শহীদ মিনার থেকে আশা-আকাঙ্ক্ষার ঘোষণা হবে, কেউ ঘরে থাকবেন না : সমন্বয়ক আসিফ
❤120🔥9
লাশের উপর দাঁড়িয়ে কোনো কনসার্ট নয়
শহীদ মিনার ✅
রবীন্দ্র সরোবর❌
সবাই শহীদ মিনারে যাচ্ছে। সমন্বয়কেরাও সবাইকে শহীদ মিনারে ডাকছেন। সেখানে আলাদা করে রবীন্দ্র সরোবরে কেন? কেন জনশক্তিকে ভাগ করা হচ্ছে? দুর্বল করার জন্য? মনোযোগ ঘোরানোর জন্য?
শহীদ মিনার ✅
রবীন্দ্র সরোবর❌
সবাই শহীদ মিনারে যাচ্ছে। সমন্বয়কেরাও সবাইকে শহীদ মিনারে ডাকছেন। সেখানে আলাদা করে রবীন্দ্র সরোবরে কেন? কেন জনশক্তিকে ভাগ করা হচ্ছে? দুর্বল করার জন্য? মনোযোগ ঘোরানোর জন্য?
🔥94❤5
Forwarded from News Zone
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
প্রেস বিজ্ঞপ্তিঃ
৩রা আগস্ট, ২০২৪
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নির্মমভাবে চালানো গণহত্যার বিচার, গণহত্যায় দায়ীদের পদত্যাগ এবং গ্রেফতারকৃতদের মুক্তির দাবিতে সারাদেশে আন্দোলনরত শিক্ষার্থী প্রতিনিধিদের নিয়ে ১৫৮ সদস্য বিশিষ্ট সমন্বয়ক টিম গঠন করা হলো।
বার্তাপ্রেরকঃ
রিফাত রশিদ
সমন্বয়ক
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
প্রেস বিজ্ঞপ্তিঃ
৩রা আগস্ট, ২০২৪
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নির্মমভাবে চালানো গণহত্যার বিচার, গণহত্যায় দায়ীদের পদত্যাগ এবং গ্রেফতারকৃতদের মুক্তির দাবিতে সারাদেশে আন্দোলনরত শিক্ষার্থী প্রতিনিধিদের নিয়ে ১৫৮ সদস্য বিশিষ্ট সমন্বয়ক টিম গঠন করা হলো।
বার্তাপ্রেরকঃ
রিফাত রশিদ
সমন্বয়ক
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
🔥83❤7
Forwarded from News Zone
যখন আমরা ডিবি অফিসে বন্দি ছিলাম তখনই প্রধানমন্ত্রীর সাথে দেখা করে আন্দোলন স্থগিত করতে বলা হয়। এমনকি জোর করে গণভবনে নিয়া যাওয়ার পরিকল্পনাও চলছিল। এই প্রস্তাবের প্রতিবাদে ও মুক্তির দাবিতে আমরা অনশনে বসেছিলাম।
আপোষহীনতার মূল্য যদি মৃত্যুও হয় তাও পরিশোধ করতে প্রস্তুত আছি। ছাত্র-নাগরিক অভ্যুত্থানে বাংলাদেশের প্রতিটি নাগরিকের অংশগ্রহণ আহ্বান করছি।
আসিফ মাহমুদ
সমন্বয়ক
আপোষহীনতার মূল্য যদি মৃত্যুও হয় তাও পরিশোধ করতে প্রস্তুত আছি। ছাত্র-নাগরিক অভ্যুত্থানে বাংলাদেশের প্রতিটি নাগরিকের অংশগ্রহণ আহ্বান করছি।
আসিফ মাহমুদ
সমন্বয়ক
❤152🔥12
আমার একটা একান্তই ব্যক্তিগত মত শেয়ার করার তাগিদ অনুভব করছি। আজ বিকেল ৩টায় ছাত্ররা সবাইকে ডাক দিয়েছে কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্র-জনতা সমাবেশে। অন্যদিকে দেশের বিভিন্ন ব্যান্ড-সংগীত শিল্পীরা তাদের গানের সম্মিলিত কনসার্ট 'Get UP-Stand Up' এর ডাক দিয়েছে ধানমন্ডির রবীন্দ্র সরোবরে, ঠিক ওই একই সময় মানে বিকেল ৩ টায়।
একইসময়ে ভিন্ন ভিন্ন জায়গায় ডাকা দুইটা প্রোগ্রামের ব্যাপারে আমার আপত্তি আছে। ছাত্ররা যখন অন্যায়ের বিরুদ্ধে সমাবেশের ডাক দিচ্ছে, সেটার গুরুত্ব ওই গানের কনসার্টের চেয়ে কয়েক লক্ষ গুণ বেশি।
আপনাদের মনে রাখা উচিৎ, এই গান এবং কালচারাল পাড়ার লোকজন( হাতে গোনা ২/১ জন ব্যতিক্রমী বাদে) কিন্তু শুরু থেকে ছিলো না, এখন এসে কথা বলার চেষ্টা করছে, তাও আবার ঢাকঢাক গুড়গুড় করে।
আমার কাছে মনে হচ্ছে একই সময়ে কনসার্টের মিনিং হলো ছাত্র জনতাকে ডিভাইড করা। কারণ ইয়াং এবং আর্বান ক্লাসের মানুষজনের ভেতর এসব ব্যান্ডের কনসার্টের প্রতি একটা বিশেষ ঝোঁক থাকে। কাজেই তারা যদি সবাই সরোবরের কনসার্টে দৌঁড়ায়, তাহলে শহীদ মিনারের সমাবেশে লোকজন কমে যায়!
শিল্পীদের যদি প্রোগ্রাম করার ইচ্ছাই থাকে, সেটা ভিন্ন জায়গায় কেন? তাও সময়টাও সেইম রেখে? আপনারাও তো জনতার কাতারে একসাথে গিয়ে দাঁড়াতে পারতেন শহীদ মিনারে গিয়েই। দরকার হলে সমাবেশ শেষে সেখানেই বিপ্লবী গান পরিবেশন করতেন।
কিন্তু ছাত্রদের আন্দোলনের ঠিক একইসময়ে ভিন্ন জায়গায় লম্বা সময় ধরে গানের প্রোগ্রামে সবাইকে ব্যস্ত রাখার মতলবটা খুব একটা সময়োপযোগী বলে মনে হচ্ছে না কেন যেন!
এই মুহুর্তে ছাত্রদের ডাকে শহীদ মিনারে ছাত্র-জনতার সমবেত হওয়াটা কয়েক হাজার-লক্ষগুণ বেশি জরুরি সরোবরের ওই কনসার্টে যোগ দেওয়া থেকে।
সবাই বিচক্ষণতার সাথে সিদ্ধান্ত নিয়েন— এইতো এতটুকুই বলার ছিলো!
-Saiyed Abdullah
একইসময়ে ভিন্ন ভিন্ন জায়গায় ডাকা দুইটা প্রোগ্রামের ব্যাপারে আমার আপত্তি আছে। ছাত্ররা যখন অন্যায়ের বিরুদ্ধে সমাবেশের ডাক দিচ্ছে, সেটার গুরুত্ব ওই গানের কনসার্টের চেয়ে কয়েক লক্ষ গুণ বেশি।
আপনাদের মনে রাখা উচিৎ, এই গান এবং কালচারাল পাড়ার লোকজন( হাতে গোনা ২/১ জন ব্যতিক্রমী বাদে) কিন্তু শুরু থেকে ছিলো না, এখন এসে কথা বলার চেষ্টা করছে, তাও আবার ঢাকঢাক গুড়গুড় করে।
আমার কাছে মনে হচ্ছে একই সময়ে কনসার্টের মিনিং হলো ছাত্র জনতাকে ডিভাইড করা। কারণ ইয়াং এবং আর্বান ক্লাসের মানুষজনের ভেতর এসব ব্যান্ডের কনসার্টের প্রতি একটা বিশেষ ঝোঁক থাকে। কাজেই তারা যদি সবাই সরোবরের কনসার্টে দৌঁড়ায়, তাহলে শহীদ মিনারের সমাবেশে লোকজন কমে যায়!
শিল্পীদের যদি প্রোগ্রাম করার ইচ্ছাই থাকে, সেটা ভিন্ন জায়গায় কেন? তাও সময়টাও সেইম রেখে? আপনারাও তো জনতার কাতারে একসাথে গিয়ে দাঁড়াতে পারতেন শহীদ মিনারে গিয়েই। দরকার হলে সমাবেশ শেষে সেখানেই বিপ্লবী গান পরিবেশন করতেন।
কিন্তু ছাত্রদের আন্দোলনের ঠিক একইসময়ে ভিন্ন জায়গায় লম্বা সময় ধরে গানের প্রোগ্রামে সবাইকে ব্যস্ত রাখার মতলবটা খুব একটা সময়োপযোগী বলে মনে হচ্ছে না কেন যেন!
এই মুহুর্তে ছাত্রদের ডাকে শহীদ মিনারে ছাত্র-জনতার সমবেত হওয়াটা কয়েক হাজার-লক্ষগুণ বেশি জরুরি সরোবরের ওই কনসার্টে যোগ দেওয়া থেকে।
সবাই বিচক্ষণতার সাথে সিদ্ধান্ত নিয়েন— এইতো এতটুকুই বলার ছিলো!
-Saiyed Abdullah
Facebook
Log in or sign up to view
See posts, photos and more on Facebook.
❤84👏2
ছাত্র-জনতার সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত।
এক দফা এখন সার্বজীনন। এর বাইরে আর কোন আলাপ নেই।
©️হাসনাত আবদুল্লাহ
এক দফা এখন সার্বজীনন। এর বাইরে আর কোন আলাপ নেই।
©️হাসনাত আবদুল্লাহ
🔥165❤18😢1