অর্থনীতিতে অনার্স মাস্টার্স করে অর্থনীতির 'অ'ও বুঝিনা। আর এরা ডিপ্লোমা করে ইঞ্জিনিয়ারিং আর ম্যাটস এ পড়ে ডাক্তারির সব বুঝে?? শুনতে খারাপ লাগলেও সত্য অধিকাংশ ফ্যামিলিতে যেইডি গাধা ছাত্র/ছাত্রী হিসাবে পরিচিত সেইগুলারে জব মার্কেটে টিকাইয়া রাখার জন্য ডিপ্লোমা/ম্যাটস এ ভর্তি করানো হয়। এবং এখন পর্যন্ত সেটাই হয়ে আসছে। পৃথিবীতে কোন পেশা'ই ছোট না কিন্তু আপনি যখন ২ টাকার পীর হয়ে নিজেকে আব্দুল কাদির জিলানী(রঃ) দাবী করবেন তখন অবশ্যই বলার অনেক কিছু আছে।
🔥104❤18💯7👌5🫡5
হাঙরের পুরনো দাঁত ফেলে নতুন দাঁত গজানোর ক্ষমতা তাদের দীর্ঘজীবী হওয়ার অন্যতম কারণ। এর মাধ্যমে তারা কোটি কোটি বছর ধরে টিকে আছে। এমনকি পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় শিকারিরাও বিশাল দাঁতের সাহায্যে বেঁচে ছিল। কিন্তু হাঙরের দাঁত উচ্চমাত্রায় খনিজ ফসফেট দিয়ে তৈরি হলেও অম্লীয় পরিবেশে এগুলো ক্ষয় হতে শুরু করে।
গবেষকরা ব্ল্যাকটিপ রিফ হাঙরের ৬০০টি দাঁত সংগ্রহ করে আট সপ্তাহ ধরে বিভিন্ন মাত্রার অম্লীয় পানিতে পরীক্ষা করেন। ফলাফলে দেখা যায়, অম্লীয় পানিতে দাঁতে ফাটল, গর্ত ও কাঠামোগত ক্ষয় হয়েছে, যা চাপে সহজে ভেঙে যেতে পারে।
যদিও সমুদ্রের বর্তমান গড় পিএইচ মান ৮.১। অন্যদিকে গবেষণায় ব্যবহৃত সবচেয়ে অম্লীয় ট্যাঙ্কের পানির গড় পিএইচ ছিল ৭.৩৭ যা বৈশ্বিক সমুদ্রের মাত্রা পেতে কয়েক শতাব্দী সময় লাগবে। তবে মাঝারি মাত্রার অম্লীয় অবস্থাতেই যদি কিছু প্রজাতি ক্ষতিগ্রস্ত হয়, তার প্রভাব গোটা সমুদ্রের খাদ্যশৃঙ্খলে পড়তে পারে
গবেষকরা ব্ল্যাকটিপ রিফ হাঙরের ৬০০টি দাঁত সংগ্রহ করে আট সপ্তাহ ধরে বিভিন্ন মাত্রার অম্লীয় পানিতে পরীক্ষা করেন। ফলাফলে দেখা যায়, অম্লীয় পানিতে দাঁতে ফাটল, গর্ত ও কাঠামোগত ক্ষয় হয়েছে, যা চাপে সহজে ভেঙে যেতে পারে।
যদিও সমুদ্রের বর্তমান গড় পিএইচ মান ৮.১। অন্যদিকে গবেষণায় ব্যবহৃত সবচেয়ে অম্লীয় ট্যাঙ্কের পানির গড় পিএইচ ছিল ৭.৩৭ যা বৈশ্বিক সমুদ্রের মাত্রা পেতে কয়েক শতাব্দী সময় লাগবে। তবে মাঝারি মাত্রার অম্লীয় অবস্থাতেই যদি কিছু প্রজাতি ক্ষতিগ্রস্ত হয়, তার প্রভাব গোটা সমুদ্রের খাদ্যশৃঙ্খলে পড়তে পারে
😢65❤11💔6
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি দেখা দেয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।
😢72👌4❤3🔥2💯2