অর্থনীতিতে অনার্স মাস্টার্স করে অর্থনীতির 'অ'ও বুঝিনা। আর এরা ডিপ্লোমা করে ইঞ্জিনিয়ারিং আর ম্যাটস এ পড়ে ডাক্তারির সব বুঝে?? শুনতে খারাপ লাগলেও সত্য অধিকাংশ ফ্যামিলিতে যেইডি গাধা ছাত্র/ছাত্রী হিসাবে পরিচিত সেইগুলারে জব মার্কেটে টিকাইয়া রাখার জন্য ডিপ্লোমা/ম্যাটস এ ভর্তি করানো হয়। এবং এখন পর্যন্ত সেটাই হয়ে আসছে। পৃথিবীতে কোন পেশা'ই ছোট না কিন্তু আপনি যখন ২ টাকার পীর হয়ে নিজেকে আব্দুল কাদির জিলানী(রঃ) দাবী করবেন তখন অবশ্যই বলার অনেক কিছু আছে।
🔥104❤18💯7👌5🫡5