News Zone – Telegram
27.4K subscribers
3.35K photos
119 videos
212 files
1.83K links
Download Telegram
Below 3 CGPA to Google

ব্যবসায় শিক্ষা বিষয়ে পড়াশোনা করে বিশ্বসেরা বহুজাতিক কোম্পানি
'গুগল' এর টেকনিক্যাল রিক্রুইটার হিসেবে বর্তমানে কর্মরত রয়েছেন বাংলাদেশী আহাবারা জাহান আলমা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইন্সটিটিউট থেকে পড়াশোনা করেছেন তিনি।

©Short Stories
🔥5534🤯13👏6😢2🤩2🥰1🎉1
ব্রেকিংঃ
২২-২৩ শিক্ষাবর্ষের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সার্কুলার প্রকাশিত!!
🥰14🔥6
🔥21😢74🤯4
Ist.-Admission-Notice_2022-2023.pdf
208.7 KB
HSC-22

RU Admission Notice
21🔥5🤯3😢3
HSC-22

২০২২-২০২৩ শিক্ষবর্ষে যে সকল বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড টাইম পরিক্ষা দেওয়া যাবে-

১৷ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (JU)
২। রাজশাহী বিশ্ববিদ্যালয় (RU)
৩। সকল মেডিকেল কলেজ।
৪। ডেন্টাল কলেজ।
৫। সকল কৃষি বিশ্ববিদ্যালয়।
৬। বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (BUP)
৭।মিলিটারি ইনস্টিটিউট অব সাইন্স এন্ড টেকনোলজি (MIST)
৮। গুচ্ছ অধিভুক্ত ২২ বিশ্ববিদ্যালয় (GST)
৯। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটি (BSMRMU)
১০। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন অ্যান্ড এরোস্পেস ইউনিভার্সিটি (BSMRAAU)
১১।বুটেক্স অধিভুক্ত কলেজসমূহ।
107😢8🤩7🥰6👏3🔥2🤔2
Off topic ⁉️

ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত কয়েকজন ছোট ভাই কুয়াকাটা ঘুরে ঢাকা ফেরার পথে ঢাকার চানখারপুল এলাকায় একজনের একটি IPhone 7+ হারিয়ে যায়। ফোনে ৩% চার্জ ছিল। ফোনটি চার্জ শেষে বন্ধ হয়ে যায়। হারানো ফোনে ওই ছেলের মৃত পিতার ফটোসহ অনেক স্মৃতি ও প্রয়োজনীয় অনেক ডকুমেন্টস ছিল।
যিনি ফোনটি পান তিনি পেশায় ঢাকা সিটিতে চলাচলকারী দিশারী বাসের একজন হেলপার, নাম আল-আমিন। তিনি নিজের বুদ্ধিমত্তায় বন্ধ ফোন হতে সিম খুলে অন্য মোবাইলে লাগিয়ে সেখানে প্রাপ্ত কন্টাক্ট নম্বরে ফোন দিয়ে বিস্তারিত বলে ফোন নিয়ে যেতে বলেন। ছোট ভাই Shariful Alam গিয়ে ফোনটি নিয়ে তাকে ২০০০ টাকা দিতে চান। আল-আমিন কিছুতেই টাকা নেন নি। ফোন ফেরত দিতে পেরে তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন। মহান মনের মানুষ তিনি।
কোটিপতি হয়েও অনেকে যা না করে একজন সাধারণ মানুষ হিসাবে আল-আমিন এর নৈতিকতা অনেক কিছু শিক্ষা দেয়।

#Salute
338🥰38👏13🔥10🎉4🤩4
HSC-22

JU

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০২২-২৩ সেশন থেকে নতুন সাবজেক্ট শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট (IER) চালু হচ্ছে
👏4937🔥7🎉3🤩3
০৭ই মার্চ থেকে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করতে পারবে শিক্ষার্থীরা।

সূত্র:
স্বাস্থ্য অধিদপ্তর
58🔥22😢8🤯7🥰5👏1🎉1
HSC-22

GST

মার্চের মধ্যেই গুচ্ছ ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশের আশা আছে।
- উপাচার্য,বশেমুরডিবি
🤩40😢3118🤯10🤔5👏4🥰2🎉2
HSC-22

Agri

২০২২-২৩ শিক্ষাবর্ষের কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণে এবং দায়িত্বভার অর্পণে চলতি মাসে একটি বৈঠক অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে
69🔥12🤯8
HSC-22

RU+ BUP + MIST + BUET + DU


🔷রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাথমিক আবেদন শুরু হবে ১৫ মার্চ থেকে এবং
২৭ মার্চ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাথমিক আবেদন শেষ হবে।

🔶বিইউপির ভর্তি আবেদন শেষ হবে ১৫ মার্চ এবং
১৮ মার্চ বিইউপির শর্টলিস্ট প্রকাশিত হবে

💠মিলিটারি ইন্সটিটিউট অব সায়েন্স এন্ড টেকনোলজির শর্ট লিস্ট প্রকাশিত হবে ৯ মার্চ। ভর্তি পরীক্ষা ১৮ মার্চ অনুষ্ঠিত হবে।



🔳 বুয়েটের ভর্তি আবেদন শেষ হবে ১২ মার্চ; আবেদন ফি জমা দেয়া যাবে ১৩ মার্চ পর্যন্ত। প্রাথমিক আবেদন ফি ৪০০ টাকা।

🔺ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদন শেষ হবে ২০ মার্চ; ১৮ এপ্রিল থেকে প্রবেশপত্র ডাউনলোড করা যাবে আর ২৯ এপ্রিল চারুকলা ইউনিটের ভর্তি পরীক্ষা।
🔥2215😢7🤔5🥰4👏1
খুলনা মেডিকেল কলেজের সিটপ্ল্যান!

আগামী ৭-ই মার্চ থেকে এমবিবিএস ১ম বর্ষ ভর্তি পরীক্ষার এডমিট কার্ড ডাউনলোড করা যাবে!এডমিট কার্ডে ৭ ডিজিটের রোল নম্বর লেখা থাকবে।
36🤯13🔥4👏3
HSC-22

DU

এখন পর্যন্ত ঢাবিতে ভর্তির জন্য ১ লাখ ১৯ হাজার ৭৯৫ জন আবেদন করেছেন; এর মধ্যে ‘ক’ ইউনিটে প্রায় ৫৯ হাজার,খ ইউনিটে ৪৩ হাজার, গ ইউনিটে ১৫ হাজার এবং চ ইউনিটে ২ হাজার+ আবেদন পড়েছে
🤯4111👏6😢4🤔3
গুচ্ছে যেতে জবির পাশাপাশি ইবির শিক্ষক সমিতিরও আপত্তি!
😢4415👏12🤔5🤯4🤩2
AIBA Admission Circular S202301 - Bangla.pdf
152.6 KB
💥Army IBA Update (HSC-22)

Circular 22-23 published

🔘Website:

https://joinarmyiba.com/
6🔥4🤔4🤩3
HSC-22: AFMC

আর্মড ফোর্সেস মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড শুরু হয়েছে। ১০ মার্চ পর্যন্ত প্রবেশপত্র ডাউনলোড করা যাবে। পরীক্ষা ১১ মার্চ বিকাল ৩ টায় অনুষ্ঠিত হবে।

- পাঠশালা বার্তা 
15🔥6
💥AFMC Update (HSC-22)

Admit Card Downloading started

🔘Link:
http://afmc.teletalk.com.bd/
26🔥6
Admit card দেওয়া শুরু হয়েছে।
সবাই ডাউনলোড করে নাও।


http://dgme.teletalk.com.bd/mbbs/index.php


(প্রবেশপত্র অবশ্যই রঙিন প্রিন্ট করতে হবে)
38🔥7🎉5
💥AFMC Info (HSC-22)


ঢাকার বিভিন্ন কেন্দ্রের অবস্থান:

▪️AFMC - কুর্মিটোলা, ঢাকা
▪️BUP - মিরপুর ক্যান্টনমেন্ট, মিরপুর-১২
▪️MIST - মিরপুর ক্যান্টনমেন্ট, মিরপুর-১২
▪️মিরপুর ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজ - মিরপুর-১২ (মিরপুর ডিওএইচএস)
▪️শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজ - ঢাকা ক্যান্টনমেন্ট
▪️আদমজী ক্যান্টনমেন্ট কলেজ - ঢাকা ক্যান্টনমেন্ট
▪️ঢাকা ক্যান্টনমেন্ট গার্লস পাবলিক স্কুল এন্ড কলেজ - মাটিকাটা ফ্লাইওভার সংলগ্ন, ইসিবি চত্ত্বর, ঢাকা ক্যান্টনমেন্ট
▪️বিএএফ শাহীন কলেজ কুর্মিটোলা - ঢাকা ক্যান্টনমেন্ট
▪️বিএএফ শাহীন কলেজ তেজগাও - মহাখালী ফ্লাইওভার সংলগ্ন এলাকা, জাহাঙ্গীর গেটের পাশে

©Admission Informer
14🔥5🤔5
21🔥6🤩4
7🥰3😢3