ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক সৈয়দ তানভীর রহমানের নেতৃত্বে বুয়েট, ব্র্যাক আইইডি ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের চারজন মনোবিজ্ঞানী শিক্ষার্থীদের মানসিক সহায়তায় একটি বিশেষ মডিউল তৈরি করেছেন।
প্রথম ধাপে শেকৃবি ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রায় এক হাজার শিক্ষার্থী এ সেবা পাবেন।
ধাপে ধাপে শিক্ষার্থীর সংখ্যা আরও বাড়ানো হবে।
প্রথম ধাপে শেকৃবি ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রায় এক হাজার শিক্ষার্থী এ সেবা পাবেন।
ধাপে ধাপে শিক্ষার্থীর সংখ্যা আরও বাড়ানো হবে।
❤49👏4🫡4
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) স্নাতক প্রথমবর্ষ (২০২৫-২৬) ভর্তি পরীক্ষা আগামী ২৩ জানুয়ারি অনুষ্ঠিত হবে। এবার দুইটি কেন্দ্র রুয়েট ও বুয়েটে অভিন্ন প্রশ্নপত্রে নেওয়া হবে ভর্তি পরীক্ষা। রুয়েটের ১৫৪তম (জরুরী) অ্যাকাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এতে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও অ্যাকাডেমিক কাউন্সিলের সভাপতি অধ্যাপক এস এম আব্দুর রাজ্জাক।
শিক্ষার্থীদের সুবিধার্থে এবারই প্রথমবারের মতো রুয়েটের পাশাপাশি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) কেন্দ্রেও ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সভার সিদ্ধান্ত অনুসারে, স্নাতক প্রথমবর্ষ (২০২৫-২৬) ভর্তি পরীক্ষা এমসিকিউ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। রুয়েটের ১২ শতাধিক আসনের বিপরীতে ১৯ হাজার শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন।
২০২৫-২৬ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় অশংগ্রহণে ইচ্ছুক প্রার্থীকে বাংলাদেশের যে কোনও মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড বা কারিগরী শিক্ষা বোর্ড থেকে ২০২২ সালে অথবা ২০২৩ সালে মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় কমপক্ষে জিপিএ-৪.০০ অথবা সমতুল্য গ্রেড পেয়ে উত্তীর্ণ হতে হবে।
প্রার্থীকে বাংলাদেশের যে কোনও মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড বা কারিগরী শিক্ষা বোর্ড থেকে ২০২৫ সালে উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষায় কমপক্ষে জিপিএ-৫.০০ অথবা সমতুল্য গ্রেড পেয়ে উত্তীর্ণ সহ গণিত, পদার্থবিদ্যা ও রসায়ন বিষয়ে নূন্যতম জিপি-১৪ পেতে হবে।
সূত্র: দ্যা ডেইলি ক্যাম্পাস
শিক্ষার্থীদের সুবিধার্থে এবারই প্রথমবারের মতো রুয়েটের পাশাপাশি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) কেন্দ্রেও ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সভার সিদ্ধান্ত অনুসারে, স্নাতক প্রথমবর্ষ (২০২৫-২৬) ভর্তি পরীক্ষা এমসিকিউ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। রুয়েটের ১২ শতাধিক আসনের বিপরীতে ১৯ হাজার শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন।
২০২৫-২৬ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় অশংগ্রহণে ইচ্ছুক প্রার্থীকে বাংলাদেশের যে কোনও মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড বা কারিগরী শিক্ষা বোর্ড থেকে ২০২২ সালে অথবা ২০২৩ সালে মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় কমপক্ষে জিপিএ-৪.০০ অথবা সমতুল্য গ্রেড পেয়ে উত্তীর্ণ হতে হবে।
প্রার্থীকে বাংলাদেশের যে কোনও মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড বা কারিগরী শিক্ষা বোর্ড থেকে ২০২৫ সালে উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষায় কমপক্ষে জিপিএ-৫.০০ অথবা সমতুল্য গ্রেড পেয়ে উত্তীর্ণ সহ গণিত, পদার্থবিদ্যা ও রসায়ন বিষয়ে নূন্যতম জিপি-১৪ পেতে হবে।
সূত্র: দ্যা ডেইলি ক্যাম্পাস
👏19❤10😢4
হাসিনা - ফাঁসি
আসাদুজ্জামান কামাল - ফাঁসি
আব্দুল্লাহ আল মামুন, আইজিপি - ৫ বছর
আসাদুজ্জামান কামাল - ফাঁসি
আব্দুল্লাহ আল মামুন, আইজিপি - ৫ বছর
😍97🔥50❤32👏12😭11😱7🤩7🥰5😨4😢2🎉2
BTW,কালকে কিন্তু আবার ভারতের সাথে AFC Asia Cup Qualification এর ম্যাচ আছে 😓
😭48❤🔥13🕊8🔥7😨7🆒3❤2
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) B ইউনিট (কলা ও আইন অনুষদ) এর ভর্তি পরিক্ষা ২৩ জানুয়ারি, ২০২৬ এর পরিবর্তে ৩০ জানুয়ারি, ২০২৬ তারিখ অনুষ্ঠিত হবে।
❤38👏4😢2
রুয়েটের ভর্তি পরীক্ষা ২৩ জানুয়ারির পরিবর্তে ২২ জানুয়ারি অনুষ্ঠিত হবে
😍17😨6🔥3🫡3
ভারতকে হারানোয় হামজাদের দুই কোটি টাকা পুরস্কার ঘোষণা ক্রীড়া উপদেষ্টার
👏162🔥79🏆18🫡15❤🔥12😨9😱5⚡3❤3🥰3🎉3
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সার্কুলার প্রকাশিত ...
আবেদনের যোগ্যতা কমানো হয়েছে .....
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সকল তথ্য🎯
✅আবেদন - ২৩ নভেম্বর - ৩১ ডিসেম্বর
✅আবেদন ফি - ১০০০ টাকা।
✅ সিলেকশন নেই।
✅ বিভাগ পরিবর্তন নেই৷
✅ বিষয়ভিত্তিক পাস নেই৷
✅ পাস নাম্বার - ৩৫
✅নেগেটিভ মার্কস নেই ।
✅পরীক্ষার তারিখ: জানুয়ারি ( তারিখ নোটিশ দিয়ে পরে জানাবে )
✅ পরীক্ষা হবে এইচএসসি ২০২৫ এর শর্ট সিলেবাসে।
✅ পরীক্ষার ৭২ ঘন্টার ভিতর রেজাল্ট প্রকাশিত হবে।
✅ রেজাল্টের পর ৩৫+ প্রাপ্ত সবাই চূড়ান্ত আবেদন করতে হবে।
✅ চূড়ান্ত আবেদনের জন্য কলেজ প্রতি আলদা ফি দিতে হবে।
👉 জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রশ্ন হবে এইচএসসির বই থেকে ।
আবেদনের যোগ্যতা কমানো হয়েছে .....
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সকল তথ্য🎯
✅আবেদন - ২৩ নভেম্বর - ৩১ ডিসেম্বর
✅আবেদন ফি - ১০০০ টাকা।
✅ সিলেকশন নেই।
✅ বিভাগ পরিবর্তন নেই৷
✅ বিষয়ভিত্তিক পাস নেই৷
✅ পাস নাম্বার - ৩৫
✅নেগেটিভ মার্কস নেই ।
✅পরীক্ষার তারিখ: জানুয়ারি ( তারিখ নোটিশ দিয়ে পরে জানাবে )
✅ পরীক্ষা হবে এইচএসসি ২০২৫ এর শর্ট সিলেবাসে।
✅ পরীক্ষার ৭২ ঘন্টার ভিতর রেজাল্ট প্রকাশিত হবে।
✅ রেজাল্টের পর ৩৫+ প্রাপ্ত সবাই চূড়ান্ত আবেদন করতে হবে।
✅ চূড়ান্ত আবেদনের জন্য কলেজ প্রতি আলদা ফি দিতে হবে।
👉 জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রশ্ন হবে এইচএসসির বই থেকে ।
❤33😨3🤩1
একবার ভূমিকম্প হওয়ার পর ১৫-২০ মিনিটের মধ্যে আবার হওয়ার সম্ভাবনা থাকে,যেটাকে Aftershock বলে।
সবাই সাবধানে থাকবেন
সবাই সাবধানে থাকবেন
😢119😨13🥰4⚡2❤2🔥2
ভূমিকম্পে পুরান ঢাকার কসাইটুলি (আহমেদ বাওয়ানী স্কুলের পাশে) বিল্ডিংয়ের রেলিং উপরে পড়ে ৩জন স্পট ডেড।
😢72😭20❤1
কিছুদিন আগে সেমিস্টারের একটা প্রশ্ন ছিলো, Why are Dhaka,Chattogram & Sylhet considered as a high risk cities for Bangladesh?
তখন লিখতে গিয়ে নিজেরই হাত কাপছিলো এই ভেবে যে, আসলে বড় কোনো ভূমিকম্প হলে কি হবে শহরগুলোর।
আজ ৫.২ মাত্রার ভূমিকম্পে ইতিমধ্যে ৪/৫ জনের মৃত্যুর খবর পেলাম।
এদেশের বড় বড় শহরে যে পরিমান ঘনবসতি হয়েছে তার উপর বিল্ডিং কোর্ড ঠিক ভাবে মানাই হয়না কোথাও!
আল্লাহ রহম করুক আমাদের উপর
© Tahmim
তখন লিখতে গিয়ে নিজেরই হাত কাপছিলো এই ভেবে যে, আসলে বড় কোনো ভূমিকম্প হলে কি হবে শহরগুলোর।
আজ ৫.২ মাত্রার ভূমিকম্পে ইতিমধ্যে ৪/৫ জনের মৃত্যুর খবর পেলাম।
এদেশের বড় বড় শহরে যে পরিমান ঘনবসতি হয়েছে তার উপর বিল্ডিং কোর্ড ঠিক ভাবে মানাই হয়না কোথাও!
আল্লাহ রহম করুক আমাদের উপর
© Tahmim
😢93❤11😍3