🔲১২ দিয়ে সব
▫️১২ সে.মি. মানুষের হার্ট এর দৈর্ঘ্য।
▫️১২ সে.মি. শ্বাসনালির দৈর্ঘ্য ।
▫️১২ জোড়া পর্শুকা ।
▫️১২ টি থোরাসিক কশেরুকা।
▫️ ১২ জোড়া করোটিক স্নায়ু।
▫️১২ তম করোটিক স্নায়ু হাইপোগ্লোসাল ।
▫️১২ তম দিনে হঠাৎ লুটিনাইজিং হরমোন ক্ষরন বেড়ে যায় এবং এস্ট্রোজেন হরমোন ক্ষরন কমে যায় ।
▫️ নিষেকের ১২ সপ্তাহ পর প্লাসেন্টা গঠিত হয় ।
▫️ঘাসফড়িং এর ১২ টি বা ৬জোড়া আলারি পেশি থাকে।
▫️১২ ঘন্টা পর রুই মাছের পোনায় ক্রোমোটোফোর উৎপন্ন হয় ।
▫️ ১২ তম ক্লটিং ফ্যাক্টর হলো হ্যাগম্যান ফ্যাক্টর।
▫️হাইপোথাল্যামাস এক ডজন অর্থাৎ ১২ টি অঞ্চলে বিভক্ত।
▫️১২ কোটি অথবা ১২ কোটি ৫০লক্ষ রড কোষ রয়েছে।
🔰NotesZone: Click Here
❤213😱31🔥25👍14🤩8🥰5👏5
🔲জীববিজ্ঞানের সকল আকার-আকৃতি একনজরে....
💟 U আকৃতি:
1. ডিওডেনাম
2. কোলন
3. নেফ্রন ফাঁস বা হেনলির লুপ
4. ম্যান্ডিবল
5. হাইওয়েড
6. মলাস্কার পৌষ্টিকনালি প্যাঁচানো; কখনও U আকৃতির।
💟বৃক্কাকার:
1. ঘাসফড়িং এর ওমাটিডিয়াম (ষড়ভূজাকৃতির)
2. মনোসাইট (ঘোড়ার ক্ষুরের মতো)
3. লিম্ফনোড
4. লাম্বার কশেরুকা
5. ফার্নের সোরাস
💟নাশপাতি আকার:
1. নিডোসাইট (গোল, ডিম্বাকার, পেয়ালাকার বা লাটিম আকৃতি)
2. ভলভেন্ট নেমাটোসিস্ট
3. ঘাসফড়িং এর মস্তক
4. প্রস্টেট গ্রন্থি
5. সিবেসিয়াস গ্রন্থি
6. পিওথলি
7. জুস্পোর
8. অ্যান্থেরিডিয়াম (গোলাকৃতির)
💟ত্রিকোনাকার:
1. হৃৎপিন্ড
2. ইন্টারস্টিশিয়াল কোষ
3. গিজার্ড বা প্রোভেন্ট্রিকুলাস
4. ভার্টেক্স, কক্সা
5. ঘাসফড়িং এর ম্যান্ডিবল
6. ঘাসফড়িং এর অ্যালারি পেশি
7. স্টেপিস অস্থি (ঘোড়ার জিনের পাদানির মতো)
8. স্টার্নামের ম্যানুব্রিয়াম
9. স্ক্যাপুলা
10. স্যাক্রাম
11. প্যাটেলা
12. ত্রিভূজাকার ক্ষুদ্র ট্রোক্যান্টার
13. নাক
💟মিশ্র গ্রন্থি:
1. যকৃত
2. অগ্ন্যাশয়
3. ডিম্বাশয়
4. শুক্রাণু
💟V আকৃতি:
1. ডেলটয়েড রিজ
2. একবীজপত্রী উদ্ভিদের কান্ড (Y/V)
💟ফানেল আকৃতি:
1. ঘাসফড়িং এর হৃদযন্ত্রের প্রকোষ্ঠ
2. রেনাল পেলভিস
3. ইনফান্ডিবুলাম
💟মটরদানা:
1. পিটুইটারি গ্রন্থি
2. বাল্বোইউরেথ্রাল বা কাওপার-এর গ্রন্থি
💟রিং/আংটি:
1. হাইড্রার প্রস্থচ্ছেদ
2. ঘাসফড়িং এর টিনিডিয়া
3. অ্যাটলাস কশেরুকা
4. আর্চ
💟বাদাম আকৃতি:
1. ডিম্বাশয়
2. অশ্রুগ্রন্থি ( পটল আকৃতি)
💟 প্রজাপতি আকৃতি:
1. স্ফেনয়েড অস্থি
2. থাইরয়েড গ্রন্থি
3. সুষুম্নাকান্ডের গ্রেম্যাটার (H আকৃতি)
💟পিরামিড আকৃতি:
1. মেডুলা অবলাংগাটা
2. রেনাল পিরামিড
3. ইকোলজিক্যাল পিরামিড
4. নাক
💟চাকতি আকৃতি:
1. লোহিত রক্তকণিকা
2. অমরা
3. চোখের লেন্স (দ্বিউত্তল)
💟বহুভূজাকার কোষ:
1. ঘাসফড়িং ট্রাকিয়ার এপিথেলিয়াম
2. যকৃত
3. আইলেটস অব ল্যাঙ্গারহ্যান্স
💟ডানার মতো:
1. স্ফেনয়েড অস্থি
2. ইলিয়াম
ফ্লাস্ক আকৃতি:
1. আর্কিগোনিয়াম
2. পিকনিডিয়া
3. স্বাদকুড়ি
💟মোচাকৃতি:
1. হাইড্রার হাইপোস্টোম
2. হাইড্রার শুক্রাশয়
3. ঘাসফড়িং এর ক্রপ
4. হেপাটিক সিকা (কোণ আকৃতির)
5. ক্রিস্টালাইন কোণ
6. সাইকাস এর পুংস্ট্রোবিলাস
💟শিম বীজের মতো: বৃক্ক
💟মরিচের মতো: অগ্ন্যাশয়
💟খোলসের মতো: অক্সিপিটাল
💟ঝিনুকের মতো: ফ্রন্টাল
💟আয়তাকার:
1. ঘাসফড়িং মস্তকের বহিঃকঙ্কাল অংশ ক্লাইপিয়াস
2. ন্যাসাল
💟চারকোণা:
1. প্যারাইটাল (চারকোণা প্লেটের মতো)
2. জাইগোম্যাটিক
3. ভোমার
💟ডিম্বাকার:
1. নিডোসাইট
2. রুইমাছের RBC
3. রুইমাছের সারকিউলাস সেফালিকাস
4. 72 ঘন্টা পর রুইমাছের লার্ভার বায়ুথলি
5. ইনফ্লুয়েঞ্জা ভাইরাস
6. মস্তিষ্ক
7. থ্যালামাস
8. টিমপেনিকপর্দা
(মানুষ+ঘাসফড়িং)
9. মনোসাইট
10. ঘাসফড়িং এর শ্বাসরন্দ্র
11. লালাগ্রন্থি (গোলাকার)
12. সেন্ট্রাম
13. ম্যাকুলা লুটিয়া
14. ফেনেস্ট্রা ওভালিস
15. পিনিয়াল গ্রন্থি
16. ৫ম স্যাক্রাল কশেরুকা ডিম্বাকৃতির ফ্যাসেট বিদ্যমান
17. ঐচ্ছিক পেশিতে ডিম্বাকার নিউক্লিয়াস
18. শুক্রাণুর নিউক্লয়াস
19. শুক্রাণু
20. পরাগরেণু (গোলাকার, ত্রিভুজাকার)
Credit :Suhel Ahmed (SMC-10)
❤150😱29🔥12👍10👏7😢7🥰2
🔲৬০ দিয়ে যতসব
▫️মানবদেহে ৬০ ধরণের সেক্স লিংকড ডিসঅর্ডার আছে।
▫️মোট সালোকসংশ্লেষনের ৬০ ভাগ শৈবালে করে।
▫️বেনজিনের নাইট্রেশন তাপমাত্রা ৬০°সে
▫️দীর্ঘতম শৈবাল ৬০ মিটার (মাইক্রোসাইটিস)
▫️Cephalochodata উপপর্বের প্রানিদের ৬০ জোড়া মায়োটাম পেশি থাকে।
▫️মানবদেহের বাহুতে ৬০টি অস্থি থাকে।
▫️অস্থির ৬০% অজৈব পদার্থ।
▫️কাঠে ৬০% সেলুলোজ থাকে।
© Notes Zone
❤158🔥13👍12👏9🤔4🥰1
🔲১০০ দিয়ে যতসব
▫️ মানবদেহে মোট—সেল→১০০ ট্রিলিয়ন
▫️নিউরন→১০০ বিলিয়ন
▫️মোট DNA→১০০ গ্রাম
▫️ মাইটোকন্ড্রিয়ায় ১০০ ধরনের এনজাইম থাকে।
▫️১০০ সেলুলোজ চেইন নিয়ে ক্রিস্টালাইন মাইসেলি গঠিত।
▫️সুকরোজের আপেক্ষিক মিষ্টতা ১০০
▫️ ১০০টি কোষ নিয়ে ব্লাস্টোসিস্ট গঠিত।
▫️Antibody —100 million ধরণের
▫️দেহে Bone marrow থেকে প্রতিদিন ১০০ বিলিয়ন নিউট্রোফিল তৈরি হয়।
▫️LDL এর স্বাভাবিক তাপমাত্রা — <100mg/dl
▫️একটি ম্যাক্রোফেজ ১০০ টি ব্যাকটেরিয়া ভক্ষণ করতে পারে।
©NotesZone by Exam Mate
❤178🔥35😱15👍7🤩5🥰4👏2🤔2😢1
🔲Confusion clear -বায়ু দূষক
▫️Primary বায়ু দূষক:CO,CO₂,SO₂,NO,NH₃,H₂S
▫️Tricks:এখানে NH₃ব্যতিত কোন দূষকের শেষে 2 এর বেশি নাই(So ব্যতিক্রম NH₃)
▫️Secondary বায়ু দূষক:SO₃,H₂SO₄,N₂O₄,NO₃,NO₂
▫️Tricks: NO₂ ব্যতিত কোন দূষকের শেষে 3 এর কম নাই(So ব্যতিক্রম NO₂)
◾️NotesZone: Click Here
🔥369❤222😱37🥰26👏6😢6🎉3
🔲Very Very Important Topic Of Chemistry 1st Paper
▫️s ব্লক মৌলের সংখ্যা 14
▫️p ব্লক মৌলের সংখ্যা 36 ( He ব্যতিত )
▫️d ব্লক মৌলের সংখ্যা 41
▫️f ব্লক মৌলের সংখ্যা 27
▫️Be ও Mg ব্যতীত s ব্লকের সকল মৌল শিখা পরীক্ষা দেয়।
▫️Be ব্যতীত s ব্লকের সকল ধাতু আয়নিক যৌগ গঠন করে।
▫️Na ধাতুকে কেরোসিনের মধ্যে সংরক্ষণ করা হয় ।
▫️গ্রুপ 15 এর মৌলসমূহ হলো নিকটোজেনস বা শ্বাসরোধকারী গ্যাস।
▫️গ্রুপ-16 এর মৌলসমূহ হলো চ্যালকোজেন বা আকরিক সৃষ্টিকারী মৌল ।
▫️গ্রুপ-17 এর মৌলসমূহ হলো হ্যালোজেন বা সামুদ্রিক লবণ প্রস্তুতকারী ।
▫️গ্রুপ-18 এর মৌলসমূহ হলো নিষ্ক্রিয় গ্যাস ,এরা ক্লাথরেট যৌগ গঠন করে ।
▫️অপধাতু বা মেটালয়েড ৬ টি ( B,Si,Ge,As,Sb,Te )
🔲Important তথ্যসমূহ
▫️Al₂O₃ উভধর্মী অক্সাইড ।
▫️AlCl₃ ডাইমার গঠন করে ।
▫️ শুষ্ক বরফ বা কঠিন CO₂ এর গলনাঙ্ক হলো -56° C
▫️CCl₄পানিতে আর্দ্রবিশ্লেষিত হতে পারে না।
▫️ স্বাভাবিক অবস্থায় CO₂ গ্যাস ,কিন্তু SiO₂ হলো কঠিন পদার্থ ।
▫️নিষ্ক্রিয় গ্যাসের পর সবচেয়ে নিষ্ক্রিয় মৌল হলো N₂ গ্যাস ।
▫️PCl₅গঠিত হলেও NCl₅ গঠিত হয় না ।
▫️PH₃অপেক্ষা NH₃ অধিক ক্ষারধর্ম প্রদর্শন করে ।
▫️কক্ষতাপমাত্রায় H₂O তরল কিন্তু H₂S গ্যাস ।
▫️F হলো সর্বাধিক তড়িৎ ঋণাত্মক সক্রিয় অধাতব মৌল ।
▫️ফ্লোরিন ফিকে হলুদ গ্যাস , ক্লোরিন সবুজাভ হলুদ গ্যাস , ব্রোমিন লাল বর্ণের তরল ,আয়োডিন গাঢ় বেগুনি কঠিন পদার্থ ।
▫️নিষ্ক্রিয় গ্যাসের সাথে শুধু ফ্লোরিন ( F ) অধিকতর স্থিতিশীল যৌগ গঠন করে ।
▫️HF এর স্ফুটনাঙ্ক 19.5° C
▫️Sc,Zn,Cd,Hg,Y অবস্থান্তর মৌল নয় ।
▫️ল্যান্থানাইড সিরিজের মৌলসমূহকে বিরল মৃত্তিকা মৌল বলা হয় ।
▫️অ্যাকটিনাইড মৌলসমূহ তেজস্ক্রিয় মৌল ।
▫️স্বায়ী সর্বাধিক সক্রিয় ধাতু Cs
▫️সর্বাধিক সক্রিয় ধাতু Fr
▫️লিগ্যান্ডের প্রকারভেদ
▫️সবল লিগ্যান্ড - Co ,CN- , NH₃
▫️ দুর্বল লিগ্যান্ড - H₂O , F₂ , Cl₂ , Br₂ , I₂
©Notes Zone
❤253👍26🔥23🥰9🤩5🎉4👏3😢3🤔2😱2
🔲অমরাবিন্যাস(Placentation)
🌹একপ্রান্তীয়(Marginal)
✍️Pisum sativum(মটরশুঁটি)
✍️Lablab purpureus(শিম)
💦💦একপ্রান্তে শিম।
🌹অক্ষীয়(Axile)
✍️Hibiscus rosa-sinensis(জবা)
💦💦অক্ষে জবা
🌹মক্তমধ্য(Free central)
তুত
✍️Portulaca oleracea(নুনিয়া শাক)
💦💦তুত কিনলে শাক ফ্রি
🌹বহুপ্রান্তীয়(Paraietal)
✍️Cucumis sativus(শশা)
✍️Lagenaria vulgaris(লাউ)
💦💦লাশের বহুপ্রান্ত
🌹গাত্রীয়(Superficial)
✍️Nymphaea nouchali(শাপলা)
✍️Nelumbo nucifera(পদ্ম)
💦💦পদ্মার গাত্রে শাপলা শালুক
🌹মলীয়(Basal)
✍️Tridax procumbens(ত্রিধারা)
✍️Helianthus annuus(সূর্যমুখী)
✍️Oryza sativa(ধান)
💦💦মলের ত্রিসূধা
🌹শীর্ষক(Apical)
✍️Coriandrum sativum(ধনিয়া)
✍️Euphorbia pulcherrima(লালপাতা)
💦💦ধনিয়ার শীর্ষ লাল।
☔️☔️Monifa Jahan☔️☔️
❤105🔥16🥰8😱6👍4🤩3👏1😢1
🔲বিগত ১০ম থেকে ৪০তম বিসিএস এর সকল Synonym এবং Antonym একসাথে দেয়া হলো
#Synonym
1.Appall (মর্মাহত করা/আতঙ্কিত করা) - dismay
(আতংকিত করা) [৪০তম]
2.Franchise (ভোটাধিকার) privilege (নাগরিক অধিকার) [৩৮তম]
3.Appended (যোগ করা) joined (যোগ করা) [৩৭তম বিসিএস]
4.Alluring (লোভনীয়) tempting (প্রলুব্ধকর) [৩৭তম]
5. proviso (শর্ত) Stipulation (শর্ত) [৩৭তম]
6.venerate (সম্মান করা) Respect (সম্মান করা) [৩৬তম]
7.Initiative (উদ্যোগ) enterprise (উদ্যোগ) [৩৫তম]
8.Exponentialy (দ্রুতগতিতে) - Rapidly (দ্রুতগতিতে) [৩৫তম]
9.periphery (শেষ সীমানা, প্রান্ত) Marginal
10.areas (প্রান্তিক এলাকাসমূহ) [৩৫তম]
11.Authoritarian (স্বৈরশাসক) Autocratic (স্বৈরাচারী)[৩১তম]
12. permissive (স্বাধীনচেতা) liberal (উদার) [৩২তম]
13.Succumb (দাখিল করা) submit (দাখিল করা) [৩৩তম]
14. Extempore (পূর্বপ্রস্তুতিহীন) - Impromptu (পূর্বপ্রস্তুতিহীন)[৩২তম]
15.Menacing (ভীতিকর) Alarming (ভীতিকর) [৩২তম]
16.Courteous (ভদ্র) gracious (ভদ্র) [৩২তম]
17.Sporadic (বিক্ষিপ্ত) Scattered (বিক্ষিপ্ত) [৩১তম]
18.Omnipotent (সর্বশক্তিমান) Supreme (সর্বশক্তিমান) [৩১তম]
Room Space [৩১তম]
19.Condemn (নিন্দা করা) Denounce (নিন্দা করা) [৩১তম]
20.Improvement (অগ্রগতি ) Betterment (উন্নয়ন)/advancement (অগ্রগতি) [৩১তম]
21.pragmatic (প্রায়োগিক) -- practical (প্রায়োগিক) [২৯তম]
22.precedence (অগ্রাধিকার) - priority (অগ্রাধিকার) [২৯তম]
23.Disinterested (নিরপেক্ষ ) Neutral (নিরপেক্ষ)[২৯তম]
24.Bounty (মহত্ব) generosity (মহত্ব) [২৭তম]
25.Obese (বেশ মোটা) very fat (খুব মোটা) [২৭তম]
26.Magnanimous (মহানুভব) generous (মহানুভব)[২৬তম]
27.Obdurate (অবাধ্য) Stubborn (অবাধ্য) [২৪তম]
28.Gullibe (বিশ্বাস প্রবণ) willing to believe
29.anyone (অনায়াসে কোন কিছুতে বিশ্বাস করা) [বাতিলকৃত ২৪তম]
30.Viable (অর্থ করার যোগ্য) that can be done [২৪তম বাতিলকৃত]
31.Handy (উপকারী) Useful (উপকারী) [২৪তম বাতিলকৃত]
32.Resentment (রাগ) - indignation (ক্রোধ)[২৩তম]
33.Cohesive (দৃঢ়ভাব লেগে থাকে এমন) Sticktogether (লেগে থাকা) [২০তম]
34.Infringe (ভঙ্গ করা) Transgress (ভঙ্গ করা)[১৮তম]
35.Brochure (ব্রোশার, ছোট পুস্তিকা) -pamphlet (ছোট পুস্তিকা)[১৮তম]
36.Equivocal (অস্পষ্ট) Mistaken (ভ্রান্ত) [১৮তম]
37.Illusive (অলীক/অবাস্তব) - Not certain (অনিশ্চিত) [১৮তম]
38.Efface (মুছে ফেলা) Rub out (মুছে ফেলা) [১৭তম]
39.Intellectual (বুদ্ধিজীবী) - intelligent (মেধাবী) [১৬তম]
40.Intrepid (সাহসী) fearless (নির্ভীক) [১৫তম]
41.Bootleg (চোরাচালান করা) Smuggle (চোরাচালান করা) [১৫তম]
42.Incredible (অবিশ্বাস্য) Unbelievable (অবিশ্বাস্য)[১৫তম]
43.scuttle (পরিত্যাগ করা) - Abandon (পরিত্যাগ করা) [১৩ত্যাগ]
44.belated (ধীরগতিসম্পন্ন) -- tardy (ধীরগতিতে চলে এমন )[১৩তম]
45.Sequences (অনুক্রম) to follow (অনুসরণ করা) [১৩তম]
46.Competent (সক্ষম) capable (সক্ষম) [১০তম]
47.Jovial (আমুদে) Jolly (আমুদে)/Gay (হাসিখুসি) [১০তম]
48.Incite (খেপানো) - Instigate (খেপানো) [১১তম]
49.Delude (প্রতারিত করা) Deceive (প্রতারণা করা) [১২তম]
50.euphemism (সুভাষণ) - inoffensive 51.expression (কোমল অভিব্যক্তি) [১৩তম, ৩৮তম]
...
#Antonyms
1.Dearth (স্বল্পতা, অভাব)-Abundance (প্রাচুর্য)
..................
2.Frugal (মিতব্যয়ী) Extravagant (অপব্যয়ী, উড়নচণ্ডী) [৩৮তম]
3.Honorary (অবৈতনিক) Salaried (বেতনভুক্ত) [১১তম]
4.Gentle (ভদ্র) Rude (অভদ্র) [১১তম]
5.Supercilious (অহংকারী) - affable (বিনয়ী, ভদ্র, অমায়িক) [১৪তম]
6.Indifference (ইনডিফ্রেন্স, অনীহা) ardour (উৎসাহ)
7.Sluggish(ধীরুজ) Animated (প্রাণবন্ত) [১৭তম]
8.Inimical (শত্রুভাবাপন্ন) Friendly (বন্ধুভাবাপন্ন)[১৭তম]
9.Recacitrant (অবাধ্য) Compliant (বাধ্য) [২৪তম]
10.Liability (দায়) assets (সম্পদ) [৩১তম]
11.Hate (ঘৃণা করা) Admire (প্রশংসা করা) [৩১তম]
12.Repeal (বাতিল করা) Enact (আইনে পরিণত করা) [৩১তম]
13.Equity (ন্যায়পরায়ণতা) -- Bias (পক্ষপাতিত্ব) [৩১তম]
❤181👍20🔥20🥰10🤩6🤔4👏3😱3😢3🎉3
14.Oblige (বাধ্য করা) -- Bother (বিরক্ত করা) [৩২তম]
15.Cynical (নৈরাশ্যবাদী) Gullible (অতিবিশ্বাস প্রবণ) [৩২তম]
16.Initiative (উদ্যোগ) apathy (অনীহা)/
17.indolence (নিস্ক্রিয়তা)[৩৬তম]
18.transitory (ক্ষণস্থায়ী) permanent (স্থায়ী) [৩৬তম]
19.Hibernate (নিষ্ক্রিয় অবস্থায় থাকা) -- livenliness (কর্মতৎপরতা, প্রাণবন্ততা)
❤56👍20🎉4🔥3🥰1
🔲সকল জনক-Notes
▫️প্রাণিবিদ্যা জনক - অ্যারিস্টটল
▫️উদ্ভিদবিদ্যা জনক - থিওফ্রাস্টাস
▫️জিনতত্ত্বের জনক - গ্রেগর জোহান মেন্ডেল
▫️বিবর্তনের জনক - এম্পেডোক্লিস
▫️উদ্ভিদ শরীরতত্ত্বের জনক -Stephen Hales
▫️প্রাণী শরীরতত্ত্বের জনক - উইলিয়াম হার্ভে
▫️জৈব রসায়নের জনক - ফেড্রিক উহলার
▫️টিস্যু কালচার এর জনক -Gottlieb Heberlandt
▫️মাইক্রোবায়োলজি / অনুজীব তত্ত্বের জনক - লুইস পাস্তুর
▫️ভাইরোলজির জনক -Wendel Meredith Stanley
▫️গ্যাসের গতিতত্ত্বের জনক - বার্ণৌলি
▫️কোষ বিদ্যার জনক - Carl P. Swanson
▫️কোয়ান্টাম তত্ত্বের জনক - ম্যাক্সপ্ল্যাঙ্ক
▫️"Big Bang " মডেলের জনক - জর্জ লেমাইটার
▫️জেনেটিক ইনজিনিয়ারিংয়ের জনক - Jack Williamson
▫️ওয়েবের জনক - টিম বার্নার্স লি
▫️তেজস্ক্রিয়তার জনক - বেকরেল
▫️ব্যাকটেরিওলজি ও
প্রোটোজুওলজির জনক - অ্যান্টনি ভ্যান লিউয়েনহুক
🔰NotesZone: Click Here
🔥117❤102😱16👍15🎉10🥰7👏3🤩3
🔲জৈবযৌগের সকল নামীয় বিক্রিয়া ও উৎপন্ন যৌগ
১.উর্টজ = আ্যালকেন
২.উর্টজ ফিটিগ (শুষ্ক ইথার)= টলুইন ( আলকাইল বেনজিন)
৩.কার্বিল আমিন(60-70°C) CHCl₃+3KOH = ফিনাইল আইসো সায়ানাইড
৪.রাইমার টাইমেন = স্যালিসাইলডিহাইড
৫.কোব বিক্রিয়া = স্যালিসাইলিক এসিড
৬.উইলিয়াম সংশ্লেষ বিক্রিয়া (R-ONa)+ (X-R)≈ = ইথার
৭.স্যাপোনিফিকেশন = সাবান
৮.হফম্যান ক্ষুদ্রাংশকরণ(Br₂+4NaOH) = প্রাইমারি আমিন ( আলিফেটিক & আরোমেটিক)
৯.রোজেনমুন্ড বিজারণ (Pd-BaSO₄) (144°C)= আলডিহাইড
১০.ডুমা বিক্রিয়া = আলকেন
১১.ক্লিমেনসন বিজারণ(Zn.Hg) ও গাঢ় HCl = আলকেন
১২.স্যান্ডমেয়ার (100°C)(Cu₂Cl₂) বেনজিন ডায়াজোনিয়াম। = ক্লোরো বেনজিন
১৩.গ্যাটারমেন = ক্লোরো বেনজিন
১৪.CaC₂এর আর্দ্রবিশ্লেষণ = ইথাইন
১৫.গ্রোভেস = অ্যালকাইল হ্যালাইড
১৬.সোয়ার্টস(AgF,Hg₂F₂,SbF₃,AsF₃) = আলকাইল ফ্লোরাইড
১৭.ডার্জেন(SOCl₂) = আ্যালকাইল ক্লোরাইড
১৮.ক্লোরোফর্মের জারণ (HCl +AgNO3)= ফসজিন গ্যাস (COCI₂)
১৯.ইটার্ড বিক্রিয়া = বেনজালডিহাইড
২০.যুগলায়ন বা কাপলিং = আজোবেনজিন
২১.এমোনিয়াম নাইট্রেট+ TNT = এমাটল
২২.বেকম্যান পুনর্বিন্যাস = প্যারাসিটামল
২৩.বেনজিনে হ্যালোজেন সংযোজন = গ্যামাক্সিন বা লিনডেন।(জীবাণু নাশক)
২৪.বেনজিনে ওজোন সংযোজন = গ্লাইঅক্সাল
২৫. ফরমালডিহাইড+ মেলামাইন = মেলাডুর
২৬.ফরমালডিহাইড+ফেনল = ব্যাকেলাইট
২৭.ফরমালডিহাইড +ইউরিয়া = ফরমিকা
২৮.ফিডেল ক্রাফট আলকাইলেশন (অনার্দ্র AlCl₃) = টলুইন
২৯.ফিডেল ক্রাফট আসাইলেশন(অনার্দ্র AlCl₃) = এসিটোফেনন/ মিথাইল ফিনাইল কিটোন...
৩০.নাইট্রেশন (৬০°C) গাঢ় H₂SO₄ও গাঢ় HNO₃= নাইট্রোবেনজিন।
▫️NotesZone: Click Here
❤140🔥24👍16👎6🥰5👏2🤔2🤩2
🔲লেখাটি পড়ে ভেক্টরের MCQ প্রশ্নগুলো খুব সহজে এবং তাড়াতাড়ি সমাধান করা সম্ভব।Noteszone: Click Here
# সামান্তরিকের সূত্র থেকে প্রায়ই কিছু প্রশ্ন পরীক্ষায় আসে যার মধ্যে অন্যতম একটি হলো লব্ধি নির্ণয়। আমরা সবাই জানি লব্ধি R=√(P2+Q2+2PQcosα)এই সূত্রের সাহায্যে আমরা খুব সহজে লব্ধি বের করতে পারি। কিন্তু যদি দুটি বলের অন্তর্গত কোণ 00 অথবা সমমুখী হয় তাহলে লব্ধি বের করার জন্য এই সূত্র ব্যবহারের প্রয়োজন নেই। তখন বল দুটি যোগ করলে সেই যোগফলই লব্ধি বল অর্থাৎ R=(P+Q) এবং এটিই সবোর্চ্চ লব্ধি R max। অনুরূপভাবে বল দুটি বিপরীতমুখী অথবা 1800 কোণে অন্তর্গত থাকে তখন লব্ধি হবে R=P~Q যার অর্থ হচ্ছে বড় বল থেকে ছোট বল বিয়োগ। এটাই লব্ধির সবর্নিম্ন মান Rmin ।
উদাহরণ: 5N এবং 3N বলের অন্তর্গত কোণ 00 হলে লব্ধি বলের মান কত?
সমাধান: R=5N+3N =8N
# নৌকা সম্পর্কিত সমস্যার সর্টকার্ট:
১। যদি নৌকা এবং স্রোতের বেগ একটি অপরটির দ্বিগুন হয় অর্থাৎ P=2Q এবং তাদের লব্ধি লম্ব বরাবর ক্রিয়া করে তাহলে আড়াআড়িভাবে নদী পার হতে α=120° হবে।
উদাহরণ: ইঞ্জিন চালিত একটি নৌকার বেগ 14kmh-1। নৌকা আড়াআড়ি নদী পার হতে কোন দিকে চালাতে হবে। স্রোতের বেগ 7kmh-1।
সমাধান:
২। অনুকূল প্রতিকূলের বেগ দেওয়া থাকলে সেক্ষেত্রে P=3Q হলে সেক্ষেত্রে পর হতে দিক α=120° হবে।
উদাহরণ: নদীতে নৌকার বেগ অনুকূলে 18ms-1এবং প্রতিকূলে 6ms-1নৌকা কোন দিকে চালনা করলে সোজা অপর পারে গিয়ে পৌছাবে?
সমাধান: α=120°
# যদি P ও Q দুটি ভেক্টরের মান সমান হয় এবং একই বিন্দুতে ক্রিয়ারত থাকে এবং তাদের লব্ধি R যদি P অথবা Q এর সমান হয় অর্থাৎ P=Q=R হয় P এবং Q ভেক্টরের অন্তর্ভুক্ত কোণ হবে 1200।
# ভেক্টরের ক্রস গুণন:
ডট গুনণ তুলনামূলক সহজ। ক্রস গুনণে প্রায় সময় একটি অজানা চলকের মান বের করতে বলা হয়। যেমন, A1i+B1j+C1k এবং A2i+B2j+C2kদুটি ভেক্টর পরস্পর সমান্তরাল হলে অথবা তাদের ক্রসগুণফল শূন্য হলে B1 এর মান কত?
এই ধরনের সমস্যা সমাধানের সর্টকার্ট হচ্ছে-
A1/ A2 =B1/B2=C1/C2 অর্থাৎ i,j,kএর সহগদ্বয়ের অনুপাত সমান।
উদাহরণ: A=i-3j+5kএবং B=ai+6j-10k, a এর মান কত হলে ভেক্টরদুটি সমান্তরাল হবে?
সমাধান: 1/a = -3/6
=› a=-2
# বৃষ্টিতে ছাতা ধরা সর্টকার্ট :
যদি কোনো মানুষ লম্বভাবে পতিত বৃষ্টির সম্মুখীন হয় তাহলে বৃষ্টি থেকে রক্ষা পেতে কত কোণে ছাতা ধরতে হবে এই ধরনের সমস্যা পরীক্ষায় এসে থাকে এবং এর সর্টকার্ট হচ্ছে-
tanθ= মানুষের বেগ / বৃষ্টির বেগ
উদাহরণ: 3ms-1 বেগে দৌড়ানোর সময় একজন ব্যক্তি 9ms-1 বেগে লম্বভাবে পতিত বৃষ্টির সম্মুখীন হয়। বৃষ্টি থেকে রক্ষা পেতে হলে তাকে কত কোণে ছাতা ধরতে হবে?
সমাধান: tanθ= 3/9
θ=tan-1(1/3) = 18.430
# নদী পার হতে প্রয়োজনীয় সময় :
আমরা সবাই জানি নদী পার হতে প্রয়োজনীয় সূত্র হচ্ছে t=d/R যেখানে d= নদীর বিস্তার এবং R= লব্ধি, কিন্তু সোজা বা লম্বালম্বিভাবে নদী পার হতে প্রয়োজনীয় সময় হচ্ছে
t=d/√(P2+Q2)যেখানে P= নৌকার বেগ এবং Q= স্রোতের বেগ।
❤112👍21🔥16👏7🤔5😢5🥰4
🔲 ক্রোমোজোম সংখ্যা -Tricks
▫️আমরা সবাই জানি মানুষের
ক্রোমোসোম সংখ্যা 46.
রেশমপোকা নামটি শুনলেই
মানুষের নাম মনে পড়ে যা রেশমা।মানে মানুষের মতোই
অর্থাৎ রেশমপোকামাকাড় ক্রোমোজম সংখ্যাও 46
▫️আবার মানুষও গিনিপিগ স্তন্যপায়ী
হলেও মানুষের দুই পা কিন্তু
গিনিপিগ এর চারটি পা মানে
সম্পুর্ণ উল্টো। অর্থাৎ গিনিপিগ
এর ক্রোমোজম সংখ্যা মানুষের উল্টো মানে 64.
▫️খরগোশ মানুষের চেয়ে একটু ছোট
তো এর ক্রোমোজম সংখ্যাও একটু কমিয়ে দাও। মানুষের 46
খরগোশের 44 দিয়ে দাও
▫️গেরিলা যোদ্ধারা সাধারণ মানুষ
থেকে একটু বেশিই শক্তিশালী তো
এদের ক্রোমোজম সংখ্যাও একটু বাড়ায় দাও মানুষের 46 গরিলারে 48 দিয়ে দাও।
▫️ঘরে মাছি বাইরে মাছি = গৃহমাছি। ( বাইরে= বারো)
ক্রোমোজম সংখ্যা ১২।
▫️আমরা বাঙ্গালী সকালে ভাত খাই দুপুরে ভাত খাই এমনকি রাতেও ভাত খাই মানে 24 ঘন্টা ভাত খাই।
ভাত =রাইস =ধান। ধানের ক্রোমোজম সংখ্যা 24.
নাহ! আমি আর ভাত খামু না শুধু গমের রুটি খামু
রুটি না হয় ভাত মানে একটা আরেকটার বিপরীত।
রুটি =আটা =গম= গমের ক্রোমোজম সংখ্যা 42.
▫️ব তে বুট্টা বতে বিশ।এর ক্রোমোজম সংখ্যা ২০
ভুলে ত্রুটি ক্ষমা করিবেন।
©NotesZone: Click Here
❤784🔥123😱82🤩35👍28🥰19👏15🎉7🤔4😢4
🔲বিভিন্ন প্রকার ভাস্কুলার বান্ডেলের উদাহরন মনে রাখার Tricks:
▫️মুক্ত সমপার্শ্বীয়ঃ " মুক্ত নদী "
মুক্ত = মুক্ত সমপার্শ্বীয়
ন= নগ্নবীজী উদ্ভিদ
দী= দ্বিবীজপত্রী উদ্ভিদ
▫️বদ্ধ সমপার্শ্বীয়ঃ" বদ্ধ একা"
বদ্ধ= বদ্ধ সমপার্শ্বীয়
একা= একবীজপত্রী উদ্ভিদ
▫️সমদ্বিপার্শ্বীয়ঃ"সরু কুলা"
স=শশা
কু= কুমড়া
লা=লাউ
▫️হ্যাড্রোসেন্ট্রিকঃ"লাইটস"
লাই=লাইকোপোডিয়াম
ট=টেরিস
স=সেলাজিনেলা
লেপ্ট্রোসেন্ট্রিকঃ"DRY"
D=Dracaena
Y= Yucca
❤255🔥36👍18🥰12🤩10😱7👏4🤔4😢4🎉3
সংবিধানের আদি-অন্তঃ
……………………………………………
✿➢ সংবিধানের সংখ্যাসমূহঃ
…
✿➢১. মোট ভাগ - ১১টি
✿➢২.মোট অনুচ্ছেদ -১৫৩ টি
✿➢৩.মোট তফসিল -৭ টি
✿➢৪.মূলনীতি - ৪ টি
✿➢৫.সংবিধান রচনা কমিটির সদস্য -৩৪ জন
✿➢৬.সংরক্ষিত মহিলা আসন -৫০ টি
✿➢৭.সংবিধান সংশোধন -২/৩ অংশ ভোট
✿➢৮.রাষ্ট্রপতির অভিশংসন -২/৩ অংশ ভোট
✿➢৯.এক ব্যক্তি রাষ্ট্রপতি নিয়োগ হবেন -২ বার।
✿➢১০.রাষ্ট্রপতির বয়স -৩৫ বছর
✿➢১১.প্রধানমন্ত্রীর বয়স -২৫ বছর
✿➢১২.সংসদ সদস্যের বয়স - ২৫ বছর
✿➢১৩.শিশুশ্রম নিষিদ্ধ - ১৪ বছরের নিচে
✿➢১৪.প্রধান বিচারপতির অবসরসীমা -৬৭ বছর
✿➢১৫.পিএসসি চেয়ারম্যানের অবসরসীমা -৬৫
✿➢১৬.মহাহিসাব নিরীক্ষকের অবসর সীমা -৬৫ বছর
✿➢১৭.সংসদ অধিবেশন বিরতি - ৬০ দিন
✿➢১৮.সংসদ নির্বাচন -৯০ দিন
✿➢১৯.সাধারণ নির্বাচনের পর সংসদ অধিবেশন আহ্বান -৩০ দিন
✿➢২০.অধ্যাদেশ কার্যকর - ৩০ দিন।
……………
✿সংবিধান নিয়ে প্রশ্নঃ
1. প্রশ্ন: যুদ্ধপরাধীদের বিচারসংক্রান্ত সংবিধানের অনুচ্ছেদটি হলো -
উত্তর: ৪৭
2.প্রশ্ন: বাংলাদেশ সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে বাকশাল প্রতিষ্ঠিত হয়েছিল?
উত্তর: চতুর্থ
3.প্রশ্ন: বাংলাদেশ সংবিধানের কোন ভাগে মৌলিক অধিকারের কথা বলা হয়েছে?
উত্তর: তৃতীয় ভাগে
প্রশ্ন: বাংলাদেশ সংবিধানে প্রশাসনিক ট্রাইব্যুনাল বিষয়টি কোন অনুচ্ছেদে সন্নিবেশিত হয়েছে?
উত্তর: ১১৭
4. প্রশ্ন: “আইনের চোখে সব নাগরিক সমান।” – বাংলাদেশের সংবিধানের কত নম্বর ধারায় এ নিশ্চয়তা প্রদান করা হয়েছে?
উত্তর: ধারা ২৭
5. প্রশ্ন: তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানের কততম সংশোধনীর মাধ্যমে রদ করা হয়েছে?
উত্তর: ১৫ তম
6) বাংলাদেশের সংবিধানের প্রনয়ণের প্রক্রিয়া শুরু হয় কবে?
উঃ- ২৩ মার্চ, ১৯৭২।
7) বাংলাদেশের সংবিধান কবে উত্থাপিত হয়?
উঃ- ১২ অক্টোবর, ১৯৭২।
8.গনপরিষদে কবে সংবিধান গৃহীত হয়?
উঃ- ০৪ নভেম্বর,১৯৭২।
9) কোন তারিখে বাংলাদেশের সংবিধান বলবৎ হয়?
উঃ- ১৬ ডিসেম্বর, ১৯৭২।
10) বাংলাদেশে গনপরিষদের প্রথম অধিবেশন কবে অনুষ্ঠিত হয়?
উঃ- ১০ এপ্রিল, ১৯৭২।
11) সংবিধান প্রনয়ণ কমিটি কতজন সদস্য নিয়ে গঠন করা হয়?
উঃ- ৩৪ জন।
12) সংবিধান রচনা কমিটির প্রধান কে ছিলেন?
উঃ- ডঃ কামাল হোসেন।
13) সংবিধান রচনা কমিটির একমাত্র মহিলা সদস্য কে ছিলেন?
উঃ- বেগম রাজিয়া বেগম।
14) বাংলাদেশ সংবিধানের কয়টি পাঠ কয়েছে?
উঃ- ২ টি। বাংলা ও ইংরেজি।
15) কি দিয়ে বাংলাদেশের সংবিধান শুরু ও শেষ হয়েছে?
উঃ- প্রস্তাবনা দিয়ে শুরু ও ৭টি তফসিল দিয়ে শেষ।
16) বাংলাদেশের সংবিধানে কয়টি ভাগ আছে?
উঃ- ১১ টি।
17) বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ/ধারা কতটি?
উঃ- ১৫৩ টি।
18) বাংলাদশের প্রথম হস্তলেখা সংবিধানের মূল লেখক কে?
উঃ- আবদুর রাউফ।
19) প্রধানমন্ত্রীর পরামর্শ ছাড়া কোন কাজ রাষ্ট্রপতি এককভাবে করতে সক্ষম?
উঃ- প্রধান বিচারপতির নিয়োগ দান।
20) রাষ্ট্রপতির মেয়াদকাল কত বছর?
উঃ- কার্যভার গ্রহনের কাল থেকে ৫ বছর।
21) একজন ব্যক্তি বাংলাদশের রাষ্ট্রপতি হতে পারবেন কত মেয়াদকাল?
উঃ- ২ মেয়াদকাল।
22) কার উপর আদালতের কোন এখতিয়ার নেই?
উঃ- রাষ্ট্রপতি।
23) জাতীয় সংসদের সভাপতি কে? উঃ- স্পিকার।
24) রাষ্ট্রপতি পদত্যাগ করতে চাইলে কাকে উদ্দেশ্য করে পদত্যাগ পত্র লিখবেন?
উঃ- স্পিকারের উদ্দেশ্যে।
25) প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপ-মন্ত্রীদের নিয়োগ প্রদান করেন কে?
উঃ- রাষ্ট্রপতি।
26) এ্যার্টনি জেনারেল পদে নিয়োগ দান করেন কে?
উঃ- রাষ্ট্রপতি।
27) সংবিধানের প্রধান বৈশিষ্ট্য আছে কতটি?
উ:১২টি।
28) বাংলাদেশের সর্বোচ্চ আদালত কোনটি?
উঃ- সুপ্রীম কোর্ট।
29) সুপ্রীম কোর্টের কয়টি বিভাগ আছে?
উঃ- ২টি । আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগ
30) সুপ্রীম কোর্টের বিচারপতিদের মেয়াদকাল কত?
উঃ- ৬৭ বছর পর্যন্তু।
31) বাংলাদেশের সংবিধানের প্রথম মূলনীতি কি ছিল?
উঃ- ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ, গনতন্ত্র ও সমাজতন্ত্র।
32) কোন আদেশবলে সংবিধানের মূলনীতি “ধর্মনিরপেক্ষতা” বাদ দেয়া হয়?
উঃ- ১৯৭৮ সনে ২য় ঘোষনাপত্র আদেশ নং ৪ এর ২ তফসিল বলে।
33) কোন আদেশবলে সংবিধানের শুরুতে “বিসমিল্লাহির রাহমানির রাহিম” সন্নিবেশিত হয়?
উঃ- ১৯৭৮ সনে ২য় ঘোষনাপত্র আদেশ নং ৪ এর ২ তফসিল বলে।
34) কোন আদেশবলে বাংলাদেশের নাগরিকগণ “বাংলাদেশী” বলে পরিচিত হন?
উঃ- ১৯৭৮ সনে ২য় ঘোষনাপত্র আদেশ নং ৪ এর ২ তফসিল বলে।
35) সংবিধানের কোন অনুচ্ছেদে “গনতন্ত্র ও মৌলিক মানবাধিকারের” নিশ্বয়তা দেয়া আছে?
উঃ- ১১ অনুচ্ছেদ।
36) সংবিধানের কোন অনুচ্ছেদে “কৃষক ও শ্রমিকের” মুক্তির কথা বলা আছে?
উঃ- ১৪ অনুচ্ছেদ।
37) সংবিধানের কোন অনুচ্ছেদে “নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথকীকরণ” এর কথা বলা হয়েছে?
উঃ- ২২ অনুচ্ছেদ।
🔰NotesZone:
https://news.1rj.ru/str/confusingquestion
❤117👍19🔥9🥰8😁3😢2👏1🎉1
🔲এসিড ও ক্ষারক
৪টা সূত্র মনে রাখো , তাহলে
এসিড ও
ক্ষারক সহজেই চিনতে পারবে ।
___
সূত্র ০১: ধাতুর সাথে H/O/OH-
থাকলে সেগুলো ক্ষারক হবে ।
___
সূত্র ০২: অধাতুর সাথে H/O/OH-
থাকলে সেগুলো এসিড হবে ।
___
সূত্র ০৩: ধনাত্নক যৌগমূলক + OH- =
ক্ষারক ।
___
সূত্র ০৪: ঋণাত্মক যৌগমূলক H+ =
এসিড ।
___
সূত্রগুলোর ব্যাখ্যা নিচে
দেওয়া হল ।
ব্যাখ্যা ০১: ধাতুর সাথে
হাইড্রোজেন
থাকলে সেটি ক্ষারক ।
যেমনঃ NaH, MgH₂, KH, CaH₂
___
ব্যাখ্যা ০২ : ধাতুর সাথে
অক্সিজেন
থাকলেও সেটি ক্ষারক ।
যেমনঃ Na₂O, MgO, K₂O, CaO
___
ব্যাখ্যা ০৩: ধাতুর
সাথে হাইড্রোক্সাইড থাকলেও
সেটি ক্ষারক ।
যেমনঃ NaOH, Mg(OH)₂, KOH, Ca(OH)₂
___
ব্যাখা ০৪: অধাতুর সাথে
হাইড্রোজেন
থাকলে সেটি এসিড ।
যেমনঃ HBr, HCl, HF
___
ব্যাখা ০৫: অধাতুর সাথে
অক্সিজেন
থাকলে সেটি এসিড ।
যেমনঃ CO₂
___
ব্যাখা ০৬: অধাতুর
সাথে হাইড্রোক্সাইড
থাকলে সেটি এসিড ।
যেমনঃ HClO, HBrO, HIO
___
ব্যাখা ০৭: ঋণাত্মক যৌগমূলকের
সাথে H
+ যুক্ত হলে এসিড হয় ।
যেমনঃ HNO₃, HNO₂
___
ব্যাখা ০৮: ধনাত্নক যৌগমূলকের
সাথে OH- যুক্ত হলে ক্ষারক হয় ।
যেমনঃ NH₄OH.
❤230🔥43👍19🎉10🥰8👏3
🔲VERY VERY IMPORTANT🔥
শতকরা পানির পরিমান :
১.প্রোটোপ্লাজম : 70-90%
২.সাইটোপ্লাজম : 65-96%
(উদ্ভিদ কোষঃ৭৫%)
৩.লালারস : 95.5-99.5%
৪. পিত্তরস : 97-98%
৫.গ্যাস্ট্রিক জুস : 99.45%
৬. আন্ত্রিক রস : 98.5%
৭. রক্তরস বা প্লাজমা : 90-92%
৮.লোহিত রক্তকনিকা : 60-70%
৯. মূত্র : 95%(95-97%)
১০. ভিট্রিয়াস হিউমার : 99%
বইয়ের Edition অনুযায়ী পরীবর্তন হতে পারে
❤278👍34🔥31🥰14😱11🤩11😢7👏4🤔2