🔲বিগত ১০ম থেকে ৪০তম বিসিএস এর সকল Synonym এবং Antonym একসাথে দেয়া হলো
#Synonym
1.Appall (মর্মাহত করা/আতঙ্কিত করা) - dismay
(আতংকিত করা) [৪০তম]
2.Franchise (ভোটাধিকার) privilege (নাগরিক অধিকার) [৩৮তম]
3.Appended (যোগ করা) joined (যোগ করা) [৩৭তম বিসিএস]
4.Alluring (লোভনীয়) tempting (প্রলুব্ধকর) [৩৭তম]
5. proviso (শর্ত) Stipulation (শর্ত) [৩৭তম]
6.venerate (সম্মান করা) Respect (সম্মান করা) [৩৬তম]
7.Initiative (উদ্যোগ) enterprise (উদ্যোগ) [৩৫তম]
8.Exponentialy (দ্রুতগতিতে) - Rapidly (দ্রুতগতিতে) [৩৫তম]
9.periphery (শেষ সীমানা, প্রান্ত) Marginal
10.areas (প্রান্তিক এলাকাসমূহ) [৩৫তম]
11.Authoritarian (স্বৈরশাসক) Autocratic (স্বৈরাচারী)[৩১তম]
12. permissive (স্বাধীনচেতা) liberal (উদার) [৩২তম]
13.Succumb (দাখিল করা) submit (দাখিল করা) [৩৩তম]
14. Extempore (পূর্বপ্রস্তুতিহীন) - Impromptu (পূর্বপ্রস্তুতিহীন)[৩২তম]
15.Menacing (ভীতিকর) Alarming (ভীতিকর) [৩২তম]
16.Courteous (ভদ্র) gracious (ভদ্র) [৩২তম]
17.Sporadic (বিক্ষিপ্ত) Scattered (বিক্ষিপ্ত) [৩১তম]
18.Omnipotent (সর্বশক্তিমান) Supreme (সর্বশক্তিমান) [৩১তম]
Room Space [৩১তম]
19.Condemn (নিন্দা করা) Denounce (নিন্দা করা) [৩১তম]
20.Improvement (অগ্রগতি ) Betterment (উন্নয়ন)/advancement (অগ্রগতি) [৩১তম]
21.pragmatic (প্রায়োগিক) -- practical (প্রায়োগিক) [২৯তম]
22.precedence (অগ্রাধিকার) - priority (অগ্রাধিকার) [২৯তম]
23.Disinterested (নিরপেক্ষ ) Neutral (নিরপেক্ষ)[২৯তম]
24.Bounty (মহত্ব) generosity (মহত্ব) [২৭তম]
25.Obese (বেশ মোটা) very fat (খুব মোটা) [২৭তম]
26.Magnanimous (মহানুভব) generous (মহানুভব)[২৬তম]
27.Obdurate (অবাধ্য) Stubborn (অবাধ্য) [২৪তম]
28.Gullibe (বিশ্বাস প্রবণ) willing to believe
29.anyone (অনায়াসে কোন কিছুতে বিশ্বাস করা) [বাতিলকৃত ২৪তম]
30.Viable (অর্থ করার যোগ্য) that can be done [২৪তম বাতিলকৃত]
31.Handy (উপকারী) Useful (উপকারী) [২৪তম বাতিলকৃত]
32.Resentment (রাগ) - indignation (ক্রোধ)[২৩তম]
33.Cohesive (দৃঢ়ভাব লেগে থাকে এমন) Sticktogether (লেগে থাকা) [২০তম]
34.Infringe (ভঙ্গ করা) Transgress (ভঙ্গ করা)[১৮তম]
35.Brochure (ব্রোশার, ছোট পুস্তিকা) -pamphlet (ছোট পুস্তিকা)[১৮তম]
36.Equivocal (অস্পষ্ট) Mistaken (ভ্রান্ত) [১৮তম]
37.Illusive (অলীক/অবাস্তব) - Not certain (অনিশ্চিত) [১৮তম]
38.Efface (মুছে ফেলা) Rub out (মুছে ফেলা) [১৭তম]
39.Intellectual (বুদ্ধিজীবী) - intelligent (মেধাবী) [১৬তম]
40.Intrepid (সাহসী) fearless (নির্ভীক) [১৫তম]
41.Bootleg (চোরাচালান করা) Smuggle (চোরাচালান করা) [১৫তম]
42.Incredible (অবিশ্বাস্য) Unbelievable (অবিশ্বাস্য)[১৫তম]
43.scuttle (পরিত্যাগ করা) - Abandon (পরিত্যাগ করা) [১৩ত্যাগ]
44.belated (ধীরগতিসম্পন্ন) -- tardy (ধীরগতিতে চলে এমন )[১৩তম]
45.Sequences (অনুক্রম) to follow (অনুসরণ করা) [১৩তম]
46.Competent (সক্ষম) capable (সক্ষম) [১০তম]
47.Jovial (আমুদে) Jolly (আমুদে)/Gay (হাসিখুসি) [১০তম]
48.Incite (খেপানো) - Instigate (খেপানো) [১১তম]
49.Delude (প্রতারিত করা) Deceive (প্রতারণা করা) [১২তম]
50.euphemism (সুভাষণ) - inoffensive 51.expression (কোমল অভিব্যক্তি) [১৩তম, ৩৮তম]
...
#Antonyms
1.Dearth (স্বল্পতা, অভাব)-Abundance (প্রাচুর্য)
..................
2.Frugal (মিতব্যয়ী) Extravagant (অপব্যয়ী, উড়নচণ্ডী) [৩৮তম]
3.Honorary (অবৈতনিক) Salaried (বেতনভুক্ত) [১১তম]
4.Gentle (ভদ্র) Rude (অভদ্র) [১১তম]
5.Supercilious (অহংকারী) - affable (বিনয়ী, ভদ্র, অমায়িক) [১৪তম]
6.Indifference (ইনডিফ্রেন্স, অনীহা) ardour (উৎসাহ)
7.Sluggish(ধীরুজ) Animated (প্রাণবন্ত) [১৭তম]
8.Inimical (শত্রুভাবাপন্ন) Friendly (বন্ধুভাবাপন্ন)[১৭তম]
9.Recacitrant (অবাধ্য) Compliant (বাধ্য) [২৪তম]
10.Liability (দায়) assets (সম্পদ) [৩১তম]
11.Hate (ঘৃণা করা) Admire (প্রশংসা করা) [৩১তম]
12.Repeal (বাতিল করা) Enact (আইনে পরিণত করা) [৩১তম]
13.Equity (ন্যায়পরায়ণতা) -- Bias (পক্ষপাতিত্ব) [৩১তম]
❤181👍20🔥20🥰10🤩6🤔4👏3😱3😢3🎉3
14.Oblige (বাধ্য করা) -- Bother (বিরক্ত করা) [৩২তম]
15.Cynical (নৈরাশ্যবাদী) Gullible (অতিবিশ্বাস প্রবণ) [৩২তম]
16.Initiative (উদ্যোগ) apathy (অনীহা)/
17.indolence (নিস্ক্রিয়তা)[৩৬তম]
18.transitory (ক্ষণস্থায়ী) permanent (স্থায়ী) [৩৬তম]
19.Hibernate (নিষ্ক্রিয় অবস্থায় থাকা) -- livenliness (কর্মতৎপরতা, প্রাণবন্ততা)
❤56👍20🎉4🔥3🥰1
🔲সকল জনক-Notes
▫️প্রাণিবিদ্যা জনক - অ্যারিস্টটল
▫️উদ্ভিদবিদ্যা জনক - থিওফ্রাস্টাস
▫️জিনতত্ত্বের জনক - গ্রেগর জোহান মেন্ডেল
▫️বিবর্তনের জনক - এম্পেডোক্লিস
▫️উদ্ভিদ শরীরতত্ত্বের জনক -Stephen Hales
▫️প্রাণী শরীরতত্ত্বের জনক - উইলিয়াম হার্ভে
▫️জৈব রসায়নের জনক - ফেড্রিক উহলার
▫️টিস্যু কালচার এর জনক -Gottlieb Heberlandt
▫️মাইক্রোবায়োলজি / অনুজীব তত্ত্বের জনক - লুইস পাস্তুর
▫️ভাইরোলজির জনক -Wendel Meredith Stanley
▫️গ্যাসের গতিতত্ত্বের জনক - বার্ণৌলি
▫️কোষ বিদ্যার জনক - Carl P. Swanson
▫️কোয়ান্টাম তত্ত্বের জনক - ম্যাক্সপ্ল্যাঙ্ক
▫️"Big Bang " মডেলের জনক - জর্জ লেমাইটার
▫️জেনেটিক ইনজিনিয়ারিংয়ের জনক - Jack Williamson
▫️ওয়েবের জনক - টিম বার্নার্স লি
▫️তেজস্ক্রিয়তার জনক - বেকরেল
▫️ব্যাকটেরিওলজি ও
প্রোটোজুওলজির জনক - অ্যান্টনি ভ্যান লিউয়েনহুক
🔰NotesZone: Click Here
🔥117❤102😱16👍15🎉10🥰7👏3🤩3
🔲জৈবযৌগের সকল নামীয় বিক্রিয়া ও উৎপন্ন যৌগ
১.উর্টজ = আ্যালকেন
২.উর্টজ ফিটিগ (শুষ্ক ইথার)= টলুইন ( আলকাইল বেনজিন)
৩.কার্বিল আমিন(60-70°C) CHCl₃+3KOH = ফিনাইল আইসো সায়ানাইড
৪.রাইমার টাইমেন = স্যালিসাইলডিহাইড
৫.কোব বিক্রিয়া = স্যালিসাইলিক এসিড
৬.উইলিয়াম সংশ্লেষ বিক্রিয়া (R-ONa)+ (X-R)≈ = ইথার
৭.স্যাপোনিফিকেশন = সাবান
৮.হফম্যান ক্ষুদ্রাংশকরণ(Br₂+4NaOH) = প্রাইমারি আমিন ( আলিফেটিক & আরোমেটিক)
৯.রোজেনমুন্ড বিজারণ (Pd-BaSO₄) (144°C)= আলডিহাইড
১০.ডুমা বিক্রিয়া = আলকেন
১১.ক্লিমেনসন বিজারণ(Zn.Hg) ও গাঢ় HCl = আলকেন
১২.স্যান্ডমেয়ার (100°C)(Cu₂Cl₂) বেনজিন ডায়াজোনিয়াম। = ক্লোরো বেনজিন
১৩.গ্যাটারমেন = ক্লোরো বেনজিন
১৪.CaC₂এর আর্দ্রবিশ্লেষণ = ইথাইন
১৫.গ্রোভেস = অ্যালকাইল হ্যালাইড
১৬.সোয়ার্টস(AgF,Hg₂F₂,SbF₃,AsF₃) = আলকাইল ফ্লোরাইড
১৭.ডার্জেন(SOCl₂) = আ্যালকাইল ক্লোরাইড
১৮.ক্লোরোফর্মের জারণ (HCl +AgNO3)= ফসজিন গ্যাস (COCI₂)
১৯.ইটার্ড বিক্রিয়া = বেনজালডিহাইড
২০.যুগলায়ন বা কাপলিং = আজোবেনজিন
২১.এমোনিয়াম নাইট্রেট+ TNT = এমাটল
২২.বেকম্যান পুনর্বিন্যাস = প্যারাসিটামল
২৩.বেনজিনে হ্যালোজেন সংযোজন = গ্যামাক্সিন বা লিনডেন।(জীবাণু নাশক)
২৪.বেনজিনে ওজোন সংযোজন = গ্লাইঅক্সাল
২৫. ফরমালডিহাইড+ মেলামাইন = মেলাডুর
২৬.ফরমালডিহাইড+ফেনল = ব্যাকেলাইট
২৭.ফরমালডিহাইড +ইউরিয়া = ফরমিকা
২৮.ফিডেল ক্রাফট আলকাইলেশন (অনার্দ্র AlCl₃) = টলুইন
২৯.ফিডেল ক্রাফট আসাইলেশন(অনার্দ্র AlCl₃) = এসিটোফেনন/ মিথাইল ফিনাইল কিটোন...
৩০.নাইট্রেশন (৬০°C) গাঢ় H₂SO₄ও গাঢ় HNO₃= নাইট্রোবেনজিন।
▫️NotesZone: Click Here
❤140🔥24👍16👎6🥰5👏2🤔2🤩2
🔲লেখাটি পড়ে ভেক্টরের MCQ প্রশ্নগুলো খুব সহজে এবং তাড়াতাড়ি সমাধান করা সম্ভব।Noteszone: Click Here
# সামান্তরিকের সূত্র থেকে প্রায়ই কিছু প্রশ্ন পরীক্ষায় আসে যার মধ্যে অন্যতম একটি হলো লব্ধি নির্ণয়। আমরা সবাই জানি লব্ধি R=√(P2+Q2+2PQcosα)এই সূত্রের সাহায্যে আমরা খুব সহজে লব্ধি বের করতে পারি। কিন্তু যদি দুটি বলের অন্তর্গত কোণ 00 অথবা সমমুখী হয় তাহলে লব্ধি বের করার জন্য এই সূত্র ব্যবহারের প্রয়োজন নেই। তখন বল দুটি যোগ করলে সেই যোগফলই লব্ধি বল অর্থাৎ R=(P+Q) এবং এটিই সবোর্চ্চ লব্ধি R max। অনুরূপভাবে বল দুটি বিপরীতমুখী অথবা 1800 কোণে অন্তর্গত থাকে তখন লব্ধি হবে R=P~Q যার অর্থ হচ্ছে বড় বল থেকে ছোট বল বিয়োগ। এটাই লব্ধির সবর্নিম্ন মান Rmin ।
উদাহরণ: 5N এবং 3N বলের অন্তর্গত কোণ 00 হলে লব্ধি বলের মান কত?
সমাধান: R=5N+3N =8N
# নৌকা সম্পর্কিত সমস্যার সর্টকার্ট:
১। যদি নৌকা এবং স্রোতের বেগ একটি অপরটির দ্বিগুন হয় অর্থাৎ P=2Q এবং তাদের লব্ধি লম্ব বরাবর ক্রিয়া করে তাহলে আড়াআড়িভাবে নদী পার হতে α=120° হবে।
উদাহরণ: ইঞ্জিন চালিত একটি নৌকার বেগ 14kmh-1। নৌকা আড়াআড়ি নদী পার হতে কোন দিকে চালাতে হবে। স্রোতের বেগ 7kmh-1।
সমাধান:
২। অনুকূল প্রতিকূলের বেগ দেওয়া থাকলে সেক্ষেত্রে P=3Q হলে সেক্ষেত্রে পর হতে দিক α=120° হবে।
উদাহরণ: নদীতে নৌকার বেগ অনুকূলে 18ms-1এবং প্রতিকূলে 6ms-1নৌকা কোন দিকে চালনা করলে সোজা অপর পারে গিয়ে পৌছাবে?
সমাধান: α=120°
# যদি P ও Q দুটি ভেক্টরের মান সমান হয় এবং একই বিন্দুতে ক্রিয়ারত থাকে এবং তাদের লব্ধি R যদি P অথবা Q এর সমান হয় অর্থাৎ P=Q=R হয় P এবং Q ভেক্টরের অন্তর্ভুক্ত কোণ হবে 1200।
# ভেক্টরের ক্রস গুণন:
ডট গুনণ তুলনামূলক সহজ। ক্রস গুনণে প্রায় সময় একটি অজানা চলকের মান বের করতে বলা হয়। যেমন, A1i+B1j+C1k এবং A2i+B2j+C2kদুটি ভেক্টর পরস্পর সমান্তরাল হলে অথবা তাদের ক্রসগুণফল শূন্য হলে B1 এর মান কত?
এই ধরনের সমস্যা সমাধানের সর্টকার্ট হচ্ছে-
A1/ A2 =B1/B2=C1/C2 অর্থাৎ i,j,kএর সহগদ্বয়ের অনুপাত সমান।
উদাহরণ: A=i-3j+5kএবং B=ai+6j-10k, a এর মান কত হলে ভেক্টরদুটি সমান্তরাল হবে?
সমাধান: 1/a = -3/6
=› a=-2
# বৃষ্টিতে ছাতা ধরা সর্টকার্ট :
যদি কোনো মানুষ লম্বভাবে পতিত বৃষ্টির সম্মুখীন হয় তাহলে বৃষ্টি থেকে রক্ষা পেতে কত কোণে ছাতা ধরতে হবে এই ধরনের সমস্যা পরীক্ষায় এসে থাকে এবং এর সর্টকার্ট হচ্ছে-
tanθ= মানুষের বেগ / বৃষ্টির বেগ
উদাহরণ: 3ms-1 বেগে দৌড়ানোর সময় একজন ব্যক্তি 9ms-1 বেগে লম্বভাবে পতিত বৃষ্টির সম্মুখীন হয়। বৃষ্টি থেকে রক্ষা পেতে হলে তাকে কত কোণে ছাতা ধরতে হবে?
সমাধান: tanθ= 3/9
θ=tan-1(1/3) = 18.430
# নদী পার হতে প্রয়োজনীয় সময় :
আমরা সবাই জানি নদী পার হতে প্রয়োজনীয় সূত্র হচ্ছে t=d/R যেখানে d= নদীর বিস্তার এবং R= লব্ধি, কিন্তু সোজা বা লম্বালম্বিভাবে নদী পার হতে প্রয়োজনীয় সময় হচ্ছে
t=d/√(P2+Q2)যেখানে P= নৌকার বেগ এবং Q= স্রোতের বেগ।
❤112👍21🔥16👏7🤔5😢5🥰4
🔲 ক্রোমোজোম সংখ্যা -Tricks
▫️আমরা সবাই জানি মানুষের
ক্রোমোসোম সংখ্যা 46.
রেশমপোকা নামটি শুনলেই
মানুষের নাম মনে পড়ে যা রেশমা।মানে মানুষের মতোই
অর্থাৎ রেশমপোকামাকাড় ক্রোমোজম সংখ্যাও 46
▫️আবার মানুষও গিনিপিগ স্তন্যপায়ী
হলেও মানুষের দুই পা কিন্তু
গিনিপিগ এর চারটি পা মানে
সম্পুর্ণ উল্টো। অর্থাৎ গিনিপিগ
এর ক্রোমোজম সংখ্যা মানুষের উল্টো মানে 64.
▫️খরগোশ মানুষের চেয়ে একটু ছোট
তো এর ক্রোমোজম সংখ্যাও একটু কমিয়ে দাও। মানুষের 46
খরগোশের 44 দিয়ে দাও
▫️গেরিলা যোদ্ধারা সাধারণ মানুষ
থেকে একটু বেশিই শক্তিশালী তো
এদের ক্রোমোজম সংখ্যাও একটু বাড়ায় দাও মানুষের 46 গরিলারে 48 দিয়ে দাও।
▫️ঘরে মাছি বাইরে মাছি = গৃহমাছি। ( বাইরে= বারো)
ক্রোমোজম সংখ্যা ১২।
▫️আমরা বাঙ্গালী সকালে ভাত খাই দুপুরে ভাত খাই এমনকি রাতেও ভাত খাই মানে 24 ঘন্টা ভাত খাই।
ভাত =রাইস =ধান। ধানের ক্রোমোজম সংখ্যা 24.
নাহ! আমি আর ভাত খামু না শুধু গমের রুটি খামু
রুটি না হয় ভাত মানে একটা আরেকটার বিপরীত।
রুটি =আটা =গম= গমের ক্রোমোজম সংখ্যা 42.
▫️ব তে বুট্টা বতে বিশ।এর ক্রোমোজম সংখ্যা ২০
ভুলে ত্রুটি ক্ষমা করিবেন।
©NotesZone: Click Here
❤784🔥123😱82🤩35👍28🥰19👏15🎉7🤔4😢4
🔲বিভিন্ন প্রকার ভাস্কুলার বান্ডেলের উদাহরন মনে রাখার Tricks:
▫️মুক্ত সমপার্শ্বীয়ঃ " মুক্ত নদী "
মুক্ত = মুক্ত সমপার্শ্বীয়
ন= নগ্নবীজী উদ্ভিদ
দী= দ্বিবীজপত্রী উদ্ভিদ
▫️বদ্ধ সমপার্শ্বীয়ঃ" বদ্ধ একা"
বদ্ধ= বদ্ধ সমপার্শ্বীয়
একা= একবীজপত্রী উদ্ভিদ
▫️সমদ্বিপার্শ্বীয়ঃ"সরু কুলা"
স=শশা
কু= কুমড়া
লা=লাউ
▫️হ্যাড্রোসেন্ট্রিকঃ"লাইটস"
লাই=লাইকোপোডিয়াম
ট=টেরিস
স=সেলাজিনেলা
লেপ্ট্রোসেন্ট্রিকঃ"DRY"
D=Dracaena
Y= Yucca
❤255🔥36👍18🥰12🤩10😱7👏4🤔4😢4🎉3
সংবিধানের আদি-অন্তঃ
……………………………………………
✿➢ সংবিধানের সংখ্যাসমূহঃ
…
✿➢১. মোট ভাগ - ১১টি
✿➢২.মোট অনুচ্ছেদ -১৫৩ টি
✿➢৩.মোট তফসিল -৭ টি
✿➢৪.মূলনীতি - ৪ টি
✿➢৫.সংবিধান রচনা কমিটির সদস্য -৩৪ জন
✿➢৬.সংরক্ষিত মহিলা আসন -৫০ টি
✿➢৭.সংবিধান সংশোধন -২/৩ অংশ ভোট
✿➢৮.রাষ্ট্রপতির অভিশংসন -২/৩ অংশ ভোট
✿➢৯.এক ব্যক্তি রাষ্ট্রপতি নিয়োগ হবেন -২ বার।
✿➢১০.রাষ্ট্রপতির বয়স -৩৫ বছর
✿➢১১.প্রধানমন্ত্রীর বয়স -২৫ বছর
✿➢১২.সংসদ সদস্যের বয়স - ২৫ বছর
✿➢১৩.শিশুশ্রম নিষিদ্ধ - ১৪ বছরের নিচে
✿➢১৪.প্রধান বিচারপতির অবসরসীমা -৬৭ বছর
✿➢১৫.পিএসসি চেয়ারম্যানের অবসরসীমা -৬৫
✿➢১৬.মহাহিসাব নিরীক্ষকের অবসর সীমা -৬৫ বছর
✿➢১৭.সংসদ অধিবেশন বিরতি - ৬০ দিন
✿➢১৮.সংসদ নির্বাচন -৯০ দিন
✿➢১৯.সাধারণ নির্বাচনের পর সংসদ অধিবেশন আহ্বান -৩০ দিন
✿➢২০.অধ্যাদেশ কার্যকর - ৩০ দিন।
……………
✿সংবিধান নিয়ে প্রশ্নঃ
1. প্রশ্ন: যুদ্ধপরাধীদের বিচারসংক্রান্ত সংবিধানের অনুচ্ছেদটি হলো -
উত্তর: ৪৭
2.প্রশ্ন: বাংলাদেশ সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে বাকশাল প্রতিষ্ঠিত হয়েছিল?
উত্তর: চতুর্থ
3.প্রশ্ন: বাংলাদেশ সংবিধানের কোন ভাগে মৌলিক অধিকারের কথা বলা হয়েছে?
উত্তর: তৃতীয় ভাগে
প্রশ্ন: বাংলাদেশ সংবিধানে প্রশাসনিক ট্রাইব্যুনাল বিষয়টি কোন অনুচ্ছেদে সন্নিবেশিত হয়েছে?
উত্তর: ১১৭
4. প্রশ্ন: “আইনের চোখে সব নাগরিক সমান।” – বাংলাদেশের সংবিধানের কত নম্বর ধারায় এ নিশ্চয়তা প্রদান করা হয়েছে?
উত্তর: ধারা ২৭
5. প্রশ্ন: তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানের কততম সংশোধনীর মাধ্যমে রদ করা হয়েছে?
উত্তর: ১৫ তম
6) বাংলাদেশের সংবিধানের প্রনয়ণের প্রক্রিয়া শুরু হয় কবে?
উঃ- ২৩ মার্চ, ১৯৭২।
7) বাংলাদেশের সংবিধান কবে উত্থাপিত হয়?
উঃ- ১২ অক্টোবর, ১৯৭২।
8.গনপরিষদে কবে সংবিধান গৃহীত হয়?
উঃ- ০৪ নভেম্বর,১৯৭২।
9) কোন তারিখে বাংলাদেশের সংবিধান বলবৎ হয়?
উঃ- ১৬ ডিসেম্বর, ১৯৭২।
10) বাংলাদেশে গনপরিষদের প্রথম অধিবেশন কবে অনুষ্ঠিত হয়?
উঃ- ১০ এপ্রিল, ১৯৭২।
11) সংবিধান প্রনয়ণ কমিটি কতজন সদস্য নিয়ে গঠন করা হয়?
উঃ- ৩৪ জন।
12) সংবিধান রচনা কমিটির প্রধান কে ছিলেন?
উঃ- ডঃ কামাল হোসেন।
13) সংবিধান রচনা কমিটির একমাত্র মহিলা সদস্য কে ছিলেন?
উঃ- বেগম রাজিয়া বেগম।
14) বাংলাদেশ সংবিধানের কয়টি পাঠ কয়েছে?
উঃ- ২ টি। বাংলা ও ইংরেজি।
15) কি দিয়ে বাংলাদেশের সংবিধান শুরু ও শেষ হয়েছে?
উঃ- প্রস্তাবনা দিয়ে শুরু ও ৭টি তফসিল দিয়ে শেষ।
16) বাংলাদেশের সংবিধানে কয়টি ভাগ আছে?
উঃ- ১১ টি।
17) বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ/ধারা কতটি?
উঃ- ১৫৩ টি।
18) বাংলাদশের প্রথম হস্তলেখা সংবিধানের মূল লেখক কে?
উঃ- আবদুর রাউফ।
19) প্রধানমন্ত্রীর পরামর্শ ছাড়া কোন কাজ রাষ্ট্রপতি এককভাবে করতে সক্ষম?
উঃ- প্রধান বিচারপতির নিয়োগ দান।
20) রাষ্ট্রপতির মেয়াদকাল কত বছর?
উঃ- কার্যভার গ্রহনের কাল থেকে ৫ বছর।
21) একজন ব্যক্তি বাংলাদশের রাষ্ট্রপতি হতে পারবেন কত মেয়াদকাল?
উঃ- ২ মেয়াদকাল।
22) কার উপর আদালতের কোন এখতিয়ার নেই?
উঃ- রাষ্ট্রপতি।
23) জাতীয় সংসদের সভাপতি কে? উঃ- স্পিকার।
24) রাষ্ট্রপতি পদত্যাগ করতে চাইলে কাকে উদ্দেশ্য করে পদত্যাগ পত্র লিখবেন?
উঃ- স্পিকারের উদ্দেশ্যে।
25) প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপ-মন্ত্রীদের নিয়োগ প্রদান করেন কে?
উঃ- রাষ্ট্রপতি।
26) এ্যার্টনি জেনারেল পদে নিয়োগ দান করেন কে?
উঃ- রাষ্ট্রপতি।
27) সংবিধানের প্রধান বৈশিষ্ট্য আছে কতটি?
উ:১২টি।
28) বাংলাদেশের সর্বোচ্চ আদালত কোনটি?
উঃ- সুপ্রীম কোর্ট।
29) সুপ্রীম কোর্টের কয়টি বিভাগ আছে?
উঃ- ২টি । আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগ
30) সুপ্রীম কোর্টের বিচারপতিদের মেয়াদকাল কত?
উঃ- ৬৭ বছর পর্যন্তু।
31) বাংলাদেশের সংবিধানের প্রথম মূলনীতি কি ছিল?
উঃ- ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ, গনতন্ত্র ও সমাজতন্ত্র।
32) কোন আদেশবলে সংবিধানের মূলনীতি “ধর্মনিরপেক্ষতা” বাদ দেয়া হয়?
উঃ- ১৯৭৮ সনে ২য় ঘোষনাপত্র আদেশ নং ৪ এর ২ তফসিল বলে।
33) কোন আদেশবলে সংবিধানের শুরুতে “বিসমিল্লাহির রাহমানির রাহিম” সন্নিবেশিত হয়?
উঃ- ১৯৭৮ সনে ২য় ঘোষনাপত্র আদেশ নং ৪ এর ২ তফসিল বলে।
34) কোন আদেশবলে বাংলাদেশের নাগরিকগণ “বাংলাদেশী” বলে পরিচিত হন?
উঃ- ১৯৭৮ সনে ২য় ঘোষনাপত্র আদেশ নং ৪ এর ২ তফসিল বলে।
35) সংবিধানের কোন অনুচ্ছেদে “গনতন্ত্র ও মৌলিক মানবাধিকারের” নিশ্বয়তা দেয়া আছে?
উঃ- ১১ অনুচ্ছেদ।
36) সংবিধানের কোন অনুচ্ছেদে “কৃষক ও শ্রমিকের” মুক্তির কথা বলা আছে?
উঃ- ১৪ অনুচ্ছেদ।
37) সংবিধানের কোন অনুচ্ছেদে “নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথকীকরণ” এর কথা বলা হয়েছে?
উঃ- ২২ অনুচ্ছেদ।
🔰NotesZone:
https://news.1rj.ru/str/confusingquestion
❤117👍19🔥9🥰8😁3😢2👏1🎉1
🔲এসিড ও ক্ষারক
৪টা সূত্র মনে রাখো , তাহলে
এসিড ও
ক্ষারক সহজেই চিনতে পারবে ।
___
সূত্র ০১: ধাতুর সাথে H/O/OH-
থাকলে সেগুলো ক্ষারক হবে ।
___
সূত্র ০২: অধাতুর সাথে H/O/OH-
থাকলে সেগুলো এসিড হবে ।
___
সূত্র ০৩: ধনাত্নক যৌগমূলক + OH- =
ক্ষারক ।
___
সূত্র ০৪: ঋণাত্মক যৌগমূলক H+ =
এসিড ।
___
সূত্রগুলোর ব্যাখ্যা নিচে
দেওয়া হল ।
ব্যাখ্যা ০১: ধাতুর সাথে
হাইড্রোজেন
থাকলে সেটি ক্ষারক ।
যেমনঃ NaH, MgH₂, KH, CaH₂
___
ব্যাখ্যা ০২ : ধাতুর সাথে
অক্সিজেন
থাকলেও সেটি ক্ষারক ।
যেমনঃ Na₂O, MgO, K₂O, CaO
___
ব্যাখ্যা ০৩: ধাতুর
সাথে হাইড্রোক্সাইড থাকলেও
সেটি ক্ষারক ।
যেমনঃ NaOH, Mg(OH)₂, KOH, Ca(OH)₂
___
ব্যাখা ০৪: অধাতুর সাথে
হাইড্রোজেন
থাকলে সেটি এসিড ।
যেমনঃ HBr, HCl, HF
___
ব্যাখা ০৫: অধাতুর সাথে
অক্সিজেন
থাকলে সেটি এসিড ।
যেমনঃ CO₂
___
ব্যাখা ০৬: অধাতুর
সাথে হাইড্রোক্সাইড
থাকলে সেটি এসিড ।
যেমনঃ HClO, HBrO, HIO
___
ব্যাখা ০৭: ঋণাত্মক যৌগমূলকের
সাথে H
+ যুক্ত হলে এসিড হয় ।
যেমনঃ HNO₃, HNO₂
___
ব্যাখা ০৮: ধনাত্নক যৌগমূলকের
সাথে OH- যুক্ত হলে ক্ষারক হয় ।
যেমনঃ NH₄OH.
❤230🔥43👍19🎉10🥰8👏3
🔲VERY VERY IMPORTANT🔥
শতকরা পানির পরিমান :
১.প্রোটোপ্লাজম : 70-90%
২.সাইটোপ্লাজম : 65-96%
(উদ্ভিদ কোষঃ৭৫%)
৩.লালারস : 95.5-99.5%
৪. পিত্তরস : 97-98%
৫.গ্যাস্ট্রিক জুস : 99.45%
৬. আন্ত্রিক রস : 98.5%
৭. রক্তরস বা প্লাজমা : 90-92%
৮.লোহিত রক্তকনিকা : 60-70%
৯. মূত্র : 95%(95-97%)
১০. ভিট্রিয়াস হিউমার : 99%
বইয়ের Edition অনুযায়ী পরীবর্তন হতে পারে
❤278👍34🔥31🥰14😱11🤩11😢7👏4🤔2
Forwarded from English Phobia।Exam Mate (Hossain Riaz)
🔔Clause বের করার যুগান্তকারী শর্টকাট:-
😁এই কঠিন Clause কিভাবে শর্টকাট পরীক্ষা হলে বের করবেন এই বিষয়ে দু' একটি গোপন কথা বলি।
Clause আছে মোট=৩ টা।
1) Noun Clause
2) Adjective Clause
3) Adverbial Clause।
পরীক্ষায় অপশন থাকে ৪ টা করে। অর্থাৎ ক, খ, গ,ঘ। তাহলে ৪ টি অপশনে মাত্র তিনটি Clause বসবে বাকি যে অপশন থাকবে তা বাদ দিবেন। এই একটি অপশন বাদ দেওয়ার কারণে আপনার কাজ ৫০% হয়ে গেছে। এবার কাজেই কথায় আসি। কোন Clause কোন উপায়ে শর্টকাট বের করবেন।
(1)❤️ Noun Clause: এই Clause-এ Underline এর বরাবর It বসিয়ে যদি বাক্যটি পূর্ণ হয় তবে বুঝবেন এটি অবশ্যই Noun Clause। আপনাকে Verb এর আগে, পরে, পিছনে, preposition এর পরে কিংবা Appositive হিসেবে এই ৬টি জায়গায় Noun Clause বসে এই লজিক শিখতে হবে না আর। শুধু It বসিয়ে বাক্য পূর্ণ হলেই Noun Clause। যেমন-
(১) (That he is a criminal) is known to all.
(২) We don't know (what he is talking about.)
এখানে (১) ও (২) নং এ ব্রাকেট এর পরিবর্তে It বসালে বাক্য পূর্ণ হবে অর্থাৎ Noun Clause। যেমন- (1) It is known to all. (2) We don't know it.
(2)❤️ Adjective Clause: Underlined অংশটি হাতের আঙ্গুল দিয়ে ঢেকে দিয়ে যদি বাক্য পূর্ণ তখন বুঝবেন অবশ্যই Adjective Clause। যেমন--
(১) The boy (who doesn't know to manner) is my brother.
এখানে Underline অংশটি একপাশে রেখে দিলে হয়=The boy is my brother। বিশ্বাস নাহলে বই খুলে নিজে দেখুন!!
(3)❤️ Adverbial Clause: এটি চেনা অত্যন্ত সোজা। কারণ তিনটি অপশন থেকে It দিয়ে বা আঙ্গুলে চেপে ধরলেও Noun Clause, Adjective Clause কোনটিই না হলে ধরে নিবেন ১০০% Clause টি Adverbial Clause।
----------
বি:দ্র: নিজে শিখুন অন্যকে শিখান!
(Collected)
😁এই কঠিন Clause কিভাবে শর্টকাট পরীক্ষা হলে বের করবেন এই বিষয়ে দু' একটি গোপন কথা বলি।
Clause আছে মোট=৩ টা।
1) Noun Clause
2) Adjective Clause
3) Adverbial Clause।
পরীক্ষায় অপশন থাকে ৪ টা করে। অর্থাৎ ক, খ, গ,ঘ। তাহলে ৪ টি অপশনে মাত্র তিনটি Clause বসবে বাকি যে অপশন থাকবে তা বাদ দিবেন। এই একটি অপশন বাদ দেওয়ার কারণে আপনার কাজ ৫০% হয়ে গেছে। এবার কাজেই কথায় আসি। কোন Clause কোন উপায়ে শর্টকাট বের করবেন।
(1)❤️ Noun Clause: এই Clause-এ Underline এর বরাবর It বসিয়ে যদি বাক্যটি পূর্ণ হয় তবে বুঝবেন এটি অবশ্যই Noun Clause। আপনাকে Verb এর আগে, পরে, পিছনে, preposition এর পরে কিংবা Appositive হিসেবে এই ৬টি জায়গায় Noun Clause বসে এই লজিক শিখতে হবে না আর। শুধু It বসিয়ে বাক্য পূর্ণ হলেই Noun Clause। যেমন-
(১) (That he is a criminal) is known to all.
(২) We don't know (what he is talking about.)
এখানে (১) ও (২) নং এ ব্রাকেট এর পরিবর্তে It বসালে বাক্য পূর্ণ হবে অর্থাৎ Noun Clause। যেমন- (1) It is known to all. (2) We don't know it.
(2)❤️ Adjective Clause: Underlined অংশটি হাতের আঙ্গুল দিয়ে ঢেকে দিয়ে যদি বাক্য পূর্ণ তখন বুঝবেন অবশ্যই Adjective Clause। যেমন--
(১) The boy (who doesn't know to manner) is my brother.
এখানে Underline অংশটি একপাশে রেখে দিলে হয়=The boy is my brother। বিশ্বাস নাহলে বই খুলে নিজে দেখুন!!
(3)❤️ Adverbial Clause: এটি চেনা অত্যন্ত সোজা। কারণ তিনটি অপশন থেকে It দিয়ে বা আঙ্গুলে চেপে ধরলেও Noun Clause, Adjective Clause কোনটিই না হলে ধরে নিবেন ১০০% Clause টি Adverbial Clause।
----------
বি:দ্র: নিজে শিখুন অন্যকে শিখান!
(Collected)
❤305🔥45👍27😱25🤩16🥰10🎉10👏3🤔2
📌রসায়নের যত সব মিশ্রণ এক নজরেঃ
(Important গুলোতে ⭐️ দেওয়া হয়েছে )
বই এ খোঁজাখুঁজি করার চেয়ে রিভাইস দেওয়ার জন্য এখানে গুরুত্বপূর্ণ সব সংকেত দেওয়া আছে। তবে ভর্তি পরীক্ষার জন্য মেইন বই পুরো পড়া শেষ করতে হবে, তারপর সব এক সাথে রিভাইস দেওয়ার জন্য এটা দেখতে পার।
১. ফেনটন বিকারক- [H₂O₂+FeSO₄]⭐️
২. ফেহলিং বিকারক- [H₂SO₄ মিশ্রিত CuSO₄ দ্রবণ +NaOH মিশ্রিত রোচিলি দ্রবণ]⭐️
৩. ব্রাইন- [NaCl+H₂O] (এর সংজ্ঞাটা গুরুত্বপূর্ণ)**⭐️
৪. ব্ল্যাক অ্যাশ- [Na₂CO₃+CaS+CaO+C]***⭐️
৫. মার্কের পার হাইড্রল- [30%H₂O₂+70%H₂O]**⭐️
৬. ফরমালিন -[40% H-CHO+60% H₂O]**⭐️
৭. পাওয়ার অ্যালকোহল- [CH₃-CH₂-OH+ পেট্রোল+ কোনো দাহ্য পদার্থ (20-30)%]⭐️
৮. প্রোডিউসার গ্যাস - [2CO+N₂]*⭐️
৯. নাইট্রোলিম- [CaNCN+C] বা ক্যালসিয়াম সায়ানামাইড + কার্বন]
১০. বেকিং পাউডার- HO-C(HO-CH-COOH)H-COOK+NaCHO₃ বা পটাশিয়াম হাইড্রোজেন টারটারেট + সোডিয়াম বাই কার্বনেট***
১১. থাইমাইট (থারমিন)- [ Al+Fe2O3] বা [ Al+CrO3]**
১২. তরল সংকর- [Na+K]*
১৩- ফোমাইট- [Al2(SO4)3+ NaHCO3]*
১৪. জ্বলন মিশ্রণ- [ KClO3+Mg]
১৫. জিংক ডাস্ট- [Zn+ZnO]*
১৬. কোল্ড সর্ট- [ Fe+ অত্যধিক P]
১৭. ডাক্তারী জীবাণুনাশক - [70% ইথানল +30% পানি]***⭐️
১৮. টিংচার আয়োডিন- [ 0.5 ounce I2 + 0.5 ounce KI+ 0.5 ounce H2O+ রেকটিফায়ার স্পিরিট]***
১৯. টলেন বিকারক- [ক্ষারীয় AgNO₃+ NH₄OH দ্রবণ ] বা [Ag(NH3)2OH]***⭐️
২০. বারুদ- [KNO3+S+C]
২১. ভিনেগার- [6-10% CH₃-COOH + 90-94% H₂O]**⭐️
২২.হিমরোধক/ এন্টিফ্রিজ- [ 40% গ্লাইকল+ 60% পানি]⭐️
২৩. সোডালাইম- [CaO+NaOH]*⭐️
২৪. সোরেল সিমেন্ট- [MgO+ MgCl₂]
২৫. স্পেন্ট অক্সাইড- [FeS+Fe₂O₃]
২৬.স্বর্ণালংকার - [85% Au+ 15% Cu]*
২৭. ইট সর্ট [Fe+ অত্যধিক S]
২৮. হিম মিশ্রণ- [ CaCl₂+ বরফের গুড়া]
২৯. সংশ্লেষ গ্যাস - ১ঃ৩ অনুপাতে CO+H₂*⭐️
৩০. কোল গ্যাস- CH₄, H₂, CO, N₂, ইথিলিন, অ্যাসিটিলিন ও বেনজিন-বাষ্প**
এছাড়াও আরো কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়, যেমন- হ্যালোজেন, নিকটোজেন, চ্যালকোজেন, অ্যাক্টনয়ডস, ল্যান্থানয়ডস এগুলো খুবই গুরুত্বপূর্ণ। সব শেষে - কাচ, পলিমার এসবের সংকেত রিভাইস দেওয়া উচিত, ভার্সিটি ভর্তির জন্য ওখান থেকে প্রশ্ন হয়।
▫️Notes zone: Click Here
❤169🔥14👍12🥰9😁5🤩5👏4😱4🎉3
Forwarded from English Phobia।Exam Mate (Hossain Riaz)
🔔 Gerund এবং participle বের করার যুগান্তকারী সূত্র:-(কষ্ট করে পড়ে দেখুন অবিশ্বাস্য)
❤️Gerund চেনার একটি মৌলিক কথা:
Gerund দ্বারা "স্থির or সার্বজনীন" কোনাে কথা বােঝায়। অর্থাৎ, gerund দিয়ে গঠিত কোনাে sentence চলমান কোনাে কিছু বােঝায় না।
যেমন: (Walking) is called the best exercise.
অর্থাৎ হাঁটা সর্বোত্তম ব্যায়াম। আমি যখন এই কথাটি বললাম তখন কেউ হাঁটছে না, বা হাঁটার কাজ করছে না। এটা শুধুমাত্র একটি কথা। “হাটা সর্বোত্তম ব্যায়াম” এটা স্থির ঘটনাকে ইঙ্গিত করে। সুতরাং Walking হচ্ছে Gerund
❤️
Participle চেনার একটি মৌলিক কথা:
Participle সর্বদাই চলমান (continuous)অবস্থাকে ইঙ্গিত করে।
যেমন: I saw the man (singing).
অর্থাৎ, আমি মানুষটিকে গান গাইতে দেখেছিলাম। তার মানে, আমি যখন দেখেছিলাম তখন
মানুষটির গান গাওয়ার কাজটি “চলমান ছিল”। সুতরাং Singing হচ্ছে Participle.
(নিমিষেই Gerund and participle শেষ ।এটা সত্যিই কার্যকরী। শুধুমাত্র ইংরেজি বাক্যটির বাংলা অর্থ বের করে চিন্তা করতে হবে যে বিষয়টি স্থির বোঝাচ্ছে নাকি গতিশীল বোঝাচ্ছে।)
Lit editor:- @Hossain_Riaz
❤️Gerund চেনার একটি মৌলিক কথা:
Gerund দ্বারা "স্থির or সার্বজনীন" কোনাে কথা বােঝায়। অর্থাৎ, gerund দিয়ে গঠিত কোনাে sentence চলমান কোনাে কিছু বােঝায় না।
যেমন: (Walking) is called the best exercise.
অর্থাৎ হাঁটা সর্বোত্তম ব্যায়াম। আমি যখন এই কথাটি বললাম তখন কেউ হাঁটছে না, বা হাঁটার কাজ করছে না। এটা শুধুমাত্র একটি কথা। “হাটা সর্বোত্তম ব্যায়াম” এটা স্থির ঘটনাকে ইঙ্গিত করে। সুতরাং Walking হচ্ছে Gerund
❤️
Participle চেনার একটি মৌলিক কথা:
Participle সর্বদাই চলমান (continuous)অবস্থাকে ইঙ্গিত করে।
যেমন: I saw the man (singing).
অর্থাৎ, আমি মানুষটিকে গান গাইতে দেখেছিলাম। তার মানে, আমি যখন দেখেছিলাম তখন
মানুষটির গান গাওয়ার কাজটি “চলমান ছিল”। সুতরাং Singing হচ্ছে Participle.
(নিমিষেই Gerund and participle শেষ ।এটা সত্যিই কার্যকরী। শুধুমাত্র ইংরেজি বাক্যটির বাংলা অর্থ বের করে চিন্তা করতে হবে যে বিষয়টি স্থির বোঝাচ্ছে নাকি গতিশীল বোঝাচ্ছে।)
Lit editor:- @Hossain_Riaz
❤762🤩68🔥43👍29🥰21😱19👏6😢5🎉3🤔2
🔲মানবদেহের সবচেয়ে ছোট ও বড় :
▫️সবচেয়ে বড় অস্থি =ফিমার
▫️সবচেয়ে ছোট অস্থি = স্টেপিস
▫️সবচেয়ে বড় পেশি = সারটোরিয়াস
▫️সবচেয়ে ছোট পেশি =স্টেপিডিয়াস
▫️ সবচেয়ে বড় গ্রন্থি = যকৃত
▫️সবচেয়ে ছোট গ্রন্থি = পিটুইটারি
▫️সবচেয়ে বড় কোষ = নিউরণ
▫️আকারে সবচেয়ে বড় রক্তকণিকা = শ্বেত রক্তকণিকা
▫️সবচেয়ে ছোট রক্তকণিকা =অণুচক্রিকা
▫️ সবচেয়ে বড় করোটিক স্নায়ু =
ট্রাইজেমিনাল
▫️সবচেয়ে ছোট করোটিক স্নায়ু =
অলফ্যাক্টরি
▫️সবচেয়ে বিস্তৃত করোটিক স্নায়ু = ভ্যাগাস
❤427🔥70👍23🤩17🎉11🥰5👏5😱5
Forwarded from English Phobia।Exam Mate (Abstracted Alif)
ইংরেজিতে এমন অনেক ছোট ছোট শব্দ থাকে যা পড়ার সময় আমাদের খুব ভালো ভাবে মনে থাকলেও প্রয়োজনের সময় সেই শব্দগুলোকে গুলিয়ে ফেলি আমরা। আজকে তেমনি ৪টি শব্দের উপর আলোকপাত করতে যাচ্ছি।☝️Sometime - কোনো এক সময়( Past / Future)
✌🏻Some time - কিছু সময়
🤟 Sometimes - মাঝে মাঝে
👊🏻 Some times - কয়েকবার / কয়েকগুন @Tah_shaD
❤297😱54👍26🔥24🤩15👏7🥰6😢4😁3🤔2🎉2
🔲Confusion Clear-Part 1
▫️শক্তি তৈরির অঙ্গানু মাইট্রোকন্ড্রিয়া কিন্তু শক্তি রুপান্তরের অঙ্গানু ক্লোরোপ্লাস্ট
▫️45° অক্ষাংশে g এর মান আদর্শ মান কিন্তু 90° অক্ষাংশে(মেরুতে) g এর মান সবচেয়ে বেশি
▫️ইথানলের Boiling point(স্ফুটনাঙ্ক) 78.3° কিন্তু রেকটিফাইড Boiling point(স্ফুটনাঙ্ক) 78.1°
(ইথানল থেকে রেকটিফাইড স্পিরিট তৈরি করা হয় তাই এটার স্ফুটনাঙ্ক একটু কমে যায়)
▫️রাইমার-টাইম্যান বিক্রিয়ায় স্যালিসাইল অ্যালডিহাইড তৈরি হয় কিন্তু কোব বিক্রিয়ায় স্যালিসাইলিক এসিড তৈরি হয়
▫️ সবচেয়ে বিস্তৃত করোটিক স্নায়ু ভ্যাগাস কিন্তু সবচেয়ে বড় করোটিক স্নায়ু ট্রাইজেমিনাল
▫️আমাদের দেহে সবচেয়ে বেশি পাওয়া যায় IgG (সবচেয়ে ছোট আ্যান্টিবডি ) কিন্তু সবচেয়ে বড় আ্যান্টিবডি হলো IgM
▫️গ্লসোফ্যারিঞ্জিয়াল,প্যালাটাইন এর কাজ স্বাদগ্রহনে সাহায্য করা কিন্তু হাইপোগ্লোসাল এর কাজ জিহব্বার বিচলনে সাহায্য করা
🔰NotesZone:
https://news.1rj.ru/str/confusingquestion
❤168🔥54👍19😱5👏3🎉3
🔲Confusion Clear-Part 2
▫️উর্টজ বিক্রিয়ায় আ্যালকেন তৈরি হয় কিন্তু উর্টজ ফিটিগ বিক্রিয়ার টলুইন উৎপন্ন হয় ।
▫️Hg তরল ধাতু কিন্তু Br তরল অধাতু ।
▫️প্রোটিন তৈরির কারখানা রাইবোসোম কিন্তু প্রোটিন তৈরির কর্মী এনজাইম ।
▫️সর্বাধিক সক্রিয় ধাতু Fr কিন্তু স্থায়ী সর্বাধিক সক্রিয় ধাতু Cs।
▫️O+ ব্লাডগ্রুপ পৃথিবীতে সবচেয়ে বেশি পাওয়া যায় (New Edition) কিন্তু সবচেয়ে কম পাওয়া যায় AB-
▫️পরিবেশ দূষনের নির্দেষক রিকশিয়া কিন্তু বায়ু দুষকের নির্দেশক লাইকেন ।
▫️যকৃতে মাইটোকন্ড্রিয়া বেশি পাওয়া যায় কিন্তু তার থেকে বেশি পাওয়া Amoeba তে ।
❤215🔥44👍22🤩10😢6🥰3👏3
🔲লোহিত রক্তকণিকার গুরুত্বপূর্ণ শব্দ ভাংচুর✌️
★হিমাটোপয়েসিস কি?
হিমাটো + পয়েসিস
⬇️ ⬇️
Heam. making
⬇️
রক্ত(কণিকা)
→রক্তকণিকা তৈরির প্রক্রিয়াকে হিমাটোপয়েসিস বলে।
★এরিথ্রোপয়েসিস কি?
এরিথ্রো + পয়েসিস
⬇️ ⬇️
এরিথ্রসাইট। মেকিং
⬇️ ⬇️
লোহিত তৈরি করা
রক্তকণিকা
→RBC তৈরির প্রক্রিয়াকে এরিথ্রোপয়েসিস বলে।
★লিম্ফোপয়েসিস কি?
লিম্ফো + পয়েসিস
⬇️ ⬇️
লিম্ফ। মেকিং
⬇️ ⬇️
লসিকা তৈরি করা
→লসিকা তৈরির প্রক্রিয়াকে লিম্ফোসাইট বলে।
★ফেরিটিন কি?
ফেরি + টিন
⬇️ ⬇️
আয়রন প্রোটিন
→ফেরিটিন হলো প্রোটিন যেখানে আয়রন থাকে।
#অণুচক্রিকা গুরুত্বপূর্ণ শব্দ ভাংচুর ✌️
★কেন এর নাম থ্রম্বোসাইট?
থ্রম্বো + সাইট
⬇️ ⬇️
Thrombus Cyte
⬇️ ⬇️
দলা/পিন্ড। কোষ
→রক্ত জমাট বাধার কোষ অথবা পিন্ড তৈরি করে যে কোষ তাকে থ্রম্বোসাইট বলে।
★কেন এর নাম প্লাটিলেট?
অনু + চক্রিকা
⬇️ ⬇️
ক্ষদ্র। চক্রাকার বস্তু
⬇️
চাকতির মত/চ্যাপ্টা
⬇️
Plate
⬇️
Platelet(প্লাটিলেট)
★এপিথেলিয়াম কি?
এপি + থেলিয়াম
⬇️ ⬇️
বাইরের। আবরণ
→রক্তনালীর বাইরের আবরণকে এপিথেলিয়াম বলে।
★এন্ডোথেলিয়াম কি?
এন্ডো + থেলিয়াম
⬇️ ⬇️
ভেতরের। আবরণ
→রক্তনালীর ভেতরের আবরণকে এন্ডোথেলিয়াম বলে।
★অ্যাকটিন?
অ্যাক + টিন
⬇️
সুতা + (শেষে ইন আছে তাই প্রোটিন)
→সুতার ন্যায় প্রোটিন।
★মায়োসিন?
মায়ো + সিন
⬇️ ⬇️
পেশি ইন(প্রোটিন)
★থ্রম্বোস্থেনিন?
থ্রম্বো + স্থেনিন
⬇️ ⬇️
থ্রম্বাস। Sthenin
⬇️ ⬇️
দলা/পিন্ড। শক্তি
→থ্রম্বোস্থেনিন দলা/পিন্ড অর্থ্যাৎ থ্রম্বাসকে শক্ত করে।
★সেরোটোনিন?
সেরো + টো + নিন
⬇️ ⬇️ ⬇️
সিরাম। টোনিক। ইন
(রক্তে (শক্তিশালী (প্রোটিন)
থাকে) পদার্থ)
©Note Zone: Click Here
❤191🔥33👍22🤩20😱9🎉6🥰4👏1
🔲মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র (star Marking গুলো বেশি গুরুত্বপূর্ণ)
▫️চলচ্চিত্রের নাম - " ওরা এগার জন।"
⭐️পরিচালক - চাষী নজরুল ইসলাম।
▫️চলচ্চিত্রের নাম - "সংগ্রাম।"
⭐️পরিচালক - চাষী নজরুল ইসলাম।
▫️চলচ্চিত্রের নাম : " একাত্তরের যীশু।"
▫️পরিচালক - নাসির উদ্দিন ইউসুফ।
▫️ চলচ্চিত্রেরর নাম- "অাবার তোরা মানুষ হ। "
▫️পরিচালক - খান অাতাউর রহমান।
▫️ চলচ্চিত্রের নাম - "গেরিলা।"
⭐️পরিচালক - নাসির উদ্দিন ইউসুফ।
▫️চলচ্চিত্রের নাম - " জীবন থেকে নেয়া।"
⭐️ পরিচালক - জহির রায়হান।
▫️চলচ্চিত্রের নাম: " নদীর নাম মধুমতি।"
পরিচালক - তানভীর মোকাম্মেল।
▫️চলচ্চিত্রের নাম- "অরুণোদয়ের অগ্নিসাক্ষী।"
পরিচালক- সুভাষ দত্ত।
▫️চলচ্চিত্রের নাম - "অামার বন্ধু রাশেদ।"
⭐️পরিচালক - মোরশেদুল ইসলাম।
▫️চলচ্চিত্রের নাম - " অালোর মিছিল। "
পরিচালক - নারায়ণ ঘোষ মিতা।
▫️চলচ্চিত্রের নাম - " ধীরে বহে মেঘনা।"
⭐️পরিচালক - অালমগীর কবির।
▫️চলচ্চিত্রের নাম - " পিতা।"
পরিচালক - মাসুদ অাকন্দ।
▫️চলচ্চিত্রের নাম - মেহেরজান।
পরিচালক- রুবাইয়াত হোসেন।
▫️চলচ্চিত্রের নাম - কলমিলতা।
পরিচালক- শহীদুল হক খান।
▫️চলচ্চিত্রের নাম-"Stop Genocide."
⭐️পরিচালক - জহির রায়হান।
▫️চলচ্চিত্রের নাম - A State is Born.
⭐️পরিচালক - জহির রায়হান।
▫️ চলচ্চিত্রের নাম - Let there be light.
⭐️পরিচালক- জহির রায়হান।
▫️চলচ্চিত্রের নাম- Innocent Millions.
পরিচালক - বাবুল চৌধুরী।
▫️চলচ্চিত্রের নাম- Liberation Fighters.
পরিচালক - অালমগীর কবির।
▫️চলচ্চিত্রের নাম- "জয় বাংলা।"
পরিচালক - ফখরুল অালম।
২১। চলচ্চিত্রের নাম -" অালোর মিছিল।"
পরিচালক- নারায়ণ ঘোষ মিতা।
▫️ চলচ্চিত্রের নাম - অাগুনের পরশমণি।
⭐️পরিচালক - হুমায়ূন অাহমেদ।
▫️ চলচ্চিত্রের নাম - '৭১- এর সংগ্রাম।
পরিচালক - মনসুর অালী।
▫️চলচ্চিত্রের নাম - ৭১ এর মা জননী।
পরিচালক - শাহ অালম কিরণ।
▫️চলচ্চিত্রের নাম- হাঙ্গর নদী গ্রেনেড।
⭐️পরিচালক : চাষী নজরুল ইসলাম।
❤166👍24🔥15🎉7🥰4😱4🤔3