PDF Zone – Telegram
78.4K subscribers
1.87K photos
37 videos
3.19K files
2.23K links
Download Telegram
21🔥3
⚠️Attention⚠️

Those who have bKash account and balance worth "even 1 taka" please donate it for the people of the flood affected area.

Remember, thousands of ONES can make a MILLION!!!

Note: As-Sunnah Foundation is my personal recommendation.
84🔥6
যারা উদ্ধার কাজে যাচ্ছেন টেলিটক নাম্বার নিয়ে যান।একমাত্র টেলিটক নাম্বার কাজ করছে।বাকী কোনও নাম্বারে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না।
54😢2
যেকোনো বিশ্বস্ত মাধ্যমে এই বন্যার্ত মানুষের পাশে দাঁড়ান! চক্রবর্তী বাড়ি দুর্গা ও লোকনাথ মন্দির, বরিশাল সিটি কর্পোরেশন। এর এবারের দুর্গোৎসবের বাজেটের একটি অংশ বন্যার্ত মানুষের জন্য ব্যয় করা হলো ; প্রত্যেক দুর্গোৎসব আয়োজন কমিটির প্রতি অনুরোধ রইল - যে যেখানে পারেন, যে ফাউন্ডেশন বা বিশ্বস্ত ব্যক্তির কাছে পারেন, পুজোর বাজেটের একটি অংশ পৌঁছে দিন।

এটা মোটেও দান না, এটা বন্যার্ত মানুষের অধিকার।

অয়ন চক্রবর্তী,
সাধারণ সম্পাদক - স্বর্গীয় দক্ষিণা রঞ্জন চক্রবর্তী স্মৃতি দুর্গামন্দির, দিয়াপাড়া, ২৭ নং ওয়ার্ড, বরিশাল সিটি করপোরেশন।
73🔥10👏7
HSC-24

শিক্ষার্থীদের তীব্র আন্দোলনের মুখে এইচএসসি ও সমমানের স্থগিত হওয়া পরীক্ষাগুলো বাতিল করা হয়েছে। আগামী ৪০ দিনের এ পরীক্ষার ফলাফল প্রস্তুত করে প্রকাশের রূপরেখা ঠিক করা হয়েছে বলে জানা গেছে।

কোনো পরীক্ষার্থীর যদি এসএসসিতে নম্বর খারাপ থাকে, তবে কীভাবে সাবজেক্ট ম্যাপিং হবে এ বিষয়ে অধ্যাপক আবুল বাশার জানান, এসএসসিতে খারাপ থাকলে জেএসসির ফল বিবেচনা করা হবে। জেএসসিতে খারাপ হলে যে সাত বিষয়ে পরীক্ষা দিয়েছে সেগুলোতে কেমন ফল করেছে, সেটিকে গুরুত্ব দেওয়া হবে। সর্বোপরি যেখানেই শিক্ষার্থীদের সর্বোচ্চ বেনিফিট দেওয়া যায়, আমরা সেটিই দেবো।

🛑 Follow NewsZone For more important information
61😢14🤔5😱3👏2
Forwarded from News Zone
5
পেট্রোল পাম্পের মালিক বলছে উদ্ধারকার্যে নিয়োজিত বোটের জন্য তেল ফ্রি, অপারেটর বলছে নেট ফ্রি, বিকাশের সকল কর্মচারী তাদের একদিনের বেতন অনুদান দিয়েছে। শুকনো জায়গার মালিক আশ্রয় দিয়ে বলছে থাকা ফ্রি- সাধারন মানুষ বলছে খাবার ভাগ করে খাবো। জেগে উঠেছে নতুন বাংলাদেশ।

এমন একটা দেশ ই তো আমরা চেয়েছিলাম🥰
🔥15035👏4
কিছু প্রতিযোগিতা না হয় হোক দেশ ও জাতির কল্যাণেই
176🔥12👏4🎉2🤩1
আলহামদুলিল্লাহ, মেঘগুলো পশ্চিম দিকে সরে যাচ্ছে; পূর্বাভাসকারীরা বলছেন, বৃষ্টি এখন কম হবে। আর ইনশাআল্লাহ একদিনের মধ্যে বৃষ্টি থেমে যাবে। ইনশাআল্লাহ, দ্রুতই আমরা দূর্যোগকালীন সময় কাটিয়ে উঠতে পারব।

© Admission Infomer
183🔥7🎉4
BRAC contributes BDT 30 million (3 crores) for emergency relief to support the people devastated by the flash floods.
🔥16220👏4
Great
252🔥11🤔2😱2🤩2👏1
Forwarded from News Zone
মানবধর্মই যেনো হয় বড় ধর্ম 👇

https://www.facebook.com/share/r/ydqYBWTwFtgEFo7F/?mibextid=D5vuiz
🔥234
All eyes on ফটিকছড়ি

ফটিকছড়ি -
সুন্দুরপুর ইউনিয়ন এ বোট নিয়ে কাজ করছেন নোমান চৌধুরী
মোবাইল নং- 01846318196
জামান বাবু - নাসির মোহাম্মদ ঘাট এরিয়া
মোবাইল নং- ০১৮১৮১৭৫০৫৯

ভুজপুর ইউনিয়ন
রায়হান মুনতাসির
মোবাইল নং- 01636582505

বাগানবাজার ইউনিয়ন এ বোট নিয়ে কাজ করছেন এডভোকেট ইউসুফ আলম মাসুদ
মোবাইল নং- 01978982278

সুয়াবিল ইউনিয়নে ত্রাণসহ বোট
মো: মাহফুজ
মোবাইল নং- 01646499824

ফটিকছড়ি টিম, যোগাযোগ করবেন⬇️

টিম লিডার আরমান -01865558158
টিমলিডার মুজিব 01863-540956

দিয়া -01842334156
ফয়সাল আরমান -01886228180
রাফসান হামিদ 01516099277
শাহ আলম মেহেদি-01300026011
রিফাত৷ -01308571911
আহাদ -01603859837
শাহ আলম -01315743768

ফটিকছড়িতে যারা আশ্রয় নিতে চান তারা জে ইউ পার্ক কমিউনিটি সেন্টারে আশ্রয় নিতে পারবেন।

যোগাযোগ -
মামুন ০১৮১৫ ৬১ ৬৫ ০৮
মাসুদ ০১৮১৫ ৬১ ৬৫ ০৯
মারুফ ০১৮১৯ ৩৩ ৫৫ ০১
😢181
এটা অথেনটিক নিউজ , মাইকিং ও করা হচ্ছে
😢114
Cumilla Last Update 1:25 AM

১)দেবিদ্বারের পাশ দিয়ে গোমতির বাঁধ ভাঙেনি,কিন্তু শিবনগর এলাকায় সুইচ গেইট ভেঙে অনবরত পানি লোকালয়ে প্রবেশ করছে।গ্রামবাসী চেষ্টা চালাচ্ছে বন্ধ করতে কিন্তু এখন পর্যন্ত কিছুই করতে পারেনি।আশেপাশের সকল ইউনিয়ন সতর্ক থাকুন,নিরাপদ স্থানে থাকুন।

২)বুড়িচং এর বুরবুরিয়া নামক গ্রামের সাইড দিয়ে ৭০ ফুটের বেশি গোমতী বাঁধ ভেঙে গেছে।যা বন্ধ করা এক প্রকার অসম্ভব হয়ে পড়েছে এবং ইতিমধ্যে ৫ টি গ্রাম সম্পূর্ণ তলিয়ে গেছে।বুড়িচং, ব্রাহ্মনপাড়া এলাকার সবাই নিরাপদ স্থানে চলে যান।

- এইচ এম মহসীন
😢70
Forwarded from News Zone
ভয়াবহ বন্যার পানিতে ভাসছে ১২ জেলা, নিহত ৮
😢51
মানুষকে সহযোগিতার আড়ালে ভ'য়ং'ক'র প্র'তা'র'ণা!!
বর্তমান এই পরিস্থিতিতে এরকম পোস্ট দিতে হবে ভাবিনি!

ঘটনার শুরু কিছুক্ষণ আগে আমাদের পেইজে Shahadat Shahrukh নামে কথিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট দাবি করা এক ছেলের ফেনীতে সাহায্য করতে গিয়ে টাকা ছি'ন'তা'ই'য়ে'র স্বীকার হওয়ার পোস্ট শেয়ার করা হয়। শেয়ারের কিছুক্ষণের মধ্যেই আমাদের ইনবক্সে বেশ কিছু মেসেজ আসে এই ছেলের ভ'ন্ডা'মি'র ব্যাপারে। আমরা এখন পর্যন্ত যা জানতে পেরেছি আপনাদের সাথে শেয়ার করছি:-

১. আজকে সে যে পোস্ট টি দেয় এবং দাবি করে যে তাকে মে**রে তার থেকে ৬৪ হাজার টাকা ছি'ন'তা'ই করে নিয়ে গেছে কিন্তু ছবিতে দেখা যায় তার হাতে এবং হাটুর আঘাত দেখে মনে হচ্ছে এটা কোনো মা' রা র দাগ না! এটা নিয়ে প্রশ্ন তুললে সে পরবর্তীতে পোস্ট এডিট করো এড করে যে তার হাত থেকে টাকার ব্যাগ নেয়ার সময় সে রাস্তায় পরে যায় এবং আহত হয়। তার মোবাইল ফোনেও রাস্তা বা কোনো কিছুর সাথে ঘ'ষা লাগার ফলে ড্যা'মে'জ হয়েছে এমনটি দেখা যায়। এক হাতে মোবাইল ফোন অন্য হাতে টাকার ব্যাগ মোটেও বিশ্বাস যোগ্য না। এছাড়া প্রথমে তার পোস্টে মা''রার কথা উল্লেখ থাকলেও সে তার কোনো প্রমান পোস্ট করেনি।

এছাড়া প্রথমে সে বলেছে এই টাকাটা সম্পূর্ণ তার নিজের আবার পরবর্তীতে বলতেছে সেচ্ছায় দিয়েছিলো :!

২. তার ফেইসবুকে গেলে দেখা যায় গতমাস থেকে বৈষম্য বিরোধী আন্দোলন নিয়ে খুবই সরব। এবং সে দুই বার আ'হ'ত হয়েছে বলে ফেসবুকে পোস্ট করে। সে পোস্ট গুলো নিয়েও রয়েছে যথোষ্ট স'ন্দে'হ। পোস্টের ক্যাপশনে নিজের বিকাশ এবং ব্যাংক একাউন্ট নাম্বার দেয় আন্দোলনে আহতদের চিকিৎসার জন্য টাকা উঠিয়েছে।

৩. সে নিজেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃ-বিজ্ঞান শিক্ষার্থী দাবি করলেও আমরা খোজ নিয়ে জানতে পেরেছি সে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নয়।

৪. সে নিজেকে ইউনিসেফ বাংলাদেশের Assistant C.M দাবি করে ১ দিন আগে একটি পোস্ট করেছে। আমরা এমন কোনো পোস্ট বা পদবীর সন্ধান ইউনিসেফ বাংলাদেশে পাইনি।

৫. এছাড়াও আমাদের পেইজের ইনবক্সে তার নামে বেশ কিছু প্রতারণার অভিযোগ এসেছে। তার সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তার নাম্বারটি বন্ধ পাওয়া যায়।

৬. ৫ আগস্ট গণভবনের অন্তর্বাস কান্ডের পিছনেও ইনিই ছিলেন।

প্রমানসমূহের ছবি সংযুক্ত করে দেয়া হলো:
https://www.facebook.com/share/p/se4FLgXKXCC6EH3k/?mibextid=oFDknk

এই সময়ে এই পোস্ট করার মূল উদ্দেশ্য হলো আপনাদের সকলকে সচেতন করা।



©পাবলিকিয়ান পরিবার
😢51😱15
বন্যার্তদের উদ্ধারে সেনাবাহিনীর জরুরী নম্বর সমূহ

১। মৌলভীবাজার সদর, শ্রীমঙ্গল, রাজনগর, কমলগঞ্জ, মৌলভীবাজার জেলা:

০১৭৬৯১৭৫৬৮০
০১৭৬৯১৭২৪০০

২। কুলাউড়া, জুরি, বড়লেখা, মৌলভীবাজার জেলা :
০১৭৬৩৯০১৬৯৮

৩। হবিগঞ্জ জেলা:
০১৭৬৯১৭২৫৯৬
০১৭৬৯১৭২৬৩৪

৪। ফেনী জেলা:
০১৭৬৯৩৩৫৪৬১
০১৭৬৯৩৩৫৪৩৪
০১৬১৪৪০৯৫৬৫
০১৯১৯৭৭৪৮৪০
টেলিফোন: ০২৩৩৭৭৩৪১১০

৫। চট্টগ্রাম মেট্রোপলিটন: ০১৭৬৯-২৪৪০১২

৬। সীতাকুন্ড-মীরসরাই, চট্টগ্রাম জেলা:
০১৭২৮-২০২৬৭৭ ০১৭৬৯-২৪২১৩২ ০১৭৬৯-২৪২১২৮

৭। ফটিকছড়ি, চট্টগ্রাম জেলা: ০১৭৬৯-২৭২৩৪২ ০১৭৬৯-২৭২৩৩৬

৮। খাগড়াছড়ি জেলা: ০১৭৬৯-৩০২৩৪২ ০১৭৬৯-৩০২৩৩৬
14
Forwarded from News Zone
দেশের ৭ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্ক সংকেত

পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
😢63😱61