News Zone – Telegram
27.4K subscribers
3.35K photos
119 videos
212 files
1.83K links
Download Telegram
😱42🔥15💔43💯3👏1😭1
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সার্কুলার প্রকাশিত ...

আবেদনের যোগ্যতা কমানো হয়েছে .....

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সকল তথ্য🎯
আবেদন - ২৩ নভেম্বর - ৩১ ডিসেম্বর
আবেদন ফি - ১০০০ টাকা।
সিলেকশন নেই।
বিভাগ পরিবর্তন নেই৷
বিষয়ভিত্তিক পাস নেই৷
পাস নাম্বার - ৩৫
নেগেটিভ মার্কস নেই ।
পরীক্ষার তারিখ: জানুয়ারি ( তারিখ নোটিশ দিয়ে পরে জানাবে )
পরীক্ষা হবে এইচএসসি ২০২৫ এর শর্ট সিলেবাসে।
পরীক্ষার ৭২ ঘন্টার ভিতর রেজাল্ট প্রকাশিত হবে।
রেজাল্টের পর ৩৫+ প্রাপ্ত সবাই চূড়ান্ত আবেদন করতে হবে।
চূড়ান্ত আবেদনের জন্য কলেজ প্রতি আলদা ফি দিতে হবে।

👉 জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রশ্ন হবে এইচএসসির বই থেকে ।
33😨3🤩1
😢90💔8😱5😍31
মৃদু ভূমিকম্প অনুভূত সারা বাংলাদেশে
😢11333
একবার ভূমিকম্প হওয়ার পর ১৫-২০ মিনিটের মধ্যে আবার হওয়ার সম্ভাবনা থাকে,যেটাকে Aftershock বলে।

সবাই সাবধানে থাকবেন
😢119😨13🥰422🔥2
ভূমিকম্পে পুরান ঢাকার কসাইটুলি (আহমেদ বাওয়ানী স্কুলের পাশে) বিল্ডিংয়ের রেলিং উপরে পড়ে ৩জন স্পট ডেড।
😢72😭201
😢76💔10😭8
কিছুদিন আগে সেমিস্টারের একটা প্রশ্ন ছিলো, Why are Dhaka,Chattogram & Sylhet considered as a high risk cities for Bangladesh?
তখন লিখতে গিয়ে নিজেরই হাত কাপছিলো এই ভেবে যে, আসলে বড় কোনো ভূমিকম্প হলে কি হবে শহরগুলোর।

আজ ৫.২ মাত্রার ভূমিকম্পে ইতিমধ্যে ৪/৫ জনের মৃত্যুর খবর পেলাম।

এদেশের বড় বড় শহরে যে পরিমান ঘনবসতি হয়েছে তার উপর বিল্ডিং কোর্ড ঠিক ভাবে মানাই হয়না কোথাও!

আল্লাহ রহম করুক আমাদের উপর

© Tahmim
😢9311😍3
ভূপৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার গভীরতায় মধুপুর ফল্ট লাইনের সন্নিকটে সৃষ্টি হওয়া ৫.৭ মাত্রার ভূমিকম্পটি ১৮ সেকেন্ড স্থায়ীত্ব পায়। তাতেই পুরো দেশ আতংকিত। তবে সম্ভবত এই ভূমুকম্পটি ভূমিকম্পের স্বাভাবিক ব্যাকরণ না মেনে যেখানে কোন ফল্ট লাইন নেই সেখানেই কেন্দ্র বানিয়ে নিয়েছে।
😭83😢32😨104💔21🥰1
বোর্ড চ্যালেঞ্জের পর যাদের রেজাল্ট পরিবর্তিত হয়েছে তাদের মেডিকেল ভর্তি পরীক্ষার আবেদন সম্পন্ন হয়ে থাকলে  নতুন মার্কশিট সহ একটি আবেদনপত্র স্বাস্থ্য অধিদপ্তরের মহাখালী অফিসে জমা দিতে হবে।

তারা যাচাই করে আবেদন ঠিক করে দিবেন।অটো চেঞ্জ হবে না রেজাল্ট।
47😨13😢6❤‍🔥2🔥2
ঢাকায় ১ সেকেন্ডের ব্যবধাবে একই সাথে দুটো ভূমিকম্প হয়েছে; যার একটার উৎপত্তিস্থল ঢাকার বাড্ডায় (মাত্রা ৩.৭) আর একটির উৎপত্তিস্থল নরসিংদী (মাত্রা ৪.৩)
😢130😭34😱228🔥1
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা যথাসময়ে অনুষ্ঠিত হবে; একাডেমিক কার্যক্রম বন্ধ, প্রশাসনিক কার্যক্রম চলমান থাকবে আর ভর্তি পরীক্ষা প্রশাসনিক কার্যক্রমের অন্তর্ভুক্ত
😢41👏12💔74🥰3🔥2😍2❤‍🔥1
কৃষি গুচ্ছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে এবার আসন কমেছে ১১০ টি
😢34💔14👌2😍1
চবি'র সার্কুলারে ব্যাপক পরিবর্তন- A ইউনিটে ইংরেজিতেই থাকবে ২৫ নম্বর, বাংলা বাদ।
🔥68😢15🆒86😍5👏4🎉2🤗21
আপডেট:

🟢 চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড টাইমার ও এবার ইম্প্রুভ যারা দিয়েছে তাদের ৩ মার্ক কাটা যাবে।

🟣 কৃষি গুচ্ছে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে আসন বেড়েছে ৭৫ টি।

🔵 কৃষি গুচ্ছের পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এবার আসন বেড়েছে ২৯ টি
48😭31👌7😍3💔2🔥1😱1
🫡134😱80😭28😨2118👏8🔥6🤩5🏆4🎉3👌3
মেডিকেল ভর্তি পরীক্ষায় মোট আবেদন ১ লাখ ২২ হাজার ৬৩২টি।

আবেদনে ছেলেদের তুলনায় এগিয়ে মেয়েরা।

সরকারি মেডিকেল কলেজগুলোতে আসন সংখ্যা ৫,৬৪৫; যার মধ্যে এমবিবিএস ৫,১০০ এবং বিডিএস ৫৪৫


©ANC
🔥274🎉3
◻️JU Update
29😢12🔥7🕊1🆒1
মহান বিজয় দিবসের শুভেচ্ছা
104❤‍🔥16💔4😨4🥰2😍2🫡2🎉1💯1🏆1