Forwarded from News Zone
হাসপাতালে ‘অবরুদ্ধ’ কোটা আন্দোলনের নেতা নাহিদ ও আসিফ
রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারিতে আছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ। তাদের কেবিনে ঢুকে কাউকে দেখা পর্যন্ত করতে দেওয়া হচ্ছে না, এমনকি গণমাধ্যমের সঙ্গেও তাদের কথা বলতে দেওয়া হচ্ছে না।আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কয়েকজন সদস্য বৃহস্পতিবার ওই হাসপাতালে যান এবং নাহিদ ও আসিফকে তাদের কেবিনে অবরুদ্ধ করে রাখেন এবং হাসপাতালের ওয়াই-ফাই ও টেলিফোন সংযোগও বিচ্ছিন্ন করে ফেলেন বলে বলে অভিযোগ উঠেছে। সমন্বয়করা বলছেন, এ কারণে নিজেদের মধ্যে তারা সময়মতো যোগাযোগ করতে পারেননি।ওই হাসপাতালের সপ্তম তলায় নাহিদের কেবিনের সামনে তিনজন ও তৃতীয় তলায় আসিফের কেবিনের সামনে চারজন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যকে সাদা পোশাকে দেখা যায়। তারা নিজেদের গোয়েন্দা সংস্থার সদস্য পরিচয় দিয়ে কাউকে কেবিনে প্রবেশ করতে দিচ্ছেন না।
©TDC
রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারিতে আছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ। তাদের কেবিনে ঢুকে কাউকে দেখা পর্যন্ত করতে দেওয়া হচ্ছে না, এমনকি গণমাধ্যমের সঙ্গেও তাদের কথা বলতে দেওয়া হচ্ছে না।আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কয়েকজন সদস্য বৃহস্পতিবার ওই হাসপাতালে যান এবং নাহিদ ও আসিফকে তাদের কেবিনে অবরুদ্ধ করে রাখেন এবং হাসপাতালের ওয়াই-ফাই ও টেলিফোন সংযোগও বিচ্ছিন্ন করে ফেলেন বলে বলে অভিযোগ উঠেছে। সমন্বয়করা বলছেন, এ কারণে নিজেদের মধ্যে তারা সময়মতো যোগাযোগ করতে পারেননি।ওই হাসপাতালের সপ্তম তলায় নাহিদের কেবিনের সামনে তিনজন ও তৃতীয় তলায় আসিফের কেবিনের সামনে চারজন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যকে সাদা পোশাকে দেখা যায়। তারা নিজেদের গোয়েন্দা সংস্থার সদস্য পরিচয় দিয়ে কাউকে কেবিনে প্রবেশ করতে দিচ্ছেন না।
©TDC
😢178❤1
যে যেই শহরেই আছেন,নিরাপত্তার দিকটা অবশ্যই মাথায় নিবেন।
বর্তমান পরিস্থিতিকে উত্তেজিত করে এমন কোনো ভিডিও,অডিও,ছবি; কিছুই রাখবেন না আপনার ফোনে।
মনে রাখবেন,আমরা আপনারাই এই যুদ্ধের সৈনিক।
নিজেকে নিরাপদ রেখে সামনের জন্য নিজেকে প্রস্তুত রাখুন।
ধন্যবাদ
বর্তমান পরিস্থিতিকে উত্তেজিত করে এমন কোনো ভিডিও,অডিও,ছবি; কিছুই রাখবেন না আপনার ফোনে।
মনে রাখবেন,আমরা আপনারাই এই যুদ্ধের সৈনিক।
নিজেকে নিরাপদ রেখে সামনের জন্য নিজেকে প্রস্তুত রাখুন।
ধন্যবাদ
🔥87❤33
আমাদের প্রায় পাঁচ লক্ষাধিক পরিবারের 'কোটা পুনর্বহাল চলবে না ' ফেসবুক গ্রুপে সাইবার এ্যাটাক করে হ্যাক করা হয়েছে।
দুষ্কৃতকারীরা আমাদের মনোবল ধ্বংস করে দেওয়া এবং বৈষম্যের বিরুদ্ধে লড়াইকে প্রতিহত করতে এই সাইবার হামলা চালিয়েছে।
হামলা, মামলা, মৃত্যু কোনোকিছুই চুড়ান্ত দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের যৌক্তিক আন্দোলনকে থামাতে পারবে না। সকলেই গ্রুপের লিংক শেয়ার করে ওদের জানিয়ে দিন মৃত্যুর মিছিলও আমাদের থামাতে পারেনি এবং পারবে না।
💬 গ্রুপ লিংক :
https://www.facebook.com/share/LcQLafaaxU1Xg7Ay/?mibextid=A7sQZp
দুষ্কৃতকারীরা আমাদের মনোবল ধ্বংস করে দেওয়া এবং বৈষম্যের বিরুদ্ধে লড়াইকে প্রতিহত করতে এই সাইবার হামলা চালিয়েছে।
হামলা, মামলা, মৃত্যু কোনোকিছুই চুড়ান্ত দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের যৌক্তিক আন্দোলনকে থামাতে পারবে না। সকলেই গ্রুপের লিংক শেয়ার করে ওদের জানিয়ে দিন মৃত্যুর মিছিলও আমাদের থামাতে পারেনি এবং পারবে না।
হাসিব আল ইসলাম
সমন্বয়ক
💬 গ্রুপ লিংক :
https://www.facebook.com/share/LcQLafaaxU1Xg7Ay/?mibextid=A7sQZp
Facebook
Log in or sign up to view
See posts, photos and more on Facebook.
❤54
নিহত আবু সাইদের পরিবারকে সাড়ে ৭ লাখ টাকার চেক দিল বেরোবি প্রশাসন
©TDC
©TDC
❤362😢56👏7🔥6🤩2
যে সব এলাকায় অভিযান পরিচালনা করা হচ্ছে এখন :
⚠️উত্তরা সেক্টর 6,11,13
⚠️মিরপুর কমার্স কলেজের আশেপাশের এলাকা, মিরপুর দোহস
⚠️বসুন্ধরা আর/এ
⚠️মাটিকাটা, ইসিবি, মানিকদি
⚠️খিলগাঁও, বাসাবো
⚠️মোহাম্মদপুর সলিমুল্লাহ রোড
⚠️উত্তরা সেক্টর 6,11,13
⚠️মিরপুর কমার্স কলেজের আশেপাশের এলাকা, মিরপুর দোহস
⚠️বসুন্ধরা আর/এ
⚠️মাটিকাটা, ইসিবি, মানিকদি
⚠️খিলগাঁও, বাসাবো
⚠️মোহাম্মদপুর সলিমুল্লাহ রোড
😢132
একজন শহীদ ফ্রিল্যান্সার
এখন আমারাও গর্ব করে বলতে পারব, চলমান আন্দোলনে হাজারো শহীদদের ভিড়ে আমাদেরও একজন শহিদ ফ্রিল্যান্সার ভাই আছে। একজন মুক্তপেশাজীবী হিসাবে সরকারী চাকরীতে কোটার জন্য তার আন্দোলনে যাওয়া লাগে না। তার পরেও ভাইটি এই আন্দোলনে শরিক হয়েছিল, দেশের সকল নাগরিদের সমমর্যাদার জন্য। নিজের দেশে তৃতীয় শ্রেণীর নাগরিক হিসাবে না বাঁচার জন্য এই আন্দোলনে সে সমর্থন দিয়েছিল। ফলাফল হচ্ছে, ঘাতক পুলিশের বুলেট ভাইটির জীবন প্রদীপ নিভিয়ে দিয়েছে।
তার প্রফাইলে অনেগুলো অর্ডার পেন্ডীংএ আছে। কাজ ডেলিভারি না পেয়ে, বায়ারেরা হয়ত রাগ করে ১ স্টার দিয়ে চলে যাবে। কিন্তু বায়ারেরা কোনদিন জানবে না যে, ন্যায়ের পক্ষে কথা বলতে যেয়ে সে শহীদ হয়েছে। ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাহি রাজিউন। বেঁচে থাকলে সে হয়ত দেশের জন্য আরো অনেক কিছু করতে পারত, কিন্তু সেগুলো এখন সবই অতীত। আমরা চাইনা আর কোন মায়ের বুক খালি হোক। আসুন সবাই তার জন্য দোয়া করি, আল্লাহ্ যেন তাকে জান্নাতের উচ্চ স্থানে, সুখে শান্তিতে রাখেন। তার পরিবারকে এই শোক কাটিয়ে উঠার তৌফিক দান করেন।
আমিন!
©
এখন আমারাও গর্ব করে বলতে পারব, চলমান আন্দোলনে হাজারো শহীদদের ভিড়ে আমাদেরও একজন শহিদ ফ্রিল্যান্সার ভাই আছে। একজন মুক্তপেশাজীবী হিসাবে সরকারী চাকরীতে কোটার জন্য তার আন্দোলনে যাওয়া লাগে না। তার পরেও ভাইটি এই আন্দোলনে শরিক হয়েছিল, দেশের সকল নাগরিদের সমমর্যাদার জন্য। নিজের দেশে তৃতীয় শ্রেণীর নাগরিক হিসাবে না বাঁচার জন্য এই আন্দোলনে সে সমর্থন দিয়েছিল। ফলাফল হচ্ছে, ঘাতক পুলিশের বুলেট ভাইটির জীবন প্রদীপ নিভিয়ে দিয়েছে।
তার প্রফাইলে অনেগুলো অর্ডার পেন্ডীংএ আছে। কাজ ডেলিভারি না পেয়ে, বায়ারেরা হয়ত রাগ করে ১ স্টার দিয়ে চলে যাবে। কিন্তু বায়ারেরা কোনদিন জানবে না যে, ন্যায়ের পক্ষে কথা বলতে যেয়ে সে শহীদ হয়েছে। ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাহি রাজিউন। বেঁচে থাকলে সে হয়ত দেশের জন্য আরো অনেক কিছু করতে পারত, কিন্তু সেগুলো এখন সবই অতীত। আমরা চাইনা আর কোন মায়ের বুক খালি হোক। আসুন সবাই তার জন্য দোয়া করি, আল্লাহ্ যেন তাকে জান্নাতের উচ্চ স্থানে, সুখে শান্তিতে রাখেন। তার পরিবারকে এই শোক কাটিয়ে উঠার তৌফিক দান করেন।
আমিন!
©
❤157😢121
HSC পরীক্ষার্থীদের উদ্দেশ্যে একটা কথা বলি শোনো,
পরীক্ষা স্থগিত হচ্ছে জন্য গা ছেড়ে দিও না কারণ হুট করে HSC শেষ করে দেখবে ফটাফট admission এর সার্কুলার ছেড়েছে।তখন আর কূল পাবে না,বিশেষ করে মেডিকেল পরীক্ষা 2020 এরপর থেকে প্রতিবছর একমাস করে আগাচ্ছে।তাই অন্তত এই পরীক্ষা দেখবে ঠিক সময়েই হচ্ছে, পিছাবে না।
করোনার সময় '20 ব্যাচ যখন lock down এ পড়লো তখনও দেশের অবস্থা স্বাভাবিক ছিল না তাই তারা দোটানায় ছিলো যে বাসায় বসে HSC এর প্রিপারেশন নিবে না admission এর।এই ভাবতে ভাবতে কোনো পড়ায় হতো না অনেক student এর দেখেছি।
তাই কোনটা পড়বো ভেবে সময় নষ্ট না করে যেটা সামনে আছে ওটার পড়া পড়তে থাকো কেনোনা HSC তে base strong হলে আমার বিশ্বাস admission এ ভাগ্য ছাড়া কোনো কিছুই আটকাবে না ইনশা আল্লাহ্।
তাই আমি আবারও বলবো দেশের পরিস্থিতি যেমনই হোক নিজে যেকোনো situation এ খাপখাওয়াতে প্রস্তুত থাকবে।
☘️Thanks and regards!
Exam Mate
পরীক্ষা স্থগিত হচ্ছে জন্য গা ছেড়ে দিও না কারণ হুট করে HSC শেষ করে দেখবে ফটাফট admission এর সার্কুলার ছেড়েছে।তখন আর কূল পাবে না,বিশেষ করে মেডিকেল পরীক্ষা 2020 এরপর থেকে প্রতিবছর একমাস করে আগাচ্ছে।তাই অন্তত এই পরীক্ষা দেখবে ঠিক সময়েই হচ্ছে, পিছাবে না।
করোনার সময় '20 ব্যাচ যখন lock down এ পড়লো তখনও দেশের অবস্থা স্বাভাবিক ছিল না তাই তারা দোটানায় ছিলো যে বাসায় বসে HSC এর প্রিপারেশন নিবে না admission এর।এই ভাবতে ভাবতে কোনো পড়ায় হতো না অনেক student এর দেখেছি।
তাই কোনটা পড়বো ভেবে সময় নষ্ট না করে যেটা সামনে আছে ওটার পড়া পড়তে থাকো কেনোনা HSC তে base strong হলে আমার বিশ্বাস admission এ ভাগ্য ছাড়া কোনো কিছুই আটকাবে না ইনশা আল্লাহ্।
তাই আমি আবারও বলবো দেশের পরিস্থিতি যেমনই হোক নিজে যেকোনো situation এ খাপখাওয়াতে প্রস্তুত থাকবে।
☘️Thanks and regards!
Exam Mate
❤98🔥11
ঢাবির সকল ডিপার্টমেন্ট থেকে ডিবির সাজানো নাটক প্রত্যাহারের ঘোষণা আসছে!
❤239🔥31🤩5👏3
সরকার নিজেই ঝিমিয়ে থাকা স্টুডেন্টদের জাগ্রত করছে।
প্রথমে সেইন ভাষণ আর কালকে সেই Scripted বক্তব্য।
" যখন মানুষের পতন আসে পদে পদে তারা ভুল করতে থাকে "
প্রথমে সেইন ভাষণ আর কালকে সেই Scripted বক্তব্য।
" যখন মানুষের পতন আসে পদে পদে তারা ভুল করতে থাকে "
❤282🔥29👏6
Forwarded from News Zone
রাবি আপডেট:
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচির অংশ হিসেবে আজ রাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে।
সময়: সকাল ১১.৩০ ঘটিকা
সমবেত হওয়ার স্থান: মেইন গেট (মেইন গেইট থেকে কাজলা পর্যন্ত বিক্ষোভ মিছিল)
তথ্যসূত্র:
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, রাবি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচির অংশ হিসেবে আজ রাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে।
সময়: সকাল ১১.৩০ ঘটিকা
সমবেত হওয়ার স্থান: মেইন গেট (মেইন গেইট থেকে কাজলা পর্যন্ত বিক্ষোভ মিছিল)
তথ্যসূত্র:
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, রাবি
❤146🔥19👏1