এখন কথা হলো আরেকটা বাকি। নাম ক্রিয়া/নামধাতু ক্রিয়া। । যেটা আমি পারি না। আর পরীক্ষাও আসে না। কি করবো এখন বলো?🙂
🤔12❤7🥰4👏2
Bangla Phobia।Exam Mate
এখন কথা হলো আরেকটা বাকি। নাম ক্রিয়া/নামধাতু ক্রিয়া। । যেটা আমি পারি না। আর পরীক্ষাও আসে না। কি করবো এখন বলো?🙂
বাদ দাও। যাদের জানার অতিরিক্ত ইচ্ছা থাকবে বইলো। ইমন ভাইকে বলবোনে এটা নিয়ে আলোচনা করতে😴
❤29👏3🥰2
সমুচ্চয়ী অব্যয়ঃ
সমুচ্চয়ী অব্যয় তিন প্রকার।
১. সংযোজন অব্যয়ঃ এবং,আর, ও, তথা, তাই, সুতরাং থাকলে তা সংযোজন অব্যয়।
২. বিয়োজক অব্যয়ঃ কিংবা, অথবা,নতুবা, না হয়, নয়তো ইত্যাদি থাকলে বিয়োজক অব্যয়।
৩. সংকোচক অব্যয়ঃ বরং, অথচ, তথাপি ইত্যাদি থাকলে সংকোচক অব্যয়।
উদাহারন নিজেরা দাও। আমার হাতব্যাথা করতেছে🙂
সমুচ্চয়ী অব্যয় তিন প্রকার।
১. সংযোজন অব্যয়ঃ এবং,আর, ও, তথা, তাই, সুতরাং থাকলে তা সংযোজন অব্যয়।
২. বিয়োজক অব্যয়ঃ কিংবা, অথবা,নতুবা, না হয়, নয়তো ইত্যাদি থাকলে বিয়োজক অব্যয়।
৩. সংকোচক অব্যয়ঃ বরং, অথচ, তথাপি ইত্যাদি থাকলে সংকোচক অব্যয়।
উদাহারন নিজেরা দাও। আমার হাতব্যাথা করতেছে🙂
❤50🥰5🔥1
যাদের প্রযোজক ক্রিয়া আর দ্বিকর্মক ক্রিয়া এক করে ফেলতেছো৷ শুনো দ্বিকর্মক ক্রিয়ায় দুটি কর্ম থাকবে।
যেমন: শিক্ষক ছাত্রকে অঙ্ক করান। এখানে ‘ছাত্রকে’ ও ‘অঙ্ক’-এ দুটি কর্ম আছে বলে ‘করান’ ক্রিয়াটি দ্বিকর্মক ক্রিয়া।
যেমন: শিক্ষক ছাত্রকে অঙ্ক করান। এখানে ‘ছাত্রকে’ ও ‘অঙ্ক’-এ দুটি কর্ম আছে বলে ‘করান’ ক্রিয়াটি দ্বিকর্মক ক্রিয়া।
❤32👏5
বাকিগুলো কাল দিবো। শরীর খারাপ+ মন খারাপ+ ফজরে তাড়াতাড়ি ওঠা লাগে। এমনিতেও ঘুমাতে পারি না৷ বাকিগুলো কাল দিচ্ছি। কেমন🙂
❤48😢1
কেমন লাগলো জানিও। কাল ইনশা আল্লাহ শেষ করিয়ে দিবো। আমার জন্য দোয়া কইরো🙂
❤56
একটা সহজ টপিকস নিয়ে প্যাচ বাধাচ্ছো কেন?
দ্বিকর্মক ক্রিয়া : যে ক্রিয়ার দুটি কর্মপদ থাকে, তাকে দ্বিকর্মক ক্রিয়া বলে। দ্বিকর্মক ক্রিয়ার একটি মুখ্য কর্ম ও একটি গৌণকর্ম থাকে। যেমন– মা আমাকে ১০টি টাকা দিয়েছে-এই বাক্যে ‘টাকা’ মুখ্যকর্ম এবং ‘আমাকে’ গৌণকর্ম।
প্রযোজক ক্রিয়া : কর্তার যে ক্রিয়া অন্যকে দিয়ে করানো বোঝায় তাকে প্রযোজক ক্রিয়া বলে। যেমন– শিক্ষক ছাত্রকে অংক দেখাচ্ছেন।
যদি একদম অসুবিধা হয়, তাহলে প্রযোজকটা মাথায় রাখো। দ্বিকর্মক থেকে এখন পর্যন্ত প্রশ্ন আসেনি।
দ্বিকর্মক ক্রিয়া : যে ক্রিয়ার দুটি কর্মপদ থাকে, তাকে দ্বিকর্মক ক্রিয়া বলে। দ্বিকর্মক ক্রিয়ার একটি মুখ্য কর্ম ও একটি গৌণকর্ম থাকে। যেমন– মা আমাকে ১০টি টাকা দিয়েছে-এই বাক্যে ‘টাকা’ মুখ্যকর্ম এবং ‘আমাকে’ গৌণকর্ম।
প্রযোজক ক্রিয়া : কর্তার যে ক্রিয়া অন্যকে দিয়ে করানো বোঝায় তাকে প্রযোজক ক্রিয়া বলে। যেমন– শিক্ষক ছাত্রকে অংক দেখাচ্ছেন।
যদি একদম অসুবিধা হয়, তাহলে প্রযোজকটা মাথায় রাখো। দ্বিকর্মক থেকে এখন পর্যন্ত প্রশ্ন আসেনি।
❤39🥰2🔥1
❤23👏2🔥1
Bangla Phobia।Exam Mate
কোনটি সঠিক নয়?
সমাসবদ্ধ শব্দের পূর্বপদে দূর, কূট, ধূম, চূর্ণ, পূর্ণ, ধূলি, পূবর্, স্থূল, সূর্য, ভূ, মূল, ভূমি, রূপ, ভ্রূ, সূচী, সূক্ষ্ম ইত্যাদি বসলে দীর্ঘ ঊ-কার অপরিবর্তিত থাকে। যেমন―কূটনীতি, রূপমাধুর্য, শূন্যগর্ভ, সূক্ষ্মদৃষ্টি, সূচিকর্ম, সূর্যোদয়, স্থূলকায় ইত্যাদি।
❤50🥰8
জাবির ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড শুরু হয়েছে। ইউনিটভিত্তিক পরীক্ষার তারিখ এখনো ঘোষণা হয়নি, শীঘ্রই হয়ে যাবে।
👏28❤18😢2
কোনটি অনন্বয়ী অব্যয়ের উদাহরণ?
Anonymous Quiz
12%
তাকে দিয়ে এ কাজ হবে না
21%
বৃষ্টি পড়ে ঝমঝম
50%
উঃ বড্ড লেগেছে
17%
তুমি ভালো ছেলে তাই তোমাকে সবাই ভালোবাসে
❤18🤔7🥰1
❤22😢19🤔3
❤10😢10😱5🥰4
আসসালামু আলাইকুম। অব্যয়ের বাকি অংশ ইন শা আল্লাহ শেষ করবো আজ দুপুর ২ টায়। তৈরী থেকো😇
❤30👏2
অনন্বয়ী অব্যয়ঃ
অনন্বয়ী অব্যয় হলো যে অব্যয় বাক্যের সাথে সংযুক্ত থাকে না। আরেকটু ক্লিয়ার করলে বললে যেটা না থাকলেও বাক্য স্বাধীন অথ প্রকাশ করতে পারে, সেটা হলো অনন্বয়ী অব্যয়। কয়েকটা উদাহারন দেই।
ছি! তুমি এত খারাপ?
দেখ এখানে ছি অনন্বয়ী অব্যয়। কেননা আমরা যদি এই ছি টা বাদ দিই, তবুও বাক্যের অথ প্রকাশে কোনো বাধা থাকে না৷ বাক্য ঠিকভাবে অর্থ প্রকাশ করতে পারে।
আরো একটা উদাহারণঃ
আমি আজ আলবত যাবো। এখানে আলবত টা হলো অনন্বয়ী অব্যয়। কারণ আলবত থাকা না থাকা কিন্তু বাক্যের প্রকাশে বাধা দেয় না।
বুঝছো? বুঝলে নিজেরা উদাহারন দাও তো কয়েকটা।
অনন্বয়ী অব্যয় হলো যে অব্যয় বাক্যের সাথে সংযুক্ত থাকে না। আরেকটু ক্লিয়ার করলে বললে যেটা না থাকলেও বাক্য স্বাধীন অথ প্রকাশ করতে পারে, সেটা হলো অনন্বয়ী অব্যয়। কয়েকটা উদাহারন দেই।
ছি! তুমি এত খারাপ?
দেখ এখানে ছি অনন্বয়ী অব্যয়। কেননা আমরা যদি এই ছি টা বাদ দিই, তবুও বাক্যের অথ প্রকাশে কোনো বাধা থাকে না৷ বাক্য ঠিকভাবে অর্থ প্রকাশ করতে পারে।
আরো একটা উদাহারণঃ
আমি আজ আলবত যাবো। এখানে আলবত টা হলো অনন্বয়ী অব্যয়। কারণ আলবত থাকা না থাকা কিন্তু বাক্যের প্রকাশে বাধা দেয় না।
বুঝছো? বুঝলে নিজেরা উদাহারন দাও তো কয়েকটা।
❤59🔥6
অনুকার অব্যয়ঃ
এটা একদম সহজ! একই শব্দের পুনরাবৃত্তি হবে।
যেমনঃ
☣️ বৃষ্টির শব্দ- ঝমঝম
☣️স্রোতের ধ্বনি- কলকল
☣️বাতাসের গতি- শনশন
এখন লক্ষ্য করো আমরা এই যে বাক্যগুলো ব্যাবহার করলাম শনশন, কলকল ইত্যাদি ইত্যাদি এগুলো আমাদের কেউ শিখিয়ে দেয় নি। আমরা নিজেরা কল্পনা করে তৈরী করেছি এইগুলো। এটাও অনুকার অব্যয়ের একটা বৈশিষ্ট্য।
এখন আবার গতকাল সমধাতুজ ক্রিয়ার ক্ষেত্রে ও বলেছিলাম একই শব্দের পুনরাবৃত্তি হয়, তবে সেটা আংশিক পরিবর্তন হয়ে। যেমন তোমরাই উদাহরণ দিয়েছিলে,
বেশ এক ঘুম ঘুমিয়েছি।
এখানে দেখো ঘুম দুইবার এসেছে ঠিকই। কিন্তু হুবহু পুনরাবৃত্তি হয় নি। আর অনুকার অব্যয়ে হুবহু রিপিট হয়। পার্থক্যটা আর অনুকার অব্যয়টা ক্লিয়ার তো এখন?
তোমরা কয়েকটা উদাহারন দাও তো.
এটা একদম সহজ! একই শব্দের পুনরাবৃত্তি হবে।
যেমনঃ
☣️ বৃষ্টির শব্দ- ঝমঝম
☣️স্রোতের ধ্বনি- কলকল
☣️বাতাসের গতি- শনশন
এখন লক্ষ্য করো আমরা এই যে বাক্যগুলো ব্যাবহার করলাম শনশন, কলকল ইত্যাদি ইত্যাদি এগুলো আমাদের কেউ শিখিয়ে দেয় নি। আমরা নিজেরা কল্পনা করে তৈরী করেছি এইগুলো। এটাও অনুকার অব্যয়ের একটা বৈশিষ্ট্য।
এখন আবার গতকাল সমধাতুজ ক্রিয়ার ক্ষেত্রে ও বলেছিলাম একই শব্দের পুনরাবৃত্তি হয়, তবে সেটা আংশিক পরিবর্তন হয়ে। যেমন তোমরাই উদাহরণ দিয়েছিলে,
বেশ এক ঘুম ঘুমিয়েছি।
এখানে দেখো ঘুম দুইবার এসেছে ঠিকই। কিন্তু হুবহু পুনরাবৃত্তি হয় নি। আর অনুকার অব্যয়ে হুবহু রিপিট হয়। পার্থক্যটা আর অনুকার অব্যয়টা ক্লিয়ার তো এখন?
তোমরা কয়েকটা উদাহারন দাও তো.
❤49🥰6
অনুসর্গ অব্যয়ঃ
যে সকল অব্যয় শব্দ বিশেষ্য ও সর্বনাম পদের বিভক্তির ন্যায় বসে কারকবাচকতা প্রকাশ করে, তাদের অনুসর্গ অব্যয় বলে।
যদের অনুসর্গ একদম ক্লিয়ার করা আছে তাদের কাছে এটা একদম সহজ। এক কথায় বলতে গেয়ে যেটাই অনুসর্গ সেটাই অনুসগ অব্যয়।
যেমনঃ
☣️দিহানকে দিয়ে কোনো কাজ হবে না। এখানে দিয়ে হলো অনুসর্গ অব্যয়।
☣️ বেকুবের মত কাজ করো না। এখানে মত অনুসর্গ অব্যয়।
যে সকল অব্যয় শব্দ বিশেষ্য ও সর্বনাম পদের বিভক্তির ন্যায় বসে কারকবাচকতা প্রকাশ করে, তাদের অনুসর্গ অব্যয় বলে।
যদের অনুসর্গ একদম ক্লিয়ার করা আছে তাদের কাছে এটা একদম সহজ। এক কথায় বলতে গেয়ে যেটাই অনুসর্গ সেটাই অনুসগ অব্যয়।
যেমনঃ
☣️দিহানকে দিয়ে কোনো কাজ হবে না। এখানে দিয়ে হলো অনুসর্গ অব্যয়।
☣️ বেকুবের মত কাজ করো না। এখানে মত অনুসর্গ অব্যয়।
❤48🥰5