News Zone – Telegram
27.4K subscribers
3.35K photos
119 videos
212 files
1.83K links
Download Telegram
BUP

২২ ফেব্রুয়ারি সমাবর্তন BUP এর।
তাই সমাবর্তনের আগে BUP এর ভর্তি বিষয়ে কোনো আপডেট না আসার সম্ভাবনা বেশি
36👏12🔥4🥰3🤔1🤩1
📌 গত বছরের এডমিশন সিলেবাসের সংক্ষিপ্ত পরীসংখ্যান (এইচ.এস.সি.-২১ এর)


✓DU - short (85%)
✓RU - short ( 85%)
✓JU - short (95%)
✓CU - full Syllabus ⚠️⚠️
✓Medical - short (80%)
✓Dental - short (85%)
✓AFMC - Short (80%)
✓BUP - Short (80%)
✓MIST - Short ( 100%)
✓Maritime - Short ( 80%)
✓Nursing - Short ( 90%)
✓BUET - Short (85%)
✓CKRUET - Short ( 85%)
✓BUTex - Short (80%)
✓Agri - Short (70%)

✓GST –
Phy - 78%
Che - 80%
Math - 52%
Bio - 60%
Ban- 59%
Eng - 59%
(Over all 64-65 % short syllabus A unit)



[Information by: Baki Billha Siam]
44😢35🔥5🤯5🤩3🥰1
News Zone
📌 গত বছরের এডমিশন সিলেবাসের সংক্ষিপ্ত পরীসংখ্যান (এইচ.এস.সি.-২১ এর) ✓DU - short (85%) ✓RU - short ( 85%) ✓JU - short (95%) ✓CU - full Syllabus ⚠️⚠️ ✓Medical - short (80%) ✓Dental - short (85%) ✓AFMC - Short (80%) ✓BUP - Short (80%) ✓MIST - Short ( 100%)…
অনেকে Sad React দিচ্ছো।
কিন্তুু কেন?🙂

তোমাকে কি ভর্তি পরীক্ষায় ১০০ তে ১০০ পেতে হবে?
হবে না তো!

আর এই শর্ট সিলেবাসের বাইরে যেগুলো আসছে সেখানে তো Previous year Question ও থাকবে এটাই স্বাভাবিক।

এটা শুধুমাত্র একটি নমুনা মাত্র দেওয়া হয়েছে।

তুমি নিজেকে নিজেই যদি Demotivate করো সেখানে পৃথিবীর কেউ তোমাকে motivate করতে পারবে কিনা,আমার তা জানা নেই।
117🔥7👏5🎉1🤩1
#বেসরকারি_মেডিকেল_কলেজের_নতুন_খরচ_তালিকাঃ


বেসরকারি মেডিকেল কলেজে ভর্তি ফি ও অন্যান্য ফি পরিবর্তন করা হয়েছে।

এবার বেসরকারি মেডিকেল কলেজে একজন ভর্তি হলে পাঁচ বছরে তার যেসব খরচ হবে তার একটা তালিকা দেয়া হলো।

ভর্তি ফি ১৯৪৪০০০
ইন্টার্নি ফি -১৮০০০০
টিউশন ফি পাঁচ বছরে (৬০×১০০০০) ৬০০০০০
চারটি প্রফেশনাল পরীক্ষার ফি আনুমানিক (১৫০০০×৪) ৬০ হাজার

হোস্টেল+ খাবার খরচ (৬০×১০০০০) ৬০০০০০

বই খাতা ও আনুষঙ্গিক ১০০০০০

+ ব্যক্তিগত খরচ

মোটঃ-৩৪৮৪০০০(চৌত্রিশ লক্ষ চৌরাশি হাজার টাকা)
(নূন্যতম খরচ এটা,পাঁচ বছরের)
বেশীর মেডিকেলেই ভর্তি ও ইন্টার্নি ফি, ভর্তির সময় একসাথে দিতে হয়।মানে ভর্তি সময় দিতে হবে- ২১২৪০০০( একুশ লক্ষ চব্বিশ হাজার)


এমতাবস্থায় অনেকে বলবে কিরগিস্থান চলে যেতে।কিন্তু আমি বলব তাতে আরো বিপদ। ডলারের দাম যে হাড়ে বাড়ছে সেখানেও শান্তি নাই। কম নয় বরং বাংলাদেশের সমান বা বেশি ই লাগবে সব মিলিয়ে।

#Collected
😢92🤯29🔥5👏2🥰1🤔1🎉1🤩1
আজ দুপুর পর্যন্ত মেডিকেলের ভর্তি আবেদন ১ লাখ ৩০ হাজার ছাড়িয়েছে, আবেদন শেষ হবে ২৩ ফেব্রুয়ারি

-TDC
🤯52😢20👏12
গতবছর মেডিকেল ভর্তি পরীক্ষায় আবেদন করে ১ লাখ ৪৩ হাজার ৯১৫ জন পরীক্ষার্থী।
👏18🤯12😢6🔥53
চেতনার পরতে পরতে শাশ্বত প্রতীক হয়ে
প্রেরণার শানিত তলোয়ার রাঙা হৃদয়ে
বেহালার সুর হয়ে যুগ হতে যুগান্তরে
একুশের রক্তবীজ বসন্তে ফোঁটা-ফুলে
নিপুনতার স্পর্শে গড়েছে শহীদ মিনার।
89🥰4🔥3👏2🤩1
আবেদনের সময়সীমা রিমাইন্ডার (ফেব্রুয়ারি)


আবেদন শেষ:-

মেডিকেল - ২৩ ফেব্রুয়ারি
আর্মড ফোর্সেস মেডিকেল - ২৩ ফেব্রুয়ারি

আবেদন শুরু:-

ঢাকা বিশ্ববিদ্যালয় - ২৭ ফেব্রুয়ারি

এছাড়াও MIST এর ভর্তি আবেদন চলমান, যা ২ মার্চ শেষ হবে।
24🔥6
2023-02-20-13-23-c199726416e9258f8683ea253b2bb94c.pdf
314.3 KB
প্রাইভেট মেডিকেলে নূন্যতম ভর্তি ফি ১৯ লক্ষ ৪৪ হাজার টাকা নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি
😢30🤯7🔥5👏5
HSC-22: MBBS

মেডিকেল ভর্তি পরীক্ষার আবেদনের সময় হাতে আছে মাত্র ২ দিন। ২৩ ফেব্রুয়ারি আবেদন শেষ হবে। ভর্তি পরীক্ষা ১০ মার্চ অনুষ্ঠিত হবে।

- পাঠশালা বার্তা
33😢13
HSC-22: AFMC

আর্মড ফোর্সেস মেডিকেল কলেজের ভর্তি আবেদন শেষ হবে ২৩ ফেব্রুয়ারি। ৬ টি কেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ১১ মার্চ।

- পাঠশালা বার্তা
34😢8🔥5
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক ইউনিটের আসন সংখ্যা (২০২২-২৩)
28🔥7
HSC:22

বিইউপির ভর্তি পরীক্ষা ২৪ ও ২৫ মার্চ, আবেদন শুরু আগামীকাল থেকে, চলবে ১৫ মার্চ পর্যন্ত
26
বিইউপির পূর্ণাঙ্গ সার্কুলার (২০২২-২৩)
11🔥6
Hsc-22

বিইউপির চার বছরে খরচ (অনুষদ-ইউনিটভিত্তিক)

FASS - ১ লাখ ৫১ হাজার - ১ লাখ ৫৮ হাজার টাকা
FBS - ১ লাখ ৫৩ হাজার - ১ লাখ ৫৫ হাজার টাকা
FST - ১ লাখ ৭৭ হাজার - ১ লাখ ৮৫ হাজার টাকা
FSSS - ১ লাখ ৫৩ হাজার টাকা

চার বছরের প্রতি সেমিস্টারে গড় সেমিস্টার ফি - ১৯০০০ টাকা
27