Notes Zone।Exam Mate – Telegram
🔲লেখাটি পড়ে ভেক্টরের MCQ প্রশ্নগুলো খুব সহজে এবং তাড়াতাড়ি সমাধান করা সম্ভব।

# সামান্তরিকের সূত্র থেকে প্রায়ই কিছু প্রশ্ন পরীক্ষায় আসে যার মধ্যে অন্যতম একটি হলো লব্ধি নির্ণয়। আমরা সবাই জানি লব্ধি R=√(P2+Q2+2PQcosα)এই সূত্রের সাহায্যে আমরা খুব সহজে লব্ধি বের করতে পারি। কিন্তু যদি দুটি বলের অন্তর্গত কোণ 00 অথবা সমমুখী হয় তাহলে লব্ধি বের করার জন্য এই সূত্র ব্যবহারের প্রয়োজন নেই। তখন বল দুটি যোগ করলে সেই যোগফলই লব্ধি বল অর্থাৎ R=(P+Q) এবং এটিই সবোর্চ্চ লব্ধি R max। অনুরূপভাবে বল দুটি বিপরীতমুখী অথবা 1800 কোণে অন্তর্গত থাকে তখন লব্ধি হবে R=P~Q যার অর্থ হচ্ছে বড় বল থেকে ছোট বল বিয়োগ। এটাই লব্ধির সবর্নিম্ন মান Rmin ।

উদাহরণ: 5N এবং 3N বলের অন্তর্গত কোণ 00 হলে লব্ধি বলের মান কত?

সমাধান: R=5N+3N =8N

# নৌকা সম্পর্কিত সমস্যার সর্টকার্ট:

১। যদি নৌকা এবং স্রোতের বেগ একটি অপরটির দ্বিগুন হয় অর্থাৎ P=2Q এবং তাদের লব্ধি লম্ব বরাবর ক্রিয়া করে তাহলে আড়াআড়িভাবে নদী পার হতে α=120° হবে।

উদাহরণ: ইঞ্জিন চালিত একটি নৌকার বেগ 14kmh-1। নৌকা আড়াআড়ি নদী পার হতে কোন দিকে চালাতে হবে। স্রোতের বেগ 7kmh-1।

সমাধান:

২। অনুকূল প্রতিকূলের বেগ দেওয়া থাকলে সেক্ষেত্রে P=3Q হলে সেক্ষেত্রে পর হতে দিক α=120° হবে।

উদাহরণ: নদীতে নৌকার বেগ অনুকূলে 18ms-1এবং প্রতিকূলে 6ms-1নৌকা কোন দিকে চালনা করলে সোজা অপর পারে গিয়ে পৌছাবে?

সমাধান: α=120°

# যদি P ও Q দুটি ভেক্টরের মান সমান হয় এবং একই বিন্দুতে ক্রিয়ারত থাকে এবং তাদের লব্ধি R যদি P অথবা Q এর সমান হয় অর্থাৎ P=Q=R হয় P এবং Q ভেক্টরের অন্তর্ভুক্ত কোণ হবে 1200।

# ভেক্টরের ক্রস গুণন:

ডট গুনণ তুলনামূলক সহজ। ক্রস গুনণে প্রায় সময় একটি অজানা চলকের মান বের করতে বলা হয়। যেমন, A1i+B1j+C1k এবং A2i+B2j+C2kদুটি ভেক্টর পরস্পর সমান্তরাল হলে অথবা তাদের ক্রসগুণফল শূন্য হলে B1 এর মান কত?

এই ধরনের সমস্যা সমাধানের সর্টকার্ট হচ্ছে-

A1/ A2 =B1/B2=C1/C2 অর্থাৎ i,j,kএর সহগদ্বয়ের অনুপাত সমান।

উদাহরণ: A=i-3j+5kএবং B=ai+6j-10k, a এর মান কত হলে ভেক্টরদুটি সমান্তরাল হবে?

সমাধান: 1/a = -3/6

=› a=-2

# বৃষ্টিতে ছাতা ধরা সর্টকার্ট :

যদি কোনো মানুষ লম্বভাবে পতিত বৃষ্টির সম্মুখীন হয় তাহলে বৃষ্টি থেকে রক্ষা পেতে কত কোণে ছাতা ধরতে হবে এই ধরনের সমস্যা পরীক্ষায় এসে থাকে এবং এর সর্টকার্ট হচ্ছে-

tanθ= মানুষের বেগ / বৃষ্টির বেগ

উদাহরণ: 3ms-1 বেগে দৌড়ানোর সময় একজন ব্যক্তি 9ms-1 বেগে লম্বভাবে পতিত বৃষ্টির সম্মুখীন হয়। বৃষ্টি থেকে রক্ষা পেতে হলে তাকে কত কোণে ছাতা ধরতে হবে?

সমাধান: tanθ= 3/9

θ=tan-1(1/3) = 18.430

# নদী পার হতে প্রয়োজনীয় সময় :

আমরা সবাই জানি নদী পার হতে প্রয়োজনীয় সূত্র হচ্ছে t=d/R যেখানে d= নদীর বিস্তার এবং R= লব্ধি, কিন্তু সোজা বা লম্বালম্বিভাবে নদী পার হতে প্রয়োজনীয় সময় হচ্ছে

t=d/√(P2+Q2)যেখানে P= নৌকার বেগ এবং Q= স্রোতের বেগ।

Noteszone: Click Here
112👍21🔥16👏7🤔5😢5🥰4
😂😂🤣🤣🤣
😁348🔥26🤩14😱75👍4🤔4👏1
🔲 ক্রোমোজোম সংখ্যা -Tricks


▫️আমরা সবাই জানি মানুষের
ক্রোমোসোম সংখ্যা 46.
রেশমপোকা নামটি শুনলেই
মানুষের নাম মনে পড়ে যা রেশমা।মানে মানুষের মতোই
অর্থাৎ রেশমপোকামাকাড় ক্রোমোজম সংখ্যাও 46

▫️আবার মানুষও গিনিপিগ স্তন্যপায়ী
হলেও মানুষের দুই পা কিন্তু
গিনিপিগ এর চারটি পা মানে
সম্পুর্ণ উল্টো। অর্থাৎ গিনিপিগ
এর ক্রোমোজম সংখ্যা মানুষের উল্টো মানে 64.

▫️খরগোশ মানুষের চেয়ে একটু ছোট
তো এর ক্রোমোজম সংখ্যাও একটু কমিয়ে দাও। মানুষের 46
খরগোশের 44 দিয়ে দাও

▫️গেরিলা যোদ্ধারা সাধারণ মানুষ
থেকে একটু বেশিই শক্তিশালী তো
এদের ক্রোমোজম সংখ্যাও একটু বাড়ায় দাও মানুষের 46 গরিলারে 48 দিয়ে দাও।

▫️ঘরে মাছি বাইরে মাছি = গৃহমাছি। ( বাইরে= বারো)
ক্রোমোজম সংখ্যা ১২।

▫️আমরা বাঙ্গালী সকালে ভাত খাই দুপুরে ভাত খাই এমনকি রাতেও ভাত খাই মানে 24 ঘন্টা ভাত খাই।
ভাত =রাইস =ধান। ধানের ক্রোমোজম সংখ্যা 24.

নাহ! আমি আর ভাত খামু না শুধু গমের রুটি খামু
রুটি না হয় ভাত মানে একটা আরেকটার বিপরীত।
রুটি =আটা =গম= গমের ক্রোমোজম সংখ্যা 42.

▫️ব তে বুট্টা বতে বিশ।এর ক্রোমোজম সংখ্যা ২০

ভুলে ত্রুটি ক্ষমা করিবেন।


©NotesZone: Click Here

784🔥123😱82🤩35👍28🥰19👏15🎉7🤔4😢4
🔲বিভিন্ন প্রকার ভাস্কুলার বান্ডেলের উদাহরন মনে রাখার Tricks:


▫️মুক্ত সমপার্শ্বীয়ঃ " মুক্ত নদী "
মুক্ত = মুক্ত সমপার্শ্বীয়
ন= নগ্নবীজী উদ্ভিদ
দী= দ্বিবীজপত্রী উদ্ভিদ

▫️বদ্ধ সমপার্শ্বীয়ঃ" বদ্ধ একা"
বদ্ধ= বদ্ধ সমপার্শ্বীয়
একা= একবীজপত্রী উদ্ভিদ

▫️সমদ্বিপার্শ্বীয়ঃ"সরু কুলা"
স=শশা
কু= কুমড়া
লা=লাউ

▫️হ্যাড্রোসেন্ট্রিকঃ"লাইটস"
লাই=লাইকোপোডিয়াম
ট=টেরিস
স=সেলাজিনেলা
লেপ্ট্রোসেন্ট্রিকঃ"DRY"
D=Dracaena
Y= Yucca


255🔥36👍18🥰12🤩10😱7👏4🤔4😢4🎉3
সংবিধানের আদি-অন্তঃ
……………………………………………
✿➢ সংবিধানের সংখ্যাসমূহঃ

✿➢১. মোট ভাগ - ১১টি

✿➢২.মোট অনুচ্ছেদ -১৫৩ টি

✿➢৩.মোট তফসিল -৭ টি

✿➢৪.মূলনীতি - ৪ টি

✿➢৫.সংবিধান রচনা কমিটির সদস্য -৩৪ জন

✿➢৬.সংরক্ষিত মহিলা আসন -৫০ টি
✿➢৭.সংবিধান সংশোধন -২/৩ অংশ ভোট

✿➢৮.রাষ্ট্রপতির অভিশংসন -২/৩ অংশ ভোট

✿➢৯.এক ব্যক্তি রাষ্ট্রপতি নিয়োগ হবেন -২ বার।

✿➢১০.রাষ্ট্রপতির বয়স -৩৫ বছর

✿➢১১.প্রধানমন্ত্রীর বয়স -২৫ বছর

✿➢১২.সংসদ সদস্যের বয়স - ২৫ বছর

✿➢১৩.শিশুশ্রম নিষিদ্ধ - ১৪ বছরের নিচে

✿➢১৪.প্রধান বিচারপতির অবসরসীমা -৬৭ বছর

✿➢১৫.পিএসসি চেয়ারম্যানের অবসরসীমা -৬৫

✿➢১৬.মহাহিসাব নিরীক্ষকের অবসর সীমা -৬৫ বছর

✿➢১৭.সংসদ অধিবেশন বিরতি - ৬০ দিন

✿➢১৮.সংসদ নির্বাচন -৯০ দিন

✿➢১৯.সাধারণ নির্বাচনের পর সংসদ অধিবেশন আহ্বান -৩০ দিন

✿➢২০.অধ্যাদেশ কার্যকর - ৩০ দিন।
……………
✿সংবিধান নিয়ে প্রশ্নঃ
1. প্রশ্ন: যুদ্ধপরাধীদের বিচারসংক্রান্ত সংবিধানের অনুচ্ছেদটি হলো -
উত্তর: ৪৭

2.প্রশ্ন: বাংলাদেশ সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে বাকশাল প্রতিষ্ঠিত হয়েছিল?
উত্তর: চতুর্থ

3.প্রশ্ন: বাংলাদেশ সংবিধানের কোন ভাগে মৌলিক অধিকারের কথা বলা হয়েছে?
উত্তর: তৃতীয় ভাগে

প্রশ্ন: বাংলাদেশ সংবিধানে প্রশাসনিক ট্রাইব্যুনাল বিষয়টি কোন অনুচ্ছেদে সন্নিবেশিত হয়েছে?
উত্তর: ১১৭

4. প্রশ্ন: “আইনের চোখে সব নাগরিক সমান।” – বাংলাদেশের সংবিধানের কত নম্বর ধারায় এ নিশ্চয়তা প্রদান করা হয়েছে?
উত্তর: ধারা ২৭

5. প্রশ্ন: তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানের কততম সংশোধনীর মাধ্যমে রদ করা হয়েছে?
উত্তর: ১৫ তম

6) বাংলাদেশের সংবিধানের প্রনয়ণের প্রক্রিয়া শুরু হয় কবে?
উঃ- ২৩ মার্চ, ১৯৭২।

7) বাংলাদেশের সংবিধান কবে উত্থাপিত হয়?
উঃ- ১২ অক্টোবর, ১৯৭২।

8.গনপরিষদে কবে সংবিধান গৃহীত হয়?
উঃ- ০৪ নভেম্বর,১৯৭২।

9) কোন তারিখে বাংলাদেশের সংবিধান বলবৎ হয়?
উঃ- ১৬ ডিসেম্বর, ১৯৭২।

10) বাংলাদেশে গনপরিষদের প্রথম অধিবেশন কবে অনুষ্ঠিত হয়?
উঃ- ১০ এপ্রিল, ১৯৭২।

11) সংবিধান প্রনয়ণ কমিটি কতজন সদস্য নিয়ে গঠন করা হয়?
উঃ- ৩৪ জন।

12) সংবিধান রচনা কমিটির প্রধান কে ছিলেন?
উঃ- ডঃ কামাল হোসেন।

13) সংবিধান রচনা কমিটির একমাত্র মহিলা সদস্য কে ছিলেন?
উঃ- বেগম রাজিয়া বেগম।

14) বাংলাদেশ সংবিধানের কয়টি পাঠ কয়েছে?
উঃ- ২ টি। বাংলা ও ইংরেজি।

15) কি দিয়ে বাংলাদেশের সংবিধান শুরু ও শেষ হয়েছে?
উঃ- প্রস্তাবনা দিয়ে শুরু ও ৭টি তফসিল দিয়ে শেষ।

16) বাংলাদেশের সংবিধানে কয়টি ভাগ আছে?
উঃ- ১১ টি।

17) বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ/ধারা কতটি?
উঃ- ১৫৩ টি।

18) বাংলাদশের প্রথম হস্তলেখা সংবিধানের মূল লেখক কে?
উঃ- আবদুর রাউফ।

19) প্রধানমন্ত্রীর পরামর্শ ছাড়া কোন কাজ রাষ্ট্রপতি এককভাবে করতে সক্ষম?
উঃ- প্রধান বিচারপতির নিয়োগ দান।

20) রাষ্ট্রপতির মেয়াদকাল কত বছর?
উঃ- কার্যভার গ্রহনের কাল থেকে ৫ বছর।

21) একজন ব্যক্তি বাংলাদশের রাষ্ট্রপতি হতে পারবেন কত মেয়াদকাল?
উঃ- ২ মেয়াদকাল।

22) কার উপর আদালতের কোন এখতিয়ার নেই?
উঃ- রাষ্ট্রপতি।

23) জাতীয় সংসদের সভাপতি কে? উঃ- স্পিকার।

24) রাষ্ট্রপতি পদত্যাগ করতে চাইলে কাকে উদ্দেশ্য করে পদত্যাগ পত্র লিখবেন?
উঃ- স্পিকারের উদ্দেশ্যে।

25) প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপ-মন্ত্রীদের নিয়োগ প্রদান করেন কে?
উঃ- রাষ্ট্রপতি।

26) এ্যার্টনি জেনারেল পদে নিয়োগ দান করেন কে?
উঃ- রাষ্ট্রপতি।

27) সংবিধানের প্রধান বৈশিষ্ট্য আছে কতটি?
উ:১২টি।

28) বাংলাদেশের সর্বোচ্চ আদালত কোনটি?
উঃ- সুপ্রীম কোর্ট।

29) সুপ্রীম কোর্টের কয়টি বিভাগ আছে?
উঃ- ২টি । আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগ

30) সুপ্রীম কোর্টের বিচারপতিদের মেয়াদকাল কত?
উঃ- ৬৭ বছর পর্যন্তু।

31) বাংলাদেশের সংবিধানের প্রথম মূলনীতি কি ছিল?
উঃ- ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ, গনতন্ত্র ও সমাজতন্ত্র।

32) কোন আদেশবলে সংবিধানের মূলনীতি “ধর্মনিরপেক্ষতা” বাদ দেয়া হয়?
উঃ- ১৯৭৮ সনে ২য় ঘোষনাপত্র আদেশ নং ৪ এর ২ তফসিল বলে।

33) কোন আদেশবলে সংবিধানের শুরুতে “বিসমিল্লাহির রাহমানির রাহিম” সন্নিবেশিত হয়?
উঃ- ১৯৭৮ সনে ২য় ঘোষনাপত্র আদেশ নং ৪ এর ২ তফসিল বলে।

34) কোন আদেশবলে বাংলাদেশের নাগরিকগণ “বাংলাদেশী” বলে পরিচিত হন?
উঃ- ১৯৭৮ সনে ২য় ঘোষনাপত্র আদেশ নং ৪ এর ২ তফসিল বলে।

35) সংবিধানের কোন অনুচ্ছেদে “গনতন্ত্র ও মৌলিক মানবাধিকারের” নিশ্বয়তা দেয়া আছে?
উঃ- ১১ অনুচ্ছেদ।

36) সংবিধানের কোন অনুচ্ছেদে “কৃষক ও শ্রমিকের” মুক্তির কথা বলা আছে?
উঃ- ১৪ অনুচ্ছেদ।

37) সংবিধানের কোন অনুচ্ছেদে “নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথকীকরণ” এর কথা বলা হয়েছে?
উঃ- ২২ অনুচ্ছেদ।


🔰NotesZone:

https://news.1rj.ru/str/confusingquestion
117👍19🔥9🥰8😁3😢2👏1🎉1
🔲এসিড ও ক্ষারক


৪টা সূত্র মনে রাখো , তাহলে
এসিড ও
ক্ষারক সহজেই চিনতে পারবে ।
___
সূত্র ০১: ধাতুর সাথে H/O/OH-
থাকলে সেগুলো ক্ষারক হবে ।
___
সূত্র ০২: অধাতুর সাথে H/O/OH-
থাকলে সেগুলো এসিড হবে ।
___
সূত্র ০৩: ধনাত্নক যৌগমূলক + OH- =
ক্ষারক ।
___
সূত্র ০৪: ঋণাত্মক যৌগমূলক H+ =
এসিড ।
___
সূত্রগুলোর ব্যাখ্যা নিচে
দেওয়া হল ।

ব্যাখ্যা ০১: ধাতুর সাথে
হাইড্রোজেন
থাকলে সেটি ক্ষারক ।
যেমনঃ NaH, MgH₂, KH, CaH₂

___
ব্যাখ্যা ০২ : ধাতুর সাথে
অক্সিজেন
থাকলেও সেটি ক্ষারক ।
যেমনঃ Na₂O, MgO, K₂O, CaO

___
ব্যাখ্যা ০৩: ধাতুর
সাথে হাইড্রোক্সাইড থাকলেও
সেটি ক্ষারক ।
যেমনঃ NaOH, Mg(OH)₂, KOH, Ca(OH)₂

___
ব্যাখা ০৪: অধাতুর সাথে
হাইড্রোজেন
থাকলে সেটি এসিড ।
যেমনঃ HBr, HCl, HF
___
ব্যাখা ০৫: অধাতুর সাথে
অক্সিজেন
থাকলে সেটি এসিড ।
যেমনঃ CO₂
___
ব্যাখা ০৬: অধাতুর
সাথে হাইড্রোক্সাইড
থাকলে সেটি এসিড ।
যেমনঃ HClO, HBrO, HIO
___
ব্যাখা ০৭: ঋণাত্মক যৌগমূলকের
সাথে H
+ যুক্ত হলে এসিড হয় ।
যেমনঃ HNO₃, HNO₂

___
ব্যাখা ০৮: ধনাত্নক যৌগমূলকের
সাথে OH- যুক্ত হলে ক্ষারক হয় ।
যেমনঃ NH₄OH.
230🔥43👍19🎉10🥰8👏3
🔲VERY VERY IMPORTANT🔥


শতকরা পানির পরিমান :

১.প্রোটোপ্লাজম : 70-90%
২.সাইটোপ্লাজম : 65-96%
(উদ্ভিদ কোষঃ৭৫%)
৩.লালারস : 95.5-99.5%
৪. পিত্তরস : 97-98%
৫.গ্যাস্ট্রিক জুস : 99.45%
৬. আন্ত্রিক রস : 98.5%
৭. রক্তরস বা প্লাজমা : 90-92%
৮.লোহিত রক্তকনিকা : 60-70%
৯. মূত্র : 95%(95-97%)
১০. ভিট্রিয়াস হিউমার : 99%


ব‌ইয়ের Edition অনুযায়ী পরীবর্তন হতে পারে
278👍34🔥31🥰14😱11🤩11😢7👏4🤔2
Forwarded from English Phobia।Exam Mate (Hossain Riaz)
🔔Clause বের করার যুগান্তকারী শর্টকাট:-

😁এই কঠিন Clause কিভাবে শর্টকাট পরীক্ষা হলে বের করবেন এই বিষয়ে দু' একটি গোপন কথা বলি।
Clause আছে মোট=৩ টা।
1) Noun Clause
2) Adjective Clause
3) Adverbial Clause।
পরীক্ষায় অপশন থাকে ৪ টা করে। অর্থাৎ ক, খ, গ,ঘ। তাহলে ৪ টি অপশনে মাত্র তিনটি Clause বসবে বাকি যে অপশন থাকবে তা বাদ দিবেন। এই একটি অপশন বাদ দেওয়ার কারণে আপনার কাজ ৫০% হয়ে গেছে। এবার কাজেই কথায় আসি। কোন Clause কোন উপায়ে শর্টকাট বের করবেন।

(1)❤️ Noun Clause: এই Clause-এ Underline এর বরাবর It বসিয়ে যদি বাক্যটি পূর্ণ হয় তবে বুঝবেন এটি অবশ্যই Noun Clause। আপনাকে Verb এর আগে, পরে, পিছনে, preposition এর পরে কিংবা Appositive হিসেবে এই ৬টি জায়গায় Noun Clause বসে এই লজিক শিখতে হবে না আর। শুধু It বসিয়ে বাক্য পূর্ণ হলেই Noun Clause। যেমন-

(১) (That he is a criminal) is known to all.

(২) We don't know (what he is talking about.)

এখানে (১) ও (২) নং এ ব্রাকেট এর পরিবর্তে It বসালে বাক্য পূর্ণ হবে অর্থাৎ Noun Clause। যেমন- (1) It is known to all. (2) We don't know it.

(2)❤️ Adjective Clause: Underlined অংশটি হাতের আঙ্গুল দিয়ে ঢেকে দিয়ে যদি বাক্য পূর্ণ তখন বুঝবেন অবশ্যই Adjective Clause। যেমন--

(১) The boy (who doesn't know to manner) is my brother.

এখানে Underline অংশটি একপাশে রেখে দিলে হয়=The boy is my brother। বিশ্বাস নাহলে বই খুলে নিজে দেখুন!!

(3)❤️ Adverbial Clause: এটি চেনা অত্যন্ত সোজা। কারণ তিনটি অপশন থেকে It দিয়ে বা আঙ্গুলে চেপে ধরলেও Noun Clause, Adjective Clause কোনটিই না হলে ধরে নিবেন ১০০% Clause টি Adverbial Clause।

----------
বি:দ্র: নিজে শিখুন অন্যকে শিখান!
(Collected)
305🔥45👍27😱25🤩16🥰10🎉10👏3🤔2
📌রসায়নের যত সব মিশ্রণ এক নজরেঃ
(Important গুলোতে ⭐️ দেওয়া হয়েছে )


বই এ খোঁজাখুঁজি করার চেয়ে রিভাইস দেওয়ার জন্য এখানে গুরুত্বপূর্ণ সব সংকেত দেওয়া আছে। তবে ভর্তি পরীক্ষার জন্য মেইন বই পুরো পড়া শেষ করতে হবে, তারপর সব এক সাথে রিভাইস দেওয়ার জন্য এটা দেখতে পার।

১. ফেনটন বিকারক- [H₂O₂+FeSO₄]⭐️

২. ফেহলিং বিকারক- [H₂SO₄ মিশ্রিত CuSO₄ দ্রবণ +NaOH মিশ্রিত রোচিলি দ্রবণ]⭐️

৩. ব্রাইন- [NaCl+H₂O] (এর সংজ্ঞাটা গুরুত্বপূর্ণ)**⭐️

৪. ব্ল্যাক অ্যাশ- [Na₂CO₃+CaS+CaO+C]***⭐️

৫. মার্কের পার হাইড্রল- [30%H₂O₂+70%H₂O]**⭐️

৬. ফরমালিন -[40% H-CHO+60% H₂O]**⭐️

৭. পাওয়ার অ্যালকোহল- [CH₃-CH₂-OH+ পেট্রোল+ কোনো দাহ্য পদার্থ (20-30)%]⭐️

৮. প্রোডিউসার গ্যাস - [2CO+N₂]*⭐️

৯. নাইট্রোলিম- [CaNCN+C] বা ক্যালসিয়াম সায়ানামাইড + কার্বন]

১০. বেকিং পাউডার- HO-C(HO-CH-COOH)H-COOK+NaCHO₃ বা পটাশিয়াম হাইড্রোজেন টারটারেট + সোডিয়াম বাই কার্বনেট***

১১. থাইমাইট (থারমিন)- [ Al+Fe2O3] বা [ Al+CrO3]**

১২. তরল সংকর- [Na+K]*

১৩- ফোমাইট- [Al2(SO4)3+ NaHCO3]*

১৪. জ্বলন মিশ্রণ- [ KClO3+Mg]

১৫. জিংক ডাস্ট- [Zn+ZnO]*

১৬. কোল্ড সর্ট- [ Fe+ অত্যধিক P]

১৭. ডাক্তারী জীবাণুনাশক - [70% ইথানল +30% পানি]***⭐️

১৮. টিংচার আয়োডিন- [ 0.5 ounce I2 + 0.5 ounce KI+ 0.5 ounce H2O+ রেকটিফায়ার স্পিরিট]***

১৯. টলেন বিকারক- [ক্ষারীয় AgNO₃+ NH₄OH দ্রবণ ] বা [Ag(NH3)2OH]***⭐️

২০. বারুদ- [KNO3+S+C]

২১. ভিনেগার- [6-10% CH₃-COOH + 90-94% H₂O]**⭐️

২২.হিমরোধক/ এন্টিফ্রিজ- [ 40% গ্লাইকল+ 60% পানি]⭐️

২৩. সোডালাইম- [CaO+NaOH]*⭐️

২৪. সোরেল সিমেন্ট- [MgO+ MgCl₂]

২৫. স্পেন্ট অক্সাইড- [FeS+Fe₂O₃]

২৬.স্বর্ণালংকার - [85% Au+ 15% Cu]*

২৭. ইট সর্ট [Fe+ অত্যধিক S]

২৮. হিম মিশ্রণ- [ CaCl₂+ বরফের গুড়া]

২৯. সংশ্লেষ গ্যাস - ১ঃ৩ অনুপাতে CO+H₂*⭐️

৩০. কোল গ্যাস- CH₄, H₂, CO, N₂, ইথিলিন, অ্যাসিটিলিন ও বেনজিন-বাষ্প**

এছাড়াও আরো কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়, যেমন- হ্যালোজেন, নিকটোজেন, চ্যালকোজেন, অ্যাক্টনয়ডস, ল্যান্থানয়ডস এগুলো খুবই গুরুত্বপূর্ণ। সব শেষে - কাচ, পলিমার এসবের সংকেত রিভাইস দেওয়া উচিত, ভার্সিটি ভর্তির জন্য ওখান থেকে প্রশ্ন হয়।


▫️Notes zone: Click Here
169🔥14👍12🥰9😁5🤩5👏4😱4🎉3
Forwarded from English Phobia।Exam Mate (Hossain Riaz)
🔔 Gerund এবং participle বের করার যুগান্তকারী সূত্র:-(কষ্ট করে পড়ে দেখুন অবিশ্বাস্য)

❤️Gerund চেনার একটি মৌলিক কথা:
Gerund দ্বারা "স্থির or সার্বজনীন" কোনাে কথা বােঝায়। অর্থাৎ, gerund দিয়ে গঠিত কোনাে sentence চলমান কোনাে কিছু বােঝায় না।
যেমন: (Walking) is called the best exercise.
অর্থাৎ হাঁটা সর্বোত্তম ব্যায়াম। আমি যখন এই কথাটি বললাম তখন কেউ হাঁটছে না, বা হাঁটার কাজ করছে না। এটা শুধুমাত্র একটি কথা। “হাটা সর্বোত্তম ব্যায়াম” এটা স্থির ঘটনাকে ইঙ্গিত করে। সুতরাং Walking হচ্ছে Gerund

❤️
Participle চেনার একটি মৌলিক কথা:
Participle সর্বদাই চলমান (continuous)অবস্থাকে ইঙ্গিত করে।
যেমন: I saw the man (singing).
অর্থাৎ, আমি মানুষটিকে গান গাইতে দেখেছিলাম। তার মানে, আমি যখন দেখেছিলাম তখন
মানুষটির গান গাওয়ার কাজটি “চলমান ছিল”। সুতরাং Singing হচ্ছে Participle.

(নিমিষেই Gerund and participle শেষ ।এটা সত্যিই কার্যকরী। শুধুমাত্র ইংরেজি বাক্যটির বাংলা অর্থ বের করে চিন্তা করতে হবে যে বিষয়টি স্থির বোঝাচ্ছে নাকি গতিশীল বোঝাচ্ছে।)

Lit editor:-
@Hossain_Riaz
762🤩68🔥43👍29🥰21😱19👏6😢5🎉3🤔2
🔲মানবদেহের সবচেয়ে ছোট ও বড় :

▫️সবচেয়ে বড় অস্থি =ফিমার

▫️সবচেয়ে ছোট অস্থি = স্টেপিস

▫️সবচেয়ে বড় পেশি = সারটোরিয়াস

▫️সবচেয়ে ছোট পেশি =স্টেপিডিয়াস

▫️ সবচেয়ে বড় গ্রন্থি = যকৃত

▫️সবচেয়ে ছোট গ্রন্থি = পিটুইটারি

▫️সবচেয়ে বড় কোষ = নিউরণ

▫️আকারে সবচেয়ে বড় রক্তকণিকা = শ্বেত রক্তকণিকা

▫️সবচেয়ে ছোট রক্তকণিকা =অণুচক্রিকা

▫️ সবচেয়ে বড় করোটিক স্নায়ু =
ট্রাইজেমিনাল

▫️সবচেয়ে ছোট করোটিক স্নায়ু =
অলফ্যাক্টরি

▫️সবচেয়ে বিস্তৃত করোটিক স্নায়ু = ভ্যাগাস
427🔥70👍23🤩17🎉11🥰5👏5😱5
Forwarded from English Phobia।Exam Mate (Abstracted Alif)
ইংরেজিতে এমন অনেক ছোট ছোট শব্দ থাকে যা পড়ার সময় আমাদের খুব ভালো ভাবে মনে থাকলেও প্রয়োজনের সময় সেই শব্দগুলোকে গুলিয়ে ফেলি আমরা। আজকে তেমনি ৪টি শব্দের উপর আলোকপাত করতে যাচ্ছি। 

☝️Sometime - কোনো এক সময়( Past / Future)

✌🏻Some time - কিছু সময়

🤟 Sometimes - মাঝে মাঝে

👊🏻 Some times - কয়েকবার / কয়েকগুন @Tah_shaD
297😱54👍26🔥24🤩15👏7🥰6😢4😁3🤔2🎉2
🔲Confusion Clear-Part 1

▫️শক্তি তৈরির অঙ্গানু মাইট্রোকন্ড্রিয়া কিন্তু শক্তি রুপান্তরের অঙ্গানু ক্লোরোপ্লাস্ট

▫️45° অক্ষাংশে g এর মান আদর্শ মান কিন্তু 90° অক্ষাংশে(মেরুতে) g এর মান সবচেয়ে বেশি

▫️ইথানলের Boiling point(স্ফুটনাঙ্ক) 78.3° কিন্তু রেকটিফাইড Boiling point(স্ফুটনাঙ্ক) 78.1°

(ইথানল থেকে রেকটিফাইড স্পিরিট তৈরি করা হয় তাই এটার স্ফুটনাঙ্ক একটু কমে যায়)

▫️রাইমার-টাইম্যান বিক্রিয়ায় স্যালিসাইল অ্যালডিহাইড তৈরি হয় কিন্তু কোব বিক্রিয়ায় স্যালিসাইলিক এসিড তৈরি হয়

▫️ সবচেয়ে বিস্তৃত করোটিক স্নায়ু ভ্যাগাস কিন্তু সবচেয়ে বড় করোটিক স্নায়ু ট্রাইজেমিনাল

▫️আমাদের দেহে সবচেয়ে বেশি পাওয়া যায় IgG (সবচেয়ে ছোট আ্যান্টিবডি ) কিন্তু সবচেয়ে বড় আ্যান্টিবডি হলো IgM

▫️গ্লসোফ্যারিঞ্জিয়াল,প্যালাটাইন এর কাজ স্বাদগ্রহনে সাহায্য করা কিন্তু হাইপোগ্লোসাল এর কাজ জিহব্বার বিচলনে সাহায্য করা

🔰NotesZone
:
https://news.1rj.ru/str/confusingquestion
168🔥54👍19😱5👏3🎉3
🔲Confusion Clear-Part 2

▫️উর্টজ বিক্রিয়ায় আ্যালকেন তৈরি হয় কিন্তু উর্টজ ফিটিগ বিক্রিয়ার টলুইন উৎপন্ন হয় ।

▫️Hg তরল ধাতু কিন্তু Br তরল অধাতু ।

▫️প্রোটিন তৈরির কারখানা রাইবোসোম কিন্তু প্রোটিন তৈরির কর্মী এনজাইম ।

▫️সর্বাধিক সক্রিয় ধাতু Fr কিন্তু স্থায়ী সর্বাধিক সক্রিয় ধাতু Cs।

▫️O+ ব্লাডগ্রুপ পৃথিবীতে সবচেয়ে বেশি পাওয়া যায় (New Edition) কিন্তু সবচেয়ে কম পাওয়া যায় AB-


▫️পরিবেশ দূষনের নির্দেষক রিকশিয়া কিন্তু বায়ু দুষকের নির্দেশক লাইকেন ।

▫️যকৃতে মাইটোকন্ড্রিয়া বেশি পাওয়া যায় কিন্তু তার থেকে বেশি পাওয়া Amoeba তে
215🔥44👍22🤩10😢6🥰3👏3
🔲লোহিত রক্তকণিকার গুরুত্বপূর্ণ শব্দ ভাংচুর✌️

★হিমাটোপয়েসিস কি?
হিমাটো + পয়েসিস
⬇️ ⬇️
Heam. making
⬇️
রক্ত(কণিকা)
→রক্তকণিকা তৈরির প্রক্রিয়াকে হিমাটোপয়েসিস বলে।

★এরিথ্রোপয়েসিস কি?
এরিথ্রো + পয়েসিস
⬇️ ⬇️
এরিথ্রসাইট। মেকিং
⬇️ ⬇️
লোহিত তৈরি করা
রক্তকণিকা
→RBC তৈরির প্রক্রিয়াকে এরিথ্রোপয়েসিস বলে।

★লিম্ফোপয়েসিস কি?
লিম্ফো + পয়েসিস
⬇️ ⬇️
লিম্ফ। মেকিং
⬇️ ⬇️
লসিকা তৈরি করা
→লসিকা তৈরির প্রক্রিয়াকে লিম্ফোসাইট বলে।

★ফেরিটিন কি?
ফেরি + টিন
⬇️ ⬇️
আয়রন প্রোটিন
→ফেরিটিন হলো প্রোটিন যেখানে আয়রন থাকে।

#অণুচক্রিকা গুরুত্বপূর্ণ শব্দ ভাংচুর ✌️

★কেন এর নাম থ্রম্বোসাইট?
থ্রম্বো + সাইট
⬇️ ⬇️
Thrombus Cyte
⬇️ ⬇️
দলা/পিন্ড। কোষ
→রক্ত জমাট বাধার কোষ অথবা পিন্ড তৈরি করে যে কোষ তাকে থ্রম্বোসাইট বলে।

★কেন এর নাম প্লাটিলেট?
অনু + চক্রিকা
⬇️ ⬇️
ক্ষদ্র। চক্রাকার বস্তু
⬇️
চাকতির মত/চ্যাপ্টা
⬇️
Plate
⬇️
Platelet(প্লাটিলেট)

★এপিথেলিয়াম কি?
এপি + থেলিয়াম
⬇️ ⬇️
বাইরের। আবরণ
→রক্তনালীর বাইরের আবরণকে এপিথেলিয়াম বলে।

★এন্ডোথেলিয়াম কি?
এন্ডো + থেলিয়াম
⬇️ ⬇️
ভেতরের। আবরণ
→রক্তনালীর ভেতরের আবরণকে এন্ডোথেলিয়াম বলে।
★অ্যাকটিন?
অ্যাক + টিন
⬇️
সুতা + (শেষে ইন আছে তাই প্রোটিন)
→সুতার ন্যায় প্রোটিন।
★মায়োসিন?
মায়ো + সিন
⬇️ ⬇️
পেশি ইন(প্রোটিন)

★থ্রম্বোস্থেনিন?
থ্রম্বো + স্থেনিন
⬇️ ⬇️
থ্রম্বাস। Sthenin
⬇️ ⬇️
দলা/পিন্ড। শক্তি
→থ্রম্বোস্থেনিন দলা/পিন্ড অর্থ্যাৎ থ্রম্বাসকে শক্ত করে।

★সেরোটোনিন?
সেরো + টো + নিন
⬇️ ⬇️ ⬇️
সিরাম। টোনিক। ইন
(রক্তে (শক্তিশালী (প্রোটিন)
থাকে) পদার্থ)

©Note Zone: Click Here
191🔥33👍22🤩20😱9🎉6🥰4👏1
🔲মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র (star Marking গুলো বেশি গুরুত্বপূর্ণ)

▫️চলচ্চিত্রের নাম - " ওরা এগার জন।"
⭐️পরিচালক - চাষী নজরুল ইসলাম।

▫️চলচ্চিত্রের নাম - "সংগ্রাম।"
⭐️পরিচালক - চাষী নজরুল ইসলাম।

▫️চলচ্চিত্রের নাম : " একাত্তরের যীশু।"
▫️পরিচালক - নাসির উদ্দিন ইউসুফ।

▫️ চলচ্চিত্রেরর নাম- "অাবার তোরা মানুষ হ। "
▫️পরিচালক - খান অাতাউর রহমান।

▫️ চলচ্চিত্রের নাম - "গেরিলা।"
⭐️পরিচালক - নাসির উদ্দিন ইউসুফ।

▫️চলচ্চিত্রের নাম - " জীবন থেকে নেয়া।"
⭐️ পরিচালক - জহির রায়হান।

▫️চলচ্চিত্রের নাম: " নদীর নাম মধুমতি।"
পরিচালক - তানভীর মোকাম্মেল।

▫️চলচ্চিত্রের নাম- "অরুণোদয়ের অগ্নিসাক্ষী।"
পরিচালক- সুভাষ দত্ত।

▫️চলচ্চিত্রের নাম - "অামার বন্ধু রাশেদ।"
⭐️পরিচালক - মোরশেদুল ইসলাম।

▫️চলচ্চিত্রের নাম - " অালোর মিছিল। "
পরিচালক - নারায়ণ ঘোষ মিতা।

▫️চলচ্চিত্রের নাম - " ধীরে বহে মেঘনা।"
⭐️পরিচালক - অালমগীর কবির।

▫️চলচ্চিত্রের নাম - " পিতা।"
পরিচালক - মাসুদ অাকন্দ।

▫️চলচ্চিত্রের নাম - মেহেরজান।
পরিচালক- রুবাইয়াত হোসেন।

▫️চলচ্চিত্রের নাম - কলমিলতা।
পরিচালক- শহীদুল হক খান।

▫️চলচ্চিত্রের নাম-"Stop Genocide."
⭐️পরিচালক - জহির রায়হান।

▫️চলচ্চিত্রের নাম - A State is Born.
⭐️পরিচালক - জহির রায়হান।

▫️ চলচ্চিত্রের নাম - Let there be light.
⭐️পরিচালক- জহির রায়হান।

▫️চলচ্চিত্রের নাম- Innocent Millions.
পরিচালক - বাবুল চৌধুরী।

▫️চলচ্চিত্রের নাম- Liberation Fighters.
পরিচালক - অালমগীর কবির।

▫️চলচ্চিত্রের নাম- "জয় বাংলা।"
পরিচালক - ফখরুল অালম।

২১। চলচ্চিত্রের নাম -" অালোর মিছিল।"
পরিচালক- নারায়ণ ঘোষ মিতা।

▫️ চলচ্চিত্রের নাম - অাগুনের পরশমণি।
⭐️পরিচালক - হুমায়ূন অাহমেদ।

▫️ চলচ্চিত্রের নাম - '৭১- এর সংগ্রাম।
পরিচালক - মনসুর অালী।

▫️চলচ্চিত্রের নাম - ৭১ এর মা জননী।
পরিচালক - শাহ অালম কিরণ।

▫️চলচ্চিত্রের নাম- হাঙ্গর নদী গ্রেনেড।
⭐️পরিচালক : চাষী নজরুল ইসলাম।
166👍24🔥15🎉7🥰4😱4🤔3
Gerund and participle এর আরেকটি যুগান্তকারী সূত্র। (একবার হলেও কষ্ট করে পড়ুন)

❤️Swimming Snake 🐍
❤️Swimming pull

🙄এখানে swimming কি হবে?
....
একটু সাজিয়ে লিখি...

1) snake is swimming ( কথাটি সত্য , সাপ সাঁতার কাটতে পারে। যদি সত্য হয় তাহলে participle)
Ans: participle

২) pull is swimming ( পুল সাঁতার কাটতে পারে, কথাটি মিথ্যা। কারণ পুল এটা কখনো সাঁতার কাটতে পারে না বরং সবাই পুলে গিয়ে সাঁতার কাটে।যদি মিথ্যা হয় তাহলে হবে Gerund)
Ans:- Gerund

❤️ The running train 🚂
একটু সাজিয়ে লিখি--
Train is running. ( ট্রেন চলছে, কথাটি সত্য কারণ ট্রেন চলতে পারে। সত্য হলে participle)

এই একটি নিয়মের সাহায্যে অনেকগুলো প্রশ্ন খুব সহজে সলভ করা যাবে।

🔘
@Hossain_Riaz

🔰NotesZone
:https://news.1rj.ru/str/confusingquestion
199🔥33😱21👍20🥰12😁10👏5🎉4
🔲অতিবেগুনী রশ্মি অঞ্চলের তরঙ্গ পরিসর মনে রাখার একটা দারুণ ট্রিকস

আগেই বলি, আমরা সবগুলো পরিসর মনে রাখতে যাবো না, আমরা শেষের ৫টি পরিসর ছন্দের মাধ্যমে মনে রাখবো।

1️⃣ জীবাণুনাশন রূপে- ২৪০-২৮০ nm

আমরা এখানে নাশ এর শ কে চল্লিশ ভাববো। আর মজার বিষয় হলো পুরো পরিসরে ৪০ ব্যবধান আর কারো
নেই 😄
কি, মনে থাকবে না?

2️⃣ ড্রাগ শনাক্তকরণ - ২০০-৪০০ nm

ভালো করে লক্ষ্য করোতো সবাই এখানের ব্যবধান তা কত। ২০০ তাই
না? ২০০ এর ডাবল ৪০০। তাহলে আমরা একে মনে রাখবো ড্রাবল ড্রাগ এই শব্দটি দিয়ে।😌


3️⃣ প্রোটিন অ্যানালাইসিস- ২৭০-৩৬০ nm

আমরা এখানে প্রোটিন এর টিন কে নাইনটি ধরবো। তাহলে কি হয় দেখেছো?
90×3= 270, 90×4= 360.
দারুণ না! 🤗

4️⃣ কোষ বা cell এর মেডিকেল ইমেজিং - ২৮০-৪০০ nm

এখানে দেখো, ব্যবধান তা কতো, ১২০ তাই না? তাহলে আমরা ১২০ পিক্সেল এর ইমেজ তুলবো সবাই মিলে কেমন😊
রাজি আছো তো?

5️⃣ লাইট থেরাপি - ৩০০- ৩২০ nm

ব্যবধান ২০। তাই আমরা ২০ ওয়াট এর লাইট জ্বালাবো সবাই আজ থেকে 🤔
বিদুৎ সাশ্রয় হবে অনেক 😲


এই ৫টি পরিসর মনে রাখলেই বাকি ৩টি কি আর মনে রাখা লাগবে? আমার তো মনে হয় লাগার কথা না।😊


▫️Notes Zone: Click Here
300🔥76😱31👍16🥰14👏8😢2
🔲great confusion 🙆‍♂️

▫️ল্যামিনা,ল্যামিনি,ল্যাকুনা,ল্যামেলি

ল্যামিনা ও ল্যামিনি: কশেরুকায় থাকে ট্রান্সভার্স ও স্পাইনাস প্রসেস এর মাঝে থাকে ল্যামিনা।।..ল্যামিনি এরই বহুবচন।👍

ল্যামেলিঃ নিরেট অস্থিতে থাকে।এগুলো ৫-১৫(গাজী আজমল) অথবা ৪-২০ টিকে ল্যামেলা (একবচন) নিয়ে গঠিত। 🤦‍♂️

ল্যাকুনাঃ ল্যামেলার প্রান্তের দিকে কিছু ক্ষুদ্র গহব্বর থাকে একে ল্যাকুনা বলে। 😵‍💫
এক্সাম এ খুব কনফিউশান তৈরি করে এগুলো তাই সাবধান

written by :
@ShahariarShihab
151🔥19😱16👍15🥰1
🔲DNA ডাবল হেলিক্স সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ সংখ্যাতাত্ত্বিক মানঃ-

Confusion? আচ্ছা চলুন একসাথে দেখে নিই...

প্রতি প্যাঁচের দৈর্ঘ্য / দুটি প্যাঁচের মধ্যবর্তী দূরত্ব = 34Å
প্রতি জোড়া মনোনিউক্লিওটাইডের মধ্যবর্তী দূরত্ব / দুটি সিঁড়ির মধ্যবর্তী দূরত্ব = 3.4Å
প্রতি প্যাঁচে হেলিক্স দুটির ব্যাস = 20Å
প্রতি প্যাঁচে নাইট্রোজিনাস বেস / নাইট্রোজেনঘটিত ক্ষারক = 20টি
প্রতি প্যাঁচে মোট H-বন্ড / হাইড্রোজেন বন্ধন = 25টি
Note: (1Å = 0.1nm)

©বদরুদ্দোজা রাফি


▫️NotesZone:Click Here
149🔥18🥰8👍6👏3
Forwarded from Exam Mate Official (Abstracted Alif)
⭐️Confusion Clear-Part 4⭐️

গ্রুপ 1,আর গ্রুপ 17 গলনাঙ্কের ক্রমটা যে কতটা important তা বলে বোঝানো যাবে না,তবুও অনেকেই ভুল করে

গ্রুপ 1 মৌলের এর ক্ষেত্রে উপর থেকে নিচের দিকে গলনাঙ্কের ক্রম হ্রাস পায় , কিন্তু গ্রুপ 17 এর ঠিক উল্টোটা ঘটে !
আর গ্রুপ 1 এর ক্লোরাইড লবন তো পুরোটাই ব্যতিক্রম
অনেকেই আবার এটাতে ফাজানের Rules follow করে !ফাজানের Rules যদি follow করা হতো তাহলে তো CsCl (Caesium chloride)গলনাঙ্ক বেশি হতো (কারন ফাজানের Rules অনুযায়ী ক্যাটায়নেের আকার বড় হলেই সমযোজী বৈশিষ্ট্য কম,মানে গলনাঙ্ক বেশি)
কিন্তু প্রকৃতপক্ষে NaCl এর গলনাঙ্ক সবচেয়ে বেশি

(মনে রাখবা Chemistry মানেই ব্যতিক্রম)...so গ্রুপ 1 লবন এর ক্ষেত্রে ফাজানের rules Follow করবানা

তাহলে যা দাড়ালো

গ্রুপ 1 এর গলনাঙ্কের ক্রম:Li>Na>K>Rb>Cs

গ্রুপ 17 এর গলনাঙ্কের ক্রম:I2>Br2>Cl2>F2

গ্রুপ 1 এর ক্লোরাইড লবনের গলনাঙ্কের ক্রম:NaCl>KCl>RbCl>CsCl>LiCl

@Abstracted_Alif
@Confusingquestion
243🔥44👍19🥰5😢3🤔2