এই এক ছবিতেই রয়েছেন এই উপমহদেশের জ্ঞান বিজ্ঞানের মহারথীরা৷ ছবিটি ১৯২৮ সালে বসু বিজ্ঞান মন্দির বা বোস ইনস্টিটিউট এ তোলা। যা এই উপমহাদেশের প্রাচীনতম এবং অন্যতম প্রধান গবেষণা প্রতিষ্ঠানগুলির মধ্যে একটি।ছবিতে স্যার জগদীশ চন্দ্র বসু এর সাথে তার শিক্ষার্থীদের দেখা যাচ্ছে।
প্রথম সারি (বাঁদিক থেকে ডানদিকে): নিখিল রঞ্জন সেন, জ্ঞানেন্দ্র নাথ মুখার্জী, সত্যেন্দ্রনাথ বসু, দেবেন্দ্র মোহন বসু।
দ্বিতীয় সারি (বাঁদিক থেকে ডানদিকে): এন. সি. নাগ, জ্ঞানচন্দ্র ঘোষ, জগদীশ চন্দ্র বসু, মেঘনাদ সাহা, স্নেহময় দত্ত।
এদের মধ্যে রয়েছে ভারতীয় উপমহাদেশের সেরা কিছু পদার্থবিজ্ঞানী, রসায়নবিজ্ঞানী, গণিতবীদ এবং জ্যোর্তিবিজ্ঞানী। মজার বিষয় হচ্ছে এনাদের বেশিরভাগেরই জন্ম অবিভক্ত ভারতবর্ষের বর্তমান বাংলাদেশ অঞ্চলে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ও রাজশাহী কলেজে শিক্ষকতাও করেছেন কয়েকজন!
ছবিটি সংগ্রহ করা হয়েছে বোস ইনিস্টিউটের আর্কাইভ থেকে৷
প্রথম সারি (বাঁদিক থেকে ডানদিকে): নিখিল রঞ্জন সেন, জ্ঞানেন্দ্র নাথ মুখার্জী, সত্যেন্দ্রনাথ বসু, দেবেন্দ্র মোহন বসু।
দ্বিতীয় সারি (বাঁদিক থেকে ডানদিকে): এন. সি. নাগ, জ্ঞানচন্দ্র ঘোষ, জগদীশ চন্দ্র বসু, মেঘনাদ সাহা, স্নেহময় দত্ত।
এদের মধ্যে রয়েছে ভারতীয় উপমহাদেশের সেরা কিছু পদার্থবিজ্ঞানী, রসায়নবিজ্ঞানী, গণিতবীদ এবং জ্যোর্তিবিজ্ঞানী। মজার বিষয় হচ্ছে এনাদের বেশিরভাগেরই জন্ম অবিভক্ত ভারতবর্ষের বর্তমান বাংলাদেশ অঞ্চলে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ও রাজশাহী কলেজে শিক্ষকতাও করেছেন কয়েকজন!
ছবিটি সংগ্রহ করা হয়েছে বোস ইনিস্টিউটের আর্কাইভ থেকে৷
🔥24❤4🤔2
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ময়নাদ্বীপে অতিথি পাখি
🥰56❤17🤩8🔥5👏1🎉1
📌📌ব্রেকিং নিউজ📌📌
MBSTU-এর ২য় গণবিজ্ঞপ্তি এর তালিকা প্রকাশ করা হয়েছে।
(24.01.2023 Reporting + Admission)
A unit - 6017-7500
C unit - 238-350
শুধুমাত্র যাদের choice list-এ Mathematics/ Physics/ Statistics/ Accounting/ Management/ Economics আছে, তারা।
MBSTU-এর ২য় গণবিজ্ঞপ্তি এর তালিকা প্রকাশ করা হয়েছে।
(24.01.2023 Reporting + Admission)
A unit - 6017-7500
C unit - 238-350
শুধুমাত্র যাদের choice list-এ Mathematics/ Physics/ Statistics/ Accounting/ Management/ Economics আছে, তারা।
🔥16
এবছর থেকে নতুন তিনটি বিভাগে ভর্তি নেবে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
১. পদার্থ
২. রসায়ন
৩. মৃত্তিকা বিজ্ঞান।
সুত্রঃ নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি
১. পদার্থ
২. রসায়ন
৩. মৃত্তিকা বিজ্ঞান।
সুত্রঃ নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি
❤38🔥5🤔3🥰2😢2
📌 HSC-22: Medical Update
২০২২-২৩ শিক্ষাবর্ষের মেডিকেল ও ডেন্টালের ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণে জরুরী সভা ২৯ জানুয়ারি অনুষ্ঠিত হবে। সভায় মেডিকেল ও ডেন্টালের ভর্তি পরীক্ষার দিনক্ষণ সংক্রান্ত সিদ্ধান্ত আসতে পারে।
- পাঠশালা বার্তা
২০২২-২৩ শিক্ষাবর্ষের মেডিকেল ও ডেন্টালের ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণে জরুরী সভা ২৯ জানুয়ারি অনুষ্ঠিত হবে। সভায় মেডিকেল ও ডেন্টালের ভর্তি পরীক্ষার দিনক্ষণ সংক্রান্ত সিদ্ধান্ত আসতে পারে।
- পাঠশালা বার্তা
❤63😢10🔥8🤯5🤔2
বিশ্বের সবচেয়ে বড় গুহা ভিয়েতনামের হ্যাং সান ডোং এর ভিতর অবস্থিত একটি লেকের ছবি এটি। গুহাটি কত বড় তা নৌকাগুলো আকার দেখে সহজেই অনুমান করা যায়৷ ভিতনামে অবস্থিত এই গুহাটির ভিতরের লেকটির ছবি তুলেছেন ড্যানিয়েল কোরডান নামে এক ব্যক্তি। তিনি এবং তার দল টানা ৩ দিন হাইকিং করে এই গুহার মধ্যে এই লেকে এসে পৌঁছান। এরপর তাদের সাথে নিয়ে আসা আন্ডারওয়াটার টর্চ এবং এম্বিয়েন্ট লাইট ব্যবহার করে গুহাটি আলোকিত করা হয়। মূলত আন্ডারওয়াটার টর্চগুলো প্রত্যেক নৌকার চালকেরা নৌকার নিচে স্থাপন করেন এবং পিছন থেকে এম্বিয়েন্ট লাইটটি জ্বালানো হয়৷ এরপর তোলা হয় এই ছবিটি!
science Bee
science Bee
❤62🔥15🤩8🥰4
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স প্রোগ্রাম এখন সবার জন্য উন্মুক্ত।
ভর্তি শুরু---ফেব্রুয়ারি-মার্চ থেকেই।
পরীক্ষা--- ১০০ নম্বরের MCQ-লিখিত পরীক্ষা।
আবেদনের ন্যূনতম যোগ্যতা:- অনার্সে CGPA-3.25
ভর্তি শুরু---ফেব্রুয়ারি-মার্চ থেকেই।
পরীক্ষা--- ১০০ নম্বরের MCQ-লিখিত পরীক্ষা।
আবেদনের ন্যূনতম যোগ্যতা:- অনার্সে CGPA-3.25
❤53
"সারাহ ইসলাম ঐশ্বর্য"।
মৃত্যুতেও নিঃশেষ হননি তিনি। মাত্র বিশ বছর বয়সে দুরারোগ্য ব্যাধিতে মৃত্যুকে আলিঙ্গনের আগেও গাইলেন জীবনের জয়গান। তাঁর দান করা দুটো কিডনিতে নতুন করে বাঁচার স্বপ্ন দেখছে দুজন মানুষ। দুই চোখের কর্নিয়া পৃথিবীর আলো দেখাবে আরো দুজন মানুষকে।
আহা...এমন জীবনইতো মানব জন্মের স্বার্থকতা শেখায়।
অন্ধত্ব আর গোঁড়ামীর তীব্র চিৎকারের এই বিপন্ন সময়ে আলো দেখায়, ভরসা যোগায় নতুন প্রজন্মের "সারাহ ইসলাম ঐশ্বর্য "।
মৃত্যুতেও নিঃশেষ হননি তিনি। মাত্র বিশ বছর বয়সে দুরারোগ্য ব্যাধিতে মৃত্যুকে আলিঙ্গনের আগেও গাইলেন জীবনের জয়গান। তাঁর দান করা দুটো কিডনিতে নতুন করে বাঁচার স্বপ্ন দেখছে দুজন মানুষ। দুই চোখের কর্নিয়া পৃথিবীর আলো দেখাবে আরো দুজন মানুষকে।
আহা...এমন জীবনইতো মানব জন্মের স্বার্থকতা শেখায়।
অন্ধত্ব আর গোঁড়ামীর তীব্র চিৎকারের এই বিপন্ন সময়ে আলো দেখায়, ভরসা যোগায় নতুন প্রজন্মের "সারাহ ইসলাম ঐশ্বর্য "।
❤110😢9
২০২২-২৩ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) পুনর্গঠিত ৪ ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ ক্ষেত্রে বিভাগ পরিবর্তনের জন্য একজন শিক্ষার্থী তিন ইউনিটেই পরীক্ষা দিতে পারবেন।
পুনর্গঠিত ইউনিটগুলো হলো, কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট, বিজ্ঞান ইউনিট, ব্যবসায় শিক্ষা ইউনিট এবং চারুকলা।
সোমবার (২৩ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভায় এ বিষয় চূড়ান্ত করা হয়। গত ১২ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের সাধারণ ভর্তি পরীক্ষার কমিটির সভায় এ সব সিদ্ধান্ত গৃহীত হয়।
মানবিক ও ব্যবসায় শিক্ষার কোনো শিক্ষার্থী বিজ্ঞান ইউনিটের ভর্তি হলে চাইলে তিনি সে ইউনিটে আরেকবার আবেদন করবেন।
এ ক্ষেত্রে বাংলা, ইংরেজি ও তথ্যপ্রযুক্তি বিষয়ে আবশ্যিক এবং এইচএসসিতে অতিরিক্ত অর্থনীতি, ভূগোল, গণিত, পরিসংখ্যান, মনোবিজ্ঞান-এর যেকোন একটি বিষয়ের উত্তর করতে হবে।
প্রত্যেক বিষয়ে এমসিকিউতে ১৫ নম্বর এবং লিখিত ১০ নম্বর থাকবে। উচ্চ মাধ্যমিকে বাংলা না থাকলে এডভান্স ইংলিশে পরীক্ষা দেবেন।
একই নিয়মে বিজ্ঞান ও মানবিক বিভাগ থেকে ব্যবসায় ইউনিটে আবেদনকারীরা বাংলা, ইংরেজি এবং ‘হিসাববিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি’ বিষয়ে আবশ্যিক পরীক্ষা দেবেন। প্রত্যেক বিষয়ে ১২ নম্বর থাকবে এবং গণিত বা পরিসংখ্যান বা অর্থনীতি-যেকোন একটি বিষয়ের উত্তর দিতে হবে যাতে এমসিকিউতে নাম্বার থাকবে ৩৪। এ ছাড়া লিখিত প্রত্যেক বিষয়ে ১০ নম্বর করে থাকবে।
‘কলা, আইন ও সামাজিক বিজ্ঞান’ ইউনিটের পরীক্ষায় অংশগ্রহণকারী মানবিক এবং বিভাগ পরিবর্তনে ইচ্ছুক বিজ্ঞান ও ব্যবসায় বিভাগের শিক্ষার্থীসহ সবাই অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা দেবে। এ ক্ষেত্রে এমসিকিউতে বাংলায় ১৫, ইংরেজিতে ১৫ এবং সাধারণ জ্ঞানে ৩০ থাকবে। লিখিত অংশে বাংলায় ২০, ইংরেজিতে লিখিত ২০ থাকবে। বিদেশীরা বাংলার পরিবর্তে অ্যাডভান্সড ইংলিশের উত্তর করবে।
‘কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা ৬ মে, বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা ১২ মে, ‘ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা ১৩ মে, এবং চারুকলা ইউনিটের ভর্তি পরীক্ষা (সাধারণ জ্ঞান ও অংকন) ২৯ এপ্রিল অনুষ্ঠিত হবে। পরীক্ষা সকাল ১১ টা থেকে দুপুর সাড়ে ১২ টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। ‘চারুকলা ইউনিট’ ব্যতীত অন্য ৩টি ইউনিটের ভর্তি পরীক্ষা ঢাকাসহ ৮টি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হবে।
পুনর্গঠিত ইউনিটগুলো হলো, কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট, বিজ্ঞান ইউনিট, ব্যবসায় শিক্ষা ইউনিট এবং চারুকলা।
সোমবার (২৩ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভায় এ বিষয় চূড়ান্ত করা হয়। গত ১২ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের সাধারণ ভর্তি পরীক্ষার কমিটির সভায় এ সব সিদ্ধান্ত গৃহীত হয়।
মানবিক ও ব্যবসায় শিক্ষার কোনো শিক্ষার্থী বিজ্ঞান ইউনিটের ভর্তি হলে চাইলে তিনি সে ইউনিটে আরেকবার আবেদন করবেন।
এ ক্ষেত্রে বাংলা, ইংরেজি ও তথ্যপ্রযুক্তি বিষয়ে আবশ্যিক এবং এইচএসসিতে অতিরিক্ত অর্থনীতি, ভূগোল, গণিত, পরিসংখ্যান, মনোবিজ্ঞান-এর যেকোন একটি বিষয়ের উত্তর করতে হবে।
প্রত্যেক বিষয়ে এমসিকিউতে ১৫ নম্বর এবং লিখিত ১০ নম্বর থাকবে। উচ্চ মাধ্যমিকে বাংলা না থাকলে এডভান্স ইংলিশে পরীক্ষা দেবেন।
একই নিয়মে বিজ্ঞান ও মানবিক বিভাগ থেকে ব্যবসায় ইউনিটে আবেদনকারীরা বাংলা, ইংরেজি এবং ‘হিসাববিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি’ বিষয়ে আবশ্যিক পরীক্ষা দেবেন। প্রত্যেক বিষয়ে ১২ নম্বর থাকবে এবং গণিত বা পরিসংখ্যান বা অর্থনীতি-যেকোন একটি বিষয়ের উত্তর দিতে হবে যাতে এমসিকিউতে নাম্বার থাকবে ৩৪। এ ছাড়া লিখিত প্রত্যেক বিষয়ে ১০ নম্বর করে থাকবে।
‘কলা, আইন ও সামাজিক বিজ্ঞান’ ইউনিটের পরীক্ষায় অংশগ্রহণকারী মানবিক এবং বিভাগ পরিবর্তনে ইচ্ছুক বিজ্ঞান ও ব্যবসায় বিভাগের শিক্ষার্থীসহ সবাই অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা দেবে। এ ক্ষেত্রে এমসিকিউতে বাংলায় ১৫, ইংরেজিতে ১৫ এবং সাধারণ জ্ঞানে ৩০ থাকবে। লিখিত অংশে বাংলায় ২০, ইংরেজিতে লিখিত ২০ থাকবে। বিদেশীরা বাংলার পরিবর্তে অ্যাডভান্সড ইংলিশের উত্তর করবে।
‘কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা ৬ মে, বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা ১২ মে, ‘ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা ১৩ মে, এবং চারুকলা ইউনিটের ভর্তি পরীক্ষা (সাধারণ জ্ঞান ও অংকন) ২৯ এপ্রিল অনুষ্ঠিত হবে। পরীক্ষা সকাল ১১ টা থেকে দুপুর সাড়ে ১২ টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। ‘চারুকলা ইউনিট’ ব্যতীত অন্য ৩টি ইউনিটের ভর্তি পরীক্ষা ঢাকাসহ ৮টি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হবে।
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ১৭তম ব্যাচের ক্লাশ শুরুর সম্ভাব্য তারিখ ৭ ফেব্রুয়ারি।
- NSTU Website
- NSTU Website
🥰19😢5👏4
নোবিপ্রবিতে গণ বিজ্ঞপ্তির পরও আসন পূরণ হয় নি। গণ বিজ্ঞাপ্তির পর আসন খালি ছিল ১৯৪টি৷ বর্তমানে অনেকেই ভর্তি বাতিল করছে যার সঠিক হিসেব পরে জানা যাবে। এছাড়াও এখন পর্যন্ত কোটায় আসন খালি আছে ১০টি। এ সংখ্যা আরো বাড়বে। আগামী কয়েকদিনের (সম্ভাব্য ২৬-২৭ তারিখ) মধ্যেই খালি আসন পূরণের জন্য যারা সাবজেক্ট চয়েস দিয়েছে তাদের অনলাইনে টাকা জমা দিয়ে ভর্তি নিশ্চিত করতে বলা হবে।
-রেজিস্ট্রার অফিস, নোবিপ্রবি
-রেজিস্ট্রার অফিস, নোবিপ্রবি
😢12
MBSTU
.মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২য় গণ বিজ্ঞপ্তিতে ৬৬৩৮ সিরিয়াল পর্যন্ত সাবজেক্ট পেয়েছে....
.মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২য় গণ বিজ্ঞপ্তিতে ৬৬৩৮ সিরিয়াল পর্যন্ত সাবজেক্ট পেয়েছে....
🤯8🥰5🤔4
আজ এক ঐতিহাসিক রায় দিয়েছে হাইকোর্ট।
সন্তানের অভিভাবক হিসেবে স্বীকৃতি দেয়া হল মাকে।
পিতৃ পরিচয়হীন সন্তানের অভিভাবক হবেন মা।
শিক্ষার ক্ষেত্রে আইনগত অভিভাবক হিসেবে যুক্ত করতে হবে মাকেও।
Thank You Bangladesh 🫶
সন্তানের অভিভাবক হিসেবে স্বীকৃতি দেয়া হল মাকে।
পিতৃ পরিচয়হীন সন্তানের অভিভাবক হবেন মা।
শিক্ষার ক্ষেত্রে আইনগত অভিভাবক হিসেবে যুক্ত করতে হবে মাকেও।
Thank You Bangladesh 🫶
❤116🔥5😢4🥰3👏3🤔3🤩3🤯1