Bangla Phobia।Exam Mate – Telegram
Bangla Phobia।Exam Mate
28.4K subscribers
746 photos
13 videos
179 files
568 links
Download Telegram
Bangla Phobia।Exam Mate
কৃপনতা ভালো নয়। কৃপণতা কোন পদ?
এটা কেন দুইজন ভুল করছো বলো। কমেন্ট করো ভাইয়া অথবা আপু
Bangla Phobia।Exam Mate
এ কাজ করতে দক্ষ হাত লাগে। দক্ষ কোন পদ?
আবার এত ভুল???🤦‍♂️🤦‍♂️🤦‍♂️

বললাম না কেমন দিয়ে প্রশ্ন করে উত্তর পেলে বিশেষণ আর কি দিয়ে প্রশ্ন করে উত্তর পেলে বিশেষ্য।
তাহলে এই বাক্যে দেখুন সবাই।

এই কাজ করতে কেমন হাত লাগে?
উত্তর আসে দক্ষ।
কিন্তু কি দ্বারা প্রশ্ন করলে জিনিসটা কেমন অদ্ভুত দেখায়। যেমনঃ এ কাজ করতে কি হাত লাগে? কোনো উত্তর কি আসে?
তাহলে এবার তোমরাই বলো যে এটা বিশেষ্য নাকি বিশেষণ?
7
এই বুঝছো??????
1
সাঁতরে কি নদী পার হওয়া যায়? সাঁতরে কোন পদ?
Anonymous Quiz
54%
বিশেষ্য
39%
বিশেষন
7%
সর্বনাম
🔥8😢81
Bangla Phobia।Exam Mate
সাঁতরে কি নদী পার হওয়া যায়? সাঁতরে কোন পদ?
তোমরা প্লিজ বলো যে কোথায় বুঝতে পারছো না।


যারা বলছো না যে কোনো ভুল করলে বা কোথায় বুঝতে পারোনি তোমরা না বললে শিখতে পারবা না। ভর্তি পরীক্ষা অথবা বিসিএস। সব জায়গায় এমন প্রশ্ন থাকবেই।আমি তে শিখাতে চায় বলেই এত করে বলছি।
🥰84
সে ভালো ছেলে। ভালো কোন পদ?
Anonymous Quiz
15%
বিশেষ্য
85%
বিশেষণ
🎉84🥰2👏2🔥1
অলসতা ভালো না। অলসতা কোন পদ?
Anonymous Quiz
67%
বিশেষ্য
33%
বিশেষণ
🤩74
যাইহোক, যারা বুঝতে পেরেছো আর যারা পারেনি সবার জন্য শুভকামনা। সর্বোচ্চ চেষ্টা করেেছি সবাইকে বুঝানোর। এমন প্রশ্ন পরীক্ষায় পাবা অবশ্যই্। দোয়া কইরো🥰
26
যারা বুঝছো তারা বাসায় অন্যগুলো প্র্যাক্টিস করো। কোনোটা না বুঝলে আমাকে অবশ্যই জানাবা। বাংলা ফোবিয়ার যেকোনো একটা পোস্টে আমায় মেনশন করলেই হবে।
2
পোলাপান কি অবস্থা। গতকাল তো বাক্য থেকে পদ নির্নয় শিখলাম। চলো আজ শিখবো যদি একটা শব্দ দিয়ে বলে কোন পদ। তখন কিভাবে সহজে সেটাকে চিহ্নিত করবো। তার আগে বলো কেমন আছো।

আমি জানি কেউ উত্তর দিবা না। ধরে নিলাম ভালো আছো।

তাহলে প্র্যাক্টিস শুরু করি
7
সৌন্দর্য কোন পদ?
Anonymous Quiz
65%
বিশেষ্য
33%
বিশেষণ
2%
সর্বনাম
8😢8
সুন্দর কোন পদ?
Anonymous Quiz
22%
বিশেষ্য
76%
বিশেষণ
2%
সর্বনাম
8😱1
দেখো। ধরো তোমার প্রশ্নে একটা শব্দ দেওয়া থাকলো। আমি বোঝানোর জন্য ধরে নিলাম সেটা হলো ‘সুন্দর’। এবার এই শব্দটাকে নিয়ে তোমার মতো করে একটা বাক্য তৈরী করো। ব্যাস কাজ শেষ। এবার গতকালের মতো। যে বাক্যটা গঠন করলে তাকে কি দ্বারা প্রশ্ন করো। উত্তর পেলে বিশেষ্য। আর কেমন দ্বারা প্রশ্ন করে উত্তর পেলে বিশেষণ।

যেমনঃ আমি ‘সুন্দর’ শব্দটাকে দিয়ে নিজের ইচ্চা অনুসারে একটা বাক্য তৈরী করলাম। সেটা হলো ‘ ফুলটি সুন্দর।’

তাহলে এবার বাক্যটাকে কেমন দ্বারা প্রশ্ন করো তো!!

ফুলটি কেমন?
উত্তর আসে সুন্দর। অথ্যাৎ এটা বিশেষ্য?? মোটেই না!! এটা হলো বিশেষণ। বুঝছো??
13
দরিদ্র ’ কেন পদ?
Anonymous Quiz
41%
বিশেষ্য
59%
বিশেষণ
👏5😢4😱1
দারিদ্রতা ’ কোন পদ?
Anonymous Quiz
73%
বিশেষ্য
27%
বিশেষণ
🔥21🥰1
যারা ভুল করতেছো ভাইয়া -আপুরা। জানাও আমাকে।
কোন জায়গায় বুঝোনি বলো
🔥7
🥰3
😢5👏32😱1
এবার কে কি বাক্য মনে মনে তৈরী করলে সেটাও বলো কমেন্টে। সবার ক্রিয়েটিভিটি দেখতে চায়😊
5😢5🤔2
পরীক্ষায় দেখবা অনেক আসছে এরকম। পারবা তো??
11