ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক সৈয়দ তানভীর রহমানের নেতৃত্বে বুয়েট, ব্র্যাক আইইডি ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের চারজন মনোবিজ্ঞানী শিক্ষার্থীদের মানসিক সহায়তায় একটি বিশেষ মডিউল তৈরি করেছেন।
প্রথম ধাপে শেকৃবি ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রায় এক হাজার শিক্ষার্থী এ সেবা পাবেন।
ধাপে ধাপে শিক্ষার্থীর সংখ্যা আরও বাড়ানো হবে।
প্রথম ধাপে শেকৃবি ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রায় এক হাজার শিক্ষার্থী এ সেবা পাবেন।
ধাপে ধাপে শিক্ষার্থীর সংখ্যা আরও বাড়ানো হবে।
❤49👏4🫡4
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) স্নাতক প্রথমবর্ষ (২০২৫-২৬) ভর্তি পরীক্ষা আগামী ২৩ জানুয়ারি অনুষ্ঠিত হবে। এবার দুইটি কেন্দ্র রুয়েট ও বুয়েটে অভিন্ন প্রশ্নপত্রে নেওয়া হবে ভর্তি পরীক্ষা। রুয়েটের ১৫৪তম (জরুরী) অ্যাকাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এতে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও অ্যাকাডেমিক কাউন্সিলের সভাপতি অধ্যাপক এস এম আব্দুর রাজ্জাক।
শিক্ষার্থীদের সুবিধার্থে এবারই প্রথমবারের মতো রুয়েটের পাশাপাশি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) কেন্দ্রেও ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সভার সিদ্ধান্ত অনুসারে, স্নাতক প্রথমবর্ষ (২০২৫-২৬) ভর্তি পরীক্ষা এমসিকিউ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। রুয়েটের ১২ শতাধিক আসনের বিপরীতে ১৯ হাজার শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন।
২০২৫-২৬ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় অশংগ্রহণে ইচ্ছুক প্রার্থীকে বাংলাদেশের যে কোনও মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড বা কারিগরী শিক্ষা বোর্ড থেকে ২০২২ সালে অথবা ২০২৩ সালে মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় কমপক্ষে জিপিএ-৪.০০ অথবা সমতুল্য গ্রেড পেয়ে উত্তীর্ণ হতে হবে।
প্রার্থীকে বাংলাদেশের যে কোনও মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড বা কারিগরী শিক্ষা বোর্ড থেকে ২০২৫ সালে উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষায় কমপক্ষে জিপিএ-৫.০০ অথবা সমতুল্য গ্রেড পেয়ে উত্তীর্ণ সহ গণিত, পদার্থবিদ্যা ও রসায়ন বিষয়ে নূন্যতম জিপি-১৪ পেতে হবে।
সূত্র: দ্যা ডেইলি ক্যাম্পাস
শিক্ষার্থীদের সুবিধার্থে এবারই প্রথমবারের মতো রুয়েটের পাশাপাশি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) কেন্দ্রেও ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সভার সিদ্ধান্ত অনুসারে, স্নাতক প্রথমবর্ষ (২০২৫-২৬) ভর্তি পরীক্ষা এমসিকিউ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। রুয়েটের ১২ শতাধিক আসনের বিপরীতে ১৯ হাজার শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন।
২০২৫-২৬ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় অশংগ্রহণে ইচ্ছুক প্রার্থীকে বাংলাদেশের যে কোনও মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড বা কারিগরী শিক্ষা বোর্ড থেকে ২০২২ সালে অথবা ২০২৩ সালে মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় কমপক্ষে জিপিএ-৪.০০ অথবা সমতুল্য গ্রেড পেয়ে উত্তীর্ণ হতে হবে।
প্রার্থীকে বাংলাদেশের যে কোনও মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড বা কারিগরী শিক্ষা বোর্ড থেকে ২০২৫ সালে উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষায় কমপক্ষে জিপিএ-৫.০০ অথবা সমতুল্য গ্রেড পেয়ে উত্তীর্ণ সহ গণিত, পদার্থবিদ্যা ও রসায়ন বিষয়ে নূন্যতম জিপি-১৪ পেতে হবে।
সূত্র: দ্যা ডেইলি ক্যাম্পাস
👏19❤10😢4
হাসিনা - ফাঁসি
আসাদুজ্জামান কামাল - ফাঁসি
আব্দুল্লাহ আল মামুন, আইজিপি - ৫ বছর
আসাদুজ্জামান কামাল - ফাঁসি
আব্দুল্লাহ আল মামুন, আইজিপি - ৫ বছর
😍97🔥50❤32👏12😭11😱7🤩7🥰5😨4😢2🎉2
BTW,কালকে কিন্তু আবার ভারতের সাথে AFC Asia Cup Qualification এর ম্যাচ আছে 😓
😭48❤🔥13🕊8🔥7😨7🆒3❤2
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) B ইউনিট (কলা ও আইন অনুষদ) এর ভর্তি পরিক্ষা ২৩ জানুয়ারি, ২০২৬ এর পরিবর্তে ৩০ জানুয়ারি, ২০২৬ তারিখ অনুষ্ঠিত হবে।
❤38👏4😢2
রুয়েটের ভর্তি পরীক্ষা ২৩ জানুয়ারির পরিবর্তে ২২ জানুয়ারি অনুষ্ঠিত হবে
😍17😨6🔥3🫡3
ভারতকে হারানোয় হামজাদের দুই কোটি টাকা পুরস্কার ঘোষণা ক্রীড়া উপদেষ্টার
👏162🔥79🏆18🫡15❤🔥12😨9😱5⚡3❤3🥰3🎉3
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সার্কুলার প্রকাশিত ...
আবেদনের যোগ্যতা কমানো হয়েছে .....
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সকল তথ্য🎯
✅আবেদন - ২৩ নভেম্বর - ৩১ ডিসেম্বর
✅আবেদন ফি - ১০০০ টাকা।
✅ সিলেকশন নেই।
✅ বিভাগ পরিবর্তন নেই৷
✅ বিষয়ভিত্তিক পাস নেই৷
✅ পাস নাম্বার - ৩৫
✅নেগেটিভ মার্কস নেই ।
✅পরীক্ষার তারিখ: জানুয়ারি ( তারিখ নোটিশ দিয়ে পরে জানাবে )
✅ পরীক্ষা হবে এইচএসসি ২০২৫ এর শর্ট সিলেবাসে।
✅ পরীক্ষার ৭২ ঘন্টার ভিতর রেজাল্ট প্রকাশিত হবে।
✅ রেজাল্টের পর ৩৫+ প্রাপ্ত সবাই চূড়ান্ত আবেদন করতে হবে।
✅ চূড়ান্ত আবেদনের জন্য কলেজ প্রতি আলদা ফি দিতে হবে।
👉 জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রশ্ন হবে এইচএসসির বই থেকে ।
আবেদনের যোগ্যতা কমানো হয়েছে .....
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সকল তথ্য🎯
✅আবেদন - ২৩ নভেম্বর - ৩১ ডিসেম্বর
✅আবেদন ফি - ১০০০ টাকা।
✅ সিলেকশন নেই।
✅ বিভাগ পরিবর্তন নেই৷
✅ বিষয়ভিত্তিক পাস নেই৷
✅ পাস নাম্বার - ৩৫
✅নেগেটিভ মার্কস নেই ।
✅পরীক্ষার তারিখ: জানুয়ারি ( তারিখ নোটিশ দিয়ে পরে জানাবে )
✅ পরীক্ষা হবে এইচএসসি ২০২৫ এর শর্ট সিলেবাসে।
✅ পরীক্ষার ৭২ ঘন্টার ভিতর রেজাল্ট প্রকাশিত হবে।
✅ রেজাল্টের পর ৩৫+ প্রাপ্ত সবাই চূড়ান্ত আবেদন করতে হবে।
✅ চূড়ান্ত আবেদনের জন্য কলেজ প্রতি আলদা ফি দিতে হবে।
👉 জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রশ্ন হবে এইচএসসির বই থেকে ।
❤33😨3🤩1
একবার ভূমিকম্প হওয়ার পর ১৫-২০ মিনিটের মধ্যে আবার হওয়ার সম্ভাবনা থাকে,যেটাকে Aftershock বলে।
সবাই সাবধানে থাকবেন
সবাই সাবধানে থাকবেন
😢119😨13🥰4⚡2❤2🔥2
ভূমিকম্পে পুরান ঢাকার কসাইটুলি (আহমেদ বাওয়ানী স্কুলের পাশে) বিল্ডিংয়ের রেলিং উপরে পড়ে ৩জন স্পট ডেড।
😢72😭20❤1
কিছুদিন আগে সেমিস্টারের একটা প্রশ্ন ছিলো, Why are Dhaka,Chattogram & Sylhet considered as a high risk cities for Bangladesh?
তখন লিখতে গিয়ে নিজেরই হাত কাপছিলো এই ভেবে যে, আসলে বড় কোনো ভূমিকম্প হলে কি হবে শহরগুলোর।
আজ ৫.২ মাত্রার ভূমিকম্পে ইতিমধ্যে ৪/৫ জনের মৃত্যুর খবর পেলাম।
এদেশের বড় বড় শহরে যে পরিমান ঘনবসতি হয়েছে তার উপর বিল্ডিং কোর্ড ঠিক ভাবে মানাই হয়না কোথাও!
আল্লাহ রহম করুক আমাদের উপর
© Tahmim
তখন লিখতে গিয়ে নিজেরই হাত কাপছিলো এই ভেবে যে, আসলে বড় কোনো ভূমিকম্প হলে কি হবে শহরগুলোর।
আজ ৫.২ মাত্রার ভূমিকম্পে ইতিমধ্যে ৪/৫ জনের মৃত্যুর খবর পেলাম।
এদেশের বড় বড় শহরে যে পরিমান ঘনবসতি হয়েছে তার উপর বিল্ডিং কোর্ড ঠিক ভাবে মানাই হয়না কোথাও!
আল্লাহ রহম করুক আমাদের উপর
© Tahmim
😢93❤11😍3
ভূপৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার গভীরতায় মধুপুর ফল্ট লাইনের সন্নিকটে সৃষ্টি হওয়া ৫.৭ মাত্রার ভূমিকম্পটি ১৮ সেকেন্ড স্থায়ীত্ব পায়। তাতেই পুরো দেশ আতংকিত। তবে সম্ভবত এই ভূমুকম্পটি ভূমিকম্পের স্বাভাবিক ব্যাকরণ না মেনে যেখানে কোন ফল্ট লাইন নেই সেখানেই কেন্দ্র বানিয়ে নিয়েছে।
😭83😢32😨10❤4💔2⚡1🥰1