News Zone – Telegram
27.4K subscribers
3.35K photos
119 videos
212 files
1.83K links
Download Telegram
#আপডেট

রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ২০২১-২২ শিক্ষাবর্ষে ভর্তির সর্বশেষ আপডেট -

🚫সিট খালি আছে (কোটা সহ)
সমাজবিজ্ঞান ০
বাংলা ১৭
অর্থনীতি ২৩
ম্যানেজমেন্ট ১৫

আগামী ২২ তারিখ দশম মেরিট প্রকাশিত হবে।

১লা ফেব্রুয়ারী ক্লাস শুরু হবে (সম্ভাব্য)
🔥61
SUST
🤩5
আরও ৯ জেলায় নতুন পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনের সিদ্ধান্ত

সরকার আরও ৯টি জেলায় পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে। জেলাগুলো হলো সাতক্ষীরা, শরীয়তপুর, নারায়ণগঞ্জ, মেহেরপুর, লক্ষ্মীপুর, ঠাকুরগাঁও, নওগাঁ, বগুড়া ও নাটোর। দেশে বর্তমানে পাবলিক বিশ্ববিদ্যালয় রয়েছে ৫৩টি।
21🔥7👏3
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রিপোর্টিং শেষে নির্বাচিতদের তালিকা-২ প্রকাশিত হয়েছে।
ইবিতে ৯ম মেরিটে এ ইউনিটে ৩০৫ জন, বি ইউনিটে ৬৮ জন এবং সি ইউনিটে ৩৫ জন সাব্জেক্ট পেয়েছে
গুচ্ছ ভিত্তিক বিশ্ববিদ্যালয়ে যারা যারা সাবজেক্ট পেয়েছেন, যদি সেই সাবজেক্ট ভালো লাগে তাহলে জিএসটি ওয়েবসাইটে গিয়ে সাবজেক্ট মাইগ্রেশন বন্ধ করে দিন। নয়তো পরে আর এই সাবজেক্টে ব্যাক করা সম্ভব নয়
8
Forwarded from HSC Mate (Tahmim Khan)
ব্রেকিং


ফেব্রুয়ারি ৮ তারিখ বুধবার ১২টা ৩০ এ HSC রেজাল্ট প্রকাশিত হবে।
🔥22😢143🤔2🤯2
এই এক ছবিতেই রয়েছেন এই উপমহদেশের জ্ঞান বিজ্ঞানের মহারথীরা৷ ছবিটি ১৯২৮ সালে বসু বিজ্ঞান মন্দির বা বোস ইনস্টিটিউট এ তোলা। যা এই উপমহাদেশের প্রাচীনতম এবং অন্যতম প্রধান গবেষণা প্রতিষ্ঠানগুলির মধ্যে একটি।ছবিতে স্যার জগদীশ চন্দ্র বসু এর সাথে তার শিক্ষার্থীদের দেখা যাচ্ছে।

প্রথম সারি (বাঁদিক থেকে ডানদিকে): নিখিল রঞ্জন সেন, জ্ঞানেন্দ্র নাথ মুখার্জী, সত্যেন্দ্রনাথ বসু, দেবেন্দ্র মোহন বসু।
দ্বিতীয় সারি (বাঁদিক থেকে ডানদিকে): এন. সি. নাগ, জ্ঞানচন্দ্র ঘোষ, জগদীশ চন্দ্র বসু, মেঘনাদ সাহা, স্নেহময় দত্ত।

এদের মধ্যে রয়েছে ভারতীয় উপমহাদেশের সেরা কিছু পদার্থবিজ্ঞানী, রসায়নবিজ্ঞানী, গণিতবীদ এবং জ্যোর্তিবিজ্ঞানী। মজার বিষয় হচ্ছে এনাদের বেশিরভাগেরই জন্ম অবিভক্ত ভারতবর্ষের বর্তমান বাংলাদেশ অঞ্চলে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ও রাজশাহী কলেজে শিক্ষকতাও করেছেন কয়েকজন!

ছবিটি সংগ্রহ করা হয়েছে বোস ইনিস্টিউটের আর্কাইভ থেকে৷
🔥244🤔2
KU 10 merit published.
Seats available: 66
B unit seats available: 14
(only History & Civilization Discipline)
8
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ময়নাদ্বীপে অতিথি পাখি
🥰5617🤩8🔥5👏1🎉1
📌📌ব্রেকিং নিউজ📌📌

MBSTU-এর ২য় গণবিজ্ঞপ্তি এর তালিকা প্রকাশ করা হয়েছে।
(24.01.2023 Reporting + Admission)
A unit - 6017-7500
C unit - 238-350
শুধুমাত্র যাদের choice list-এ Mathematics/ Physics/ Statistics/ Accounting/ Management/ Economics আছে, তারা।
🔥16
এবছর থেকে নতুন তিনটি বিভাগে ভর্তি নেবে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
১. পদার্থ
২. রসায়ন
৩. মৃত্তিকা বিজ্ঞান।

সুত্রঃ নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি
38🔥5🤔3🥰2😢2
📌 HSC-22: Medical Update


২০২২-২৩ শিক্ষাবর্ষের মেডিকেল ও ডেন্টালের ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণে জরুরী সভা ২৯ জানুয়ারি অনুষ্ঠিত হবে। সভায় মেডিকেল ও ডেন্টালের ভর্তি পরীক্ষার দিনক্ষণ সংক্রান্ত সিদ্ধান্ত আসতে পারে।

- পাঠশালা বার্তা
63😢10🔥8🤯5🤔2
👏👏
44👏4
বিশ্বের সবচেয়ে বড় গুহা ভিয়েতনামের হ্যাং সান ডোং এর ভিতর অবস্থিত একটি লেকের ছবি এটি। গুহাটি কত বড় তা নৌকাগুলো আকার দেখে সহজেই অনুমান করা যায়৷ ভিতনামে অবস্থিত এই গুহাটির ভিতরের লেকটির ছবি তুলেছেন ড্যানিয়েল কোরডান নামে এক ব্যক্তি। তিনি এবং তার দল টানা ৩ দিন হাইকিং করে এই গুহার মধ্যে এই লেকে এসে পৌঁছান। এরপর তাদের সাথে নিয়ে আসা আন্ডারওয়াটার টর্চ এবং এম্বিয়েন্ট লাইট ব্যবহার করে গুহাটি আলোকিত করা হয়। মূলত আন্ডারওয়াটার টর্চগুলো প্রত্যেক নৌকার চালকেরা নৌকার নিচে স্থাপন করেন এবং পিছন থেকে এম্বিয়েন্ট লাইটটি জ্বালানো হয়৷ এরপর তোলা হয় এই ছবিটি!

science Bee
62🔥15🤩8🥰4
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স প্রোগ্রাম এখন সবার জন্য উন্মুক্ত।

ভর্তি শুরু---ফেব্রুয়ারি-মার্চ থেকেই।
পরীক্ষা--- ১০০ নম্বরের MCQ-লিখিত পরীক্ষা।
আবেদনের ন্যূনতম যোগ্যতা:- অনার্সে CGPA-3.25
53