News Zone – Telegram
27.4K subscribers
3.35K photos
119 videos
212 files
1.83K links
Download Telegram
২০২২-২০২৩ খ্রি: শিক্ষাবর্ষ এমবিবিএস ভর্তি পরীক্ষা সংক্রান্ত নির্দেশনা
31🎉8🔥4🥰4😢4
🔥ICC Women's T20 World Cup 2024 will be held in Bangladesh after 10 years (2014)🏏🇧🇩🏆

Bangladesh will directly qualify as a host
💥 #WT20WC24
🔥6822🤩10👏3🥰2🤯2🎉2😢1
BKash, a Mobile Financial Service established by Kamal Quadir, has become the first and only unicorn in Bangladesh with a valuation of $2 billion. Its achievement was highlighted by Rest of the World, a platform that specializes in tech success stories. The company has secured almost $400 million in venture capital (VC money) thus far.

Mobile Financial Services started in 2011 through Dutch Bangla Bank; Today, Bkash from Brac Bank has surpassed all Mobile Financial Services in the country. Overall, people are more likely to rely on MFS than ever, indicating that we are moving forward to digital transactions each day.

- Stories with Arif
🔥7018🤯7👏4🤔4😢3🎉2🤩2
Below 3 CGPA to Google

ব্যবসায় শিক্ষা বিষয়ে পড়াশোনা করে বিশ্বসেরা বহুজাতিক কোম্পানি
'গুগল' এর টেকনিক্যাল রিক্রুইটার হিসেবে বর্তমানে কর্মরত রয়েছেন বাংলাদেশী আহাবারা জাহান আলমা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইন্সটিটিউট থেকে পড়াশোনা করেছেন তিনি।

©Short Stories
🔥5534🤯13👏6😢2🤩2🥰1🎉1
ব্রেকিংঃ
২২-২৩ শিক্ষাবর্ষের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সার্কুলার প্রকাশিত!!
🥰14🔥6
🔥21😢74🤯4
Ist.-Admission-Notice_2022-2023.pdf
208.7 KB
HSC-22

RU Admission Notice
21🔥5🤯3😢3
HSC-22

২০২২-২০২৩ শিক্ষবর্ষে যে সকল বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড টাইম পরিক্ষা দেওয়া যাবে-

১৷ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (JU)
২। রাজশাহী বিশ্ববিদ্যালয় (RU)
৩। সকল মেডিকেল কলেজ।
৪। ডেন্টাল কলেজ।
৫। সকল কৃষি বিশ্ববিদ্যালয়।
৬। বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (BUP)
৭।মিলিটারি ইনস্টিটিউট অব সাইন্স এন্ড টেকনোলজি (MIST)
৮। গুচ্ছ অধিভুক্ত ২২ বিশ্ববিদ্যালয় (GST)
৯। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটি (BSMRMU)
১০। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন অ্যান্ড এরোস্পেস ইউনিভার্সিটি (BSMRAAU)
১১।বুটেক্স অধিভুক্ত কলেজসমূহ।
107😢8🤩7🥰6👏3🔥2🤔2
Off topic ⁉️

ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত কয়েকজন ছোট ভাই কুয়াকাটা ঘুরে ঢাকা ফেরার পথে ঢাকার চানখারপুল এলাকায় একজনের একটি IPhone 7+ হারিয়ে যায়। ফোনে ৩% চার্জ ছিল। ফোনটি চার্জ শেষে বন্ধ হয়ে যায়। হারানো ফোনে ওই ছেলের মৃত পিতার ফটোসহ অনেক স্মৃতি ও প্রয়োজনীয় অনেক ডকুমেন্টস ছিল।
যিনি ফোনটি পান তিনি পেশায় ঢাকা সিটিতে চলাচলকারী দিশারী বাসের একজন হেলপার, নাম আল-আমিন। তিনি নিজের বুদ্ধিমত্তায় বন্ধ ফোন হতে সিম খুলে অন্য মোবাইলে লাগিয়ে সেখানে প্রাপ্ত কন্টাক্ট নম্বরে ফোন দিয়ে বিস্তারিত বলে ফোন নিয়ে যেতে বলেন। ছোট ভাই Shariful Alam গিয়ে ফোনটি নিয়ে তাকে ২০০০ টাকা দিতে চান। আল-আমিন কিছুতেই টাকা নেন নি। ফোন ফেরত দিতে পেরে তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন। মহান মনের মানুষ তিনি।
কোটিপতি হয়েও অনেকে যা না করে একজন সাধারণ মানুষ হিসাবে আল-আমিন এর নৈতিকতা অনেক কিছু শিক্ষা দেয়।

#Salute
338🥰38👏13🔥10🎉4🤩4
HSC-22

JU

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০২২-২৩ সেশন থেকে নতুন সাবজেক্ট শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট (IER) চালু হচ্ছে
👏4937🔥7🎉3🤩3
০৭ই মার্চ থেকে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করতে পারবে শিক্ষার্থীরা।

সূত্র:
স্বাস্থ্য অধিদপ্তর
58🔥22😢8🤯7🥰5👏1🎉1
HSC-22

GST

মার্চের মধ্যেই গুচ্ছ ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশের আশা আছে।
- উপাচার্য,বশেমুরডিবি
🤩40😢3118🤯10🤔5👏4🥰2🎉2
HSC-22

Agri

২০২২-২৩ শিক্ষাবর্ষের কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণে এবং দায়িত্বভার অর্পণে চলতি মাসে একটি বৈঠক অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে
69🔥12🤯8
HSC-22

RU+ BUP + MIST + BUET + DU


🔷রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাথমিক আবেদন শুরু হবে ১৫ মার্চ থেকে এবং
২৭ মার্চ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাথমিক আবেদন শেষ হবে।

🔶বিইউপির ভর্তি আবেদন শেষ হবে ১৫ মার্চ এবং
১৮ মার্চ বিইউপির শর্টলিস্ট প্রকাশিত হবে

💠মিলিটারি ইন্সটিটিউট অব সায়েন্স এন্ড টেকনোলজির শর্ট লিস্ট প্রকাশিত হবে ৯ মার্চ। ভর্তি পরীক্ষা ১৮ মার্চ অনুষ্ঠিত হবে।



🔳 বুয়েটের ভর্তি আবেদন শেষ হবে ১২ মার্চ; আবেদন ফি জমা দেয়া যাবে ১৩ মার্চ পর্যন্ত। প্রাথমিক আবেদন ফি ৪০০ টাকা।

🔺ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদন শেষ হবে ২০ মার্চ; ১৮ এপ্রিল থেকে প্রবেশপত্র ডাউনলোড করা যাবে আর ২৯ এপ্রিল চারুকলা ইউনিটের ভর্তি পরীক্ষা।
🔥2215😢7🤔5🥰4👏1
খুলনা মেডিকেল কলেজের সিটপ্ল্যান!

আগামী ৭-ই মার্চ থেকে এমবিবিএস ১ম বর্ষ ভর্তি পরীক্ষার এডমিট কার্ড ডাউনলোড করা যাবে!এডমিট কার্ডে ৭ ডিজিটের রোল নম্বর লেখা থাকবে।
36🤯13🔥4👏3
HSC-22

DU

এখন পর্যন্ত ঢাবিতে ভর্তির জন্য ১ লাখ ১৯ হাজার ৭৯৫ জন আবেদন করেছেন; এর মধ্যে ‘ক’ ইউনিটে প্রায় ৫৯ হাজার,খ ইউনিটে ৪৩ হাজার, গ ইউনিটে ১৫ হাজার এবং চ ইউনিটে ২ হাজার+ আবেদন পড়েছে
🤯4111👏6😢4🤔3
গুচ্ছে যেতে জবির পাশাপাশি ইবির শিক্ষক সমিতিরও আপত্তি!
😢4415👏12🤔5🤯4🤩2
AIBA Admission Circular S202301 - Bangla.pdf
152.6 KB
💥Army IBA Update (HSC-22)

Circular 22-23 published

🔘Website:

https://joinarmyiba.com/
6🔥4🤔4🤩3
HSC-22: AFMC

আর্মড ফোর্সেস মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড শুরু হয়েছে। ১০ মার্চ পর্যন্ত প্রবেশপত্র ডাউনলোড করা যাবে। পরীক্ষা ১১ মার্চ বিকাল ৩ টায় অনুষ্ঠিত হবে।

- পাঠশালা বার্তা 
15🔥6