News Zone – Telegram
27.4K subscribers
3.35K photos
119 videos
212 files
1.83K links
Download Telegram
HSC-22: MIST

আজ থেকে ভর্তি আবেদন শুরু হচ্ছে। আবেদন করা যাবে ২ মার্চ পর্যন্ত। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৮ মার্চ।

- পাঠশালা বার্তা 
36🔥1😢1
প্রকৌশল গুচ্ছ আপডেটঃ

প্রকৌশল গুচ্ছের এবারের নেতৃত্বে থাকবে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(রুয়েট)।পরীক্ষার তারিখ নির্ধারণে আজই বৈঠকে বসবে তিন প্রকৌশল গুচ্ছ।
🔥35😢7🥰3🤔1🎉1
গুচ্ছে জাবি আসার বিষয়টা এখনো চূড়ান্ত নয়।
তাই গুজবে কান দিবে না
👏32🤔53🔥3🤯2
JU Update:


জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আগের নিয়মেই স্বতন্ত্র পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নিবে।পরীক্ষা হবে জুনের প্রথম সপ্তাহে।ভর্তি পরীক্ষা হবে জাবি ক্যাম্পাসেই।

তথ্যসুত্র  : আবু হাসান স্যার ,ডেপুটি রেজিস্টার,জাবি।
🔥6019🥰5👏3🤯2😢2🤔1
গুচ্ছ ভর্তি পরীক্ষায় থাকছে যবিপ্রবি

- TDC
49🔥7🤔4🥰3🤯3
প্রকৌশল গুচ্ছ আপডেটঃ
দেশের তিনটি প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমন্বিত ভর্তি পরীক্ষা মে অথবা জুন মাসে আয়োজনের প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে ভর্তি পরীক্ষা আয়োজক কমিটি। চলতি সপ্তাহে আরেকটি সভা করে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ভর্তি পরীক্ষা আয়োজক কমিটি।
15🤯4🔥2🥰2😢2
রাবির (২০২২-২০২৩) শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা

👉পরীক্ষা পদ্ধতি : MCQ
👉Total Marks : ১০০ নম্বর
👉প্রশ্ন সংখ্যা : ৮০ টি
👉নেগেটিভ মার্ক ০.২৫
👉প্রতিটি প্রশ্নের মান ১.২৫
👉চার শিফটের জন্য মোট আসন চার ভাগে ভাগ হবে।
👉পাশ মার্ক ৪০

😍আসন সংখ্যা👇

🥰এ ইউনিট মোটঃ ১৯০২।
➡️মানবিক ও সাবজেক্ট কোটায় ৪৮২
➡️বাকি ১৪২০ আসনে সবাই সমান মানে যে পরীক্ষায় ভালো করবে সে চান্স পাবে।
এখানে আলাদা করে কারো আসন থাকবে না।

🥰বি ইউনিটে মোট ৫৬০ টি
➡️মানবিক ২০ টি বিজ্ঞানের ৮৫ টি
➡️বাকি ৪৫৫ টি বাণিজ্য বিভাগের জন্য।

🥰সি ইউনিটে মোট ১৫৫৮ টি
➡️মানবিক ও বাণিজ্যের জন্য ৪৮ টি
➡️বাকি আসন বিজ্ঞানের জন্য।

💢মানবিক ও বাণিজ্যের জন্য সাধারণ জ্ঞান / ভূগোল / মনোবিজ্ঞান বিষয়ে পড়তে পারবে।

💢মানবন্টন👇

🔯এ ইউনিট [সবার জন্য]
✍️বাংলা ৩৫
✍️ইংরেজি ৩৫
✍️সাধারণ জ্ঞান ৩০

🔯বি ইউনিট [বাণিজ্যের জন্য ]
✍️বাংলা ১০
✍️ইংরেজি ২৫
✍️একাউন্টটিং ২৫
✍️ম্যাণেজম্যান্ট ২৫
✍️আইসিটি ১৫

✡️মানবিক ও বিজ্ঞানের জন্য
✍️বাংলা ২০
✍️ইংরেজি ৩০
✍️জিকে ২৫
✍️আইসিটি ২৫

✡️সি ইউনিট [ বিজ্ঞানের জন্য ]
✍️পদার্থ -৩১.২৫
✍️রসায়ন- ৩১.২৫
✍️আইসিটি -৬.২৫
✍️গণিত/জীববিজ্ঞান, গণিত+জীববিজ্ঞান- ৩১.২৫

✡️মানবিক ও বাণিজ্যের জন্য
✍️বাংলা - ৩১.২৫
✍️ইংরেজি -৩১.২৫
✍️জিকে - ৩৭.৫০

সেকেন্ড টাইম পরীক্ষা দিতে পারবেন।


সবার জন্য  শুভ কামনা রইল।

#collected
82🥰15🔥6👏6🤩1
BUP

২২ ফেব্রুয়ারি সমাবর্তন BUP এর।
তাই সমাবর্তনের আগে BUP এর ভর্তি বিষয়ে কোনো আপডেট না আসার সম্ভাবনা বেশি
36👏12🔥4🥰3🤔1🤩1
📌 গত বছরের এডমিশন সিলেবাসের সংক্ষিপ্ত পরীসংখ্যান (এইচ.এস.সি.-২১ এর)


✓DU - short (85%)
✓RU - short ( 85%)
✓JU - short (95%)
✓CU - full Syllabus ⚠️⚠️
✓Medical - short (80%)
✓Dental - short (85%)
✓AFMC - Short (80%)
✓BUP - Short (80%)
✓MIST - Short ( 100%)
✓Maritime - Short ( 80%)
✓Nursing - Short ( 90%)
✓BUET - Short (85%)
✓CKRUET - Short ( 85%)
✓BUTex - Short (80%)
✓Agri - Short (70%)

✓GST –
Phy - 78%
Che - 80%
Math - 52%
Bio - 60%
Ban- 59%
Eng - 59%
(Over all 64-65 % short syllabus A unit)



[Information by: Baki Billha Siam]
44😢35🔥5🤯5🤩3🥰1
News Zone
📌 গত বছরের এডমিশন সিলেবাসের সংক্ষিপ্ত পরীসংখ্যান (এইচ.এস.সি.-২১ এর) ✓DU - short (85%) ✓RU - short ( 85%) ✓JU - short (95%) ✓CU - full Syllabus ⚠️⚠️ ✓Medical - short (80%) ✓Dental - short (85%) ✓AFMC - Short (80%) ✓BUP - Short (80%) ✓MIST - Short ( 100%)…
অনেকে Sad React দিচ্ছো।
কিন্তুু কেন?🙂

তোমাকে কি ভর্তি পরীক্ষায় ১০০ তে ১০০ পেতে হবে?
হবে না তো!

আর এই শর্ট সিলেবাসের বাইরে যেগুলো আসছে সেখানে তো Previous year Question ও থাকবে এটাই স্বাভাবিক।

এটা শুধুমাত্র একটি নমুনা মাত্র দেওয়া হয়েছে।

তুমি নিজেকে নিজেই যদি Demotivate করো সেখানে পৃথিবীর কেউ তোমাকে motivate করতে পারবে কিনা,আমার তা জানা নেই।
117🔥7👏5🎉1🤩1
#বেসরকারি_মেডিকেল_কলেজের_নতুন_খরচ_তালিকাঃ


বেসরকারি মেডিকেল কলেজে ভর্তি ফি ও অন্যান্য ফি পরিবর্তন করা হয়েছে।

এবার বেসরকারি মেডিকেল কলেজে একজন ভর্তি হলে পাঁচ বছরে তার যেসব খরচ হবে তার একটা তালিকা দেয়া হলো।

ভর্তি ফি ১৯৪৪০০০
ইন্টার্নি ফি -১৮০০০০
টিউশন ফি পাঁচ বছরে (৬০×১০০০০) ৬০০০০০
চারটি প্রফেশনাল পরীক্ষার ফি আনুমানিক (১৫০০০×৪) ৬০ হাজার

হোস্টেল+ খাবার খরচ (৬০×১০০০০) ৬০০০০০

বই খাতা ও আনুষঙ্গিক ১০০০০০

+ ব্যক্তিগত খরচ

মোটঃ-৩৪৮৪০০০(চৌত্রিশ লক্ষ চৌরাশি হাজার টাকা)
(নূন্যতম খরচ এটা,পাঁচ বছরের)
বেশীর মেডিকেলেই ভর্তি ও ইন্টার্নি ফি, ভর্তির সময় একসাথে দিতে হয়।মানে ভর্তি সময় দিতে হবে- ২১২৪০০০( একুশ লক্ষ চব্বিশ হাজার)


এমতাবস্থায় অনেকে বলবে কিরগিস্থান চলে যেতে।কিন্তু আমি বলব তাতে আরো বিপদ। ডলারের দাম যে হাড়ে বাড়ছে সেখানেও শান্তি নাই। কম নয় বরং বাংলাদেশের সমান বা বেশি ই লাগবে সব মিলিয়ে।

#Collected
😢92🤯29🔥5👏2🥰1🤔1🎉1🤩1
আজ দুপুর পর্যন্ত মেডিকেলের ভর্তি আবেদন ১ লাখ ৩০ হাজার ছাড়িয়েছে, আবেদন শেষ হবে ২৩ ফেব্রুয়ারি

-TDC
🤯52😢20👏12
গতবছর মেডিকেল ভর্তি পরীক্ষায় আবেদন করে ১ লাখ ৪৩ হাজার ৯১৫ জন পরীক্ষার্থী।
👏18🤯12😢6🔥53
চেতনার পরতে পরতে শাশ্বত প্রতীক হয়ে
প্রেরণার শানিত তলোয়ার রাঙা হৃদয়ে
বেহালার সুর হয়ে যুগ হতে যুগান্তরে
একুশের রক্তবীজ বসন্তে ফোঁটা-ফুলে
নিপুনতার স্পর্শে গড়েছে শহীদ মিনার।
89🥰4🔥3👏2🤩1
আবেদনের সময়সীমা রিমাইন্ডার (ফেব্রুয়ারি)


আবেদন শেষ:-

মেডিকেল - ২৩ ফেব্রুয়ারি
আর্মড ফোর্সেস মেডিকেল - ২৩ ফেব্রুয়ারি

আবেদন শুরু:-

ঢাকা বিশ্ববিদ্যালয় - ২৭ ফেব্রুয়ারি

এছাড়াও MIST এর ভর্তি আবেদন চলমান, যা ২ মার্চ শেষ হবে।
24🔥6
2023-02-20-13-23-c199726416e9258f8683ea253b2bb94c.pdf
314.3 KB
প্রাইভেট মেডিকেলে নূন্যতম ভর্তি ফি ১৯ লক্ষ ৪৪ হাজার টাকা নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি
😢30🤯7🔥5👏5
HSC-22: MBBS

মেডিকেল ভর্তি পরীক্ষার আবেদনের সময় হাতে আছে মাত্র ২ দিন। ২৩ ফেব্রুয়ারি আবেদন শেষ হবে। ভর্তি পরীক্ষা ১০ মার্চ অনুষ্ঠিত হবে।

- পাঠশালা বার্তা
33😢13
HSC-22: AFMC

আর্মড ফোর্সেস মেডিকেল কলেজের ভর্তি আবেদন শেষ হবে ২৩ ফেব্রুয়ারি। ৬ টি কেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ১১ মার্চ।

- পাঠশালা বার্তা
34😢8🔥5
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক ইউনিটের আসন সংখ্যা (২০২২-২৩)
28🔥7
HSC:22

বিইউপির ভর্তি পরীক্ষা ২৪ ও ২৫ মার্চ, আবেদন শুরু আগামীকাল থেকে, চলবে ১৫ মার্চ পর্যন্ত
26