BCS Mate(Exam Mate) – Telegram
Forwarded from News Zone
বৈঠকে কিন্তু কোনো ছাত্র সমন্বয়ক ছিলো না। যেখানে আন্দোলন করলো ছাত্ররা,সেখানে এতো গুরুত্বপূর্ণ মিটিং এ একজনও সমন্বয়ক থাকলো না কেনো বুঝলাম না। স্বাধীনতা কেবল এক দল থেকে আরেকদল হস্তান্তরের জন্য আনা হয়নি। এটা মাথায় রাখবেন সবাই। আমরা আর suffer করতে চাই না কেউ,আমাদের ভবিষ্যৎ প্রজন্মকেও যেনো করতে না হয় আশা করি সেই ব্যবস্থা করা হবে ইনশা আল্লাহ্।
🤔30💯21😢7🔥5
Forwarded from News Zone
সেনাপ্রধান অতিশীঘ্রই ছাত্র - শিক্ষকদের সাথে সরাসরি আলোচনায় বসবেন।
🥰328🔥4
Forwarded from News Zone
🔥30
Forwarded from News Zone
প্রত্যেকটা বিপ্লবের কিছু পর্যায় থাকে। বর্তমানেরটার প্রথম ফেইজ শেষ। এই ফেজ চলে Sheer Determination, Bravery এগুলোর সমন্বয়ে। রক্তও দিতে হয় এই ফেইজে।

পরের ফেইজ হলো বিপ্লবকে সাসটেইনেবল করা। সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা পর্যায়। এই পর্যায়ে বিপ্লব চুরি হয়ে যাওয়ার ভয় থাকে সবচেয়ে বেশি। সবাই এখন এড্রেনালিন রাশ এর কারণে বিভিন্ন ইমোশন এর চূড়ায় উঠে আছে। এই পিক পয়েন্ট থেকে দ্রুত নেমে এরপর ক্যালকুলেটিভ ফেইজে আসতে হবে। কী চেয়েছিলাম, সেটা এখন হচ্ছে কি না, এটার দিকে খুব গভীরভাবে দৃষ্টিপাত করতে হবে।

সচিবালয় রিফর্ম করতে হবে [তাবৎ বড় বড় পুকুরচুরি, বাংলাদেশ চুরি এখানেই হয়]। বিভিন্ন সরকারি কর্পোরেশনকে সচিবমুক্ত করে সেগুলোর নিজস্ব চেয়ারম্যান বসাতে হবে, প্রশাসনের প্রভাবমুক্ত করতে হবে। পুলিশ রিফর্ম করতে হবে, যাতে থানায় গিয়ে সাধারণ মানুষকে অপরাধীর মতো মিনমিন করতে না হয়৷ ভূমি অফিসের সাব রেজিস্টার থেকে শুরু করে যত চিহ্নিত ঘুষখোর পদ আছে, সবগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। ভার্সিটিগুলোর ভিসি পদে ব্যাকবোন যুক্ত মানুষ বসাতে হবে। ক্যাম্পাস হবে দলীয় ছাত্ররাজনীতি মুক্ত, তবে ছাত্র সংসদ থাকবে। সংবিধানের ২২ নং অনুচ্ছেদকে সত্যিকার অর্থে কার্যকর করতে হবে। বিদেশে পাচার হওয়া লক্ষকোটি টাকা দেশে ফেরানোর ব্যবস্থা করতে হবে। ইচ্ছাকৃত ঋণখেলাপীদের শাস্তির ব্যবস্থা করতে হবে। এরকম আরও আরও অনেক কাজ।

এখানেই সবাই মাতোয়ারা হয়ে খেই হারাবেন না, প্লিজ৷ সবচেয়ে ক্রুসিয়াল ফেইজে আছি। এখানেই নির্ধারিত হবে, ঠিক কী কারণে আমরা রক্ত দিয়েছি।

শহীদদের রক্ত বৃথা যেতে দেওয়া হবে না।

© Riajul Islam Xulian
💯2511
Forwarded from News Zone
কারো বাসায়/মন্দিরে/পূজা মন্ডপে/ ধর্মীয় উপাসনালয়ে হামলা হলে প্লিজ যোগাযোগ করুন।

সেনাবাহিনী ক্যাপ্টেন

1. Dinajpur
20 BIR
CO Lt Col Raushanul Islam, 57 LC
01769682454

2. Mymensingh
21 EB
Capt Faisal
01769208174

3. Sirajganj
40 Fd
Capt Shudipto
01769510524

4. Rampura-7RE Bn,
CO- Lt Col Rehgir Al Shahid,
57 LC, 01769053150

5. Rangpur
30 EB
Capt Ashraf
01615332446

6. Rangpur
34EB (Mech)
Capt Ma-ariz
01745207469

7. Kishorganj (Bhairab)
4 Fd Regt Arty
CO: 01769202354

Capt Raihan
Adjt: 01769202366

8. Jashore
14 BIR
Capt Sabbir
+880 1886-910514

9. Rajbari
2 EB
Capt Enam
+880 1795-615950

10. Dhaka (Jatrabari)
5 BIR (sp bn)
Capt Hemel, 01766162077

11. Uttara , airport, Diabari
CO: 01769024280
Adjt: 01769024284
Capt Sazzad (Parvez):01769510457

12. Cox’s Bazar
9 EB
Capt Muztahid: 01769119988

13. Thakurgaon (7bir)
Lt Faiz -01769510866
Capt Mohtashim -01769009855

14. Mirpur Area (25 AD)
Capt Mahomud : 01833585736
01769024256
Adjt: 01769024254

শেয়ার করুন এটা সবাই
Forwarded from News Zone
সংখ্যালঘুদের ধর্মীয় উপাসনালয় সহ প্রতিটি স্থাপনার প্রতি কড়া নজর রাখুন! সজাগ পাহারা দিন।
দাঙ্গা বাধানোর ষড়যন্ত্র নস্যাত করে দিন।


- মিজানুর রহমান আহাজারী
43
Forwarded from News Zone
নোয়াখালিতে মন্দিরে হামলা করতে গিয়ে হাতেনাতে ধরা খেলেন সাবেক ছাত্রলীগের কর্মী
🔥518😢7😱2
52😢8
Forwarded from News Zone
যেমনটা আমরা চাই
🥰48🔥119
News Zone
যেমনটা আমরা চাই
এতদিন আন্দোলনকারীদের কেউ মন্দির ভাঙ্গে নাই, সংখ্যালঘুদের বাড়িতে আক্রমণ করে নাই।

এখন বিজয় পেয়ে এগুলো করবে? আপনি বিশ্বাস করেন? এগুলো এখন কারা করছে বুঝতে বিজ্ঞানী হওয়ার প্রয়োজন নাই।

স্বৈরাচারের পরাজিত দালালরা এখন এগুলো করে দেশে নতুন হাঙ্গামা সৃষ্টি করবে, বিভক্ত করবে, বুঝাতে চাইবে বিজয়ীদের হাতে দেশ নিরাপদ না।

আসুন, আমরা বিজয় মিছিল বাদ দিয়ে এখন মন্দির ও সংখ্যালঘুদের প্রতি খেয়াল রাখি। ওদের প্রটেক্ট করি। দালালদের নতুন ষড়যন্ত্রের হাত থেকে দেশকে বাঁচাই।

আমরা নতুন এক অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়বো...

বিজয়ের দিনে এই প্রত্যয় বুকে লালন করি।

ইনকিলাব জিন্দাবাদ। বিজয়ের শুভেচ্ছা বাংলাদেশ।

©হাসান মাহমুদ ইমন
🔥3314
Forwarded from News Zone
কারো বাসায়/মন্দিরে/পূজা মন্ডপে/ ধর্মীয় উপাসনালয়ে হামলা হলে প্লিজ যোগাযোগ করুন।

সেনাবাহিনী ক্যাপ্টেন

1. Dinajpur
20 BIR
CO Lt Col Raushanul Islam, 57 LC
01769682454

2. Mymensingh
21 EB
Capt Faisal
01769208174

3. Sirajganj
40 Fd
Capt Shudipto
01769510524

4. Rampura-7RE Bn,
CO- Lt Col Rehgir Al Shahid,
57 LC, 01769053150

5. Rangpur
30 EB
Capt Ashraf
01615332446

6. Rangpur
34EB (Mech)
Capt Ma-ariz
01745207469

7. Kishorganj (Bhairab)
4 Fd Regt Arty
CO: 01769202354

Capt Raihan
Adjt: 01769202366

8. Jashore
14 BIR
Capt Sabbir
+880 1886-910514

9. Rajbari
2 EB
Capt Enam
+880 1795-615950

10. Dhaka (Jatrabari)
5 BIR (sp bn)
Capt Hemel, 01766162077

11. Uttara , airport, Diabari
CO: 01769024280
Adjt: 01769024284
Capt Sazzad (Parvez):01769510457

12. Cox’s Bazar
9 EB
Capt Muztahid: 01769119988

13. Thakurgaon (7bir)
Lt Faiz -01769510866
Capt Mohtashim -01769009855

14. Mirpur Area (25 AD)
Capt Mahomud : 01833585736
01769024256
Adjt: 01769024254

চট্টগ্রামের সংখ্যালঘু(হিন্দু,বৌদ্ধ,ক্রিষ্টান) ভাইদের নিরাপত্তার প্রয়োজন হলে আমাদের জানান। আমরা নিরাপত্তা নিশ্চিত করবো ইনশাল্লাহ।।

note : চান্দগাঁও & বাকলিয়া ৮+৮ ১৬জনের দল পাঠানো হয়েছে। পাহাড়া দিচ্ছে।
Update ৭.৩৫pm : হাজারী গলিতে ১০ সদস্যের টিম/দল পাঠানো হচ্ছে।
ধন্যবাদ।
প্রয়োজনে : +8801516115423 ; +8801714779377

সিলেটে যারা হিন্দু পরিবার ও মন্দির সমস্যা হচ্ছে তারা দয়া করে কমেন্টে নম্বর দিন বাসার ঠিকানা সহ। সিলেটের সমন্বয়ক একটি টীম তাদের প্রতিহত করতে কাজ করবে।

হোয়াটসঅ্যাপ এ 01783627740 দিয়েন এখানে সমস্যা হলে।

©বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, শাবিপ্রবি

শেয়ার করুন এটা সবাই
🔥8
আমরা যেগুলো collect করতে পেরেছি একসাথে করে দিলাম,যে কেউ কোথাও পেলে comment এ দিবেন প্লীজ।আমরা add করে দিবো।

Help our Hindu Brothers
🔥21
Forwarded from News Zone
দোষ যার বা যাদেরই হোক ভাই এভাবে কাদা ছোড়াছুড়ি করে কোনো লাভ আছে!!!!

আমাদের অনেক স্টুডেন্ট,স্বেচ্ছাসেবক গণভবনের জিনিসপত্র গিয়ে ফেরত দিয়ে আসছে।সেটাও একটা ভালো দিক।শুধু সমালোচনা করে ২টা পোস্ট দিয়েই আপনার দায়িত্ব নাগরিক হিসেবে শেষ হয়ে যায় না।

আমার মা বলে একসাথে অনেক বাসন থাকলে ঠোকাঠুকি লাগবেই।দেশের সব মানুষ সমান না,একরকম ভাবার কারণও দেখি না।কারণ সবাই একই আদর্শে বা পরিবেশে বড় হয়নি।

তাই আসুন যাই হয়ে যাক,সবাই সম্মিলিতভাবে কাজ করি।সুন্দর একটা দেশ গড়ার চেষ্টা করি, অন্তত যারা করছে তাদের সাপোর্ট করি।
44🔥8💯2
Forwarded from News Zone
Army Exchange: 01769010000

কোনো জায়গায় যেকোনো ঝামেলা হলে এই নাম্বারে কল দিয়ে এক্সাক্ট লোকেশন বললে ওই লোকেশনের অন ডিউটির নাম্বার পাবেন।
@highlight
7🥰4
দেশের সার্বভৌমত্ব হুমকির মুখে। দয়া করে বিজয় উল্লাস থামান।শেখের বেটি কি প্লান করছে জানলে ঘুম হারাম হয়ে যাবে।

সংসদে সব আগে থেকেই ভাংগা ছিল। এত ইম্পর্টান্ট ফাইলের ড্রয়ারে চাবি লাগানোই ছিল। গনভবনে এত ইজিলি ঢুকতে পারলো কিভাবে মানুষ? গৃহযুদ্ধ বাধায় দিয়ে গেছে। আওয়ামীলীগের এক নেতার নির্দেশে আজকে পুলিশ আর্মির উপর গুলি করছে। ক্যান ইউ ইমাজিন?
কুইক তত্ত্বাবধায়ক সরকার গঠিত না হলে ,এই অবস্থার সর্বোচ্চ সুবিধা নেবে ভারত। অলরেডি কাউন্টার ক্যু এর হুমকি চলতেছে। দয়া করে এলাকাভিত্তিক ভাবে দাংগা হাংগামা বন্ধের চেষ্টা করুম। নাহলে আন্তর্জাতিক ভাবে আমরা গৃহযুদ্ধ বিবেচনায় ঝামেলায় পড়তে যাচ্ছি। ভারতকে এই সুযোগ কখনই দেয়া যাবেনা। দেশের সার্বভৌমত্ব রক্ষা করার চেষ্টা করুন। উল্লাস পরে করবোনি

©
🔥70😢136👏5
Forwarded from News Zone
মোহাম্মদপুরে Exactly আমি এরকম হতে দেখেছি
গণভবন থেকে ফেরার পথে অনেকেই পুলিশ Station দেখার পর খুব ক্ষুব্ধ হয়ে যায়।

সবাইকে ডাকাডাকি শুরু করে যেনো তারা তাদের সাথে যুক্ত হয়ে পুলিশের উপর attack করে।
কিন্তু পুলিশ নিজেদের Protect করার জন্য Sound Grenade ছোড়ে
সবাই তখন ছোটাছুটি করে পালিয়ে যায়

তবে আপাতত বাংলাদেশে RAW এর অস্তিত্ব নিয়ে কোন মন্তব্য করলাম না ।
কিন্তু ভারতের কিছু নেতা যে বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করছে এটা নিশ্চিত ।

-News Zone Admin
🔥39🤔3🫡21
Forwarded from News Zone
🔥935🎉4🫡3
Forwarded from News Zone
সকল ক্যাম্পাস রাজনীতিমুক্ত চাই প্লীজ। ক্যাম্পাসে ফেরার পরেও যেনো সবার মাঝে এই স্পিরিট থাকে,ভাই।
🔥4611
Forwarded from News Zone
রাজশাহীবাসি Doing their works!

গতকাল নোংরা হওয়ার পর আজ সবাই মিলে রাজশাহী পুনর্গঠনে ব্যস্ত!

📌Rajshahi, Bangladesh
6 August, 2024 |

📷: Saimus Sabik
🔥5423👏2💯1