'ছোট থেকেই খুব শান্ত প্রকৃতির ছিল। কখনও মিছিল-মিটিংয়ে যায়নি। কিন্তু কোটা আন্দোলনে তো সবাই যাচ্ছে। সেও মনে করেছে, তার যাওয়া উচিত। তার পর এই তো রুদ্র গেল...।' _রুদ্রের বোন সুষ্মিতা সেন
লিংক
https://epaper.samakal.com/sylhet-edition/2024-07-25/16/5992
লিংক
https://epaper.samakal.com/sylhet-edition/2024-07-25/16/5992
😢191
পরিস্থিতি স্বাভাবিক হলেই আমাদের Platform এর সকল কার্যক্রম আবার শুরু হবে ।
এখন আপাতত Exam Mate এর সকল Channel এর কার্যক্রম স্থগিত করা হয়েছে।
এখন আপাতত Exam Mate এর সকল Channel এর কার্যক্রম স্থগিত করা হয়েছে।
❤93🔥5
‼️🚨Update 🚨‼️
বিভিন্নস্থানে ব্লক রেইড দেয়া হচ্ছে!
সাত তলা ও কড়াইল বস্তিতে রেইড দেয়া হয়েছেl
মহাখালী , আরজতপাড়া, শাহিনবাগে সেনাবাহিনীর অভিযান চলছে, উপর থেকে হেলিকপ্টার দিয়ে সার্চ করা হচ্ছে lআজ রাতে ইন্টারনেট আবার একদম স্লো অথবা বন্ধ করা হতে পারে।
Source :PUSAB
বিভিন্নস্থানে ব্লক রেইড দেয়া হচ্ছে!
সাত তলা ও কড়াইল বস্তিতে রেইড দেয়া হয়েছেl
মহাখালী , আরজতপাড়া, শাহিনবাগে সেনাবাহিনীর অভিযান চলছে, উপর থেকে হেলিকপ্টার দিয়ে সার্চ করা হচ্ছে lআজ রাতে ইন্টারনেট আবার একদম স্লো অথবা বন্ধ করা হতে পারে।
Source :PUSAB
😢114😱2❤1
(সবাই বিভিন্ন গ্রুপে পোস্ট এবং শেয়ার দিয়ে জানিয়ে দিবেন)
রাজশাহী বিশ্ববিদ্যালয় এখনো আন্দোলন থেকে সরে আসেনি। যারা প্রেস ব্রিফিং করেছে তারা আগে থেকেই পদত্যাগ করেছে।
যেহেতু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কোনো সমন্বয়ক না থাকায় এই ২বার সাজানো নাটক দেখানো হলো জাতিকে তাই আমি বৃহৎ আন্দোলনের প্রয়োজনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের "সমন্বয়ক" ঘোষনা করছি।
আমি যদি প্রেস ব্রিফিং করি বা ঘোষনা দেই তাহলে সকলে বুঝবেন যে এটাই সত্য।
৫২ সদস্যের কেন্দ্রীয় সমন্বয় কমিটির সাথে কথা বলে আমি এ সিদ্ধান্ত নিলাম। আশা করি আপনারা ভুল তথ্য পাবেন না আর।
(৯০০+ শহীদের রক্তের সাথে বেইমানী করবো বলে আন্দোলন শুরু করিনি)
শুরু থেকেই ছিলাম এবং শেষ পর্যন্ত থাকবো।
কেন্দ্রের সমন্বয়করা যখন আন্দোলন শেষ ঘোষণা করবে তখন আমরা রাবিয়ান রাও শেষ ঘোষণা করবো
সালাহউদ্দিন আম্মার
সমন্বয়ক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, রাবি।
রাজশাহী বিশ্ববিদ্যালয় এখনো আন্দোলন থেকে সরে আসেনি। যারা প্রেস ব্রিফিং করেছে তারা আগে থেকেই পদত্যাগ করেছে।
যেহেতু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কোনো সমন্বয়ক না থাকায় এই ২বার সাজানো নাটক দেখানো হলো জাতিকে তাই আমি বৃহৎ আন্দোলনের প্রয়োজনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের "সমন্বয়ক" ঘোষনা করছি।
আমি যদি প্রেস ব্রিফিং করি বা ঘোষনা দেই তাহলে সকলে বুঝবেন যে এটাই সত্য।
৫২ সদস্যের কেন্দ্রীয় সমন্বয় কমিটির সাথে কথা বলে আমি এ সিদ্ধান্ত নিলাম। আশা করি আপনারা ভুল তথ্য পাবেন না আর।
(৯০০+ শহীদের রক্তের সাথে বেইমানী করবো বলে আন্দোলন শুরু করিনি)
শুরু থেকেই ছিলাম এবং শেষ পর্যন্ত থাকবো।
কেন্দ্রের সমন্বয়করা যখন আন্দোলন শেষ ঘোষণা করবে তখন আমরা রাবিয়ান রাও শেষ ঘোষণা করবো
সালাহউদ্দিন আম্মার
সমন্বয়ক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, রাবি।
❤197🔥17
গভীররাতে রাজধানীর একাধিক এলাকায় ‘ব্লক রেইড’
কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে অগ্নিসংযোগ, হামলা, ভাঙচুর, সংঘর্ষের ঘটনায় গ্রেপ্তার অভিযান শুরু হয়েছে। বৃহস্পতিবার মধ্যরাত থেকে গভীররাত পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় ‘ব্লক রেইড’ চালিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) একাধিক দল
কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে অগ্নিসংযোগ, হামলা, ভাঙচুর, সংঘর্ষের ঘটনায় গ্রেপ্তার অভিযান শুরু হয়েছে। বৃহস্পতিবার মধ্যরাত থেকে গভীররাত পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় ‘ব্লক রেইড’ চালিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) একাধিক দল
😱47😢28🔥3👏2
Forwarded from News Zone
হাসপাতালে ‘অবরুদ্ধ’ কোটা আন্দোলনের নেতা নাহিদ ও আসিফ
রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারিতে আছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ। তাদের কেবিনে ঢুকে কাউকে দেখা পর্যন্ত করতে দেওয়া হচ্ছে না, এমনকি গণমাধ্যমের সঙ্গেও তাদের কথা বলতে দেওয়া হচ্ছে না।আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কয়েকজন সদস্য বৃহস্পতিবার ওই হাসপাতালে যান এবং নাহিদ ও আসিফকে তাদের কেবিনে অবরুদ্ধ করে রাখেন এবং হাসপাতালের ওয়াই-ফাই ও টেলিফোন সংযোগও বিচ্ছিন্ন করে ফেলেন বলে বলে অভিযোগ উঠেছে। সমন্বয়করা বলছেন, এ কারণে নিজেদের মধ্যে তারা সময়মতো যোগাযোগ করতে পারেননি।ওই হাসপাতালের সপ্তম তলায় নাহিদের কেবিনের সামনে তিনজন ও তৃতীয় তলায় আসিফের কেবিনের সামনে চারজন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যকে সাদা পোশাকে দেখা যায়। তারা নিজেদের গোয়েন্দা সংস্থার সদস্য পরিচয় দিয়ে কাউকে কেবিনে প্রবেশ করতে দিচ্ছেন না।
©TDC
রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারিতে আছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ। তাদের কেবিনে ঢুকে কাউকে দেখা পর্যন্ত করতে দেওয়া হচ্ছে না, এমনকি গণমাধ্যমের সঙ্গেও তাদের কথা বলতে দেওয়া হচ্ছে না।আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কয়েকজন সদস্য বৃহস্পতিবার ওই হাসপাতালে যান এবং নাহিদ ও আসিফকে তাদের কেবিনে অবরুদ্ধ করে রাখেন এবং হাসপাতালের ওয়াই-ফাই ও টেলিফোন সংযোগও বিচ্ছিন্ন করে ফেলেন বলে বলে অভিযোগ উঠেছে। সমন্বয়করা বলছেন, এ কারণে নিজেদের মধ্যে তারা সময়মতো যোগাযোগ করতে পারেননি।ওই হাসপাতালের সপ্তম তলায় নাহিদের কেবিনের সামনে তিনজন ও তৃতীয় তলায় আসিফের কেবিনের সামনে চারজন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যকে সাদা পোশাকে দেখা যায়। তারা নিজেদের গোয়েন্দা সংস্থার সদস্য পরিচয় দিয়ে কাউকে কেবিনে প্রবেশ করতে দিচ্ছেন না।
©TDC
😢178❤1
যে যেই শহরেই আছেন,নিরাপত্তার দিকটা অবশ্যই মাথায় নিবেন।
বর্তমান পরিস্থিতিকে উত্তেজিত করে এমন কোনো ভিডিও,অডিও,ছবি; কিছুই রাখবেন না আপনার ফোনে।
মনে রাখবেন,আমরা আপনারাই এই যুদ্ধের সৈনিক।
নিজেকে নিরাপদ রেখে সামনের জন্য নিজেকে প্রস্তুত রাখুন।
ধন্যবাদ
বর্তমান পরিস্থিতিকে উত্তেজিত করে এমন কোনো ভিডিও,অডিও,ছবি; কিছুই রাখবেন না আপনার ফোনে।
মনে রাখবেন,আমরা আপনারাই এই যুদ্ধের সৈনিক।
নিজেকে নিরাপদ রেখে সামনের জন্য নিজেকে প্রস্তুত রাখুন।
ধন্যবাদ
🔥87❤33
আমাদের প্রায় পাঁচ লক্ষাধিক পরিবারের 'কোটা পুনর্বহাল চলবে না ' ফেসবুক গ্রুপে সাইবার এ্যাটাক করে হ্যাক করা হয়েছে।
দুষ্কৃতকারীরা আমাদের মনোবল ধ্বংস করে দেওয়া এবং বৈষম্যের বিরুদ্ধে লড়াইকে প্রতিহত করতে এই সাইবার হামলা চালিয়েছে।
হামলা, মামলা, মৃত্যু কোনোকিছুই চুড়ান্ত দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের যৌক্তিক আন্দোলনকে থামাতে পারবে না। সকলেই গ্রুপের লিংক শেয়ার করে ওদের জানিয়ে দিন মৃত্যুর মিছিলও আমাদের থামাতে পারেনি এবং পারবে না।
💬 গ্রুপ লিংক :
https://www.facebook.com/share/LcQLafaaxU1Xg7Ay/?mibextid=A7sQZp
দুষ্কৃতকারীরা আমাদের মনোবল ধ্বংস করে দেওয়া এবং বৈষম্যের বিরুদ্ধে লড়াইকে প্রতিহত করতে এই সাইবার হামলা চালিয়েছে।
হামলা, মামলা, মৃত্যু কোনোকিছুই চুড়ান্ত দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের যৌক্তিক আন্দোলনকে থামাতে পারবে না। সকলেই গ্রুপের লিংক শেয়ার করে ওদের জানিয়ে দিন মৃত্যুর মিছিলও আমাদের থামাতে পারেনি এবং পারবে না।
হাসিব আল ইসলাম
সমন্বয়ক
💬 গ্রুপ লিংক :
https://www.facebook.com/share/LcQLafaaxU1Xg7Ay/?mibextid=A7sQZp
Facebook
Log in or sign up to view
See posts, photos and more on Facebook.
❤54
নিহত আবু সাইদের পরিবারকে সাড়ে ৭ লাখ টাকার চেক দিল বেরোবি প্রশাসন
©TDC
©TDC
❤362😢56👏7🔥6🤩2
যে সব এলাকায় অভিযান পরিচালনা করা হচ্ছে এখন :
⚠️উত্তরা সেক্টর 6,11,13
⚠️মিরপুর কমার্স কলেজের আশেপাশের এলাকা, মিরপুর দোহস
⚠️বসুন্ধরা আর/এ
⚠️মাটিকাটা, ইসিবি, মানিকদি
⚠️খিলগাঁও, বাসাবো
⚠️মোহাম্মদপুর সলিমুল্লাহ রোড
⚠️উত্তরা সেক্টর 6,11,13
⚠️মিরপুর কমার্স কলেজের আশেপাশের এলাকা, মিরপুর দোহস
⚠️বসুন্ধরা আর/এ
⚠️মাটিকাটা, ইসিবি, মানিকদি
⚠️খিলগাঁও, বাসাবো
⚠️মোহাম্মদপুর সলিমুল্লাহ রোড
😢132
একজন শহীদ ফ্রিল্যান্সার
এখন আমারাও গর্ব করে বলতে পারব, চলমান আন্দোলনে হাজারো শহীদদের ভিড়ে আমাদেরও একজন শহিদ ফ্রিল্যান্সার ভাই আছে। একজন মুক্তপেশাজীবী হিসাবে সরকারী চাকরীতে কোটার জন্য তার আন্দোলনে যাওয়া লাগে না। তার পরেও ভাইটি এই আন্দোলনে শরিক হয়েছিল, দেশের সকল নাগরিদের সমমর্যাদার জন্য। নিজের দেশে তৃতীয় শ্রেণীর নাগরিক হিসাবে না বাঁচার জন্য এই আন্দোলনে সে সমর্থন দিয়েছিল। ফলাফল হচ্ছে, ঘাতক পুলিশের বুলেট ভাইটির জীবন প্রদীপ নিভিয়ে দিয়েছে।
তার প্রফাইলে অনেগুলো অর্ডার পেন্ডীংএ আছে। কাজ ডেলিভারি না পেয়ে, বায়ারেরা হয়ত রাগ করে ১ স্টার দিয়ে চলে যাবে। কিন্তু বায়ারেরা কোনদিন জানবে না যে, ন্যায়ের পক্ষে কথা বলতে যেয়ে সে শহীদ হয়েছে। ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাহি রাজিউন। বেঁচে থাকলে সে হয়ত দেশের জন্য আরো অনেক কিছু করতে পারত, কিন্তু সেগুলো এখন সবই অতীত। আমরা চাইনা আর কোন মায়ের বুক খালি হোক। আসুন সবাই তার জন্য দোয়া করি, আল্লাহ্ যেন তাকে জান্নাতের উচ্চ স্থানে, সুখে শান্তিতে রাখেন। তার পরিবারকে এই শোক কাটিয়ে উঠার তৌফিক দান করেন।
আমিন!
©
এখন আমারাও গর্ব করে বলতে পারব, চলমান আন্দোলনে হাজারো শহীদদের ভিড়ে আমাদেরও একজন শহিদ ফ্রিল্যান্সার ভাই আছে। একজন মুক্তপেশাজীবী হিসাবে সরকারী চাকরীতে কোটার জন্য তার আন্দোলনে যাওয়া লাগে না। তার পরেও ভাইটি এই আন্দোলনে শরিক হয়েছিল, দেশের সকল নাগরিদের সমমর্যাদার জন্য। নিজের দেশে তৃতীয় শ্রেণীর নাগরিক হিসাবে না বাঁচার জন্য এই আন্দোলনে সে সমর্থন দিয়েছিল। ফলাফল হচ্ছে, ঘাতক পুলিশের বুলেট ভাইটির জীবন প্রদীপ নিভিয়ে দিয়েছে।
তার প্রফাইলে অনেগুলো অর্ডার পেন্ডীংএ আছে। কাজ ডেলিভারি না পেয়ে, বায়ারেরা হয়ত রাগ করে ১ স্টার দিয়ে চলে যাবে। কিন্তু বায়ারেরা কোনদিন জানবে না যে, ন্যায়ের পক্ষে কথা বলতে যেয়ে সে শহীদ হয়েছে। ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাহি রাজিউন। বেঁচে থাকলে সে হয়ত দেশের জন্য আরো অনেক কিছু করতে পারত, কিন্তু সেগুলো এখন সবই অতীত। আমরা চাইনা আর কোন মায়ের বুক খালি হোক। আসুন সবাই তার জন্য দোয়া করি, আল্লাহ্ যেন তাকে জান্নাতের উচ্চ স্থানে, সুখে শান্তিতে রাখেন। তার পরিবারকে এই শোক কাটিয়ে উঠার তৌফিক দান করেন।
আমিন!
©
❤157😢121