঠলেন : ‘লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবর।’ পিতার কণ্ঠে এই কালিমা শুনতেই ইসমাঈল (আ.) উচ্চারণ করলেন : ‘আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ।’

একজন ফেরেশতা আর দুজন প্রিয় নবীর এ বাক্যমালা আল্লাহর খুব পছন্দ হয়। তাই কিয়ামত পর্যন্ত এই বাক্যমালা আইয়ামে তাশরিকে প্রত্যেক ফরজ নামাজের পর পড়াকে ওয়াজিব করে দিয়েছেন।

[ফাতাওয়ায়ে শামি : ২/১৭৮, ইনায়া শরহুল হিদায়া : ১/৪৬৪]
64❤‍🔥6🥰42💘2
66🥰4❤‍🔥3💘2😍1
শুধু এই ঈদেই নয়, গত ১৭ বছরের কোনো ঈদই পরিবারের সঙ্গে উদযাপন করতে পারেননি শাহ আলম। সন্তানরা অভিমান করে থাকে তার সঙ্গে।
😢150😭20🫡113💔3❤‍🔥2🤝2