News Zone – Telegram
27.4K subscribers
3.35K photos
119 videos
212 files
1.83K links
Download Telegram
ভূপৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার গভীরতায় মধুপুর ফল্ট লাইনের সন্নিকটে সৃষ্টি হওয়া ৫.৭ মাত্রার ভূমিকম্পটি ১৮ সেকেন্ড স্থায়ীত্ব পায়। তাতেই পুরো দেশ আতংকিত। তবে সম্ভবত এই ভূমুকম্পটি ভূমিকম্পের স্বাভাবিক ব্যাকরণ না মেনে যেখানে কোন ফল্ট লাইন নেই সেখানেই কেন্দ্র বানিয়ে নিয়েছে।
😭83😢32😨104💔21🥰1
বোর্ড চ্যালেঞ্জের পর যাদের রেজাল্ট পরিবর্তিত হয়েছে তাদের মেডিকেল ভর্তি পরীক্ষার আবেদন সম্পন্ন হয়ে থাকলে  নতুন মার্কশিট সহ একটি আবেদনপত্র স্বাস্থ্য অধিদপ্তরের মহাখালী অফিসে জমা দিতে হবে।

তারা যাচাই করে আবেদন ঠিক করে দিবেন।অটো চেঞ্জ হবে না রেজাল্ট।
47😨13😢6❤‍🔥2🔥2
ঢাকায় ১ সেকেন্ডের ব্যবধাবে একই সাথে দুটো ভূমিকম্প হয়েছে; যার একটার উৎপত্তিস্থল ঢাকার বাড্ডায় (মাত্রা ৩.৭) আর একটির উৎপত্তিস্থল নরসিংদী (মাত্রা ৪.৩)
😢130😭34😱228🔥1
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা যথাসময়ে অনুষ্ঠিত হবে; একাডেমিক কার্যক্রম বন্ধ, প্রশাসনিক কার্যক্রম চলমান থাকবে আর ভর্তি পরীক্ষা প্রশাসনিক কার্যক্রমের অন্তর্ভুক্ত
😢41👏12💔74🥰3🔥2😍2❤‍🔥1
কৃষি গুচ্ছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে এবার আসন কমেছে ১১০ টি
😢34💔14👌2😍1
চবি'র সার্কুলারে ব্যাপক পরিবর্তন- A ইউনিটে ইংরেজিতেই থাকবে ২৫ নম্বর, বাংলা বাদ।
🔥68😢15🆒86😍5👏4🎉2🤗21
আপডেট:

🟢 চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড টাইমার ও এবার ইম্প্রুভ যারা দিয়েছে তাদের ৩ মার্ক কাটা যাবে।

🟣 কৃষি গুচ্ছে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে আসন বেড়েছে ৭৫ টি।

🔵 কৃষি গুচ্ছের পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এবার আসন বেড়েছে ২৯ টি
48😭31👌7😍3💔2🔥1😱1
🫡134😱80😭28😨2118👏8🔥6🤩5🏆4🎉3👌3
মেডিকেল ভর্তি পরীক্ষায় মোট আবেদন ১ লাখ ২২ হাজার ৬৩২টি।

আবেদনে ছেলেদের তুলনায় এগিয়ে মেয়েরা।

সরকারি মেডিকেল কলেজগুলোতে আসন সংখ্যা ৫,৬৪৫; যার মধ্যে এমবিবিএস ৫,১০০ এবং বিডিএস ৫৪৫


©ANC
🔥274🎉3
◻️JU Update
29😢12🔥7🕊1🆒1
মহান বিজয় দিবসের শুভেচ্ছা
104❤‍🔥16💔4😨4🥰2😍2🫡2🎉1💯1🏆1
আমরা আরেকজন বিপ্লবীকে হারালাম। হাদি!!!

সূত্র : ইনকিলাব মঞ্চ
😭215😢58💔185
আগামীকালকের ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা স্থগিত করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমেদ ডিইউ নিউজকে এই তথ্য নিশ্চিত করেছেন।


Follow NewsZone: Click Here
69😱10😨10😢4👌3🔥1🤗1
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ইউনিটের স্থগিতকৃত পরীক্ষা ২৭ ডিসেম্বর দুপুর ৩:৩০ টায় অনুষ্ঠিত হবে। রাতের মধ্যেই বিজ্ঞপ্তি আসবে।

- অধ্যাপক ড. আবদুস সালাম
😢36👌1815
GST তে আবেদন এর সময়সীমা বাড়ানো হয়েছে ৩০ ডিসেম্বর পর্যন্ত

সূত্র : ওয়েবসাইট
👏30❤‍🔥258👌6
চলতি বছরে হচ্ছে না কোনো ভর্তি পরীক্ষা। আগামী বছরের জানুয়ারি মাস থেকে অনুষ্ঠিত হবে বাকি পরীক্ষাগুলো🥱নতুন বছর শুরু হওয়ার আগেই সবার জন্য দোয়া ও শুভকামনা।
😍79🤩29😭27🫡27🕊11👏8🤗7💔6😨6😱5🤝4